বিআইটিআইডির ল্যাব প্রধান করোনায় আক্রান্ত

চট্টগ্রামে যার নেতৃত্বে শত শত করোনা রোগীর নমুনা পরীক্ষা হচ্ছিল আর যার স্বাক্ষরেই রিপোর্ট পজেটিভ না নেগেটিভ তা চূড়ান্ত হচ্ছে; অবশেষ তিনি নিজেই করোনায় আক্রান্ত হলেন। আর অন্যদের মত নিজের করোনার পজেটিভ রিপোর্টে নিজেই স্বাক্ষর করেছেন।

তিনি চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ। মঙ্গলবার বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
তিনি গত ২৫ মার্চ থেকে চট্টগ্রামের করোনা রোগীদের নমুনা পরীক্ষার টিমে নেতৃত্ব দিচ্ছিলেন।

৩২ বছর ধরে চিকিৎসা গবেষণা নিয়ে কাজ করা ডা. শাকিল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, দৈনিক দুইশ থেকে তিনশ মানুষের নমুনা টেস্ট করছে তার টিম। তবে অনেক সর্তকতা অবলম্বন করায় তাদের এখনো কনোনায় কাবু করতে পারেনি। কিন্তু অবশেষে তিনি নিজেও করোনায় আক্রান্ত হলেন।  সূত্র-বাংলাদেশ প্রতিদিন




চীনে নতুন করে ৩৬ জন করোনা আক্রান্ত, আবার আতঙ্ক উহানে

 

করোনাভাইরাস নিয়ে রেহাই নেই চীনের। নতুন করে করোনাভাইরাসের সংক্রমণের কথা জানা যাচ্ছে। ৩৬ জন নতুন করে আক্রান্ত।

তবে এমন তথ্য সামনে এসেছে, যে ৩৬ জন নতুন করে আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে ২৯ জন উপসর্গবিহীনভাবেই সংক্রমিত। নতুন সংক্রমণের বেশিরভাগই উহান প্রদেশ থেকে যেখানে ৬.৫ মিলিয়ন মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, ৭টি নতুন আমদানি করা ঘটনা সামনে এসেছে। এদের মধ্যে পাঁচটি ইনার মঙ্গোলিয়া অটোনমাস রিজিয়ন এবং সাংহাইতে একটি এবং ফুজিয়ানে একটি ঘটনা সামনে এসেছে।
সোমবার করোনা আক্রান্ত হয়ে কোনও মৃত্যু হয়নি। তখনই জানানো হয়েছে, দেশে মোট ৪০৩টি উপসর্গবিহীন ঘটনা এবং ২৮টি ওভারসিজ ঘটনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উহান শহরে ২৬টি নতুন উপসর্গবিহীন ঘটনার কথা সামনে এনেছে স্থানীয় স্বাস্থ্য কমিশন। এমন ঘটনার প্রায় ৩৩৪ জন মেডিকেল পর্যবেক্ষণে রয়েছেন।

নভেল করোনাভাইরাসের শনাক্তকরণে মে মাসের ১৪ তারিখ থেকে ২৩ তারিখ অবধি ১১.২ মিনিয়ন জনসংখ্যার শহরে ৬.৫ মিলিয়নের বেশি মানুষের নিউক্লিক অ্যাসিড পরীক্ষা করা হয়েছে, এমন তথ্যই দিয়েছে চীন কর্তৃপক্ষ।

মে মাসের ১৪ তারিখ উহান প্রদেশে প্রচার শুরু হয় যাতে নিউক্লিক অ্যাসিড পরীক্ষা করে উপসর্গবিহীন এই ঘটনাগুলোর কিনারা করা সম্ভব হয়।

সোমবারের তথ্য অনুযায়ী, ৮২,৯৯২ করোনা আক্রান্তের বিষয় এখনও অবধি জানা গিয়েছে মেন ল্যান্ডে পাশাপাশি, ৪,৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে এই ধরনের মারণ ভাইরাস নিয়ে গবেষণা হয়। সেই গবেষণাগার থেকে লিক হয়ে ভাইরাস ছড়িয়ে পড়েছে, ইতিমধ্যেই এমন অভিযোগ তুলেছে আমেরিকাসহ একাধিক দেশ।

এই অবস্থায় চীন অবশ্য বারবার ব্যাখ্যা দিয়েছে যে গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়েনি। এবার ওই ল্যাবরেটরির ডিরেক্টর সামনে আনলেন নতুন ব্যাখ্যা। জানালেন সত্যিই ওই ল্যাবরেটরিতে ছিল বাদুড় থেকে পাওয়া তিনটি জীবন্ত করোনাভাইরাস। কিন্তু সে গুলির সঙ্গে COVID-19 কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন তিনি।

ঠিক এক মাস পর আবারও ফিরে এল সেই অভিশাপ। ৩৭ পর নতুন করে উহান শহরে করোনা আক্রান্তের হদিশ মিলেছে। আক্রান্ত এক ব্যক্তির অবস্থা সঙ্কটজনক। তার স্ত্রী’ও করোনা আক্রান্ত, তবে তার কোনও উপসর্গ নেই।

গত ৩ এপ্রিল শেষবার করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল উহানে। এরপর থেকে একরকম করোনা মুক্ত হয়ে গিয়েচিল উহান। কিন্তু এবার ফের আক্রান্তের সন্ধান পাওয়ায় আতঙ্ক বাড়ল।  সূত্র-বাংলাদেশ প্রতিদিন




বইয়ে যুক্তি, জ্ঞানে মুক্তি’- এ প্রতিপাদ্যে চলছে বই পড়া প্রতিযোগীতা

নভেল করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঘরে বসে সময় কাটাতে দেশব্যাপী বই পড়া প্রতিযোগিতা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ।
‘বইয়ে যুক্তি, জ্ঞানে মুক্তি’- এ প্রতিপাদ্য নিয়ে এ আয়োজনে পঠিত বইয়ের রিভিউ লেখার মাধ্যমে নিতে পারবেন দেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ। প্রতিযোগিতার প্রতি পর্বে বিভাগভিত্তিক একজনকে বিভাগীয় বিজয়ী এবং প্রতি দুটি পর্বের বিজয়ীদের মধ্য থেকে একজনকে জাতীয়ভাবে বিজয়ী ঘোষণা করা হবে।
আয়োজকরা জানান, প্রতিযোগিতার প্রথম পর্ব গত ১৫ এপ্রিল শুরু হয়ে ৩০ এপ্রিল সমাপ্ত হয়েছে। দুই পর্বে আট বিভাগ থেকে ছয়  শতাধিক পাঠক অংশ নিয়েছেন। প্রতি পর্বে ১৫ দিন সময়ের মধ্যে যেকোন এক বা একাধিক বই পড়ে রিভিউ লেখার মাধ্যমে যে কেউ অংশ নিতে পারবেন প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় অংশ নিতে অনলাইন ফরম পূরণ রেজিস্ট্রেশন করতে হবে। বই পড়ার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংগঠটির গ্রুপে বইটির ছবি সম্বলিত অন্তত তিনটি পোস্ট দিতে হবে। এরপর পঠিত বইয়ের উপর ৭০০-১২০০ শব্দের মধ্যে রিভিউ লিখে সংগঠনটির ই-মেইল অথবা ফেসবুক পেজে ম্যাসেজের মাধ্যমে পাঠাতে হবে।
ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের জাতীয় ফোরাম সদস্য ও প্রতিযোগিতার সমন্বয়কারী রাফিউ আহমেদ বলেন, ‘বিশ্বব্যাপী এই মহামারিতে মানুষ ঘরবন্দী। এ সময়ে বই পড়ার অভ্যাস গড়ে তোলার সুযোগ রয়েছে। এই চিন্তা থেকে আমরা বই পড়া নিয়ে একটি প্রতিযোগিতার শুরু করেছি। প্রতি পর্বে বিভাগ ভিত্তিক আটজন এবং প্রতি দুই পর্ব শেষে জাতীয়ভাবে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে। প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব শেষ হয়ে তৃতীয় পর্বও চলছে। প্রতি পর্ব সমাপ্ত হলে বিভাগীয় বিজয়ীদের নাম এবং দুই পর্ব শেষেজাতীয় ভাবে বিজয়ীর নাম ঘোষণার করা হবে। তাদের পুরস্কৃত করা হবে।’
উল্লেখ্য, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইয়ুথ মোবিলাইজেশন ইউনিট ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ।
প্রতিযোগতার বিষয়ে সংস্থাটির ইয়ুথ মোবিলাইজেশন ইউনিটের প্রধান শশাঙ্ক বরণ রায় জানিয়েছেন, ‘লকডাউন পরিস্থিতিতে বাসায় থাকা তরুণদের মেধাবিকাশের কাজে যুক্ত রাখতে আমাদের এ উদ্যোগ। এর মাধ্যমে মেধাভিত্তিক বাংলাদেশ গঠনে দেশের মেধাবী ও সৃজনশীল তরুণরা ভূমিকা রাখবেন বলে আশা করি।’
বিস্তারিত তথ্য সংগঠনটির ফেসবুক পেজ https://www.facebook.com/YEHBD/ এবং ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/YEH.THP/ রয়েছে।



গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ২য় বারের মত বিয়ের পিঁড়িতে

পরকীয়া করতে গিয়ে বে-রসিক জনতার হাতে ধরা খেয়ে অবশেষে বিয়ের পিড়িতে বসার সিদ্ধান্ত নিলেন গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসিমিন। দীর্ঘদিনের মেলামেশা স্থানীয়দের সন্দেহ মনে হলে এক যুবককে ফারহানা ইয়াসমিনের বাড়িতে ঢুকতে দেখে স্থানীয় জনতা প্রেমিক যুগলকে ঘরবন্দি করে রাখেন। পরে স্থানীয় জন-প্রতনিধিদের সমঝোতায় অবশেষে ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বিয়ের সিদ্ধান্ত নিলে ওই যুবকের সাথে তার বিয়ে হয়।
স্থানীয়রা জানায়, গাংনী পৌর এলকার একটি ভাড়াবাড়িতে বসবাস করতেন গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গাংনী উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ফারহানা ইয়াসমিন। স্বামী সাহাবুদ্দিন ৫/৬ মাস আগে মারা যায়। স্বামী সাহাবুদ্দিন বেঁচে থাকতেই মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুরের আনোয়ারুল ইসলামের ছেলে ছানোয়ান হোসেন সবুজ নামের এক যুবক তার বাড়িতে যাওয়া আসা করেন। প্রতিবেশিরা তাদের অবাধ মেলামেশা সন্দেহ করতে থাকেন।

স্থানীয়রা কেউ জিজ্ঞেস করতে ভাই পরিচয় দিতেন ফারহানা ইয়াসমিন। মঙ্গলবার সকাল ১১ টার সময় যুবক মোটর সাইকেলে ফারহানা ইয়াসমিনের বাড়িতে প্রবেশ করেন ওই যুবক। ওৎ পেতে থাকা স্থানীয় কয়েকজন যুবক ওই সময় চিৎকার করে মানুষ জড়ো করেন। একপর্যায়ে গাংনী থানা পুলিশকে খর দেয় এলকাবাসি।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ফারহানা ইয়াসমিনের বাড়িতে আসেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শতশত জনতা ফারহানার বাড়িতে ভিড় জমায়। কয়েক মিনিটের মধ্যে গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক ও পৌর মেয়র আশরাফুল ইসলাম ঘটনা স্থলে আসেন। ফারহান প্রাথমিক অবস্থায় স্থানীয়দের বিপদে ফেলার চেষ্টা করেন এবং বলেন যুবক সবুজ তার ভাই হন,তার নামে মিথ্যা অপবাদ চাপানো হচ্ছে। পরে তাদের দু’জনের মোবাইল ফোন যাচাই করে অনৈকিত কথাবার্তার নমুনা পায় পুলিশ। একই সাথে দু’জনের মধ্যেকার ছবি বিনিময় করা হয়, যে ছবি দেখে পরিকীয়ার বিষয়টি পরিস্কার হয়ে ওঠে। যুবক সবুজের পরিবারের লোজন ঘটনা স্থলে পৌছালে উভয়ের সম্মতিতে তাদের বিয়ে হয়। মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিনের পরকীয়া ও বিয়ের বিষয়টি টপ অব দ্যা টাউনে পরিনত হয়েছে।

গাংনী উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি শাহানা ইসলাম শান্তনা বলেন, ফারহানা ইয়াসমিনের বিষয়টি শুনেছেন তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে কিনা তা জেলার নেতৃবৃন্দরা দেখবেন।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বলেন, যেহেতু তাদের মাথে মন দেয়া নেয়ার সম্পর্ক রযেছে সেহেতু তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাই তাদের বিয়ে হয়েছে।
গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, ফারহানা ইয়াসমিন যেহেতু অভিভাবক হারা হয়ে পড়েছিলেন তা ছাড়া স্থানীয় জনগন তার বিরুদ্ধে অনেক নোংরা কথাবার্তা বলার চেষ্টা করছিল এমনকি দুজনের মোবাই ফোনে যা দেখলাম তাতে তাদের বিয়ে দেয়া ছাড়া আর কোন উপায় খুজে পেলামনা।




পুলিশে করোনার সংক্রমণ ৪ হাজার ছাড়াল

 

পুলিশে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫২ জন সদস্য। এ নিয়ে পুলিশে করোনায় সংক্রমিত সদস্যের সংখ্যা ৪ হাজার ছাড়াল। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে পুলিশের ১৫২ জন সদস্য করোনায় সংক্রমিত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশ পুলিশে করোনায় সংক্রমিত মোট সদস্যের সংখ্যা ৪ হাজার ৫৩ হলো। তাঁরা জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনায় সংক্রমিত হয়েছেন। সংক্রমিত পুলিশ সদস্যদের মধ্যে ১৪ জন মারা গেছেন।

একই বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত সুস্থ হয়ে পুলিশের ১ হাজার ১১৯ জন সদস্য বাড়ি ফিরেছেন। তাঁদের অনেকে ইতিমধ্যে আবার কাজে যোগ দিয়েছেন।

পুলিশ সদস্যদের মধ্যে করোনার সংক্রমণ ঝুঁকি কমাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সদর দপ্তর।

এর অংশ হিসেবে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। পুলিশ মনে করে, এতে সংক্রমণের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি সুস্থতার হার বাড়ছে। সূত্র-প্রথম আলো




প্রসূতিকে ভর্তি নেয়নি স্বাস্থ্য কমপ্লেক্স, রাস্তায় সন্তান প্রসব

 

গাইবান্ধায় প্রসব ব্যথায় কাতর এক প্রসূতিকে ভর্তি নেয়নি স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘ অপেক্ষার পর হাসপাতালের সামনের রাস্তায় সন্তান প্রসব করেছেন ওই মা।

সোমবার রাতে সাদুল্যাপুরের বাদশা মিয়ার স্ত্রীর প্রসব ব্যথা উঠলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে তাকে ভর্তি না নেয়ায় দীর্ঘ সময় অপেক্ষার করেন তারা। পরে হাসপাতালের সামনের রাস্তায় তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন।

প্রসূতি রাশেদা বেগমের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়। ঘটনার পর প্রসূতির স্বজন ও স্থানীয়রা হাসপাতালের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ প্রসঙ্গে সাদুল্যাপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিঠুন কুমার বর্মন বলেন, ‘ডেলিভ্যারির পর এখন ব্লিডিং বেশি হচ্ছে, এখন পেশেন্টকে এখানে ওভাবে রাখা সম্ভব না। করোনার কারণে এখানে কোন রোগী দেখা হয় না।’

সাদুল্যাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনেওয়াজ খান বলেন, ‘তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। যদি কেউ দোষী হয়ে থাকেন তবে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’ সূত্র-বাংলাদেশ প্রতিদিন




করোনার মাঝেই ভয়াবহ বন্যার কবলে আসাম, ১২৭ গ্রাম প্লাবিত

করোনাভাইরাস সংকটের মধ্যে ভারতের আসাম রাজ্যের ১২৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে রাজ্যের ৩০ হাজারের বেশি মানুষ বন্যার কবলে পড়েছে। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় এই সংবাদমাধ্যটি জানায়, ঘূর্ণিঝড় আম্ফানের ধাক্কায় শুরু হওয়া প্রবল বর্ষণে রাজ্যের পাঁচ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ বন্যায় লখিমপুর, ধেমাজি, ডিব্রুগড়, ডারাং ও গোয়ালপাড়ায় ৩০ হাজারের বেশি মানুষ বিধ্বস্ত। ১২৭টি গ্রাম বন্যার কবলে পড়েছে। তলিয়ে গেছে ৫৭৯ হেক্টর ফসলি জমি। বন্যায় সবচেয়ে করুণ অবস্থা গোয়ালপাড়ার। সেখানে ৮৯টি গ্রামের প্রায় ২৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন।

জেলায় ৩৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে ৮ হাজার মানুষকে নিয়ে যাওয়া হয়েছে।
আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার জানিয়েছেন, করোনা সংকটের মধ্যে এই ভয়াবহ বন্যার কবলের সময় বাইরে আটকা ব্যক্তিদের উচিত ১০ জুনের মধ্যে রাজ্যে ফিরে আসা। তাহলে রাজ্য বন্যা মোকাবেলায় ফোকাস করতে পারবে। সূত্র-বাংলাদেশ প্রতিদিন




গোপনে বিয়ে করেছেন নোবেল, তৃতীয় স্ত্রীকে নিয়ে থাকেন নিকেতনে!

মাইনুল হাসান নোবেল। শুরু থেকেই একের পর এক বিতর্ক তৈরি করে গেছেন। কলকাতার জি বাংলার সারেগামাপা রিয়েলিটি শো’র মাধ্যমে আলোচনায় আসেন। কিন্তু আলোচনার শুরু থেকে যেমন দুই বাংলার পছন্দের তালিকায় ছিলেন তেমনি একটা শ্রেণি তার নানা সময়ের ‘আচরণে’ অসন্তোষ প্রকাশ করে।

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে নানা রকম বিতর্কিত পোস্ট দিয়ে নতুন বিতর্কে জড়ান এই সংগীত শিল্পী। তবে সে সবকে ছাপিয়ে গেল নতুন খবরে, জানা গেল ৭ মাস আগে করেছেন বিয়ে; কনের নাম মেহরুবা সালসাবিল। স্ত্রীকে নিয়ে থাকেন রাজধানীর নিকেতনের একটি ফ্ল্যাটে। বিয়ের কাবিননামা গণমাধ্যমের হাতে এসেছে, এছাড়াও নোবেলের ফ্ল্যাটে যাতায়াতকারী একজন বন্ধু নিশ্চিত করেছেন নোবেল-সালসাবিলের একত্রে বসবাসের বিষয়টি।

বিয়ের ঘটনা বরাবরই আনন্দের। কিন্তু নোবেলের ক্ষেত্রে বিষয়টি একটু অন্যরকম। বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে সালসাবিল নোবেলের তৃতীয় স্ত্রী। এর আগে রিমি নামের একটি মেয়ের সঙ্গে সংসার শুরু করেছিলেন তিনি। সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি। রিমিই ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে। এরপর এক আত্নীয়কে বিয়ে করেন, সেই সম্পর্কও ভেঙে যায়। এর কারণ কী হতে পারে? সোশ্যাল একটিভিস্ট অমি রহমান পিয়ালের একটি পোস্ট থেকে জানা যায় নোবেল তার স্ত্রীকে মারধর করেন। বর্তমান স্ত্রী মেহরুবা সালসাবিলকে তিনবেলাই মারধর করেন বলে পিয়াল তার ফেসবুক পোস্টে লিখেছেন।
পিয়াল লিখেছেন, ‘দুই সপ্তাহ আগে সে নিজের মা-বোনরে রাত একটার সময় ঘর থেকে বের করে দিছে রাস্তায়। পরে পুলিশ আইসা সামাল দিছে। এইটা তো তার নিজের মা-বোন, কিন্তু যে মেয়েটা তার জন্য ঘর ছাড়লো তার কি অবস্থা? জি বাংলার সেলিব্রেটির প্রেমে সে পরিবারের কাছে ত্যাজ্য হইয়া আসলো। তারে নিয়ম কইরা তিন বেলা পিটায় আমাদের সুপারস্টার সিঙ্গার। একদম মানুষ যেমন তিন বেলা খাবার খায়, আমাগো গায়ক তিন বেলা তার বউ পিটায় তার ত্যাগের সম্মানে।

নোবেল যদিও নানা বিষয়ে বিতর্কিত ছিলেন, তবুও বড় তীরটা ছোঁড়েন জাতীয় ‘সংগীত পরিবর্তন’ এর মত দিয়ে। এরপর প্রেমিকা কর্তৃক নিজের নগ্ন ছবি ফাঁস হওয়া নিয়েও নোবেলকে নিয়ে কম জলঘোলা হয়নি। গত বছরের সেপ্টেম্বরে চট্রগ্রামের পাঁচলাইশ থানায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রোগ্রামের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগও উঠেছিলো নোবেলের বিরুদ্ধে। অবশ্য এ বিষয়ে মামলা হয়নি।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পীদের ‘হেয়’ করে মন্তব্য করেন নোবেল। পরে এ নিয়ে বিভিন্নজনের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। র‍্যাবও তাকে ডেকে নেয়। যেখানে তিনি বলেন, নিজের আসন্ন গান ‘তামাশা’র প্রচারে এমনটা করেছেন। এ যাত্রায় ক্ষমা চেয়ে র‍্যাবের কাছে লিখিত দিয়ে আসেন তিনি।

সূত্র : কালের কণ্ঠ।




লকডাউন শিথিল করতে যাচ্ছে সৌদি

সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সামনের বৃহস্পতিবার থেকে দেশজুড়ে লকডাউনের কড়াকড়ি শিথিল হতে যাচ্ছে। গতকাল সোমবার স্বাস্থ্যমন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়াহ বলেছেন, আক্রান্তের শুরুতেই রোগী চিহ্নিত করার জন্য অনেক বেশি সংখ্যক মানুষকে পরীক্ষা করা হবে এবং গুরুতর রোগীদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

তিনি আরো বলেন, আমরা করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছি। যখনই গুরুতর কোনো পরিস্থিতি আন্দাজ করছি, সে অনুসারে যথাযথ সিদ্ধান্ত আমরা নিচ্ছি।

তবে তিনি মনে করেন, লকডাউন শিথিল হওয়ার পরেও স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে। শুরু থেকেই সৌদি আরবে নেওয়া সিদ্ধান্ত আমাদের মহামারি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করেছে।

জানা গেছে, এখন পর্যন্ত সে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৭৪ হাজার সাতশ ৯৫ জন এবং মারা গেছে তিনশ ৯৯ জন।

সূত্র : আরব নিউজ




‘করোনা সংকটে শেখ হাসিনা সরকারের উদ্যোগ দেশ বিদেশে প্রশংসিত হচ্ছে’

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা সংকটের শুরু থেকে আজ পর্যন্ত শেখ হাসিনা সরকারের বিভিন্ন উদ্যোগ, গৃহীত এবং বাস্তবায়িত সিদ্ধান্ত যখন দেশ বিদেশে প্রশংসিত হচ্ছে তখন বিএনপির নেতারা পুরনো নেতিবাচকতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। তারা মানুষের পাশে না থেকে সরকারের বিরুদ্ধে বিষোদগারের মরচে ধরা সমালোচনার তীর ছুড়ছেন যা অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত। তিনি আজ তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, তারা জনগণের পাশে দাঁড়াবেন না, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবরও নিবেন না অথচ মিডিয়ায় সরকারের সমালোচনা করবেন, তাহলে এটাই কি বিএনপির রাজনীতি?
তিনি বলেন, পবিত্র ঈদের দিনেও জনগণ তাদের মুখের বিষ থেকে রেহাই পায়নি।

সরকার একদিকে করোনা সংক্রমণ রোধ ও আক্রান্তদের চিকিৎসা করছেন, অপরদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় পূর্ণ মনোনিবেশ করছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এমতাবস্থায় বিএনপিকে কোনো কর্মসূচিতে বাধা প্রদান মিথ্যাবাদী রাখাল বালকের মতো গল্পের শামিল।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনা সংকট এবং প্রাকৃতিক দুর্যোগে প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগই জনগণের পাশে থাকে, এটাই আওয়ামী লীগের ঐতিহ্য।

মন্ত্রী বলেন, অধিকাংশ মানুষের মাঝে ধৈর্য ও শৃঙ্খলার ঘাটতি দেখা যাচ্ছে, কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করলেও অনেকেই এসব কানে না নিয়ে স্বাভাবিক মানুষের মতো ঘুরাফেরা করে হাট বাজারে জনসমাগম করছেন, এ উদাসীনতা নিজের ও আশপাশের সকলের ভয়ানক বিপদ ডেকে আনছে এবং অবনতি ঘটাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের। সূত্র-যুগান্তর