মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ৫ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সুপারভাইজারদের পাঁচ দিনব্যাপী বিষয় ভিত্তিক প্রশিক্ষণ (৫ম শ্রেণির) এক যোগে আজ বুধবার মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলায় উদ্বোধন করা হয়।

মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে মেহেরপুর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে মানব উন্নয়ন কেন্দ্র মউকের সহায়তায় এ প্রশিক্ষণ অনুষ্টিত হয়। মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার গাজী মূয়ীদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মূনীর।

কোর্স কো-অর্ডিনেটর হিসাবে উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ মো: সুরুজ্জামান।

এদিকে মুজিবনগর অফিসার্স ক্লাব কক্ষে প্রকল্পের জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ আকরাম হোসেন।

অপর দিকে গাংনী উপজেলায় উপজেলা রিসোর্স সেন্টারের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ মুরাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক।

১ম ব্যাচের প্রশিক্ষণে স্ব-স্ব উপজেলার ক্লাস্টার ভিত্তিক ১১২ জন শিক্ষক ও সুপারভাইজার অংশগ্রহণ করেন। প্রশিক্ষনে ৫ম শ্রেণির বিষয় ভিত্তিক পাঠদান, পাঠপরিকল্পনা, মূল্যায়ণ, শিখন ফল, শিখণের কলাকৈশল, আনন্দদায়ক শিক্ষা ও শ্রেণি বিন্যাস ও শ্রেণি কক্ষ পাঠদান উপযোগি করে তুলতে প্রশিক্ষণ প্রদান করা হয়।




দামুড়হুদায় ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার লটারী অনুষ্ঠিত

দামুড়হুদায় ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার লটারী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের আয়োজনে ১শত ৬৫ আসনের বিপরীতে উপজেলা অডিটোরিয়াম হলে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ ও ভর্তি পরীক্ষার লটারী বাছাই কমিটির সভাপতি মমতাজ মহলের সভাপতিত্বে এই লটারী অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ক, খ এবং গ শাখা মিলে প্রতি শাখায় ৫৫ জন করে মোট আসন সংখ্যা ১শত ৬৫। ভর্তির জন্য আবেদন পড়েছে ১শত ৯৯ জন।এদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে ১শত ৬৫ জন ছাত্রীকে লটারীর মাধ্যমে বাছাই করা হয়। বাকি ৩৪ জন জন ছাত্রীকে অপেক্ষমান তালিকায় রাখা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লটারী বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশিদ, সদস্য উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান, সদস্য মুক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিন আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা ফাহমিদা রহমান, দামুড়হুদা প্রেসক্লাব সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সহকারি শিক্ষক মিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, এমদাদুল হক, বিপুল কুমার, আবু বক্কর সিদ্দিকসহ ভর্তি ইচ্ছুক আবেদনকারী ছাত্রীদের অভিভাবকবৃন্দ।




কোটচাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৮ জুয়াড়ি আটক

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পারলাট গ্রামের একটি মেহগনি বাগানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, বাংলা মদ ও নগদ টাকাসহ আট জুয়াড়িকে আটক করেছে যৌথ বাহিনী।

গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জুয়ার বোর্ডের মালিক হারুনসহ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আকটকৃতরা হলেন কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে সেলিম, একই উপজেলার পারলাট গ্রামের ওয়াহাবের ছেলে বাবর আলী, আব্দুল কাদেরের ছেলে আসাদুল হক, ঝিনাইদহ শহরের নতুনকোর্টপাড়ার আইয়ুব মুন্সির ছেলে মো: শাহিন, কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের ফকির আহম্মেদের ছেলে মোঃ রবিউল ইসলাম, একই গ্রামের সাহাজ উদ্দীনের ছেলে মনির উদ্দীন, কোটচাঁদপুর আদর্শপাড়ার মালেক সরদারের ছেলে অমেদুল সরদার ও ঝিনাইদহ সদর উপজেলার নারায়নপুর গ্রামের নাওশাদ শাহ’র ছেলে আহসান হাবিব।

অভিযানকালে যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে ১৩ হাজার ৬৫৯ টাকা, জুয়ার ওয়ান টেন বোর্ড, ডার্ক পিন, জুয়ার গুটি, মদ, মোমবাতি, গোলাপ পানি ও বেশ কয়েকটি মোবাইল সেট জব্দ করে।

আটককৃতারা পুলিশকে জানিয়েছেন, ঝিনাইদহের বিপ্লব ও কোটচাঁদপুরের হারুন এই জুয়ার বোর্ডের মালিক। ৫ আগস্টের পর কোটচাঁদপুরের বিভিন্ন গ্রামে এই চক্রটি গোপনে জুয়া খেলা চালিয়ে আসছিল। এসব জুয়ার বোর্ডে দেশের দক্ষিণাঞ্চলের জেলা থেকে আগত জুয়াড়িরা অংশ নিয়ে থাকে।

কোটচাঁদপুর মডেল থানার ওসি কবির হোসেন মাতব্বর খবর নিশ্চিত করে জানান, আটক জুয়াড়িদের আজ বুধবার সকালে কোর্টে চালান করা হয়েছে।তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।




ম্যানেজার পদে যমুনা গ্রুপে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। ভ্যাট বিভাগ ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের নাম : যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড

পদের নাম : ম্যানেজার পদসংখ্যা : ০১টি অভিজ্ঞতা : ০৮-১২ বছর

বয়সসীমা : ৩০ থেকে ৪০ বছর

কর্মস্থল : গাজীপুর

বেতন : আলোচনা সাপেক্ষে

আবেদন শুরুর তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৪

কর্মঘণ্টা : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : শুধু পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে এমবিএ, বিবিএ

অন্যান্য যোগ্যতা: ভ্যাট পরিকল্পনা কৌশলগুলো বিকাশ এবং বাস্তবায়নে দক্ষতা অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

যেভাবে আবেদন করবেন: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ০৯ জানুয়ারি ২০২৫

সূত্র: কালবেলা




ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এ শ্লোগানে ঝিনাইদহে আর্ন্তজাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, টিটিসির অধ্যক্ষ রুস্তম আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা, সঠিক নিয়ম মেনে ও প্রশিক্ষণ গ্রহণ করে প্রবাসীদের বিদেশে যাওয়ার আহবান জানান। সেই সাথে প্রবাসীদের অধিকার রক্ষায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আরও ভালোভাবে কাজ করার আহবান জানান।




বাংলাদেশে ইমোর ৬ লাখ অ্যাকাউন্ট বন্ধ

চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর মাস পর্যন্ত কমিউনিটি গাইডলাইন না মানায় বাংলাদেশের ৬ লাখ ২৮ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো। স্বচ্ছতা, নিরাপত্তা ও অন্তর্ভুক্তি নিয়ে ইমোর অব্যাহত প্রতিশ্রুতির জায়গা থেকে এ উদ্যোগ নেওয়া হয়।

অক্টোবরে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মাস চলাকালে, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কমিউনিটির মাঝে আস্থা নির্মাণ ও নিরাপদ প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরতে এই তথ্য প্রকাশ করে ইমো। জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা পাবলিক কনটেন্ট চিহ্নিত করতে এআইয়ের সহায়তা নেয়। পাশাপাশি, কমিউনিটিতে সহনশীলতা ও নিরাপত্তা নির্মাণের অংশ হিসেবে ইমো অ্যাপের ক্ষতিকর আচরণগুলো রিপোর্ট করতে ব্যবহারকারীদের উৎসাহ জোগায়।

এই বছরের প্রথম প্রান্তিকে ক্ষতিকর কনটেন্ট পোস্ট করার মাধ্যমে কমিউনিটিতে প্রভাব ফেলতে পারে এরকম বিদ্বেষমূলক কর্মকাণ্ড এড়াতে ব্যবহারকারীর রিপোর্ট করা ৯০ হাজার কেস চিহ্নিত করে ইমো। কোনো ধরনের ব্যতিক্রম ছাড়া, সকল ব্যবহারকারীর জন্য অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও নির্ভরযোগ্য একটি পরিবেশ গড়ে তুলতেই ইমোর কমিউনিটি গাইডলাইন তৈরি করা হয়।

বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ধারাবাহিকতা বজায় রাখা নিশ্চিত করতে সকল ব্যবহারকারী ও কনটেন্ট ক্রিয়েটর নির্বিশেষে সবার ক্ষেত্রে একইভাবে এই গাইডলাইন প্রয়োগ করা হয়। একটি নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ কমিউনিটি নিশ্চিত করতে প্ল্যাটফর্মটি সবসময়ই আরো বেশি প্রাসঙ্গিক ফিচার নিয়ে আসছে এবং ধারাবাহিকভাবে অ্যাপ্লিকেশন আপগ্রেড করছে। ইন্টারনেট ব্যবহার করার সময় আরো সাবধান ও নিরাপদ থাকার বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের মাস অক্টোবর একদম যথার্থ। ব্যবহারকারীর জন্য নিরাপত্তা ও প্রাইভেসি সুরক্ষা দিতে ইমো সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় নারী শিক্ষানবীস আইনজীবী মৃত্যু

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাড়াডোব নামক স্থানে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী শিক্ষানবীস আইনজীবীর মৃত্যু হয়েছে।  আজ বুধবার সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমানা আক্তার মেহেরপুর শহরের কাশ্যব পাড়ার মৃত খোকন আলীর কন্যা। তিনি ঢাকা জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো তিন জন।

জানা যায়, মেহেরপুর হতে গাংনী যাওয়ার পথে গাড়াডোব নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হন ৪ জন। রোমানা আক্তার কে গুরুতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় বাকি তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমারজেন্সি বিভাগের মেডিকেল অফিসার তারিক আহমেদ জানান, গুরুতর আঘাতের ফলে রোগীর মৃত্যু হতে পারে|

পরিবার সূত্রে জানা যায়, ব্যক্তিগত কোন কাজে মেহেরপুর থেকে গাংনীর উদ্দেশ্যে চাচাতো ভাই বাবুকে সাথে করে রওনা দেয় রোমানা আক্তার।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




মওলানা ভাসানীকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা

বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। যিনি সবার কাছে মওলানা ভাসানী হিসেবে পরিচিত। এবার তার জীবনী আসছে রূপালি পর্দায়। মওলানা ভাসানীর জীবনী অবলম্বনে ‘ভাসানী’ নামে সিনেমাটি বানাবেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দিকে একটি মিছিলের আয়োজন করেন মওলানা ভাসানী। তাই আগামী বছরের ১৬ মে ছবিটির শুটিং শুরুর প্রাথমিক পরিকল্পনা করেছেন নির্মাতা। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ।

সৈয়দ অহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘শুধু বাংলাদেশের ইতিহাস নয়, ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে সারা জীবন মওলানা ভাসানী রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন। সিনেমার মধ্য দিয়ে নতুন প্রজন্মের সামনে মওলানা ভাসানী সাহেবকে তুলে ধরতেই সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।’

মওলানা ভাসানীকে নিয়ে এখন সিনেমা নির্মাণের কাজ শুরু করলেও দেড় যুগের বেশি সময় ধরে সিনেমাটি বানানোর স্বপ্ন দেখছেন সৈয়দ অহিদুজ্জামান। ২০০৬ সালে মুক্তি পায় নির্মাতার প্রথম সিনেমা ‘নাচোলের রানী’। এতে তুলে ধরেছিলেন সংগ্রামী নারী, কৃষকনেতা ও বঞ্চিত মানুষের প্রতিনিধি ইলা মিত্রের গল্প। সে সময় সিদ্ধান্ত নিয়েছিলেন ভাসানীকে নিয়ে সিনেমা নির্মাণের। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় নিজের মধ্যে রেখেছিলেন স্বপ্নটা। কাউকে না জানিয়ে নিজেই মওলানা ভাসানীকে নিয়ে করে গেছেন গবেষণা।

কেন এই সময়ে ভাসানীকে নিয়ে সিনেমা বানানোর সিদ্ধান্ত- এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, ‘মওলানা ভাসানীর জীবনের ব্যাপ্তি অনেক গভীর। ব্রিটিশ শাসনামল থেকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে তিনি জড়িয়ে আছেন প্রত্যক্ষভাবে। তাকে নিয়ে সিনেমা বানাতে অনেক গবেষণার প্রয়োজন। এ ছাড়া ভাসানীকে নিয়ে সিনেমা বানানোর এখনই মোক্ষম সময়। এত দিন রাজনৈতিক বেড়াজালে আটকে রাখা হয়েছিল তাকে। শঙ্কায় ছিলাম, তাকে নিয়ে সিনেমা বানালে আদৌ সেটি মুক্তি দিতে পারব কি না। কারণ, ইতিহাস বলতে গেলে সত্যটাই তুলে ধরতে হবে। সেই সত্যটা মেনে নিতে পারবে কি না, তা নিয়ে ভয়ে ছিলাম। এখন সেই শঙ্কা নেই। মওলানা ভাসানীকে আটকে রাখার শক্তি এখন নেই।’

নির্মাতা জানান, মওলানা ভাসানীর ১৩ বছর বয়স থেকে শুরু হবে সিনেমার কাহিনি। এতে ভাসানী চরিত্রে অভিনয় করবেন তিনজন অভিনেতা। ভাসানীর চরিত্রে এখনো কাউকে চূড়ান্ত করেননি নির্মাতা, অডিশনের মাধ্যমে নিতে চান নতুন মুখ। অহিদুজ্জামান বলেন, ‘ভাসানী হিসেবে এমন কাউকে নির্বাচন করতে চাই, যাকে দেখে মনে হবে ভাসানীকেই দেখছি। পরিচিত মুখ নিলে সেটা হয়তো হবে না। তাই নতুন মুখ নিয়ে কাজ করতে চাই। শিগগির অডিশনের প্রক্রিয়া জানানো হবে।’

সূত্র: ইত্তেফাক




দামুড়হুদায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

দামুড়হুদায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গিকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এই স্লোগানকে সামনে রেখে” আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে উপজেলা চত্বর থেকে র‍্যালী বের হয়। র‍্যালী শেষে পরবর্তীতে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল। সভাপতির বক্তব্যে ইউএনও মমতাজ মহল বলেন, জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস গুরুত্বপূর্ণ একটি দিন। আমাদের প্রবাসী ভাইদের কথা স্বরণ করার দিন। বাংলাদেশের ১৬ কোটি ৫০ লক্ষ জনসংখ্যার মধ্যে থেকে প্রায় ১ কোটি মানুষ প্রবাসে থাকে যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল তারা যে টাকা বা রেমিট্যান্স পাঠায় যা দিয়ে তাদের পরিবারের সচ্ছলতা ও দেশের সামষ্টিক অর্থনীতির চাকা সচল থাকে। তাদের এই অবদান দেশের অর্থনীতিতে অনস্বীকার্য। সুতরাং দেশে বা বিদেশে আমাদের কোন প্রবাসী ভাই যেন কোন প্রকার হেনেস্থার স্বীকার না হয় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আব্দুর রশিদ, সমবায় কর্মকর্তা হারুন অর রশীদ, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, দামুড়হুদা মডেল থানার প্রতিনিধি এস আই মাহাবুল, এনজিও ব্রাক প্রতিনিধি নিজাম উদ্দিন, এনজিও ওয়েভ ফাউন্ডেশন প্রতিনিধি মিরাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দরা।




এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো বাংলাদেশ

জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুযোগ আসে বাংলাদেশের সামনে। আর সেই সুযোগ শতভাগ কাজে লাগালো লিটন দাসের দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল। মেহেদী হাসান মিরাজ, জাকের আলির ছোট্ট ক্যামিওর সঙ্গে শেষ দিকে শামিম পাটোয়ারীর ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

মিরাজ ২৫ বলে ২৬ ও জাকের ২০ বলে ২১ রান করেন। এছাড়া ১৭ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন শামিম। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে গুড়াকেশ মোতেই নেন ২টি উইকেট।

১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানের মধ্যে জোড়া উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রান্ডন কিং বলে ৮ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান আন্দ্রে ফ্লেচার। দুজনকেই আউট করেন তাসকিন।

এরপর ক্যারিবিয়ান শিবিরে জোড়া আঘাত হানেন মেহেদী। ১২ বলে ১৪ রান করে জনসন চার্লস ও ৮ বলে ৫ রান করে নিকোলাস পুরান আউট হন। দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় ক্যারিবিয়ানরা। পাওয়েল ৭ বলে ৬ ও রোমারিও শেফার্ড রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

রস্টন চেজ ও আকিল হোসেন লড়াই করার চেষ্টা করেন। তবে তারা আউট হলে দ্রুত উইকেট হারিয়ে ১৮ ওভার ৩ বলে ১০২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। চেজ ৩৪ বলে ৩২ ও আকিল ৩১ বলে ৩১ রান করেন। বাংলাদেশের পক্ষে তাসকিন নেন ৩টি উইকেট।

সূত্র: ইত্তেফাক