মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ৫ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সুপারভাইজারদের পাঁচ দিনব্যাপী বিষয় ভিত্তিক প্রশিক্ষণ (৫ম শ্রেণির) এক যোগে আজ বুধবার মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলায় উদ্বোধন করা হয়।
মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে মেহেরপুর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে মানব উন্নয়ন কেন্দ্র মউকের সহায়তায় এ প্রশিক্ষণ অনুষ্টিত হয়। মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার গাজী মূয়ীদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মূনীর।
কোর্স কো-অর্ডিনেটর হিসাবে উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শেখ মো: সুরুজ্জামান।
এদিকে মুজিবনগর অফিসার্স ক্লাব কক্ষে প্রকল্পের জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ আকরাম হোসেন।
অপর দিকে গাংনী উপজেলায় উপজেলা রিসোর্স সেন্টারের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ মুরাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক।
১ম ব্যাচের প্রশিক্ষণে স্ব-স্ব উপজেলার ক্লাস্টার ভিত্তিক ১১২ জন শিক্ষক ও সুপারভাইজার অংশগ্রহণ করেন। প্রশিক্ষনে ৫ম শ্রেণির বিষয় ভিত্তিক পাঠদান, পাঠপরিকল্পনা, মূল্যায়ণ, শিখন ফল, শিখণের কলাকৈশল, আনন্দদায়ক শিক্ষা ও শ্রেণি বিন্যাস ও শ্রেণি কক্ষ পাঠদান উপযোগি করে তুলতে প্রশিক্ষণ প্রদান করা হয়।