দামুড়হুদায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

দামুড়হুদায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গিকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এই স্লোগানকে সামনে রেখে” আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে উপজেলা চত্বর থেকে র‍্যালী বের হয়। র‍্যালী শেষে পরবর্তীতে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল। সভাপতির বক্তব্যে ইউএনও মমতাজ মহল বলেন, জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস গুরুত্বপূর্ণ একটি দিন। আমাদের প্রবাসী ভাইদের কথা স্বরণ করার দিন। বাংলাদেশের ১৬ কোটি ৫০ লক্ষ জনসংখ্যার মধ্যে থেকে প্রায় ১ কোটি মানুষ প্রবাসে থাকে যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল তারা যে টাকা বা রেমিট্যান্স পাঠায় যা দিয়ে তাদের পরিবারের সচ্ছলতা ও দেশের সামষ্টিক অর্থনীতির চাকা সচল থাকে। তাদের এই অবদান দেশের অর্থনীতিতে অনস্বীকার্য। সুতরাং দেশে বা বিদেশে আমাদের কোন প্রবাসী ভাই যেন কোন প্রকার হেনেস্থার স্বীকার না হয় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আব্দুর রশিদ, সমবায় কর্মকর্তা হারুন অর রশীদ, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, দামুড়হুদা মডেল থানার প্রতিনিধি এস আই মাহাবুল, এনজিও ব্রাক প্রতিনিধি নিজাম উদ্দিন, এনজিও ওয়েভ ফাউন্ডেশন প্রতিনিধি মিরাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দরা।




এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো বাংলাদেশ

জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুযোগ আসে বাংলাদেশের সামনে। আর সেই সুযোগ শতভাগ কাজে লাগালো লিটন দাসের দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল। মেহেদী হাসান মিরাজ, জাকের আলির ছোট্ট ক্যামিওর সঙ্গে শেষ দিকে শামিম পাটোয়ারীর ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

মিরাজ ২৫ বলে ২৬ ও জাকের ২০ বলে ২১ রান করেন। এছাড়া ১৭ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন শামিম। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে গুড়াকেশ মোতেই নেন ২টি উইকেট।

১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানের মধ্যে জোড়া উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রান্ডন কিং বলে ৮ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান আন্দ্রে ফ্লেচার। দুজনকেই আউট করেন তাসকিন।

এরপর ক্যারিবিয়ান শিবিরে জোড়া আঘাত হানেন মেহেদী। ১২ বলে ১৪ রান করে জনসন চার্লস ও ৮ বলে ৫ রান করে নিকোলাস পুরান আউট হন। দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় ক্যারিবিয়ানরা। পাওয়েল ৭ বলে ৬ ও রোমারিও শেফার্ড রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

রস্টন চেজ ও আকিল হোসেন লড়াই করার চেষ্টা করেন। তবে তারা আউট হলে দ্রুত উইকেট হারিয়ে ১৮ ওভার ৩ বলে ১০২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। চেজ ৩৪ বলে ৩২ ও আকিল ৩১ বলে ৩১ রান করেন। বাংলাদেশের পক্ষে তাসকিন নেন ৩টি উইকেট।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন

প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার এই প্রতিপাদ্যে মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার( ১৮ ডিসেম্বর) সকাল দশটার সময় মেহেরপুর জেলা প্রশাসক আয়োজনে মেহেরপুর সম্মেলন কক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী থেকেই এ র‍্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়। এরপরে সেখানে মেলার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজ সভাপতিত্বে আলোচনা সভা উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) গাজী মূয়ীদুর রহমান, সহকারী কমিশনার মোঃ আবীর হোসেন, মেহেরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর অধ্যক্ষ মোঃ আরিফ হোসেন তালুকদার, পুলিশ পরিদর্শক মোঃ বজলুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক এ জেএম সিরাজুম মূনীর, জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুন,মেহেরপুর সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপক মোঃ তৌহিদুল ইসলাম, মেহেরপুর প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মোয়াজ্জেম হোসেন।

সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি‘র ইন্সট্রাক্টর (কম্পিউটার ট্রেড) মোঃ আল-আমিন হোসেন, ইন্সট্রাক্টর (সিভিল কন্সট্রাকশন) শিখা খানম, ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) মোঃ সোহেল রানা, ইন্সট্রাক্টর (গার্মেন্টস) আনিছুর রহমান, ইন্সট্রাক্টর (ইলেকট্রনিক্স) মোঃ মাসুদ পারভেজ, ড্রাইভিং ইন্সট্রাক্টর (তাত্ত্বিক) ফাতিহা ফিজা, ড্রাইভিং ইন্সট্রাক্টর (ব্যবহারিক) মোঃ মনিরুজ্জামান, ড্রাইভিং ইন্সট্রাক্টর (ব্যবহারিক) মোঃ ফারুক হোসেন ,মোঃ মনির হোসেন, মোঃ শিহাব উদ্দিন, মোঃ খাইরুল ইসলাম, ইমরান খান, প্রমুখ।




বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কাশেম বহিষ্কার

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ( কাশেম— শাহিন) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আবুল কাশেমকে বহিষ্কার করা হয়েছে। তিনি ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলার চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

তিনি সমিতির পদ পদবী ব্যবহার করে ২০১৮ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বঞ্চিতদের চাকুরি নিশ্চিত করার কথা বলে তৎকালীন ফ্যাসিষ্ট সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকট মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করে শিক্ষকদের কাছ থেকে ১০ কোটি টাকা চুক্তির পর নগদ ৩ কোটি টাকা গ্রহন করে। পরবর্তী সময়ে বঞ্চিত শিক্ষকগণ বিভিন্ন সময়ে মো: কাশেমের ময়মনসিংহের নিজ বাসায় গিয়ে এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগের প্রেক্ষিতে ১ কোটি ৯৩ লক্ষ টাকা আদায় করেন। পরবর্তী সময়ে সেই নিয়োগ বঞ্চিত শিক্ষকগণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে প্রতিকার চেয়ে আবেদন করার পর বিভাগীয় উপপরিচালক ময়মনসিংহের নেতৃত্বে দুইটি তদন্ত কমিটির দীর্ঘ তদন্ত শেষে তদন্ত রিপোর্টের আলোকে কাশেমের অন্যতম সহযোগী আশিক মাহমুদ খান, প্রধান শিক্ষক ( চ.দায়িত্ব) , বীরগুছিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালুয়াঘাট, ময়মনসিংহকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ময়মনসিংহ কর্তৃক সরকারি কর্মচারি ( শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩( খ) ও বিধি অনুসারে ” অসদাচরণ ও দূর্ণীতির অভিযোগে বিভাগীয় মামলা ও মামলা শুনানি শেষে আশিক মাহমুদ খানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( চ. দায়িত্ব) পদ থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করেন। মূল দায়ী ব্যক্তি মো: আবুল কাশেমকে বিভাগীয় উপপরিচালক, ময়মনসিংহ স্মারক নং ৩৮.৪৫.০০০০.২৭.০৩৯.১৯.৪০৪, তারিখ: ২৮ এপ্রিল, ২০২৪ এর আদেশ মোতাবেক “অসদাচরণ ও দূর্নীতি” দায়ে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৪(২) (ঘ) বিধি অনুযায়ী “বেতন গ্রেডের নিম্নতম ধাপে অবনমিতকরণ” প্রদান করে মূল বেতন ৩৫৮৮০/— স্থলে ২২০০০/— নির্ধারণ করেন। সেই প্রেক্ষিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সিনিয়র সহসভাপতি মো: লিয়াকত আলী খান নির্দেশে বিভাগীয় বিভিন্ন তদন্ত কমিটির পত্রের মর্মানুযায়ী বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সংশোধিত গঠনতন্ত্র ২০২১ অনুচ্ছেদ —২২ ( ক) অনুচ্ছেদ ২৪ (ক) ও ( গ) এর ধারা মতে সমিতির ভাবমূর্তি ক্ষুন্নসহ উপদল সৃষ্টির প্রেক্ষিতে কেন তাকে সমিতির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে কেন স্থায়ী ভাবে বহিষ্কার করা হবে না সেই মর্মে ০৩/১১/২০২৪, ১৩/১১ /২০২৪ খ্রি: কৈফিয়ত তলব এবং ২৩/১১/২০২৪ খ্রি: তারিখের ঢাকার লালমাটিয়া স্কুল এন্ড কলেজ ( লালমাটিয়া হাউজিং স্কুল এন্ড কলেজ) এ অনুষ্ঠিত সরাসরি কেন্দ্রীয় কমিটির সভায় সন্তোষজনক উত্তরে ব্যর্থ হওয়ায় ১৩/১২/২০২৪ খ্রি: সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী খান বিভাগীয় দন্ডপ্রাপ্ত মো: আবুল কাশেমকে সমিতির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হলো। নীতি নির্ধারণী সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কাউন্সিল অধিবেশন পূর্ববর্তী সময় পর্যন্ত সর্বসম্মতিক্রমে জ্যেষ্ঠ সহসভাপতি মো: লিয়াকত আলী খানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয় একই সিদ্ধান্তে বহিস্কৃত মো: আবুল কাশেম কর্তৃক ইতিপূর্বে সমিতির অগঠনতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বনে বহিস্কৃত সকল পদধারি নেতৃবৃন্দের বহিষ্কার পত্রগুলো প্রত্যাহার করা হয়েছে। সূত্র: শিক্ষা বার্তা ডট কম।




গলায় গামছা বেঁধে টানাহেঁচড়াই কৃষকের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জমিজমা নিয়ে বিরোধে গলায় গামছা পেছিয়ে টানাহেচড়াই প্রতিপক্ষের হাতে রাহাজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সিংগা গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃত রাহাজ উদ্দীন একই গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় ওই গ্রামের স্বপন আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় হত্যা মামলার আবেদন করেছেন নিহতের ছেলে পলাশ হোসেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিহতের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল স্বপনদের। এ নিয়ে ওই গ্রামের বাজারে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় স্বপন তাকে কিলঘুষি মারতে থাকে। এক পর্যায়ে গলায় গামছা বেধে টানা-হেচড়া শুরু করে। পরে মাটিতে লুটিয়ে পড়েন রাহাজ উদ্দিন। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

ওই গ্রামের সাবেক ইউপি সদস্য গোলাম রহমান জানান, সকালে বাজারে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়েছে। শুনেছি স্বপন তার গলাই গামছা দিয়েছিল। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তখন রাহাজ উদ্দিন বাড়িতে যাওয়ার উদ্দেশ্য কিছুদুর যাওয়ার পর মাটিয়ে লুটিয়ে পড়ে এবং এ সময় তার মৃত্যু হয়।

নিহতের ছেলে পলাশ বলেন, সকালে আমার বাবাকে মারধর করেছে স্বপন। তাকে গলায় গামছা পেঁচিয়ে টানাহেঁচড়া করেছে। ফলে ঘটনাস্থলেই আমার বাবা মারা গেছেন। তাকে হত্যা করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি এম এ রউফ খান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে এসএমসি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। সিকিউরিটি সুপারভাইজার পদে একাধিক জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের নাম : এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

পদের নাম : সিকিউরিটি সুপারভাইজার পদসংখ্যা : ০১টি অভিজ্ঞতা : কমপক্ষে ৬ বছর

বয়সসীমা : উল্লেখ নেই

কর্মস্থল : কুমিল্লা

বেতন : আলোচনা সাপেক্ষে

আবেদন শুরুর তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৪

কর্মক্ষেত্র : কারখানা চত্বরে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি

অন্যান্য যোগ্যতা : সব ধরনের মালামালের ও পরিবহনের প্রবেশ ও প্রস্থান মনিটর/তত্ত্বাবধান করা এবং রেকর্ড রাখার দক্ষতা। অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ৩০ ডিসেম্বর ২০২৪

সূত্র: কালবেলা




ঝিনাইদহে বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঝিনাইদহে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় নবগঙ্গা দল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সজল কুমার দাস।

সেসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়াও ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ প্রতিযোগিতার ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টটি পরিচালনার দায়িত্বে ছিলেন ঝিনাইদহ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

উল্লেখ্য, গত ০৮ নভেম্বর বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতার খেলা শুরু হয়। এতে ঝিনাইদহ জেলার অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বছর বয়সী খেলোয়াড়বৃন্দ যথাক্রমে পদ্মা, মেঘনা, যমুনা ও নবগঙ্গা ৪টি দলে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।




ভারতে আর লাইভ পারফর্ম নয়, ঘোষণা দিলজিতের

পাঞ্জাবি গায়ক দিলজিত দোসাঞ্জ নিজেকে নিয়ে গিয়েছেন আলাদা উচ্চতায়। তাকে গ্লোবাল আইকন হিসেবে দেখা হয়। সম্প্রতি কনসার্ট ঘিরে শিরোনামে উঠে এসেছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। মঞ্চে মাদক ও কনসার্টে টিকিট বিক্রির বিষয়ে কথা বলায় আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে এখন তিনি। এর মধ্যে ভারতে আর লাইভ পারফর্ম করবেন না বলে জানান এই গায়ক ও অভিনেতা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন দিলজিত?

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবার দিলজিত তার ‘দিল-লুমিনাটি ইন্ডিয়া ট্যুর’-এ ভারতজুড়ে লাইভ পারফরম্যান্স করছেন। তবে কনসার্টগুলোর অবকাঠামো নিয়ে তিনি খুশি নন। শনিবার (১৪ ডিসেম্বর) চণ্ডীগড় কনসার্টে দিলজিত ঘোষণা করেন যতক্ষণ না অবকাঠামো উন্নত করা হয়, ততক্ষণ তিনি ভারতের কোথাও লাইভ পারফর্ম করবেন না। এই ঘোষণার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দিলজিতকে পাঞ্জাবিতে বলতে দেখা গেছে, ‘এখানে লাইভ শো করার জন্য অবকাঠামো নেই। এটি বড় আয়ের উৎস, অনেক মানুষ এখানে কাজ পান…আমি পরের বার চেষ্টা করব যাতে মঞ্চটা মাঝখানে থাকে যাতে আপনারা এর চারপাশে থাকতে পারেন। যত দিন এটা ঠিক না হয়, তত দিন আমি ভারতের কোথাও শো করব না, এই বিষয়টি নিশ্চিত।’

চণ্ডীগড়ের কনসার্টে দিলজিত তার ভক্তদের জন্য কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দেন। তিনি আবেগপ্রবণ হয়ে নিজের শহর চণ্ডীগড়ে পারফর্ম করার অনুভূতি শেয়ার করেন এবং পুরো কনসার্টটি তিনি নতুনভাবে আন্তর্জাতিক দাবা চ্যাম্পিয়ন গুকেশ ডোমারাজুকে উৎসর্গ করেন।

একপর্যায়ে দিলজিত ‘পুষ্পা’ সিনেমার একটি আইকনিক ডায়ালগ দেন। এতেই পুনরায় উজ্জীবিত হয়ে যান তার ভক্ত-অনুরাগীরা। ‘ঝুঁকেগা নেহি’- ডায়ালগটি মঞ্চে দেন। যদিও দিলজিত বলেন তিনি ‘পুষ্পা ২’ সিনেমা এখনো দেখেননি।

তরুণ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় তারকা হলেন দিলজিত্‍। দেশ হোক কিংবা বিদেশ তিনি যেখানেই কনসার্ট করুন না কেন উপচে পড়ে ভিড়। কয়েক দিন আগে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামেও সেই একই দৃশ্য ধরা পড়েছিল। কনসার্ট শেষের পর মাঠ জুড়ে দেখা যায় শুধুই ছড়িয়ে রয়েছে মাংসের হাড়, মদের বোতল! তা নিয়েও রীতিমতো সমালোচনা হয়। এবার হায়দরাবাদে শোয়ের আগে তাই তেলেঙ্গানা সরকারের তরফে তাই আইনি নোটিশ পাঠানো হয় পাঞ্জাবি পপতারকাকে।

প্রসঙ্গত, ‘লেমোনেড’ এবং ‘পাঁচ তারা’ এই দুটি গান নিয়েই বিতর্কে জড়িয়েছিলেন দিলজিত। এর জেরে তেলঙ্গানা এবং গুজরাটে সমস্যায় পড়তে হয়েছিল গায়ককে। এবার হায়দরাবাদে শোয়ের আগে তেলেঙ্গানা সরকারের তরফে তাই আইনি নোটিশ পাঠানো হয় এই পাঞ্জাবি পপতারকাকে। তার বিরুদ্ধে গানে মাদকের প্রচার করা হয়- এমন অভিযোগও ওঠে। যদিও এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন দিলজিত নিজেও। বলেছিলেন, ‘আগে দেশে মদ নিষিদ্ধ হোক, এরপর আমাকে শাসাবে।’

সূত্র: ইত্তেফাক




প্রচার প্রচারণায় জমে উঠেছে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচন

জমে উঠেছে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে রাত অবধি জেলার বিভিন্ন উপজেলায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

আজ মঙ্গলবার সকালে সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে ‘শতভাগ দুর্নীতি, বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত, চিকিৎসার মানউন্নয়নের অঙ্গিকার নিয়ে গঠিত মোয়াজ্জেম-পান্নু প্যানেল নির্বাচনী গণসংযোগ করেন। ভোটারদের কাছে গিয়ে তাদের প্যানেলে ভোট প্রার্থনা করেন। ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালের নানা উন্নয়ন, রোগীদের সেবার মান বৃদ্ধি, ভোগান্তী দুর ও ব্যায় কমানোর নানা প্রতিশ্রুতি দেন তারা। ভোটাররাও প্রার্থীদের দেওয়া ইশতেহার বাস্তবায়ন হবে এমনটিই আশা করছেন।

সেসময় প্যানেলের সভাপতি প্রার্থী মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, সহ-সভাপতি জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আগামী ২১ ডিসেম্বর ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১টি পদে ৩৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ওই দিন সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত ৩০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।




রেকর্ড গড়া জয়ে সাউদিকে বিদায় জানালো নিউজিল্যান্ড

৬৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ধারের কাছেও যেতে পারেনি ইংল্যান্ড। মাত্র ২৩৪ রানে গুটিয়ে গেছে ইংলিশরা। এতেই ৪২৩ রানের বিশাল জয়ে টিম সাউদিকে বিদায় দিলো নিউজিল্যান্ড। এই জয়টি কিউইদের ইতিহাসে সর্বোচ্চ রান ব্যবধানের জয়।

হ্যামিল্টনে ৬৫৮ রান তাড়ায় চতুর্থ দিনে ইংল্যান্ড মাত্র ২৩৪ রানে অলআউট হয়েছে। এটি ইংল্যান্ডের ইতিহাসে চতুর্থ বৃহত্তম টেস্ট পরাজয়। তিন ম্যাচের সিরিজ যদিও আগেই জিতে নিয়েছিলো ইংল্যান্ড। সিরিজ শেষ হলো ২-১ ব্যবধানে।

১০৭টি টেস্ট খেলা সাউদি তার শেষ টেস্টে ২/৩৪ রান নিয়ে অবসর গ্রহণ করেছেন। নিউজিল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী স্যার রিচার্ড হ্যাডলির পর দ্বিতীয় স্থানে আছেন সাউদি।

প্রথম ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ৩৪৭ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড। জবাবে ১৪৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। ২০৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কেইন উইলিয়ামসের সেঞ্চুরিতে ৪৫৩ রানে অলআউট হয় কিউইরা। ১৫৬ রান করেন উইলিয়ামস।

৬৫৮ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে ইংল্যান্ড। জ্যাকব বেথেল ৭৬ ও জো রুট ৫৪ রান করেন। এছাড়া আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেনি। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ব্যাটিং করেননি।

সূত্র: ইত্তেফাক