মেহেরপুরে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেফতার

 মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলায় ৮ আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে ৪ ও সদর থানা পুলিশের অভিযানে ৪ জন আসামি গ্রেফতার হয়েছে।

গতকাল শনিবার সকাল থেকে আজ রবিবার (৭ মে) ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে গাংনী থানা পুলিশ পুরাতন মামলায় ১ জন আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলায় ১ ও অন্যান্য মামলায় ২ জন আসামি গ্রেফতার করে। এছাড়া মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ২ ও মাদক মামলায় ২ আসামি গ্রেফতার করে।

মেহেরপুর সদর থানা ও গাংনী থানা সূত্রে এই খবর নিশ্চিত করেছে।

আজ রবিবার (৭ মে) দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।