চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট রেলগেটের অদূরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দীন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকালে খুলনা থেকে গোয়ালন্দগামী নকশীকাঁথা আপ ট্রেনের ধাক্কায় মারা যান তিনি।

নিহত আলাউদ্দীন গাইদঘাট দক্ষিণপাড়ার মৃত মিনাজ উদ্দীন মন্ডলের ছেলে। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দীন জানান, শুক্রবার সকালে চুয়াডাঙ্গা শহরে আসার উদ্দেশ্যে আলউদ্দীন বাড়ি থেকে বের হন।

পথে গাইদঘাট রেলগেটের অদূরে রেললাইন পার হওয়ার সময় নকশীকাঁথা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি:




দামুড়হুদায় জাফর ইকবালের কুপ্রস্তাবে ঘর ছাড়া গৃহবধু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাফর ইকবালের কুপ্রস্তাবে নাজি না হওয়ায় ঘর ছাড়তে বাধ্য হয়েছে এক গৃহবধু। এ বিষয়ে চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল কোর্টে মামলা দায়ের করা হয়।
মামলা নং- সি আর ৫২০/১৯ ও পারিবারিক মামলা নং- ১১৩/১৯। মামলা সূত্রে জানা যায়, দুই বছর আগে সামাজিক ভাবে লিজার সাথে চুয়াডাঙ্গা সদর থানার আন্দলবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জীবন হাসানের সামাজিক ভাবে বিয়ে হয়।

বিেেয়র পর স্বামী প্রবাসী হওয়ার সুযোগে সুন্দরী লিজা খাতুনকে স্বামীর দুলাভাই জাফর ইকবাল যৌন হয়রানি সহ নানা ধরনের কুপ্রস্তাব দিতে থাকে। লিজা কু-প্রস্তাবে সাড়া না দিলে তাকে শারিরিক ও মানসিক ভাবে প্রতিনিয়ত নির্যাতন করতে থাকে।

এই বিষয়ে লিজা শ্বশুর আব্দুর রাজ্জাক কে নুনদায় এর অনৈতিক প্রস্তাবের ব্যাপারে জানালে শ্বশুর সহ পরিবারের লোকজন লিজাকে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। সেই সাথে যৌতুক বাবদ মোটর সাইকেলের দাবি জানিয়ে লিজাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই অন্যায়ের প্রতিকার পেতে লিজা সহ তার মা-বাবা, ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন মানবাধিকার অফিসে আবেদন জানায়।

কিন্তু কোন প্রতিকার না পেয়ে চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে ও পারিবারিক আদালতে ২টি পৃথক পৃথক মামলা করে। এই বিষয়ে মানবাধিকার প্রতিষ্ঠান মানব উন্নয়ন কেন্দ্র মউক এর সালিস ইউনিট জানায় নির্যাতিত লিজা (২০) ১ মাস আগে অত্র প্রতিষ্ঠানের জাফর ইকবাল ও শ্বশুর আব্দুর রাজ্জাক, ননদ পপি খাতুন, শাশুড়ী নুরজাহান খাতুনকে বিবাদী করে অভিযোগ দায়ের করে।

এই বিষয়ে বিবাদীদের একাধিকবার নোটিশ প্রদান করলেও বিভিন্ন তাল বাহানা করতে থাকে। শেষ পর্যন্ত গত ২৩/০৯/১৯ইং তারিখে লিজার শ্বশুর আব্দুর রাজ্জাক ও ননদাই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের এম এল এস এস জাফর ইকবাল উপস্থিত হয়ে সমস্যা সমাধানের জন্য এক সপ্তাহ সময় প্রার্থনা করে চলে যায়।

পরবর্তীতে বিবাদীদের যোগাযোগ করলে আব্দুর রাজ্জাক নিজেদের খুঁটির জোর দেখায় এবং প্রতারণ মূলক কথাবার্তা বলে। এ প্রেক্ষিতে সরেজমিনে মউকের সালিস বিভাগ তদন্ত করে জানতে পারে লিজার স্বামী বিদেশ থাকায়, নুনদাই জাফর ইকবাল সরকারী ছুটির দিন গুলিতে শ্বশুরালয়ে এসে যৌন হয়রানী/কুপ্রস্তাব দিয়ে চাপ দিতে থাকে এবং স্বামী ছাড়া করার ভয় দেখায়।

এই বিষয়ে শ্বশুর শাশুড়িকে অবহিত করে প্রতিকার পায়না বরং যৌতুক বাবদ মোটর সাইকেলের চাপ দিয়ে বাড়ি ছাড়া করার হুমকি দেয়। লিজা নিরুপায় হয়ে প্রবাসী স্বামীকে মোবাইল ফোনের মাধ্যমে জানালে স্বামী মোবাইলে ম্যাসেজ দিয়ে জানায়, পরিবারের কথা কাউকে জানালে তালাক দিব বলে হুমকি দেয়।

এ দিকে লিজার নুনদাই ও শ্বশুরের যৌতুক ও কুপ্রস্তাবের অত্যাচারে শ্বশুর হতে বাপের বাড়ি পালিয়ে আসে এবং ন্যায় বিচারের আশায় রাস্তায় রাস্তায় ঘুরছে। এই বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার কাছে নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতা কামনা করছে।

দামুড়হুদায় প্রতিনিধি:




জীবননগরে আন্তজার্তিক প্রবীণ দিবস পালিত

বয়সের সমতার পথে যাত্রা এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে । মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় প্রবীণ দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বট তলায় এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান ,সীমান্ত ইউনিয় প্রবীণ কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহন মিয়া প্রমুখ। একই দিনে ওয়েভফাউন্ডেশন ও বাঁকা ইউনিয়ন প্রবীণ কমিটির আয়োজনে প্রবীণ দিবস পালন করা হয়।

এ উপলক্ষে বাঁকা ইউনিয়ন পরিষদের হলরুমে বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধানের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান সাবেক শিক্ষক গোলাম রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের নুঝাত পারভিন।

জিবননগর প্রতিনিধি:




চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা সেতুর নির্মান কাজের উদ্বোধন

প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। শনিবার সকালে শহরের হাসান চত্বরে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। আগামী দুই বছরের মধ্যে ১৪০ মিটার দৈর্ঘ্য ও ১২.২৫ মিটার প্রস্থের সেতুর নির্মাণ কাজ শেষ করা হবে।

পুরানো মাথাভাঙ্গা সেতুর উত্তর পাশে নির্মাণ করা হচ্ছে নতুন এই সেতুটি। এর ফলে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সাথে ঢাকার নিরবিচ্ছিন্ন যোগাযোগ পুনঃস্থাপন হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শওকত আহমেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও ঠিকাদাররা।

২০১৫ সালে পুরনো মাথাভাঙ্গা সেতুর মাঝখানে ভাঙন দেখা দেয়। তারপর থেকেই ভারী যানবাহন চলাচলে নিষাধাজ্ঞা জারী করে স্থানীয় সড়ক বিভাগ। এরপর চলতি বছরের ১২ জুন আবারো ফাটল দেখা দেয় সেতুতে। প্রায় দুই মাস বন্ধ থাকে সব ধরনের যান চলাচল। সেই পুরনো সেতুর পাশ দিয়েই নতুন মাথাভাঙ্গা সেতুর নির্মাণ কাজ শুরু হলো।

চুয়াডাঙ্গা প্রতিনিধি:




আলমডাঙ্গায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আলমডাঙ্গা পাইকপাড়া গ্রামে প্রতিবেশির তৃতীয় শ্রেনীর ছাত্রীকে জোর করে তুলে নিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে আহাম্মদ আলীর বিরুদ্ধে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মুরগী খুজতে গেলে তাকে জোর করে বাড়ির অদূরে একটি মাঠের শ্যালোমেশিন ঘরে নিয়ে ধর্ষণ করে বলে জানিয়ে ধর্ষিতার পরিবার। রাতেই তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের দরিদ্র দিনমজুরের ওই শিশু কন্যা (৯) বাড়ির পাশে মাঠে খেলা শেষে মুরগী খুজতে বের হয়। এ সময় প্রতিবেশি মারফত আলীর ছেলে আহম্মদ আলী মুরগী ধরে দেবার নাম করে ওই শিশুটিকে বাড়ির পাশে একটি শ্যালোমেশিনের ঘরে নিয়ে সেখানে ধর্ষণ করে।

তারপর ধর্ষণের কথা কাউকে না বলার জন্যও ওই শিশুকে শাসিয়ে দেয় ধর্ষক আহম্মেদ আলী। পরে ওই শিশু কন্যা বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়ে যায়। দ্রুত শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের সদস্যরা রাত ১১টার দিকে ভর্তি করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: আবু এহসান মো: ওয়াহেদ রাজু জানান, রাত ১১টার কিছুটা পর আমরা ওই শিশুটিকে ভর্তি করে নেই।

তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার হাসপাতালের গাইনী কনসালটেন্ট তার পরীক্ষা-নিরীক্ষা করবেন। এ দিকে, পাইকপাড়া গ্রামে তৃতীয় শ্রেণীর ওই ছাত্রীকে ধর্ষণের খবর গ্রামে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসী। তারা ঘটনার পরই ধর্ষক আহম্মেদ আলীকে আটকের চেষ্টা করলে সে গ্রাম ছেড়ে পালিয়ে যায়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সি জানান, শিশু ধর্ষণের ঘটনাটি জানার পর পরই ধর্ষক আহাম্মদ আলীকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে। খুব শীঘ্রই ধর্ষক আইনের আওতায় আসবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

আলমডাঙ্গা প্রতিনিধি:




দর্শনার পল্টু হত্যাকান্ডের ৭ জনের রিমান্ড মঞ্জুর: কোর্টের বারান্দায় হুমকির শিকার বাদী পক্ষ

চুয়াডাঙ্গার দর্শনায় যুবলীগ কর্মী পল্টু হত্যাকান্ডের ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামী মান্নান ও তোতা সহ ৭ জনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। কাঠগড়া থেকে নেমে কোর্টের বারান্দায় হুমকির শিকার হয়েছে বাদী পক্ষ।

গত ২৩ আগস্ট দর্শনা পুরাতন বাজার রেল ইয়ার্ডে যুবলীগ কর্মী পল্টুকে প্রকাশ্যে জনসম্মুখে হত্যাকান্ডের ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামী স্বর্ণ ও মাদক চোরাকারবারী এবং একাধিক মামলার আসামী আঃ মান্নান খাঁন ও শেখ আসলাম আলী তোতা সহ ৭ জনের কাছ থেকে বিভিন্ন তথ্য উদঘাটনের জন্য গত ১৬/০৯/১৯ ইং তারিখে বিজ্ঞ আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী অফিসার। সেই আবেদনের প্রেক্ষিতে গতকাল বুধবার বিচার বিশ্লেষণ করে বিজ্ঞ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুর রহমান ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এসময় বাদী পক্ষের হয়ে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন সিনিয়র এ্যাডভোকেট মোঃ সেলিম উদ্দীন। কোর্টে শুনানি শেষে কাঠগড়া থেকে নেমেই কোর্টের বারান্দায় বাদী পক্ষের হুমকি দিয়ে বলেছে, এতো বড় সাহস? আমাদের নামে মামলা দেওয়া? আমরা খুব শীঘ্রই আসছি। দেখা হবে, হিসাবও হবে।

উল্লেখ্য, গত ২৩ আগষ্ট-২০১৯ তারিখে পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত: আব্দুর রউফ এর ছেলে যুবলীগ কর্মী নঈমউদ্দিন আহম্মেদ পল্টু (৩৫) কে প্রকাশ্যে জনসম্মুখে নৃশংস ভাবে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে এবং একই গ্রামের মৃত: ফরজ আলীর ছেলে মঞ্জুর আহম্মেদ (৩৪) কে মারাত্মক ভাবে আহত করে।

এ ঘটনায় নিহত পল্টুর বড় ভাই মঈনউদ্দীন বাদী হয়ে গত ২৪ আগষ্ট-২০১৯ তারিখে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীরা হচ্ছে, দর্শনা মোবারক পাড়ার আলী হোসেনের ছেলে আব্দুল মান্নান (৪২), মৃত: কবির খালাসীর ছেলে শেখ আসলাম আলী তোতা (৪৩), দর্শনা পুরাতন বাজারের মৃত: জিয়াউল হকের ছেলে দিপু রেজা (৪১), মোবারক পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে সাইফুল ইসলাম ওরফে বাংলা (৪১), বাদল খানের ছেলে মোঃ আলম (৪৩), ডাঃ শামসুল ইসলামের ছেলে মোঃ সোহেল (৪০) ও ইমারত আলীর ছেলে আশিক (২১) এ সাতজন সহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে দামুড়হুদা থানায় মামলা করা হয়।

গত ১৬/০৯/১৯ তারিখ সোমবার আসামীরা চুয়াডাঙ্গা নিম্ন আদালতে জামিনের জন্য আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এবং তদন্ত কারী পুলিশ অফিসার সত্য উদঘাটনের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তারই পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেছেন, পূর্বেও উক্ত মামলার আসামী মান্নান, তোতা, দিপু, বাংলা ও আলম হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েও টাকার জোরে ও ক্ষমতার দাপটে বের হয়ে আসে। এবং মোটা টাকার বিনিময়ে বিএনপি থেকে এসে আওয়ামীলীগের মত একটি বড় দলের একাংশ যুবলীগে পদ দখল করে নেয়। ফলে ক্ষমতার দাপট আরো বেড়ে যায়।

দিনে দিনে বাড়তে বাড়তে এতোটাই বেড়ে যায় যে দর্শনার ইতিহাসে যা ছিলোনা ঠিক তাই করে তারা রেকর্ড গড়ে তোলে শুধু ক্ষমতার লোভে। যার বহিঃপ্রকাশ শোকাবহ আগস্টের ২৩ তারিখ বিকাল সাড়ে ৫ টায় পল্টুর তাজা জীবন ও মঞ্জুর এর রক্ত। কি দোষ ছিলো নিহত সেই পল্টুর এবং আহত মঞ্জুরের? কেউ জানে না। শুধুই আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে এই ঘটনা।

এর আগে দর্শনার বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামকে হত্যা করে এই মান্নান গ্যাং। তার পরেও তারা বীর দর্পে প্রকাশ্যে চলাফেরা করে। তবে এবার দিনে-দুপুরে প্রকাশ্যে জনসম্মুখে এই পল্টু হত্যাকান্ডের ঘটনার পরেও যদি ছাড় পেয়ে যায় তাহলে দর্শনায় আর কোন দিন শান্তি ফিরে আসবে না। বরং একের পর এক এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে।

তাই বিচার বিভাগের নিকট আকুল আবেদন এই হত্যাকান্ডের সঠিক ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যাতে করে পরবর্তীতে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস কারো না হয়।

দর্শনা প্রতিনিধিঃ