মেহেরপুরে জন প্রশাসন প্রতিমন্ত্রীর সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময়
অতীতের জঙ্গীবাদ, ধর্মীয় অনুভূতিতে আঘাত থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার জাতি ধর্ম নির্বিশেষে সম্পৃতির বন্ধনে আবদ্ধ থেকে কাজ করছে। হিন্দু মুসিলিম কোন ভেদাভেদ নেই। কারণ হিন্দু মুসলিম একই বৃন্তের দুটি ফুল।
শুক্রবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক যথাক্রমে (সার্বিক) ইবাদত হোসেন, (রাজস্ব) তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, ডা. অলোক কুমার দাস, পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্বাশত নিপ্পন চক্রবর্তী, বামনপাড়া পুজা উদযাপন কমিটির সভাপতি চায়না দাস প্রমুখ।
প্রতিমন্ত্রী সদর উপজেলার ১৩টি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে পূজা উদযাপনে আর্থিক সহযোগিতা হিসেবে ৫শ কেজি চালের মূল্য হিসেবে নগদ টাকা প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতেই সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শারদীয় শুভেচ্ছা জানান।
সভাপতির বক্তব্যে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেছেন মেহেরপরের মুজিবনগর যেমন বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়ে মেহেরপুর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরের একটি নাম। তেমনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রতিমন্ত্রীর নিজ উদযোগে শুভেচ্ছা বিনিময় এটাও মেহেরপুরে প্রথম।