মেহেরপুরে পৃথক অভিযানে ১৫০ বোতল ফেনসিডিলসহ দুই জন আটক
মেহেরপুর সদর ও গাংনীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার রাত পোনে ৯টার দিকে মেহেরপুর ডিবি পুলিশের এস আই মহসিন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলা কামদেবপুর গ্রামের হঠাৎপাড়ায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ লিয়াকত আলীর ছেলে গাফফার কে আটক করে।
অপরদিকে, বিকালে ডিবির এস আই আশরাফুল ইসলাম গাংনী উপজেলার তেরাইল পশ্চিমপাড়া কবরস্থানের নিকট অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহজাহাঙ্গীর হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক জাহাঙ্গীর হোসেন সহরাডাঙ্গা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
আটক আসামীদের বিরুদ্ধে সদর ও গাংনী থানায় পৃথক মামলা দায়ের করে থানায় হস্থান্তর করা হয়েছে।