শহীদ রিপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রবাক্স ক্লাবের জয়লাভ

মেহেরপুরে শহীদ মিজানুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৪-৩ ব্যবধানে গোল্ড কিংস ক্লাব পরাজিত করে শিরোপা জিতেছে রবাক্স ক্লাব। শনিবার বিকালে ফাইনাল খেলাই পুরো অংশ গোল শূন্য থাকায় ট্রাইব্রেকারে গড়াই খেলাটি।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সিটি ব্যাংক মেহেরপুর শাখার জেনারেল ম্যানেজার মোস্তফা আহম্মেদ মিলন, ২ নং কাউন্সিলর আল মামুন প্রমুখ।

পুরাতন পোষ্ট অফিস পাড়া যুব সংঘ এই খেলার আয়োজন করে। খেলা পরিচালনা কমিটির আহবাহয়ক ছিলেন সিফাত যুগ্ম আহবায়ক ছিলেন আল সাবিদ।

নিজস্ব প্রতিনিধি:




দরবেশপুর জোড়া খুন মামলায় দুইজনের স্বীকারোক্তি

মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের রোকন বিশ্বাস ও হাসান বিশ্বাস খুন মামলায় ৫ জনকে আটক করে কারাগারে পাঠিয়েছে। এদের মধ্যে আব্দুল হাকিম ও কালু নামের দুই আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। বাকি আসামীরা হলেন আব্দুস সালাম,তারাচাঁদ ফকির, মামলত হোসেন স্বীকারোক্তি না দিলেও কারাগারে আটক আছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আহসান হাবিব জানান, আমরা এ পর্যন্ত পাঁচ জনকে আটক করতে সক্ষম হয়েছি। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বিকার করেছে দুইজন। আসামিরা সকলেই জেল হাজতে রয়েছে। আমরা আশা করছি দরবেশপুর জোড়া খুনের মামলার সম্পূর্ন তথ্য অতি দ্রুত পুলিশ সুপার মহোদয় প্রেস ব্রিফিং এর মাধ্যমে জনগনের সামনে তুলে ধরবেন।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর দিবাগত রাতে দরবেশপুর গ্রামের শোলমারী বিলে মাছ পাহারা দেওয়ার সময় যুবলীগ নেতা রোকনুজ্জামান বিশ্বাস ও তার চাচাতো ভাই হাসান বিশ্বাস নামের দুই জনকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পর দিন মেহেরপুর সদর থানায় রোকনুজ্জামানের স্ত্রী আলেয়া খাতুন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিজস্ব প্রতিনিধি:




শেখ হাসিনার মনোনিত এমপিকে হটাতে যুবলীগের উত্তেজিত ব্যানার!

এক ব্যানারকে কেন্দ্র করে আওয়ামীলীগের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত সংসদ সদস্য শাহিদুজ্জামান খোকনকে হটাতে গাংনী বাজারে একটি উত্তেজিত ব্যানার টাঙায় উপজেলা যুবলীগ।

ব্যানারে সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেনের ছবি দেওয়া আছে।
শনিবার সকাল ১১ টার সময় ব্যানার টাঙানোর পর থেকে দিনভর গাংনীতে উত্তেজনা বিরাজ করে। উত্তেজনা প্রশমনে গাংনী থানা পুলিশ বাজারে অবস্থান নেয়।

এ সময় সহিংসতা এড়াতে গাংনী বাজারে অর্ধশতাধিক পুলিশ সদস্য মটরসাইকেলে মহড়া দেয়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, গাংনী উপজেলা যুবলীগের কার্যালয়ের সামনে কুখ্যাত রাজাকার পুত্র দূর্নীতিবাজ সাহিদুজ্জামান খোকন সহ হাইব্রীড মুক্ত আওয়ামীলীগের নেতৃত্ব চাই শিরোনাম দিয়ে যুবলীগের নাম দিয়ে একটি ব্যানার টাঙ্গানো হয়েছে। মুলত এই ব্যানারকে কেন্ত্র করে উত্তেজনার সৃষ্টি হয়।

গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন দাবি করে বলেন, সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন একজন রাজাকার পুত্র এবং দুর্নীতিবাজ। নির্বাচিত হওয়ার পর থেকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নিয়োগে মোটা অংকের টাকা বানিজ্য করেছে। ৩টা খাল কাটায় বিপুল পরিমান টাকা কমিশন নিয়েছেন।
নির্বাচনে হলফ নামায় নাম মাত্র টাকা ও সম্পদ উল্লেখ করলেও নির্বাচিত হওয়ার কয়েক মাসের ৩০ লক্ষ টাকার গাড়ী,র‌্যাব ক্যাম্পের সামনে জমি ক্রয় সহ নিজ গ্রামে গড়েছে অট্ট্রলিকা। নামে বেনামে সম্পদের পাহাড় গড়ছেন। এছাড়া তার বাবা আব্দুল গনী বিশ্বাস একজন চিহিৃত রাজাকার ছিলেন।
তাই জননেত্রীর নির্দেশনা অনুযায়ী রাজাকার,রাজাকার পরিবার ও হাইব্রীড মুক্ত কমিটির গঠনে দাবি জানিয়েছে যুবলীগ। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনাকে আমাদের মতো ছোট্ট এলাকার সঠিক খবর কেউ পৌছে দেয়না বলেই তিনি জানতে পারেননি একারণে রাজাকার পুত্র সাহিদুজ্জামান খোকনকে এবারের মনোনয়ন দিয়েছেন। নির্বাচিত হওয়ার পর থেকে লুটপাট ও আওয়ামীলীগ নেতা কর্মীদেও মাঝে বিবাদ ও নির্যাতন শুরু করেছে।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, একটি ব্যানারকে কেন্দ্র করে গাংনী শহরে উত্তেজনা দেখা দিলে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বাজারে অবস্থান নেয়।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মো: সাহিদুজ্জামান খোকন বলেন, তিনি এ বিষয়ে সাংবাদিকদের সাথে পরে কথা বলবেন।

গাংনী প্রতিনিধি:




সভাপতি পদে একক হলেও সম্পাদক পদে প্রার্থীর ছড়াছড়ি

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর আগামি ২৭ অক্টোবর মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে প্রাণচাঞ্চল্য নেই প্রার্থী ও নেতা কর্মীদের মধ্যে। তবে দলটির মধ্যে সকল প্রস্তুতি চলছে।
এ পর্যন্ত সভাপতি পদের একমাত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের নাম শোনা গেলেও সাধারন সম্পাদক পদে প্রার্থীর ছড়াছড়ি। শেষ পর্যন্ত ১৫ জন প্রার্থীর নাম ঘুরপাক খাচ্ছে নেতা কর্মীদের মাঝে। সম্মেলনকে কেন্দ্র করে নেতা কর্মীদের মধ্যে চাঞ্চল্য না থাকার কারন হিসেবে নেতা কর্মীরা জানিয়েছেন গাংনীর শীর্ষ নেতার আর্শিবাদের দিকেই তাকিয়ে রয়েছেন তারা। এই শীর্ষ নেতারা যাকে চাইবেন তাই দলীয় পদ পদবীতে আসবেন একারনে কিছুটা নীবর অবস্থানে রয়েছে কর্মীরা।
এ পর্যন্ত সভাপতি পদের একমাত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের নাম শোনা গেলেও সাধারন সম্পাদক পদে গোলাম মোস্তফা, সাবেক মেয়র আহমেদ আলী, যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, পৌর মেয়র আশরাফুল ইসলাম, কাথুলী ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, আওয়ামীলীগ নেতা মকলেচুর রহমান মুকুল, অ্যাড. শফিকুল আলম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু, যুগ্ন সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুল ইসলাম জুয়েল, সেচ্ছাসেবকলীগ নেতা আবুল বাশার, মনিরুজ্জামান আতু।
সাধারণ সম্পাদক পদে এত প্রার্থী হওয়ার কারন কি জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী জানান, সাধারণ সম্পাদক পদ না পেলেও অন্তত যুগ্ন সম্পাদক কিংবা সাংগঠনিক সম্পাদক পদ পাবো এমন আশায় সম্পাদক পদে প্রার্থী হবো।
গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন, দীর্ঘদিন পর আওয়ামীলীগের সম্মেলন আনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রস্তুুতিও রয়েছে। সম্মেলন কে কেন্দ্র করে নেতা কর্মীরা উজ্জিবিত অবস্থায় রয়েছে। আমাদের দীর্ঘদিন সম্মেলন না হওয়া ও সাবেক ছাত্রনেতারা ও বড় দল হওয়ার অনেক যোগ্য নেতা তৈরি হয়েছে। এসব কারনে প্রার্থী বেশি হচ্ছে। আশা করি সুন্দর ও সফল ভাবে গাংনী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

গাংনী প্রতিনিধি:




হঠাৎ ভারতীয় পানি মেহেরপুরে

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী শোলমারী ও শুভরাজপুর গ্রামে দিয়ে প্রবেশ করছে ভারতীয় পানি। এতে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে সীমান্তবর্তী গ্রামের শত শত বিঘা জমির ফসল। ইতি মধ্যে বেশ কয়েক বিঘা জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। শনিবার সকাল থেকে মেহেরপুর সদর উপজেলার শোলমারী ও শুভরাজপুর গ্রাম দিয়ে প্রবেশ করছে ভারতীয় জলাঙ্গী নদীর পানি। এই পানি শোলমারী, শুভরাজপুর ও কুতুবপুর গ্রামের পাশ দিয়ে মেহেরপুরের ভৈরব নদে প্রবেশ করছে। এতে তিন গ্রামের নদীর পাশের জমির বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে যাচ্ছে। হঠাৎ করে এইভাবে পানি প্রবেশে ক্ষতির মুখে পড়েছে স্থানীয় চাষিরা।

ভারতের নদীয়া জেলার বিক্রমপুর থানার নন্দনপুর রাউথবাড়ি দিয়ে জলাঙ্গী নদীর পানি মেহেরপুরের শোলমারী হয়ে বাংলাদেশের ভৈরব নদে প্রবেশ করেছে।
২০১৫ সালে ভৈরব ২৯ কিলোমিটার পুনঃখনন করা হয়। কিন্তু কাথুলি ব্রিজের পর ভৈরব অনেকটা সমতল থাকায় হঠাৎ করে পানি প্রবেশে ফলে ভৈরব সংলগ্ন আবাদী জমি গুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে।
শোলমারী গ্রামের চাষী আসমত আলী বলেন, গত শুক্রবার পর্যন্ত তেমন একটা পানি ছিল না। কিন্তু শনিবার সকালে গরুর ঘাস কাটতে গিয়ে দেখি মরা ভৈরবে

পানি আসছে। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝলাম ভারত থেকে এই পানি আসছে। তিন ঘন্টার ব্যবধানে আশেপাশের ধান, কলাই, মরিচসহ বিভিন্ন ফসলের জমি পানির নিচে তলিয়ে গেলো।
হাবু আলী বলেন, ভৈরবের পাশে আমার ১৫ কাঠা কলাই ছিল। গরুর খাবারের জন্য বিদেশি ঘাস লাগানো ছিল। পানি ওঠার খবর পেয়ে দ্রুত জমিতে গেলেও কিছুই খুজে পাইনি।

শুভরাজপুর গ্রামের আসাদুল ইসলাম বলেন, শোলমারী দিয়ে পানি প্রবেশ করছে খবর শুনে নদের ধারে যায়। সেখানে আমার পাটখড়ি শুকাতে দেওয়া ছিল। কোন রকম সেটা উদ্ধার করলেও ২ বিঘা জমির উঠতি ধান চোখের সামনে তলিয়ে গেলো।
শোলমারী গ্রামের ইউপি সদস্য আখতার হোসেন বলেন, শুক্রবার পর্যন্ত কোন পানি ছিল না। শনিবার সকাল থেকে পানি প্রবেশ করছে। এতে আমাদের গ্রামের অনেক ফসলি জমি পানির নিচে তলিয়ে যাচ্ছে।

শোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব জানান, বেশ কয়েক বছর এরকম পানি আমাদের দেশের ভিতর হঠাৎ করে প্রবেশ করেননি। তবে শনিবার সকাল থেকেই ক্রমেই পানি বেড়েই চলেছে। এতে স্থানীয় কৃষকরা বেশ ক্ষতির মুখে পড়েছেন। যদি ভারতীয় পানি নিয়ন্ত্রন সুইচ গেট সব গুলো খুলে দেয় তবে শোলমারী, শুভরাজপুর গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা আছে।

এ বিষয়ে মেহেরপুর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম বলেন, আমরা কৃষি বিভাগের সাথে বলেছি বিষয়টি দেখার জন্য। তাদের তথ্য অনুযায়ি এখনো তেমন কোন ক্ষতি হয়নি। তবে এইভাবে পানি বাড়তে থাকলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

-মর্তুজা ফারুক রুপক




প্রভাষক মো: আলিব উদ্দীনের পিএইচডি ডিগ্রি অর্জন

মেহেরপুরের ছহিউদ্দীন ডিগ্রী কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মো: আলিব উদ্দীন পিএইচডি ডিগ্রি অর্জন করেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া-এর ২১৭তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত ক্রমে মোঃ আলিব উদ্দীনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স বিভাগের অধীনে প্রফেসর ড. নজিবুল হক এর তত্ত্বাবধানে তিনি গবেষণাকর্ম সম্পন্ন করেন।
তাঁর গবেষণার বিষয় ছিল মেহেরপুর জেলার ভূ-গর্ভস্থ পানির স্তর, পানির মান, পানির পরিমান ইত্যাদি বিষয়ের উপর একটি এওঝ গড়ফবষ তৈরী যা থেকে খুব সহজেই যে কোন স্থানের এৎড়ঁহফধিঃবৎ সম্পর্কে সকল তথ্য পাওয়া যাবে।
মো: আলিব উদ্দীন ১৯৭৫ সালের ১০ ডিসেম্বর মেহেরপুর বাবুর পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে নাটুদা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৩ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি, ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং ১৯৯৭ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করেন।
মো: আলিব উদ্দীন ২০০১ সালের ১ জানুয়ারী ছহিউদ্দীন ডিগ্রী কলেজে তৎকালীন মেহেরপুর পৌর ডিগ্রী কলেজে প্রভাষক হিসেবে চাকরি জীবন শুরু করেন। তিনি যমজ কন্যা সন্তানের জনক।
ড. মো: আলিব উদ্দীন ২১৭তম একাডেমিক কাউন্সিলে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ড. মো: আলিব উদ্দীন জানান, আমার দীর্ঘদিন স্বপ্ন ছিল পিএইচডি ডিগ্রি লাভ করেন। সেই লক্ষে ২০০১ সালে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স বিভাগে রেজিস্ট্রেশন করে দীর্ঘদিন অসুস্থতা কাটিয়ে উঠে প্রফেসর ড. নাজমুল হকের অনুপ্রেরণায় আমি এই ডিগ্রী অর্জন করতে পেরেছি। এজন্য তিনি প্রফেসর ড. নাজমুল হক সহ ছহিউদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, একটি বড় ডিগ্রি অর্জন করতে গেলে অনেক ত্যাগের প্রয়োজন রয়েছে। আর এর সব কিছুকে পাশ কাটিয়ে লক্ষ্য কে জয় করতে হবে।
ড. মো: আলিব উদ্দীন জানান, আমি যে জ্ঞান অর্জন করেছি তার কিঞ্চিত হলেও যদি আমার শিক্ষার্থীদের দিতে পারি তবে আমার এই ডিগ্রী অর্জন সার্থক হবে। ড. মো: আলিব উদ্দীন সকলের কাছে দোয়া কামনা করছি।

নিজস্ব প্রতিনিধি:




মেহেরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরে মাদক বিরোধি অভিযানে ৪৭পিচ ইয়াবাসহ সজীব নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ। বুধবার দিনগত রাত ২টার সময় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক সজীব চুয়াডাঙ্গা জেলার মাখালডাঙ্গা গ্রামের ওমর আলীর ছেলে।

এ বিষয়ে মেহেরপুর ডিবি পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অভিযান চালিয়ে সজীব নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ৪৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।




মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় গৃহবধু নিহত

মেহেরপুর জেলার গাংনী উপজেলায় ট্রাকের ধাক্কায় রানী খাতুন নামের একগৃহ বধু নিহত হয়েছে। বুধবার সন্ধায় গাংনীর পোড়া পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানী খাতুন মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের নাছিমুজ্জামানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গাংনী থেকে শশুর আব্দুর রাজ্জাকের সাথে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এসময় পোড়াপাড়ায় পৌছালে পিছন থেকে দ্রুত গতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে রানী খাতুন রাস্তার উপর ছিটকে পড়ে গিয়ে রক্তাত্ব জখম হয়।

তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এ বিষয়ে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বলেন,

ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। তদন্ত করে প্রয়েঅজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




গাংনীতে তেল পাম্পে বোমা হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামে হোসেন ফিলিং স্টেশন নামের একটি তেল পাম্পে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ১টি বোমা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশের একটি দল।

গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে বোমা হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশে পশ্চিম মালসাদহ গ্রামে মধ্যরাতে হোসেন ফিলিং স্টেশনে পরপর ২বার বোমা বিস্ফোরণের শব্দ হয়। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। \

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ১টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে।
চাঁদার দাবীতে ব্যর্থ হয়ে ভয়ভীতি প্রদর্শনের লক্ষ্যে দুর্বৃত্তরা বোমা হামলা চালিয়ে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিনিধি:




গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত ৮

মেহেরপুরের গাংনীতে পাখিভ্যান ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সন্ধায় মেহেরপুর-গাংনী সড়কের ঝিনেরপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক পর্যায়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ৮জনের মধ্য চার জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার্ড করেছে কর্তব্যরত চিকিৎসক।

আহতরা হলেন, গাংনী উপজেলার জুগিরগোফা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ঠান্ডু মিয়া(৬৫), জমির উদ্দীনের ছেলে সুরুজ আলী(৩২), আব্দুল লতিবের ছেলে আব্দুল হান্নান(৭০), আব্দুল গফুরের ছেলে (পাখিভ্যান চালক) লিটন আলী(৪০), ষোলটাকা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে কফেল উদ্দীন(৫৮), মোটরবাইক চালক এ উপজেলার যুগিন্দা গ্রামের আব্দুস শুকুর আলীর ছেলে আহাদ(৩০), মোটরবাইকের যাত্রী একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম(৩০) ও তার ভাই উজ্জল(২৫)। এদের মধ্যে ঠান্ডু, সুরুজ,আব্দুল হান্নান ও আহাদের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, মোটরবাইক চালক গাংনী থেকে বাড়ি যাচ্ছিলো পথিমধ্যে ঝিনেরপুল নামক স্থানে পৌছুলে মেহেরপুর থেকে আসা ব্যাটারী চালিত পাখিভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।