মেহেরপুরে ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

মেহেরপুর গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামের চাঞ্চ্যকর জোড়া হত্যা মামলায় দীর্ঘ ২০ বছর পরে ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস.এম আব্দুস ছালাম এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডাদেশপ্রাপ্ত আসামীরা হলো এলাঙ্গী গ্রামের বজলুর রহমান, শহিদুল ইসলাম, ওহিদুল ইসলাম, আব্দুল মজিদ ও ইয়াহিয়া। ২০ বছর পরে হত্যা মামলার রায় হওয়ায় বাদী পক্ষের লোকজন সন্তুষ্ট প্রকাশ করেছে। অন্য দিকে এই রায়ের বিপক্ষে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আসামী পক্ষের লোকজন। হত্য কান্ডের পর দীর্ঘ পুলিশি তদন্ত ও ২২ জনের সাক্ষ্য গ্রহন শেষে গতকাল দুপুরে জনাকির্ন আদালতে এ রায় দেন বিচারক।

মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবি ছিলেন অ্যাড. পল্লব ভট্টাচার্য ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন অ্যাড. এ.কে.এম শহিদুল ইসলাম।
মামলার বিবরনে জানা যায়, ১৯৯৯ সালের ১৩ জানুয়ারী বাদি দিরাজ উদ্দীন ও তার ভাই হিরাজ উদ্দীন এলাঙ্গী গ্রামে তাদের আত্মীয় ইউপি সদস্য আক্তারের বাড়ি বেড়াতে যান। রাতে খাবার পর আক্তারের নিজস্ব কক্ষে সবাই গল্প করছিলেন। এ সময় ২০ থেকে ৩০ জন অস্ত্রধারী সদস্যা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। যাওয়ার সময় হিরাজ পালিয়ে গেলেও সন্ত্রাসীরা তুলে নিয়ে যায় অপর দুইজনকে। পরদিন বেলা ১২ টার দিকে পার্শবর্তী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বগাদী গ্রামের একটি মাঠ থেকে আক্তার মেম্বর ও দিরাজের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ঐ দিন রাতেই মেহেরপুর গাংনী থানায় দিরাজের ভাই হিরাজ উদ্দীন বাদি হয়ে একটি হত্যা মমলা দায়ের করেন। ২০০০ সালের ৩০ জুন মামলায় ৪০ জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে তৎকালীন গাংনী থানার এস.আই আব্দুল লতিব ও সামসুল হক।

মামলার বাদী নিহত দিরাজের ভাই হিরাজ উদ্দিন জানান, সে দিন রাতে আমি প্রাণে বাঁচলেও আমার ভাই সহ আক্তার মেম্বার কে সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যা করে। এই ঘটনার পর দীর্ঘ সময় আমরা আজকের এই রায়ের অপেক্ষায় ছিলাম। আামরা এত দিন এই রায়ের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছি। তার প্রতি ফলন আমরা পেলাম। আমি সহ নিহতের পরিবাার এই রায়ে সন্তুষ্ঠ।

নিজস্ব প্রতিনিধি




ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে পিটিয়ে জখম

মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের সাবেক সাধারণ সম্পাদক তুষার ইমরাণকে পিটিয়ে জখম করেছে সাবেক সাংগঠনিক সম্পাদক আশিক ও তার লোকজন।

সোমবার দুপুরে মুজিবনগর ডিগ্রী কলেজের গেটে এ ঘটনা ঘটে। আহত তুষার ইমরাণকে স্থানীয় লোকজন উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, তুষারের মাথায় বেশ কয়েকটা শেলাই হয়েছে এবং সারা শরীরে আঘাতের চিহ্ন আছে।

এক দিন পার না হলে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে তুষার ইমরাণ বলেন, আমি প্রতিদিনের ন্যায় আজকেও কলেজে গিয়েছিলাম। দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে কলেজ গেটের কাছে সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকের নেতৃত্বে লিজন, অনিক, রনক, বান্না, মিল্টন, ঝলক সহ আরও কয়েকজন আমার উপর হামলা চালায়।

কিছু বুঝে উঠার আগে আমাকে পিটিয়ে জখম করে মৃত ভেবে পালিয়ে যায়। কলেজের ছাত্র রহিদ বলেন, তুষারকে মারছিল যখন আমি ছুটে গিয়ে তাকে বাচানোর চেষ্টা করি। এজন্য আমাকেও তারা কাঠ দিয়ে কয়েকটা আঘাত করে এতে আমার হাত কেটে যায়। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন বলেন, এটা অনাকঙ্খিত ঘটনা।

এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন মুজিবনগর ডিগ্রী কলেজের কমিটি চলতি বছরের জুলাই মাসে বিলুপ্ত করা হয়েছে।

এ ঘটনার বিষয়ে মুজিবনগর ডিগ্রী কলেজের প্রিন্সিপাল রেজাউল হক বলেন, আমি কলেজ ক্যাম্পাসে এ ধরণের ঘটনা শুনিনি। যদি এ ঘটনা ঘটে সেটা অনাকঙ্খিত।




বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে কৃষকের মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর খাঁন পাড়া গ্রামের কৃষক মো: মজিবর মিরদা (৬০) বিদ্যুৎ স্পৃষ্ঠ  হয়ে মৃত্যু বরণ করেন। দুপুরের দিকে মাঠে ঘাস কাটতে গিয়ে ঝুলুন্ত বিদ্যুৎ তার ঘাস কাটা হাসুয়াতে বেধে কেটে গিয়ে এঘটনা ঘটে।

পরে মাঠে থাকা কর্মরত কয়েক জন কৃষক এসে তাকে উদ্ধার করে। ততক্ষনে কৃষক মো: মজিবর মিরদার সেখানে মৃত্যু ঘটে। সে একই গ্রামের মো: মকা মিরদার ছেলে। এ অনাকাক্ষিত ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে।

নিজস্ব প্রতিনিধি:




মাঠ পর্যায়ে কলসেন্টার-৩৩৩ এর প্রচারে প্রেস কনফারেন্স

মাঠ পর্যায়ে কলসেন্টার-৩৩৩ এর প্রচারে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্সের সভাপতি জেলা প্রশাসক আতাউল গনি “ মাঠ পর্যায়ে কল সেন্টার-৩৩৩” এর সার্বিক দিক তুলে ধরেন। এসময় তিনি বলেন, ঘরে বসে জনগনের নিকট তথ্য সেবা ও সার্বিক সহযোগিত পাওয়া যাবে এই ৩৩৩ নাম্বারে কল করে। ২০১৮ সালে ১২ এপ্রিল মাঠ পর্যায়ে সেবা দিতে ৩৩৩ যাত্রা শুরু করেণ। কল সেন্টার ৩৩৩ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। ইতিমধ্যে এটি জনগনের নিকট ব্যাপক সাড়া ফেলেছে।

মেহেরপুরও এই কল সেন্টার থেকে সেবা নিয়েছে প্রায় ২২শ জন। বিভিন্ন অভিযোগ, বাল্য বিবাব, মাদক, দূর্নীতি, ভোক্তা অধিকার, খাদ্যে ভেজাল সহ অনেক অপকর্মের বিরুদ্ধে অভিযোগ করা যাবে।

এছাড়াও বিভিন্ন তথ্য সেবা যেমন, আবহাওয়া, সরকারি অফিসারের ফোন নাম্বার, জমিজমা সংক্রান্ত বিষয় ইত্যাদি সম্পর্কে তথ্য নেওয়া যাবে। মেহেরপুর জেলা প্রেস ক্লাব ও মেহেরপুর প্রেস ক্লাবের সাংবাদিকগন প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন।




গাংনী সিমান্তে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার

মেহেরপুরের গাংনী সিমান্তে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।

শনিবার সন্ধ্যায় শেওড়াতলা বিওপি’র হাবিলদার মোঃ জুনেদ আহম্মেদ এর নেতৃত্বে রিফুজীপাড়া মাঠ নামক স্থানে মদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ১২ (বার) বোতল জে ডি মদ উদ্ধার করেছে বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মিরপুর, কুষ্টিয়ার অধিনায়ক মোঃ রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গাংনী প্রতিনিধি:




মুজিবনগরে টানা বর্ষনে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি

রেজাউল করিম , মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগরে টানা চার দিনের বর্ষনে জন জীবন বিপর্যস্ত। গত বুধবার থেকে কখনো থেমে থেমে আবার কখনো অঝোরে বৃষ্টি হচ্ছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। সূর্যের মুখ দেখা মেলেনি এই পাঁচ দিনে। রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটছে। স্কুল, কলেজ মাদ্রাসাগামী শিক্ষার্থীদের উপস্থিতি খুবই নগন্য ছিল।

দিন মজুররা তাদের শ্রম বিক্রি করতে না পেরে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা জনাব আলী (৬৫) জানান বৃষ্টির কারনে প্রধান খাদ্য শস্য ধান সহ ফসলী জমির ব্যাপক ক্ষতি হয়েছে। শীতকালীন সবজি চাষীরা ক্ষতির সম্মূখীন হয়েছে। যার ফলে সবজির বাজার লাগামহীন ভাবে চলছে।

বিশেষজ্ঞদের ধারনা জলবায়ু পরিবর্তনের কারনে এ ধরনের বৃষ্টি হচ্ছে। সোনাপুর বাজারের পেয়াজু বিক্রেতা লিয়াকত আলী জানান, টানা বৃষ্টির কারনে মানুষ ঘর থেকে বের হতে পারছেনা যাতে করে পিয়াজু বিক্রি আগের তুলনায় অনেক কম হচ্ছে। পিয়াজু বিক্রি না করতে পেরে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বাগোয়ান গ্রামের আনিসুর রহমান জানান চার দিনের বর্ষনে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় স্থানীয় কৃষকরা দিশেহারা হয়ে পরেছে। বুধ বৃহসপ্রতি, শুক্র, শনিবার অবিরাম বর্ষনে মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকার ধান ক্ষেতে পানি জমে যাওয়া এবং ধান গাছ মাটিতে শুয়ে পড়ায় পাকা আউস ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া শীতকালীন বিভিন্ন সবজি ক্ষেতে বৃষ্টির পানি জমে সবজি নষ্ট হতে চলেছে।

এতে লাখ লাখ টাকার ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে। এ দিকে উপজেলার বিস্তীর্ণ এলাকার শীতকালীন শাক-সবজি পানিতে নষ্ট হচ্ছে। বৃষ্টির পানি জমে , মরিচ, বেগুন, সিম, বাধাকপি, মূলা, লালশাক, পালনশাক, সহ নানা প্রকার সবজি এখন ক্ষেতেই নষ্ট হচ্ছে।

উপজেলার ভবরপাড়া গ্রামের করিম মল্লিকের ছেলে হযরত আলী মাষ্টার জানান আমার দেড় বিঘা আউস ধান আবাদ করেছিলাম কিন্ত চার দিনের বর্ষনে হাটু পানির নিচে হাবুডুবু খাচ্ছে। সরেজমিনে দেখা গেছে অনেকেই বিষ্টিতে ভিজে এসব সবজি তুলতে চেষ্টা করছে।




মেহেরপুর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

মেহেরপুর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়েছে। শনিবার সন্ধায় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলের কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ মেহেরপুর সদর উপজেলা বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি তারিকুল ইসলাম রাজিব। প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় নেতা মাফিজুর রহমান রন্টু,

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সুজন, সাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলাম,জেলা  জেলা  ছাত্রলীগের সহ সভাপতি আসিফ প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি:




মেহেরপুর পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

মেহেরপুর পৌরসভার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করা হয়েছে। শনিবার পৌরসভার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর দির্ঘায়ু কামনা করে দোয়া করে দোয়া ও কেক কাটা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন,সচিব তেীফিকুর রহমান, কাউন্সিলর আল মামুন, রিপন, শাকিল রাব্বি ইভান, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক জাহিদ ইকবাল শিমন, মাহাবুল ডালিম, ইয়ানুচ প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি:




মেহেরপুরে বাল্য বিবাহের অপরাধে দু’বর ও বরের পিতাকে অর্থদন্ড

মেহেরপুরের গাংনীতে বাল্য বিবাহ প্রতিরোধে পৃথক দ’ুটি অভিযানে দুই বর ও এক বরের পিতার উভয়কে মোট চল্লিশ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সুখময় সরকার পৃথক দু’টি অভিযান পরিচালনা করেন।

শুক্রবার দুপুরে গাংনীর রামকুষ্ণপুর ধলা গ্রামে বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে বর মোঃ মোমিনুল ইসলামের দশ হাজার টাকা ও বরের পিতা আঃ হামিদের দশ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে মেহেরপুর সদর উপজেলার আঃ হামিদের ছেলে মোমিনুল ইসলাম (২২) এর সাথে গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের স্কুল ছাত্রী মাহফুজা খাতুনের বিয়ে হচ্ছিল। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে বিয়ের আসরেই তাদের ধরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ডে দন্ডিত করেন এবং বিয়ে বন্ধ করেন।

অপরদিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের নির্দেশে উপজেলার হিন্দা গ্রামে শুক্রবার রাত সাড়ে ৯ টার সময় অভিযান চালিয়ে বাল্য বিয়ে করার অপরাধে ফিরোজ নামের এক জনকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে । অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার।

তাকে গাংনী থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দন্ডিত ফিরোজ গাংনী উপজেলার ঢেপা গ্রামের বাবুল হোসেনের ছেলে। গত তিন দিন আগে হিন্দা গ্রামের প্রবাসী আব্বাস আলীর মেয়ে দশম শ্রেনীর ছাত্রী রোকসানার সাথে বিয়ে হয়। এ অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৯ এর ৮ ধারায় তাদেরকে দন্ডিত করা হয়েছে।

গাংনী প্রতিনিধি:




মেহেরপুর জেলা ছাত্রলীগের প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বিকালে জন্মদিন উপলক্ষে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন এর নেতৃত্বে একটি আনন্দ র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিন করে কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করা হয়। বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সহ সভাপতি আদিফ হোসেন আসিফ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকার নাঈম বাইজিদ, গাংনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্লাবন।

পরে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আসাদুল্লাহ আল গালিব, দপ্তর সম্পাদক ইব্রাহীম আলী, উপ দপ্তর সম্পাদক কাউছার আলী প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি: