দামুড়হুদা চন্দ্রবাসে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় রফিকুল ইসলামের মৃত্যু
দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় রফিকুল ইসলাম নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। রফিকুল ইসলাম (৪০) চন্দ্রবাস মাঝ পাড়ার মৃত এরশাদ আলির ছেলে।গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে চন্দ্রবাস বাজারে আঃ আলিমের সারের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর এ দূর্ঘটনা ঘটে।
জানাযায়, দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের মাঝ পাড়ার মৃত এরশাদ আলির ছেলে রফিকুল ইসলাম চা পান করার জন্য পাকা রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মেইন রাস্তার উপরে সিটকে পড়ে। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার দামুড়হুদা ও জীবননগর সার্কেল জাকিয়া সুলতানা ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার সকল কার্যক্রম শেষ করে শুক্রবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে দাফন সম্পন করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির সত্যতা নিশ্চিত করে বলেন, চন্দ্রবাস গ্রামে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় রফিকুল নামের একজন নিহত হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।