মেহেরপুর গোভীপুরে মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে দোয়া মাহফিল
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে মাদ্রাসার লিল্লাহি বোর্ডিং এর শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে গোভীপুর দাখিল মাদ্রাসা প্রঙ্গনে এ দোয়া ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থা কোষাধাক্ষ্য আরেফিন রেজা কোয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার রমজান আলী, জাহাঙ্গীর হোসেন।
পরে সেখানে দোয়া ও দুপুরের খাবার পরিবেশন করা হয়। ভালোভাবে মাদ্রাসার ছেলেরা লেখাপড়া করে সেই জন্য তাদের দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। এসময় ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু, সদস্য বেল্লাল হোসেন, শান্ত, নবাব ও মাদ্রাসার ছাত্র ও তাদের পরিবারের লোকজন দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।