মেহেরপুর গোভীপুরে মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে দোয়া মাহফিল

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে মাদ্রাসার লিল্লাহি বোর্ডিং এর শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে গোভীপুর দাখিল মাদ্রাসা প্রঙ্গনে এ দোয়া ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থা কোষাধাক্ষ্য আরেফিন রেজা কোয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাদ্রাসার সুপার রমজান আলী, জাহাঙ্গীর হোসেন।
পরে সেখানে দোয়া ও দুপুরের খাবার পরিবেশন করা হয়। ভালোভাবে মাদ্রাসার ছেলেরা লেখাপড়া করে সেই জন্য তাদের দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। এসময় ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু, সদস্য বেল্লাল হোসেন, শান্ত, নবাব ও মাদ্রাসার ছাত্র ও তাদের পরিবারের লোকজন দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।




গাংনীতে বিএনপি নেতা মিল্টনের জন্মদিন উপলক্ষে আলোচনাসভা

মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের ৫১তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া’র অনুষ্ঠানের আয়োজন করে গাংনী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা।
গতকাল শুক্রবার বিকেলে গাংনীস্থ বিএনপির কার্যালয় ও জাভেদ মাসুদ মিল্টনের অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশাদুজামান বাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান জুলফিকার আলী ভুট্ট, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজামান গাড্ডু, আব্দুল আওয়াল, ইনসারুল হক ইনসু, সহসভাপতি শহিদুল ইসলাম নাসির, সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক কাউন্সিলর সাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক এনামুল হক, বিএনপি নেতা জাফর আকবার, সেলিম, জামাল, ছাত্রদলের নেতা সাইদুর রহমান ও বিপ্লব হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন




শ্রীলঙ্কার শর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না: পাপন

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দেয়া শর্ত মেনে দেশটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এখনই ঘরোয়া ক্রিকেট শুরু করা হবে বলেও জানান তিনি।

সোমবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, শ্রীলঙ্কার কঠিন শর্তে খেলতে রাজি নয় বাংলাদেশ। চিঠিতে বিষয়টি লঙ্কান বোর্ডকে জানিয়েছেন তারা।

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে ২৭শে সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু টাইগারদের কঠিন শর্ত বেধে দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। শ্রীলঙ্কায় গিয়ে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে বাংলাদেশি ক্রিকেটারদের। এই সময়ে কোনো অনুশীলন করতে পারবেন না তারা। এমনকি খাবারের জন্যও রুম থেকে বের হতে পারবেন না। গতকাল এক চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এমনটাই জানায় এসএলসি। তবে বিসিবি আজ ফিরতি চিঠিতে লঙ্কান বোর্ডকে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।
এখন লঙ্কান বোর্ড কী জবাব দেয়, সেই অপেক্ষায় আছে বিসিবি।

উল্লেখ্য, শ্রীলঙ্কা সিরিজের সূচিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। খসরা সূচি অনুযায়ী প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ২৩ অক্টোবর।

সূত্র-বিডি প্রতিদিন




ছহিউদ্দীন ডিগ্রি কলেজ ছাত্রলীগ’র মাস্ক বিতরণ ও ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী দের সহযোগিতা

শনিবার দুপুরে ছহিউদ্দীন ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের ভর্তি সহযোগিতার পাশা পাশি মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নবীন ভর্তিচ্ছু এক ছাত্র শিশির আহম্মেদ এর সাথে কথা বললে তিনি বলেন,আমাদের এই করোনা মহামারী সময় ভর্তি হতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল কিন্তু ছহিউদ্দীন ডিগ্রি কলেজ ছাত্রলীগ আমাদের পাশে দাড়িয়েছেন। এতে আমরা অনেক উপকৃত হচ্ছি।

এই সময় ছহিউদ্দীন ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ একরামুল আজীম,সহকারী অধ্যাপক লুৎফর রহমান ছাত্র-ছাত্রীদের মাস্ক পরিধান করিয়ে দেন। এছাড়া ছাত্র-ছাত্রীদের মাঝে করোনা মহামারী সম্পর্কে সচেতন বক্তব্য রাখেন।

এই সময় উপস্থিত ছিলেন,ছহিউদ্দীন কলেজ
ছাত্রলীগের নেতা ও কর্মীবৃন্দ:এস.এম রাতুল,ইস্তেখার আলম রুদ্র,অনিক প্রমুখ।




হিজাব পরার অনুমতি পেল জার্মান শিক্ষিকারা

বার্লিনের স্কুলে মুসলিম শিক্ষিকারা এবার থেকে হিজাব পরতে পারবেন বলে রায় দিয়েছেন জার্মানির আদালত।
বার্লিনের স্কুলে মুসলিম শিক্ষিকারা এবার থেকে হিজাব পরতে পারবেন বলে রায় দিয়েছেন জার্মানির আদালত।

জার্মানির এক নারীর আবেদনের ভিত্তিতে কয়েক বছর ধরে একটি মামলা চলছিল। বৃহস্পতিবার দেশটির উচ্চ আদালত এই রায় ঘোষণা করেন।

নিরপেক্ষতার আইন রয়েছে জার্মানিতে। যার অর্থ, স্কুলে বা কোনো সরকারি প্রতিষ্ঠানে ধর্মীয় চিহ্ন ব্যবহারকারী কোনো পোশাক পরা যাবে না। সে কারণেই স্কুলে হিজাব বা স্কার্ফ পরে যেতে পারতেন না মুসলিম শিক্ষিকারা।

বার্লিনে বসবাসকারী এক মুসলিম নারী এই নিয়মের বিরুদ্ধে বার্লিন আদালতে একটি মামলা করেন। দীর্ঘদিন সেই শুনানি চলার পরে ২০১৮ সালে বার্লিনের নিু আদালত ওই নারীর পক্ষে রায় দেন। বলা হয়, হিজাব পরে স্কুলে যেতে পারবেন মুসলিম নারীরা।

একই সঙ্গে ওই নারীকে পাঁচ হাজার ১৫৯ ইউরো ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু সরকারপক্ষের উকিল এরপর উচ্চ আদলাতে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন।

বার্লিনে বসবাসকারী মুসলিম নারীরা বলছে, এটা তাদের বড় বিজয়। স্কুলে হিজাব পরা নিয়ে কিছু দিন আগে জার্মানির আরও কয়েকটি রাজ্যে গোলযোগ দেখা গিয়েছিল। বেশ কিছু রাজ্য স্কুলে হিজাব, বোরখা পরা নিষিদ্ধ ঘোষণা করেছিল।

তখনও ধর্মীয় অধিকার এবং স্বাধীনতার প্রশ্ন উঠেছিল। বার্লিনের আদালতের রায় এবার দেশের অন্য আদালতগুলোকেও প্রভাবিত করবে বলে অনেকে মনে করছেন।

তবে জার্মান বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, জার্মানির নিউট্রালিটি বা নিরপেক্ষতার আইন খুব শক্তিশালী।

বার্লিন আদালতের রায় এবং নিরপেক্ষতার আইনের মধ্যে কীভাবে সামঞ্জস্য রক্ষা করা হবে, তা নিয়ে অনেকেই চিন্তিত।

যুগান্তর ডেস্ক




১৫ লাখ নিলেন, কিন্তু চাকরি দিলেন না গাংনী পৌর মেয়র

১৫ লক্ষ টাকা দিয়েও চাকরী পাননি গৃহবধু মৌমিতা খাতুন পলি। গাংনী পৌরসভায় সহকারি কর আদায়কারি পদে চাকরীর জন্য মেয়র আশরাফুল ইসলামের কাছে টাকা দেন তিনি। তিন বছর অস্থায়ীভাবে কাজ করানোর পরও তাকে নিয়োগ দেয়া হয়নি। ফলে টাকা ফেরত পাওয়ার জন্য অনশনে বসেছেন ওই গৃহবধু।

বৃহষ্পতিবার সকাল থেকে উপজেলা পরিষদ শহীদ মিনারে অনশন শুরু করেন তিনি। তবে পৌর মেয়র জানান, চাকরীর জন্য নয়, জমি ক্রয়ের জন্য টাকা দিয়েছিলেন গৃহবধুর স্বামী।

গাংনী পৌর সভার শিশিরপাড়া গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে অনশনকারি মৌমিতা খাতুন জানান, তিন বছর যাবৎ গাংনী পৌরসভায় সহকারী কর আদায়কারী হিসেবে অস্থায়ীভাবে চাকুরী করেছি। চাকুরি স্থায়ীকরণের জন্য পৌর মেয়র আশরাফুল ইসলামকে ১৫ লক্ষ টাকা দেয়া হয়। উক্ত পদে চুড়ান্ত নিয়োগের জন্য ১৯/০৫/২০১৮ ইং তারিখে তৎকালীন সময়ে ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দিনের স্বাক্ষরিত একটি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করেন। কিন্তু ওই পদে পলিকে নিয়োগ না দিয়ে মেহেরপুরের একটি মেয়েকে নিয়োগ দেওয়া হয়।

চাকরী না পাওয়ায় মেয়রকে দেয়া ১৫ লক্ষ টাকা ফেরত চাইলে তিনি আমাকে বিভিন্নভাবে হয়রানী ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পলি অভিযোগ কওে আরো জানান, মেয়র আশরাফুলের হাতে ৬ লাখ ৯০ হাজার টাকা প্রদান করার পর তিনি একটি মামলায় জেল হাজতে যান। পরে জেলগেটে দেখা করার পর তিনি তার স্ত্রী জেলা পরিষদের সংরক্ষিত মাহিলা সদস্য শাহানা ইসলাম শান্তনা’র ব্যাংক হিসেবে ৮ লাখ ১০ হাজার টাকা জমা করি।

এ বিষয়ে পৌর মেয়র আশরাফুল ইসলাম জানান, আমি মৌমিতা খাতুন পলিকে চাকুরী দেওয়া বলে কোন টাকা গ্রহণ করিনি। তবে সে অস্থায়ীভাবে সহকারী কর আদায় কারী হিসেবে কিছুদিন পৌর সভায় কাজ করেছিল। তবে পৌরসভার কাছে তার কোন দেনা পাওনা নাই। তিনি আরো বলেন, পলি যে টাকার বিষয়ে বলতে চাচ্ছে সেটা হলো তার স্বামী মোমিন শিশিরপাড়া গ্রামে আমার দেড় বিঘা জমি কেনার জন্য আমাকে প্রায় ৬ লক্ষ টাকা দিয়েছিল। সে জমি পলি’র পিতা বর্তমানে চাষাবাদ করছে। পলি আমাকে জানায়, জমি তারা কিনবে না তবে টাকা যেন তার হাতে ফেরত দেওয়া হয়। আমি টাকা নিয়েছি পলির স্বামী মোমিনের নিকট থেকে তাই মমিনের হাতে টাকা ফেরত দেওয়া হবে। এ জন্যই মৌমিতা খাতুন আমার মান ক্ষুন্ন করার জন্য চেষ্টা করছে।




চুয়াডাঙ্গায় চাল আত্মসাতের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গায় জেহালা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি বরাদ্দকৃত চাল আত্মসাতের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে জেহালা ইউনিয়নবাসী।

সোমবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বরদের বিরুদ্ধে সরকারি ভিজিডি’র চাল আত্মসাতের মিথ্যা অভিযোগ তুলেছে একটি মহল। আসলে তা সত্য নয়। রাজনৈতিক প্রতিহিংসা ও ইউনিয়ন পরিষদের ইমেজ নষ্ট করতে এমন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। এছাড়া যে পরিমাণ চালের হিসাব দেখিয়ে ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে সেটাও হাস্যকর।

কর্মসূচিতে বক্তব্য রাখেন জেহালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক রোকন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমার ইমেজ নষ্ট করতে আমার প্রতিপক্ষ একটি পক্ষ এমন মিথ্যার আশ্রয় নিচ্ছে।

সরকারি বরাদ্দকৃত চাল নির্দেশনা অনুযায়ী বণ্টন করা হয়েছে। প্রয়োজনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তদন্তের দাবীও জানান তিনি।

মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, ইউপি সদস্য শ্রী যোগেন্দ্র নাথ দেব, আলমগীর কবির ও আনারুল ইসলাম প্রমুখ।




মেহেরপুরে নতুন ১৫ জন করোনা আক্রান্ত

মেহেরপুরে  নতুন করে ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত কেরেছেন। তিনি জানান, ফলাফল এসেছে ৪৫টি যার মধ্যে ১৫জন করোনা আক্রান্ত হয়েছে (সদরের ৭ জন, গাংনীর ৭ জন এবং মুজিবনগরের ১ জন। এদিকে উপসর্গ পাওয়ায় নতুন করে নমুনা পাঠানো হয়েছে ৪৬ টি ।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত ২৮৪৪ টি নমুনা পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ২৬৬৬ টি। তার মধ্যে পজিটিভ ২৭৮ টি। মারা গেছেন ৮ জন, সুস্থ হয়েছেন ১৪৯ জন এবং ট্রান্সফার্ড করা হয়েছে ২১ জনকে। বর্তমানে পজিটিভ রোগী রয়েছেন ১১৯ জন। এর মধ্যে সদর উপজেলায় ৬০ জন, গাংনীতে ৪২ জন এবং মুজিবনগরে ১৭ জন।

আক্রান্তদের পরিচয় পেলে বিস্তারির দেওয়া হবে..




মেহেরপুরে নতুন ৬ জন করোনা আক্রান্ত

মেহেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন করোনা আক্রান্ত হয়েছে। শনিবার রাত ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন। আক্রান্তদের মধ্যে গাংনীতে ৫ ও মেহেরপুরে ১জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১শ’৫২।

আক্রান্তরা হলেন,মেহেরপুর ওয়াপদাপাড়ার চামেলী খাতুন ,জুগিরঘোপা গ্রামের নুসরাত,চৌগাছা মোল্লাপাড়ার আজিজুর রহমান ,মোহাম্মদপুরের সাইফুল ইসলাম, সাহেবনগরের আব্দুল হান্নান ও গাংনী বাজার পাড়ার অস্থায়ী বাসিন্দা শামিমা আক্তার।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: রিয়াজুল আলম জানান,করোনা আক্রান্তরা নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা সেবা গ্রহন করবেন। এছাড়া অন্যান্য আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি সার্বিক ভাবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে খোঁজ খবর নেয়া হচ্ছে। করোনায় আতংকিত না হয়ে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহান জানিয়েছেন তিনি।

মেহেরপুরের সিভিল সার্জন ডা: নাসির উদ্দীন জানান,কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ২৩টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে এর মধ্যে মেহেরপুরে সদরে ১ ও গাংনীতে ৫জনের করোনা পজেটিভ। প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে।




মেহেরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

মেহেরপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ স্বামীসহ পরিবারের ৫ সদস্যের উপর। শ্বশুর বাড়ির লোকজনের অমানবিক নির্যাতনে ঘর ছাড়তে বাধ্য হয়েছে অসহায় গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামে। এ ঘটনার সুষ্ঠ বিচারের দাবিতে মেহেরপুর সদর থানাসহ কুতুবপুর ইউনিয়ন পরিষদে বার বার ধর্না দিলেও কোন বিচার পাননি। নির্যাতনের স্বীকার ঐ গৃহবধূ চুয়াডাঙ্গার নতুন বাজার পাড়ার বাচ্চু ইসলামের মেয়ে।

তবে অভিযুক্ত পরিবারের দাবি তাদের ছেলে বউ বেপরোয়া। পরিবারের কাউকে মানে না। বিভিন্ন সময় ঝগড়া বিবাদ লাগিয়ে রাখার কারণে তাকে গত জানুয়ারি মাসে তালাক দেওয়া হয়।

ভুক্তভোগী ঐ গৃহবধূ অভিযোগ করে বলেন, ২০১৪ সালের ১১ অক্টোবর সুবিদপুর মোল্লাপাড়ার উসমান গনির ছেলে আবু সাইদ(৩০) এর সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর যৌতুক হিসেবে ব্যবসার নাম করে আমার বাবার কাছে ২ লাখ টাকা নেয়। মাঝে মধ্যেই কারণে অকারণে আমাদের কাছে টাকা দাবি করে। না দিলে নির্যাতন করে আমার উপর। বিভিন্ন অযুহাতে পরবর্তীতে আরও ১ লাখ নেয়। সম্প্রতি বিদেশ যাওয়ার কথা বলে আমার বাবার কাছে ২ লাখ টাকা দাবি করে। এই টাকা দিতে না পারায় আমার স্বামী আবু সাইদ(৩০) তার বড় ভাই রাহিদুজ্জামান(৩৫) শ্বশুর উসমান গনি(৫২) শাশুড়ি রেহেনা খাতুন(৪৮) দাদা এলাহী বক্স আমার উপর অমানবিক নির্যাতন চালায়। আমাকে তালাক দিতে চাইলে আমি অস্বীকৃতি জানায়। এতে আমাকে মেরে ফেলার হুমকি দেয় আবু সাইদ ও তার পরিবারের লোকজন।

এ নিয়ে মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এর প্রেক্ষিতে এসআই আহসান হাবিব শ্বশুর বাড়ির লোকজনদের বিষয়টি মিমাংশা করার জন্য বলে। কিন্তু কোন লাভ হয়নি। পরে ইউনিয়ন পরিষদে অভিযোগ করলে সেখানেও আমাকে হেনেস্তা করা হয়। পরে ইউনিয়ন পরিষদ থেকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়।

এ বিষয়ে আবু সাইদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায় পরে তার বড় ভাই রাহিদুজ্জামানের সাখে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রুবিনা খাতুনকে ৯ মাস আগে তালাক দেওয়া হয়। গতকাল কুতুবপুর ইউনিয়ন পরিষদে মিমাংসা হওয়ার কথা ছিল কিন্তু রুবিনা করেনি।

আবু সাঈদ এর বড় চাচা রুপচাঁদ বলেন, রুবিনার অভিযোগ মিথ্যা ভিত্তিহীন। সে নিজ ইচ্ছায় বাড়ি থেকে চলে গেছে। তার চলাফেরা ছিল বেপরোয়া। পরিবারের কারো কথা শুনতো না। বিভিন্ন সময় সংসারে অশান্তি লাগাতো। যে কারণে গত জানুয়ারি মাসে তাকে তালাক দিয়ে তাদের ছেলে।
মেহেরপুর সদর থানার এস আই আহসান হাবিব জানান, আমাদের কাছে অভিযোগ দিয়েছিল। আমরা পারিবারিক ভাবে বিষয়টি মিমাংসার জন্য বলেছিলাম কিন্তু পরে উভয় পক্ষ কোন মিমাংসা করেনি।

মেপ্র/এমএফআর