তামিম-লিটনের রেকর্ড জুটির পর বৃষ্টির হানা

দুর্দান্ত খেলছেন তামিম ইকবাল ও লিটন দাস। ব্যাটকে তলোয়ার বানিয়ে জিম্বাবুয়ে বোলারদের কচুকাটা করছেন তারা। ইতিমধ্যে ওপেনিং জুটিতে রানের রেকর্ড গড়েছেন তামিম-লিটন। ৩৩.২ ওভারে উদ্বোধনী জুটিতে ১৮২ রান তুলেছেন তারা। এরই মধ্যে ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। তিনি ১০২ রান নিয়ে ব্যাট করছেন। সেঞ্চুরির দোরগোড়ায় আছেন তামিম। তিনি ৭৯ রান নিয়ে ক্রিজে আছেন। স্বভাবতই আরেকটি সেঞ্চুরির অপেক্ষায় ড্যাশিং ওপেনার।

তামিম-লিটন খেলতে পারলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়তে পারবেন। সর্বোচ্চ দলীয় স্কোরও গড়তে পারবেন। তবে সেসব পথে বাগড়া দিল বেরসিক বৃষ্টি। এর হানায় খেলা বন্ধ হয়ে গেছে।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। টাইগারদের অধিনায়ক হিসেবে এটি মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচ। সেই গেমে টসভাগ্যে হেরে যান তিনি। তাতে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক শন উইলিয়ামস। শিশিরের কথা ভেবে এ সিদ্ধান্ত নেন তিনি।

আগের দুই ম্যাচে টস জেতে বাংলাদেশ। দুবারই প্রথমে ব্যাট করে জয় তুলে নেয় তারা। এবার হেরেও ব্যাট পান স্বাগতিকরা। ইনিংসের গোড়াপত্তন করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন তামিম ইকবাল ও লিটন দাস। শুরু থেকেই স্বচ্ছন্দে খেলেন তামিম। তবে সাবধানী শুরু করেন লিটন। অবশ্য সময় গড়ানোর সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসেন তিনি। পরে খেলেন হাত খুলে। পথিমধ্যে ফিফটি তুলে নেন উইকেটকিপার-ব্যাটসম্যান। ছন্দময় ব্যাটিং করেন তামিম। ব্যাটে ছোটান স্ট্রোকের ফুলঝুরি। খানিক পর ফিফটি তুলে নেন তিনিও।

এরপর আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন তামিম-লিটন। তবে বেশি আগ্রাসী ছিলেন লিটন। ব্যাটে ছোটান রানের ফোয়ারা। তাতে দ্রুতগতিতে সেঞ্চুরির পথে এগিয়ে যান তিনি। অপর প্রান্তে তামিমের কাছ থেকে পান যথার্থ সমর্থন। স্ট্রাইক পেলে চার-ছক্কার ফুলঝরি ছোটান ড্যাশিং ওপেনারও। ফলে হু হু করে বাড়ে দলীয় রান। এরই মাঝে ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন লিটন।

এ পথে ১৭১ রান তুলে বাংলাদেশের হয়ে তামিমের সঙ্গে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি। তারা ছাড়িয়ে যান শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেনের ১৭০ রানের পার্টনারশিপকে। ১৯৯৯ সালে এ জিম্বাবুয়ের বিপক্ষেই ঘরের মাঠে এ রান করেন তারা। এতদিন উদ্বোধনী জুটিতে সেটিই ছিল টাইগারদের সর্বোচ্চ রানের রেকর্ড।

সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এ ম্যাচে জিতলে দেশের প্রথম অধিনায়ক হিসেবে ৫০ ওয়ানডে জয়ের কীর্তি গড়বেন মাশরাফি। অধিনায়কের বিদায়ী ম্যাচে একাদশে আসে ৪ পরিবর্তন। বাদ পড়েন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। স্থলাভিষিক্ত হন নাঈম শেখ ও আফিফ হোসেন। এ নিয়ে দুজনের অভিষেক ঘটে।

এছাড়া একাদশে ফেরেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। বাজে ফর্মের কারণে বাদ পড়েন শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন। তবে অপরিবর্তিত থাকে জিম্বাবুয়ে একাদশ। টসের সময় মাশরাফিকে অভিনন্দন জানান উইলিয়ামস।

 

 

সুত্র-যুগান্তর




মুজিবনগরে শিশু মেলা শেষ

মুজিবনগরে দু’দিনব্যাপী অনুষ্ঠিত শিশু মেলা শেষে ষ্টল বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার উপপরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো: উসমান গনীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান, মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সমাজ সেবা অফিসার আব্দুর রব প্রমুখ।

দু’দিন ব্যাপী শিশু মেলায় কেদারগন্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রথম স্টল বিজয়ী হয়। মেলায় মোট ১২ টি স্টল অংশগ্রহন করে। জেলা তথ অফিস এ মেলার আয়োজন করে।

মেপ্র/ইএম




গাংনীতে প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে বকুল হোসেন (২৭) নামের এক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবক বকুল ভাটপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে স্থানীয় কসবা পুলিশ ক্যাম্পের সদস্যরা ।
স্থানীয়রা ও পুলিশ জানান, বকুল ছিল মানসিক প্রতিবন্ধী। তাকে এলাকার মানুষ বকুল পাগল নামে ডাকতো। সে সবার অজান্তে ঘরের আড়ার সাথে রশ্মি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। বকুল যেহেতেু মানসিক রোগি ছিল। মানসিক রোগের কারণে সে যেখানে চিকিৎসা নিতো এমন প্রমাণপত্র যাচাই করে মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।




১৮ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

জনবল নিয়োগের বিজ্ঞপ্তিত প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল) ’ পদে সমন্বিতভাবে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম:
সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল)
পদের সংখ্যা:
মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। প্রার্থীর বয়স অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব-৩২ বছর।
বেতন:
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০/- টাকা।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের (িি.িবৎবপৎঁরঃসবহঃ.নন.ড়ৎম.নফ) মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ২৪ ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
সূত্র : বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট
বিস্তারিত বিজ্ঞপ্তিতে




একুশ তুমি – মাহবুব-এ-খোদা

একুশ তুমি রক্তঝরা
ফাগুন হাওয়ায় ঝাঁপিয়ে পড়া
বাংলা মায়ের ভাষা,
পাকবাহিনীর নির্যাতনে
বীর বাঙালির তনু মনে
জেগে ওঠা আশা।

ছাত্রসমাজ তাঁতি-চাষা
রক্ষা করতে বাংলাভাষা
চরম আঘাত হানে,
তাইতো আজই কণ্ঠে গাওয়া
বছর ফিরে আবার পাওয়া,
রক্তরঙিন গানে।

রফিক, শফিক, সালাম, জব্বার,
বরকত ভায়ের তুলনা ভার
রাখবো সবাই প্রাণে,
করবো দোয়া সবার তরে
থাকে যেন প্রভুর বরে
স্বর্গ সুখের ঘ্রাণে।




অনিরাপদ ডাউনলোড ঠেকাবে ক্রোম ব্রাউজার

ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমের তথ্য নিরাপদে রাখতে স্বয়ংক্রিয়ভাবে ক্ষতিকর কন্টেন্ট ডাউনলোড ব্লক করবে ক্রোম ব্রাউজার। এ জন্য ব্রাউজারটিতে নতুন করে কোনো এক্সটেনশন ইনস্টল করারও প্রয়োজন হবে না। সব ব্যবহারকারীর ডিভাইসেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে ফিচারটি।

ফলে নানা প্রলোভনে ছবি বা ফাইল ডাউনলোড করে সাইবার হামলার কবলে পড়তে হবে না। ব্যবহারকারীদের দ্রুত ও নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতেই এ উদ্যোগ। সব কিছু ঠিক থাকলে এপ্রিলে বাজারে আসতে যাওয়া ‘ক্রোম ৮২’ সংস্করণে এ সুযোগ মিলবে।

 

 

সূত্র : ইন্টারনেট

 

 

মেপ্র/আরজেএম




কোটচাঁদপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান শহীদ দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উদ্যাপন এবং ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উদ্যাপন এবং ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি গ্রহন করা হয়।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেপ্র/আরপি




১৫০ জন নার্স নেবে বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)
পদের নাম: সিনিয়র স্টাফ নার্স

পদসংখ্যা: ১৫০ জন
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি/বিএসসি ইন নার্সিং
দক্ষতা: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধন থাকতে হবে

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ১৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.bsmmu.edu.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ২৪০-২৪০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখ দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: জাগোজবস ডটকম




দরিদ্রতা – শরিফুল ইসলাম

 

দরিদ্রতা আকাশের মতো-
চাঁদ তারা গ্রহ আর গ্রহাণুপুঞ্জে ভরপুর!
দারিদ্র জীবন’কে করে ক্ষত-
যেথায় লেগেই থাকে উল্কাশনি অবিরত!
জীবন হাঁকে বহুদূর।

দরিদ্রতা ডানাহীন পাখি-
আকাশের পানে থাকবে তাকিয়ে না পারবে উড়তে!
নেত্র উঠবে ফুলে-ভিজবে আঁখি!
ভূমি থেকে করবে শুধু অচেনাকে ডাকাডাকি-
পারবে নাকো ডানা ঝোড়তে।

দরিদ্রতা পাষাণের মতো-
সব কিছুকেই করে নির্বিঘ্নে আলতো আঘাত!
জীবন’কে করে ক্ষতবিক্ষত!
দারিদ্রতা আকাশের মতো! দারিদ্রের সাকি-
দরিদ্রতা ডানাহীন এক পাখি।




ডিও লেটার পাবে রোহিঙ্গা ইস্যুতে সমর্থন দেয়া সব দেশ

রোহিঙ্গা ইস্যুতে যেসব দেশ বাংলাদেশকে সমর্থন দিয়েছে, সেসব দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে ডিও লেটার দেয়া হবে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে একথা জানানো হয়।

রোহিঙ্গা ইস্যুতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) রায়ে এসব দেশ কিছুটা হলেও নমনীয় হবে বলেও প্রত্যাশা করে সংসদীয় কমিটি।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রোহিঙ্গা ইস্যুতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) বাংলাদেশের পক্ষে রায় আসায় ওআইসি সদস্যভুক্ত দেশগুলোকে ধন্যবাদ জানানো হচ্ছে। বাংলাদেশকে সমর্থন দেয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানিয়ে দেশগুলোকে ডিও লেটার দেবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গেছে, রোহিঙ্গা ইস্যুতে কোন কোন দেশ বাংলাদেশকে সক্রিয় সমর্থন দিচ্ছে না- তা নিয়ে কমিটির বৈঠকে আলোচনা হয়। এ ধরনের ১২ থেকে ১৪টি দেশ চিহ্নিত করা হয়েছে। বৈঠকে কমিটি এই দেশগুলোর সঙ্গে আরও কূটনৈতিক তৎপরতা চালাতে বলেছে।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি তারা দূতাবাস অ্যাপ চালু করেছে। এই অ্যাপস থেকে ৭০ ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে এখানে দুই হাজারের মতো আবেদন হয়েছে। এর বেশিরভাগই সনদ প্রত্যায়ন। এর ফলে জনগণ ঘরে বসেই সুবিধা পাচ্ছে। এই অ্যাপকে জনপ্রিয় ও জনবান্ধব (ইউজার ফ্রেন্ডলি) করার পরামর্শ দিয়েছে কমিটি।

কমিটির সভাপতি ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, মো. আবদুল মজিদ খান, মো. হাবিবে মিল্লাত ও নাহিম রাজ্জাক অংশ নেন।

 

 

সুত্র-যুগান্তর