গাংনীর হাড়াভাঙ্গায় বাড়ির সিমানা বেড়া দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-২

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে বাড়ির সিমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে দুই জন আহত হয়েছে।
আহতরা হলো মৃত ইসমাইল হোসেন এর ছেলে বজলুর রহমান বজু (৪০) ও মৃত অফেজ উদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৫৫)।

গত বুধবার রাত আটটার দিকে হাড়াভাঙ্গা সেন্টার পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতদের পরিবারের লোকজন জানায়, ঘটনার দিন সকালে পাটকাঠি দিয়ে বাড়ির সিমানা দিতে গেলে বেড়ার কিছু অংশ প্রতিবেশি মৃত হারুন উর রশীদের ছেলে নাসির উদ্দিনের জমির দিকে চলে যায়।

বেড়া দেওয়ার সময় নাসির উদ্দিনের বাড়ির কেউ কিছু না বললেও রাতে নাসির উদ্দিন ও আনারুলের সাথে বাকবির্তকতা হলে নাসির উদ্দিন এক পর্যায়ে আনারুলের মাথায় টর্চ লাইট দিয়ে বাড়ি মারে এবং বাড়ির ছাদে চলে যায়।

এ সময় বজলুর রহমান বজু উপস্থিত হলে নাসির উদ্দিন ছাদ থেকে বজলুর রহমান বজুর মাথায় ইট নিক্ষেপ করে। এতে বজলুর রহমান বজুর মাথায় ও নাকে আঘাত হয় বলে জানান আহতরা।

পরে পরিবারের লোকজন আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দিয়ে ভর্তি করে রাখে।

আহতরা গাংনী থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।

-নিজেস্ব প্রতিনিধি




আটকবর ক্লিনিক কসাই খানায় পরিনত : সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আটকবর মোড়ে অবস্থিত আটকবর ক্লিনিক যেন কসাই খানায় পরিনত হয়েছে।

ক্লিনিকে সার্বক্ষনিক নিয়মিত কোন ডাক্তার না থাকলেও, ডিপ্লোমা কোন নার্স না থাকলেও কাগজে কলমে ঠিকই দেখানো হয় নিয়মিত ডাক্তার ও ডিপ্লোমা নার্সের তালিকা।

ক্লিনিক হিসাবে যে সব শর্ত প‚রন করা প্রয়োজন তার অধিকাংশ শর্ত প‚রনে ব্যার্থ ক্লিনিক কৃতপক্ষ।ক্লিনিকের প্রয়োজনীয় সব কাগজপত্র না থাকা সত্তেও ক্লিনিক খুলে বসে দেদারছে চলছে বিভিন্ন অপারেশন।

এ ক্লিনিকে অপারেশন করে ইউনিয়নের ঢোলমারী গ্রামের এক রোগী এখন মৃত্যুপথযাত্রী।নিজেদের রক্ষা করতে শেষ মেষ তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে ক্লিনিক কৃতপক্ষ। কিন্তু অসহায় রোগীটি দিনের পর দিন তীব্র যন্ত্রনা ভোগ করে একের পর একের অপারেশন করে সুস্থ হবার মারনপন চেষ্টা করছে।জগন্নাথপুর গ্রামের বজলুর স্ত্রী ইয়াসমিন এই ক্লিনিক থেকে পিত্তথলির পাথর,জরায়ুর অপারেশন করে ।

একটু সুস্থ হলেও কিছুদিন পর তার রোগ তীব্র আকার ধারন করে তারপর তাকে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। অবশেষ সে গতকাল বৃজস্পতিবার রাজশাহীতে মারা গেছে।

তবে এ বিষয়ে ক্লিনিক কৃতপক্ষ ভুক্তভোগী পরিবারের সাথে গোপনে মিমাংসা করায় শেষ পর্যন্ত মেয়ের বাবা আর ক্লিনিক মালিকের বিরুদ্ধে অভিযোগ তোলেননি।এ বিষয়ে জানতে ক্লিনিক মালিক তাজমুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ক্লিনিকে পাওয়া যায়নি।

ক্লিনিক কৃতপক্ষের বিরুদ্ধে তদন্ত প‚র্বক ব্যাবস্থা নিতে চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জনের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল

-কার্পাসডাঙ্গা প্রতিনিধি




আলমডাঙ্গায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে কলেজ পাড়া থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঝন্টু বিশ্বাসকে গ্রেপ্তার করেছে।

গতকাল বেলা ১১টার দিকে থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমানের নেতৃত্বে এস আই জিয়াউর রহমান ও এ এস আই হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আলমডাঙ্গা কলেজ পাড়ার মৃত নরেন্দ্র কুমার বিশ্বাসের ছেলে ঝন্টু বিশ্বাসকে তার বাড়ি থেকে আটক করেছে।

তার বিরুদ্ধে ৬ মাসের সাজা, ১ টি জিআর সহ মোট ৬টি ওয়ারেন্ট ভুক্ত মামলা আছে। ঝন্টু বিশ্বাসকে আজ চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে।

-আলমডাঙ্গা প্রতিনিধি




আলমডাঙ্গায় কর্মসৃজন কাজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

আলমডাঙ্গা উপজেলার ডাউকি, কুমারী, বেলগাছি সহ বেশ কয়েকটি ইউনিয়নের কর্মসৃজন কাজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী।

গতকাল বেলা ১০টার দিকে ডাউকি ইউনিয়নের কাজ পরিদর্শন করেন, এ সময় ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, ইউপি মেম্বার সহ কাজের লেবার গন উপস্থিত ছিল।

এর পর কুমারী ইউনিয়নে কাজ পরিদর্শন করেন, পরিদর্শন কালে উপজেলা চেয়ারম্যান জিজ্ঞাসা করেন কর্মসৃজন কাজে মোট কতজন লেবার লাগার কথা, যে কয়জন লেবার উপস্থিত ছিলেন তারা তখন বলেন আমরা জানি না, প্রকল্প কর্মকর্তা কতজন লেবার লাগবে জানালে উপজেলা চেয়ারম্যান দেখে অবাক হন।

পরে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন কাজে চুরি করবে সেটা সকলেই জানে, কিন্ত তাই বলে পুকুর চুরি করবে, আপনারা সাংবাদিক আপনারাও বিভিন্ন ইউনিয়নের কাজ দেখেন, প্রকৃত ঘটনা তুলে ধরেন।

তবে ইউএনওর কাছে জিজ্ঞাসা করলে উনি বলেন তুলনা মূলক কাজ চলছে। সবে মাত্র শুরু হয়েছে, কাজ চল্লে জানতে পারব। এখান থেকে বেলগাছি ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়ন পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী, প্রকল্প কর্মকর্তা এনামুল হক।

-আলমডাঙ্গা প্রতিনিধি




মেহেরপুরে মৃদুলের নেতৃত্বে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলের নেতৃত্বে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এস শেষ হয়। পরে সেখানে কেক কেঁটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা যুবলীগর সাবেক সহ সভাপতি শামীম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, সহ সভাপতি একে আজাদ সাগর, যুবলীগ নেতা কামাল হোসেন জুয়েল সহ যুবলীগের নেতা কর্মিরা।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর বিআরটিএ অফিসে চালকদের উপচেপড়া ভিড়

নতুন সড়ক আইন পাশ হওয়ার পর থেকে মেহেরপুরে গাড়ি চালকদের মাঝে বিরাজ করছে অজানা আতঙ্ক। এই আতঙ্কে চালকরা ভিড় জমাচ্ছে বিআরটিএ অফিসে।

গাড়ির রেজিট্রেশন, ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করার জন্য উঠেপড়ে লেগেছে গ্রাহকরা।

হঠাৎ করেই গ্রাহকদের উপচেপড়া ভিড়ে হিমশিম খেতে হচ্ছে বিআরটিএ কতৃপক্ষকে।

কম জনবল নিয়ে কাজ করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়ে মেহেরপুর বিআরটিএ অফিস।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মেহেরপুর বিআরটিএ অফিসে দীর্ঘ লাইন।

ঐদিন মেহেরপুর বিআরটিএ’র এডি আতিয়ার রহমান না থাকায় অন্য কর্মকর্তদের উপর চাপ ছিল আরও বেশি।

আতিয়ার রহমান না থাকার কারন জানতে চাইলে উচ্চমান সহকারি প্রিতি খাতুন জানান, অফিসে আসার পর উনি অসুস্থ্য হয়ে পড়েন। এজন্য আজ ছুটিতে আছেন।

কিন্তু কয়েকজন গ্রাহক এ প্রসঙ্গে ভিন্ন মতপোষণ করে বলেন, আতিয়ার রহমান ঠিকমত অফিসেই আসেন না।

এছাড়াও আরও কয়েকজন জানান, বিভিন্ন হয়রানির কথা। বেশ কয়েকদিন ধরে বিআরটিএ অফিসে এসে কোন কাজ হচ্ছে না।

আজ না কাল বলে ফিরিয়ে দিচ্ছে বার বার।
এবিষয়ে প্রিতি খাতুন বলেন, আমারদের জনবল অনেক কম সে হিসেবে কাজ করতে একটু দেরি হচ্ছে।

আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মহোদয়কে জানিয়েছি, আশা করছি অল্প কয়েকদিনে মধ্যে পর্যাপ্ত জনবল পাবো। তখন সেবা পেতে সমস্যা হবে না।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে মাদক মামলার আসামী নজু, রানা ও রাজুকে রিমান্ড শেষে আদালতে সোপর্দ

মেহেরপুরে  মাদক মামলার আসামী ৩ আসামীকে ১দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করেছে মেহেরপুর ডিবি পুলিশ। বৃহস্পতিবার জেলা গোয়েন্দা কার্যালয়ে এই রিমান্ড কার্যকর করা হয়। আসমীরা হলেন, নজরুল ইসলাম নজু(৫২) তার ছেলে মোঃ সোহেল রানা (৩১) ও জামাই মোঃ নয়ন আহমেদ রাজু (৩৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে আধুনিক শিশু পার্ক গড়ে তোলা হবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-০১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, শিশুদের বিনোদনের কথা মাথায় রেখে মেহেরপুরে একটি আধুনিক শিশু পার্ক গড়ে তোলা হবে।

তিনি অংশ গ্রহণকারীদের উদ্দেশ্য বলেন, তোমাদেরকে উন্নত হতে হলে, সফল হতে হলে লেখাপড়াতে ভাল হতে হবে। লেখাপড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। কারণ জ্ঞানই শক্তি।

গতকাল সকালে স্কুল ও কলেজের ছেলেমেয়েদের অংশগ্রহণে অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতা বিজয় ফুল এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গতকাল শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিজয় ফুল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে উন্নত থেকে উন্নততর হচ্ছে। দেশে কোন দারিদ্র থাকবেনা। প্রত্যেকের হাতে পর্যাপ্ত অর্থ থাকবে, আর্থিকভাবে সচ্ছল থাকবে।

তিনি বলেন, মেহেরপুরসহ সারা দেশের মানুষ যেন নিরাপত্তা ও শান্তির মধ্য থাকতে পারে এজন্য বঙ্গবন্ধুর স্বপ্ন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তৈরীতে কাজ করে যেতে হবে।
প্রধান অতিথি ফরহাদ হোসেন এমপি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পূর্বে দুইবার মেহেরপুরে

এসেছেন এবং সভা সমাবেশে তিনি যোগ দিয়েছেন। জাতির পিতা মেহেরপুরে সমাবেশ শেষে যশোরে ফিরে মেহেরপুরে দেশদ্রোহী বক্তব্যে দেওয়ার অজুহাতে পাকিস্তানী পুলিশের হাতে গ্রেফতার হন। কিন্তু তিনি সেদিন কোন দেশদ্রোহী বক্তব্যে দেননি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ করার জন্য সকলকে একথাকার জন্য বক্তব্যে দিয়েছিলেন।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে হোমিওপ্যাথিক চিকিৎসক পরিবারের নিজেরা শিখি কার্যক্রম অনুষ্ঠিত

আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিবারের উদ্যোগে নিজেরা শিখি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিবারের সভাপতি ডা. সাহিদুজ্জামান সেন্টু।
বক্তব্য দেন ডা. এসএম জাহাঙ্গির, ডা. খাইনুজ্জামান, ডা. আমিসুল হক, ডা. ইদ্রিস আলী।
এসময় মেহেরপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের হোমিও ডাক্তাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিনিধি




দর্শনায় ক্ষুধামুক্ত বাংলাদেশ সবার জন্য খাদ্য চাই ও খাদ্য অধিকার আইন চাই বিষয়ক আলােচনা সভা

ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনিমার্ণে সবার জন্য খাদ্য চাই ও খাদ্য অধিকার আইন চাই বিষয়ক গতকাল বিকাল ৪টায় ওয়েভ ফাউন্ডেশন দর্শনা বজই অফিসে এক আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাসমত কবিরর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলােচক হিসেবে ছিলেন কিতাব আলী।

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ১২ থক ১৮ অক্টাবর দশব্যাপী খাদ্য ও পুষ্টি অধিকার ক্যাম্পইন কর্মসূচি বাস্তবায়নের লক্ষে ওয়েভ ফাউন্ডেশন বিভিন কর্মসূচির আয়ােজন করেছে।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে প্রত্যক অফিস কেদ্রিক সকল স্তরের কর্মকর্তা ও কর্দমচারির অংশগ্রহন ক্যাম্পইন লিফলেট নিয়ে সংক্ষিপ্ত আলােচনা এবং ১৬ অক্টাবর বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ ও খাদ্য অধিকার বাংলাদেশের বিভিন্ন জেলা কমিটির উদ্যাগে সকাল ১০টায় জন-যুব জমায়েত, সংক্ষিপ্ত আলােচনা ও র‍্যালী অনুষ্ঠিত হবে বলে সভায় জানান। এছাড়া সভায় খাদ্য অধিকার আইন চাই দাবী করে বক্তব্য দেন কামরুজ্জামান কামাল, ইন্জিয়ার আব্দুল ওয়াহিদ, আনছার আলী, আওয়াল হাসন, সুরাইয়া, জসমিন আক্তার, লাভলী, সাহান, শাহাবুদ্দিন, মাস্তাফিজুর রহমান, মাসাররফ হাসন, ইঞ্জিনিয়ার খালিদ হাসন, মনির হাসন ও মঈন উদ্দিন প্রমুখ।

দর্শনা প্রতিনিধি: