ঝিনাইদহে “স্বপ্ন পূরণ” সংগঠনের শুভ উদ্ভোধন
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের সোনাতনপুর গ্রামে স্বপ্ন তরুণ সংগঠনের শুভ যাত্রা শুরু করলো।
সামাজিক উন্নয়নের অগ্রযাত্রা বিশেষ ভূমিকা পালান করবে বলে আশা করা যাই শুধী সমাজ জানাই। সকলে এই কাজে এগিয়ে আসবে আশা করেছে এলাকাবাসী।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী। আরো উপস্থিত ছিলেন সোনাতনপুর পুলিশ ক্যম্পের এস আই রফিকুল ইসলাম, এ এস আই ইব্রাহিম,স্বপ্ন তরুণ সংগঠনের সভাপতি মোঃসোহরাব আলী ও সাধারণ সম্পাদক দ্বিপ্ত কুমার সহ স্বপ্ন তরুণ সংগঠনের সকল সদস্য বৃন্দ।
বিশেষ অতিথি এস আই রফিকুল ইসলাম স্বপ্ন তরুণ সংগঠেনর উদ্দেশ্য করে তিনি অনেক দিক নির্দেশনা মুলক কথা বলেন।
উল্লেখ্য বৃক্ষ রোপন দিয়ে এই সংগঠের কার্যক্রম শুরু হয়। সোনাতনপুর পুলিশ ক্যাম্প, সোনাতপুর মসজিদ, সোনাতনপুর শ্বাশানে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন।
হরিণাকুন্ডু প্রতিনিধি: