ঝিনাইদহে “স্বপ্ন পূরণ” সংগঠনের শুভ উদ্ভোধন

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের সোনাতনপুর গ্রামে স্বপ্ন তরুণ সংগঠনের শুভ যাত্রা শুরু করলো।
সামাজিক উন্নয়নের অগ্রযাত্রা বিশেষ ভূমিকা পালান করবে বলে আশা করা যাই শুধী সমাজ জানাই। সকলে এই কাজে এগিয়ে আসবে আশা করেছে এলাকাবাসী।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী। আরো উপস্থিত ছিলেন সোনাতনপুর পুলিশ ক্যম্পের এস আই রফিকুল ইসলাম, এ এস আই ইব্রাহিম,স্বপ্ন তরুণ সংগঠনের সভাপতি মোঃসোহরাব আলী ও সাধারণ সম্পাদক দ্বিপ্ত কুমার সহ স্বপ্ন তরুণ সংগঠনের সকল সদস্য বৃন্দ।

বিশেষ অতিথি এস আই রফিকুল ইসলাম স্বপ্ন তরুণ সংগঠেনর উদ্দেশ্য করে তিনি অনেক দিক নির্দেশনা মুলক কথা বলেন।
উল্লেখ্য বৃক্ষ রোপন দিয়ে এই সংগঠের কার্যক্রম শুরু হয়। সোনাতনপুর পুলিশ ক্যাম্প, সোনাতপুর মসজিদ, সোনাতনপুর শ্বাশানে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন।

হরিণাকুন্ডু প্রতিনিধি:




দশম শ্রেণির ক্লাস বর্জন

গাংনী জেটিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ক্লাস বর্জন করেছে ছাত্রীরা। গত ৫দিন ধরে তারা এ দুনীর্তি অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করলেও কোন ফল না পাওয়ায় হতাশা প্রকাশ করেছে দশম শ্রেণির ছাত্রীরা।

জানা গেছে, গত ১৮ তারিখ বুধবার স্কুল কতৃপক্ষ দশম শ্রেণিতে একটি নোটিশ দেয়। নোটিশে পরীক্ষা ফ্রি, বকেয়া বেতন ও উন্নয়ন ফ্রিসহ মোট ১৫র্শ টাকা বিদ্যালয় কতৃপক্ষ প্রদানের জন্য নির্দেশনা দেয়। নোটিশ দেখে দশম শ্রেণির ছাত্রীরা পরদিন বিদ্যালয় প্রধানের নিকট অতিরিক্ত টাকার বিষয়টি জানতে চায়। তিনি কোন সদউত্তর দিতে না পারায় তারা টাকা দিতে অপরাগতা প্রকাশ করে। বিদ্যালয় কতৃপক্ষ

নোটিশের টাকা পরিসোধের জন্য জোর করলে দশম শ্রেণির ছাত্রীরা বিদ্যালয়ের ক্লাস বর্জন করে। গত ২১-০৯-২০১৯ তারিখ থেকে গতকাল বুধবার পযন্ত দশম শ্রেণির কোন ছাত্রী বিদ্যালয়ের ক্লাসে অংশ নেয়নি। কিন্তু কতৃপক্ষ আন্দোলনরত শির্ক্ষাথীদের কোন প্রকার আলোচনা না করে তাদেরকে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে। অনিয়ম-দূনীর্তিকে বৈধ করতে গিয়ে শিক্ষা অফিসকে উন্নয়ন ফ্রির টাকার কথা বলেছেন বলে অভিযোগ করেন আন্দোলনরত ছাত্রীরা।

এব্যাপারে জেটিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ জাহাঙ্গীরের মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ না করায় প্রধান শিক্ষকের বক্তব্য নেওয়া সম্ভব নেওয়া হয়নি।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার বলেছেন, পরীক্ষার ফ্রি ৪র্শ টাকা, বকেয়া বেতন ও সাড়ে ৭র্শ টাকা উন্নয়ন ফ্রি নেওয়ার কথা শুনেছি। আগামীকাল বিদ্যালয়ে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থী ও বিদ্যালয় কতৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে। যদি কতৃপক্ষ অপরাধ করে তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে।

  • নিজস্ব প্রতিবেদক 



চুয়াডাঙ্গায় ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রমের উদ্বোধন

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালকদের সচেতন করার লক্ষ্যে পেট্রোল পাম্পগুলোতে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের রেলবাজারে হক ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। জেলার ৪টি উপজেলার ১৮টি পেট্রোল পাম্পে পর্যায়ক্রমে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম শুরু করা হবে।

এ ব্যাপারে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, নিজেদের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রত্যেকেরই হেলমেট ব্যবহার করা উচিত। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ, টি. আই মাহবুব হোসেন, শাহাবুদ্দিন, আহসান হাবিবসহ ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি




দৌলতপুরে মাদক সম্রাজ্ঞী রোকিয়া আটক

কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের ঘোষিত ুমাদকের উপর জিরো টলারেন্স বাস্তবায়ন হতে শুরু করেছে। মাদক ব্যবসায়ীরা প্রশাসনের হাত থেকে বাঁচতে এবং সঠিক জীবনে ফিরে আসতে সুযোগ্য পুুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) এর নির্দেশে মাননীয়
সরাষ্ট্রমন্ত্র্রীর হাতে আত্মসমর্পন করে কুষ্টিয়ায় মাদকের অভায়রন্য কিছুটা বন্ধ হলেও আবারো মাথা চাঁড়া দিয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। মাদকের প্রধান রুট দৌলতপুর উপজেলা সিমান্তবর্তী হওয়ায় অনায়াসে মাদক বর্ডার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। দৌলতপুরে ছোট ছোট পুরুষ ও মহিলা মাদক কারবারীদের নিয়ন্ত্রন করে ভদ্রবেশি সমাজের কতিপয় লোক। এসকল লোকের মধ্যে প্রত্যেক ব্যক্তির যোগসাযস রয়েছে।
গত ১২ ই সেপ্টেম্বর দৈনিক সময়ের দিগন্ত ও দৈনিক আরশীনগর পত্রিকাসহ কয়েকটি স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় “দৌলতপুরে মাদক ব্যবসায়ী রাশেদুল হত্যাকান্ড নিরীহ নিরাপরাধ মানুষের নামে মামলা” শিরোনামে সংবাদ প্রকাশ পায়। এই সংবাদের মধ্যে দৌলতপুরের আল্লারদর্গা বাজার হোগলবাড়িয়া ইউনিয়নের কয়েকেটি পয়েন্টে রমরমা মাদক ব্যবসা তুলে ধরা হয়।
যার মধ্যে মাদক স¤্রাজ্ঞী রোকিয়া ভাবীসহ কয়েক জনের নাম উঠে আসে। এই রোকিয়া ভাবিসহ অত্র এলাকার চিন্থিত মাদক ব্যবসায়ীদের মাদকের যোগান দিয়ে থাকেন দৌলতপুরের গাছেরদিয়ার এলাকার কূুখ্যাত রাজাকার বক্কর মন্ডল এর পুত্র ও রাজাকার মুনসুর মেম্বর এর ভাতিজা মাদক এর গডফাদার স¤্রাট ও মাহাবুল। গত ২৩ তারিখ ফেন্সিডিলসহ ভাবি রোকিয়াসহ ১জন আটক হলেও প্রশাসনের নজরদাতা ও মাদক সেবীদের নিয়ন্ত্রন কারী স¤্রাট ধরাছোয়ার বাইরে আছে। ডিবি পুলিশের হাতে আটক রোকিয়া ভাবীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে ভদ্রমানুষের মুখোষপড়া রাজনৈতিক ছত্রছায়ায় চালানো
স¤্রাট ও মাহাবুলের মাদক কারবারের মূল রহস্য। গত ১৭/৯ তারিখ স¤্রাট, আলেপসহ অন্যান্য আসামীরা মাদক মামলায় কুষ্টিয়া কোর্টে বিজ্ঞ আদালতে হাজিরা দেয়। এই মামলার সাথে জরিত প্রত্যেক আসামী হোগলবাড়িয়া ইউনিয়ন সহ জেলার বিভিন্ন প্রান্তে গোপনে মাদক সরবরাহ করে থাকে। এলাকার সচেতন মহলের দাবি রাজাকার পুত্র স¤্রাট, মাহাবুল কে আটক করে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নিলে অত্র এলাকার মাদকের শিখর উপরে ফেলতে সক্ষম হবে প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক:




বিয়ের খবরে মাথা নষ্ট প্রেমিকার আলমডাঙ্গায় প্রেমিক নাতির গোপনাঙ্গ কর্তনের অভিযোগ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তণের অভিযোগ উঠেছে সখের বানু (৩০) নামের এক নারীর বিরুদ্ধে। জখম প্রেমিক চরপাইকপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে মানিক (২২) বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পরকীয়া প্রেমিকের বিয়ের খবরে সোমবার রাতে নিজ ঘরে ডেকে নিয়ে এমন কান্ড ঘটায় ওই নারী। মঙ্গলবার মানিক স্থানীয় শেফা ক্লিনিকে চিকিৎসা নিতে গেলে বিষয়টি জানাজানি হয়।

এলাকাবাসী জানায়, চরপাইকপাড়া গ্রামের সাজ্জাদ হোসেন স্বচ্ছল জীবনের আশায় বছর দেড়েক আগে মালয়েশিয়া যান। এরপর সাজ্জাদের স্ত্রী সখের বানু প্রতিবেশী মানিকের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। সম্প্রতি মানিকের পরিবার তার বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করলে সখের বানু হতাশ হয়। তিনি কৌশলে সোমবার রাতে মানিককে তার ঘরে ডেকে নেয়। এ সময় সে ধারালো ব্লেড দিয়ে মানিকের গোপনাঙ্গ কর্তন করে। এ সংবাদ লেখার সময় পর্যন্ত মানিকের পরিবার থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।

শেফা ক্লিনিক কর্তৃপক্ষ জানান, ধারালো কোনো অস্ত্র দিয়ে মানিকের গোপনাঙ্গ কর্তন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।