গাংনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রমজান আলীর মায়ের ইন্তেকাল

গাংনী প্রেসক্লাবের সাবেক সভাপতি গাংনী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রমজান আলীর মাতা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহি ইলাহি রাজিউন। )।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গাংনী উপজেলার শহড়াতলা গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পুত্র, কন্যা, নাতি,নাতনিসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। রাত সাড়ে ১০ টায় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

রমজান আলীর মায়ের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন করেছেন মেহেরপুর প্রতিদিনের প্রকাশক ও গাংনী মহিলা ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সভাপতি এম এ এস ইমন, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দুসহ মেহেরপুরের সাংবাদিকরা।




চুয়াডাঙ্গায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালন

সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় ৫২ তম জাতীয় সমবায় দিবস-২০২৩ পালন করা হয়েছে।

গতকাল শনিবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গা সমবায় ব্যাংক চত্বরে এই দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা। সভাটি আয়োজন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও সমবায় বিভাগ।

সমবায় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি করা হয়। এরপর শুরু হয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা। এসময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসার কাজি বাবুল হোসেন। এরপর সমবায় দিবস উপলক্ষে উপস্থিতিদের সাথে এক আলোচনা করা হয়। আলোচনায় সমবায়ের কার্যক্রম ও সমবায় অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

এসময় সভায় উপস্থিত বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর হাত শক্তিশালি করলে সমবায় আরও শক্তিশালি হবে। বর্তমান মানুষের আস্থা এখন সমবায়। যেখানে গচ্ছিত করে টাকা রেখে স্বাবলম্বী হওয়া যায়। আজকের সমবায় আগামী দিনের ভবিষ্যৎত। ডিজিটাল বাংলাদেশ গড়তে সমবায়ের বিকল্প নেই। সমবায় গণমানুষের অর্থনেতিক দিক উন্নয়ন করছে। সমবায় এগিয়ে নিতে হলে সবাইকে পাশে থাকতে হবে। সবাই একজট হয়ে সমবায় কে এগিয়ে নিয়ে যায়। সমবায় একটি গুরুত্বপূর্ণ দিক। সমবায় মানুষের গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে। বিশেষ করে প্রান্তিক মানুষের একটি অংশ সমবায় ব্যাংক। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে সমবায়ের জন্য।

সভার শেষ পর্বে সফল সমবায় সমিতির কয়েকজনের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ও আশ্রয়ণ প্রক্লপের বাসিন্দার মধ্যে কয়েকজনের মাঝে সমবায়ের উদ্দ্যোগে চেক বিতরণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামিম ভুইয়া, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহাফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শিরিন নাইম পুনম, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, প্রমুখ।




মুজিবনগরের মোনাখালীতে জাতীয় যুব দিবস পালিত

পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর উদ্যোগে ও পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে মোনাখালী ইউনিয়নে জাতীয় যুব দিবস-২০২৩ পালন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।

আজ বুধবার (০১ নভেম্বর) মোনাখালী সমৃদ্ধি শাখা অফিসে জাতীয় যুব দিবস-২০২৩ পালন উপলেক্ষ আলোচনা সভা করা হয়।

উক্ত আলোচনা সভা উপস্থিত ছিলেন মোনাখালী সমৃদ্ধি শাখার কর্মসূচী সমন্বয়কারী মোহাঃ হাসানুজ্জামান, ইউনিয়ন যুব কমিটির সভাপতি আক্তারুজ্জামান, ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচীর স্বাস্থ্য কর্মকর্তাগন, সমাজ উন্নয়ন কর্মকর্তা এবং উক্ত ইউনিয়নের যুবগণ।

উক্ত আলোচনা সভায় মোনাখালী ইউনিয়নের যুবদের উদ্যোক্তা হয়ে বাংলাদেশ গড়ার জন্য করণীয় বিষয়ে ২ দিন ব্যাপী মোট ২০০ জন যুবকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী যুব গড়ার উদ্দ্যোগ গ্রহন করা হয়।




মুজিবনগরে ইটভাটা মালিক সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান হয়েছে।
শনিবার ২১ অক্টোবর দুপুরে মুজিবনগর কমপ্লেক্স সূর্যদয় রেষ্ট হাউজ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল।
অনুষ্ঠান উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক তসলিমুল ইসলাম সজলের সঞ্চলনায় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির সহসভাপতি ফজলুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্নসম্পাদক আজিমুল বারী মুকুল, অর্থসম্পাদক মিজানুর রহমান চঞ্চল, হীরা ব্রিক্স্র এর মালিক অ্যাডভকেট রুমুনুজ্জামান রুমুন, ও ভাটা মালিক মশিউর রহমান প্রমুখ।
সভা শেষে প্রীতি মধ্যাহ্ন ভোজ ভোজ অনুষ্ঠিত হয়।



ঝিনাইদহের ৭ টি মন্দিরে ৩ হাজার শাড়ী উপহার প্রদাণ করলেন এমপি সমি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৩ হাজার শাড়ী উপহার প্রদাণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পৌর এলাকার ৭ টি মন্দিরে এ উপহার প্রদাণ করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি।

উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, সংসদ সদস্যের পিএস রওশন আলী, রোকনুজ্জামান রিপন,সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী অনু, কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ^াস সহ দুর্গা মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ। পৌর এলাকার মন্দির গুলো হলো চাকলাপাড়া, ব্যাপারীপাড়া, আরাপপুর, পবহাটী, কাঠালবাগান, ষাটবাড়ীয়াও হামদহ কালীমন্দির।

এসময় প্রধান অতিথি সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি বলেন, দেশে বর্তমান সরকারের আমলেই সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহবান জানান।




সাবেক সাংসদ প্রফেসর আবদুল মান্নানের পক্ষে গণসংযোগ

মেহেরপুর -১ আসনের আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে গণসংযোগ করেছেন তার অনুসারীরা।

জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালেদুজ্জামান খান ডালিমের নেতৃত্বে মুজিবনগর, কেদারগঞ্জ বাজার, শিবপুর, সাহেবপুর, টেংরামারি, ইসলামপুর, যতারপুর, নুরপুর,আমদহসহ বিভিন্ন স্থানে সাধারণ জনগণের সাথে সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন।

গনসংযোগকালে বিভিন্ন স্থানে স্থানীয় ব্যাক্তিবর্গ ও নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

গণসংযোগে মির্জা গালিব উজ্জ্বল, মোঃ সাজেদুর রহমান সাজু , আবু তালহা বীন হাবিব জুয়েল –,আব্বাস উদ্দীন, মোঃ খোকন শেখ, শেখ কায়সার হামিদ বুলবুল, রবিউল ইসলাম, রাজু আহমেদ , ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।




রেকর্ড গড়া দামে বায়ার্ন মিউনিখে হ্যারি কেইন

অবশেষে ইংলিশ ক্লাব টটেনহ্যাম থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন হ্যারি কেইন। জার্মান লিগের ১০০ মিলিয়ন ইউরো দিয়ে ইংলিশ এই স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছে বাভারিয়ানরা। আগেই চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছিল। শনিবার (১২ আগস্ট) আনুষ্ঠানিক ঘোষণা দেয় জার্মান ক্লাবটি।

৪ বছরের চুক্তিতে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন কেইন। ক্লাবটিতে ৯ নম্বর জার্সি গায়ে খেলবেন তিনি। চুক্তির ঘোষণা দিয়ে বায়ার্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে পোস্ট করেছে। সেখানে কেইনের হাতে জার্সি তুলে দিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট। পোস্টে লিখেছেন, ‘হ্যারি কেইন এখন বায়ার্ন মিউনিখের খেলেয়াড়।’

চুক্তি শেষে এক ভিডিও বার্তায় বায়ার্ন ভক্তদের কেইন বলেছেন, ‘তোমাদের গর্বিত করতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। আশা করছি তোমাদের অনেক সেরা মুহূর্ত দিতে পারবো, যার স্মৃতি হবে অমলিন। এখন থেকে আমি তোমাদের।’

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরের মোনাখালীতে গণসংযোগ করেন আ.লীগ নেতা মান্নান

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান।

আজ বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  দলীয় নেতাকর্মীদের নিয়ে এ গণসংযোগ করেন। এসময় তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। গনসংযোগকালে শ্রমিক লীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবুল উপস্থিত ছিলেন।




মেহেরপুরের উজলপুর ও মনোহরপুরে আ.লীগ নেতা মান্নানের গণসংযোগ

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজলপুর ও মনোহরপুর গ্রামে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান।

গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে এ গণসংযোগ করেন। এসময় তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। গনসংযোগকালে শ্রমিক লীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবুল উপস্থিত ছিলেন।




আলমডাঙ্গার কলেজপাড়ায় নির্মাণাধীন খোলা ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

আলমডাঙ্গা পৌরসভার নির্মাণাধীন ড্রেনে পড়ে সামিয়া নামের সাড়ে তিন বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।

পৌর এলাকার কলেজপাড়ায় ঢাকনাবিহীন ড্রেনের পানি থেকে গতকাল বুধবার রাত ৯ টার দিকে তার লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন। সামিয়া কলেজপাড়ার ব্যবসায়ী রোকনুজ্জামানের শিশু কন্যা।

শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার সন্ধ্যায় শিশু সামিয়া কলেজপাড়া সড়কে তার পিতার দোকানের সামনে খেলা করছিলো। সে একা খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির সামনে পৌরসভার নির্মাণাধীন ঢাকনাবিহীন ড্রেনে পড়ে যায়। এ সময় তাকে অনেক খুঁজেও না পেয়ে পরিবারের লোকজন হতাশ হয়ে পড়েন। এক পর্যায়ে ড্রেনের পানিতে ভাসমান অবস্থায় দেখতে দেখতে পায় সামিয়াকে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী অভিযোগ করেন, পৌরসভার ৩নং ওয়ার্ডে সড়কের পাশে নির্মাণ করা ড্রেনের ওপরে অধিকাংশ স্থানে দীর্ঘদিন ঢাকনা (স্ল্যাব) দেওয়া হয়নি। আগেও ঢাকনাবিহীন এই ড্রেনের উপর দিয়ে হাঁটতে গিয়ে অনেকেই নিচে পড়ে আহত হয়েছেন।

এ বিষয়ে ড্রেন নির্মাণ কাজের ঠিকাদার মোজাহিদুর রহমান লোটাস জোয়ার্দ্দার জানান, মেয়াদউত্তীর্ণ হওয়ার কারণে শতভাগ স্লাব দেয়া সম্ভব হয়নি। তবুও নির্মাণাধীন ড্রেনের শতভাগ স্লাব দেয়ার চেস্টা চালানো হচ্ছে। তবে ড্রেনে পড়ে আর যেন কোনো প্রাণহানী না ঘটে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।