ঝিনাইদহে শ্রমিক ইউনিয়নের অর্থ প্রদান

ঝিনাইদহে জেলা ট্রাক-ট্রাক্টর, কভার্ড ভ্যান ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত সদস্যদের পরিবারেরমাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা শ্রমিক ইউনিয়নের কার্যালয়েএই অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়।

জেলা ট্রাক-ট্রাক্টর,কভার্ড ভ্যান ট্যাংকলরি শ্রমিকইউনিয়নের সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এমজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাক শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেন।

ওয়ালিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামানমনা, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুররহমান পপ্পু, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলমঙ্গীর হোসেন আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদকমাহমুদুর রহমান শেখর প্রমুখ।

এ সময় ট্রাক শ্রমিক ইউনিয়নের ১১জন মৃত সদস্যের পরিবারের মাঝে নগদ ৮ লাখ ৬০ হাজার টাকা ও দুইজন অবসর প্রাপ্ত সদস্যকে ১ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়।




ঝিনাইদহে বিএনপি ও আ.লীগ কর্মীদের সংঘর্ষে আহত ৩

ঝিনাইদহে ওয়াজ মাহফিলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।

সোমবার সকালে সদর উপজেলার সোনাইখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বিএনপির কর্মী রজব আলী মণ্ডল, কুদ্দুস মণ্ডল ও কামিরুল মণ্ডল। তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে গ্রামবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল আয়েজনের প্রস্তুতি চলছে কয়েকদিন ধরে। এই ওয়াজ মাহফিলের সভাপতি হওয়ার জন্য স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মিন্টু খাঁ চেষ্টা করে। এতে স্থানীয় বিএনপির নেতার্মীরা হস্তক্ষেপ করে। তারা মসজিদেও ইমামকে সভাপিত বানাতে চায়। এরই জেরে সোমবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রশিদ জানান, সোমবার সকালে সুরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন জোর্য়াদ্দার ও ইউপি সদস্য মিন্টু খাঁর নেতৃত্বে একদল সন্ত্রাসী সোনাইখালী গ্রামের বিএনপি কর্মী রজব আলী মণ্ডলসহ তিনজনকে কুপিয়ে জখম করে। সেসময় তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। অভিযোগের বিষয়ে জানতে সুরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন জোয়াদ্দারের মোবাইলে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।

তবে ইউপি সদস্য মিন্টু খাঁ দাবি করেন, আমাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ ব্যাপারে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, ওই গ্রামে হামলার ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।




হু হু করে চলে যাচ্ছে এমবি, জানুন কমানোর উপায়

গাঁটের পয়সা খসিয়ে কয়েক জিবি নেট কিনে ব্রাউজিং করতে যাবেন, তখন দেখলেন হোয়াটসঅ্যাপ ডাটা আপডেট নিচ্ছে। খরচ হবে কম করে হলেও দেড় জিবি। মাথা খারাপ করা অবস্থা বটে! এমন বিড়ম্বনা থেকে উত্তরণের পথও বাতলে দিয়েছে হোয়াটসঅ্যাপ। হু হু করে এমবি কাটাও আটকানো যাবে। সেক্ষেত্রে সেটিংসে কিছু পরিবর্তন আনতে হবে।

ভার্চুয়াল এই সময়ে মানুষ অনেক বেশি অনলাইন নির্ভর। বন্ধুবান্ধব কিংবা অফিসের কাছে প্রায়ই অডিও, ভিডিও কিংবা ফাইল পাঠানো হয়। এসব শেয়ারের ক্ষেত্রে বেশ জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। এন্ড-টু-এন্ড এনক্রিপশনের কারণে অ্যাপটি অত্যন্ত নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। যখন আরও ছবি এবং ডকুমেন্ট শেয়ার করবেন, তখন অধিক ডেটা খরচ হবে।

এই পদ্ধতিতে অনায়েসে কমাতে পারবেন ডাটা অপচয়—

প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
তারপর উপরের ডানদিকে দৃশ্যমান ৩ ডট আইকনে ক্লিক করুন এবং সেটিংস অপশনে যান।
সেটিংসে যাওয়ার পর স্টোরেজ এবং ডেটা অপশনে ক্লিক করতে হবে।
নেটওয়ার্ক অপশনের অধীনে কলের জন্য ‘কম ডেটা ব্যবহার করুন (Use Less data for Calls)’ বিকল্পটি পাবেন।
যদি আপনি এই অপশনটি আনএবল করা থাকে তাহলে চালু করুন। এটি আপনার ডেটা সাশ্রয়ে সাহায্য করবে।
ছবির কোয়ালিটির ক্ষেত্রে—

‘Use Less data for Calls’ অপশনের নিচে, মিডিয়া আপলোড কোয়ালিটির অপশনটি দেখতে পাবেন।
এই ফিচারে আপনি দুটি অপশন পাবেন যার মধ্যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং এইচডি কোয়ালিটি।
যদি ডেটা সংরক্ষণ করতে চান তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি বিকল্পটি বেছে নিন।
যদি এইচডি কোয়ালিটি বেছে নেন তাহলে বেশি ডেটা খরচ হবে।

সূত্র: যুগান্তর




গাংনীতে বিএনপির যৌথ কর্মী সভা

মেহেরপুরের গাংনীতে বিএনপির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা ও পৌর বিএনপি যৌথ সভার আয়োজনে সোমবার (২০ জানুয়ারী) দুপুরে গাংনী উপজেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাভোকেট কামরুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মােহাম্মদ ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু।

গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলার সঞ্চালনায় অন্যান্যদের বক্তব্য রাখেন, গাংনী উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা, গাংনী পৌর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়াম্যান মুরাদ হোসেন, উপজেলা বিএনপির ও গাংনী পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক ইন্সু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, সাধারণ সম্পাদক গোলাম কাউছার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কর্মীসভায় বক্তারা বলেন, আগামীতে দেশকে ঢেলে সাজাতে দলীয় নেতাকর্মীদের ঐক্যমতের মাধ্যমে দলকে সুসংগঠিত করতে হবে।




ত্বকের রুক্ষতা হ্রাসে অনুসরণ করতে পারেন সোনাক্ষীর টিপস

জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা বলছেন, এত কিছুর দরকার নেই। ফেশিয়াল অয়েলের গুণে; শুষ্ক ত্বকের সমস্যা সহজে দূর হবে।

সোনাক্ষী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তিনি বলেছেন, ‘আমার ত্বকচর্চার বিষয়ে অনেকেই জানতে চেয়েছিলেন। যেহেতু আমার ত্বক খুব শুষ্ক; তাই আমি সপ্তাহে তিন দিন ফেশিয়াল অয়েল দিয়ে মুখে ম্যাসাজ করি। ফেশিয়াল অয়েল না থাকলে নারকেল তেলও ব্যবহার করা যায়। তাতেই ত্বক মসৃণ হয়, জেল্লা ফিরে আসে’।

রূপচর্চায় নিয়োজিত শিল্পীরা বলছেন, ত্বকের যত্নে ফেশিয়াল অয়েলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ত্বকের আর্দ্রতা রাখতে ক্রিম, লোশন মাখা তো যায়। তবে যাদের ত্বক একটু বেশি শুষ্ক, তাদের শুধু ক্রিমে কাজ হওয়ার কথা নয়। তাই অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য বিশেষভাবে তৈরি ফেশিয়াল অয়েল ব্যবহার করা যেতে পারে। হাতের কাছে ফেশিয়াল অয়েল না থাকলে নারকেল তেল বা অলিভ অয়েল মুখে ব্যবহার করা যায়। তবে ত্বকে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে ম্যাসাজের প্রয়োজন রয়েছে।

সোনাক্ষী বলেছেন, ‘এ পদ্ধতি আমার ত্বকের জন্য উপযুক্ত। তবে যাদের ত্বক তৈলাক্ত, তারা মুখে তেলের বদলে ক্রিম বা লোশন মাখতে পারেন। তাতে মুখে ম্যাসাজ করতেও সুবিধা হবে’।

সূত্র: যুগান্তর




ঝিনাইদহে প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

“মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ প্রিমিয়ার লিগ সিজন-৩ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টাই রেভু্্যলেশন স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন মাঠে এ খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন উপ-প্রধান সম্পাস্মরণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল মোত্তাবিল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আইপি জেলা ক্রিয়া অফিসার মোঃ মিজানুর রহমান, জেলা ক্রিকেটার দলের সাবেক অধিনায়ক হাসান শরীফ সবার। সভাপতিত্ব করেন রেভু্্যলেশন স্পোর্টিং ক্লাবের সভাপতি জাহাঙ্গীর কবির তুহিন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন রেভু্্যলেশন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ডাক্তার আরিফ মুহাম্মদ।

আয়োজক সূত্রে জানায় উক্ত খেলায় ২৪টি দল অংশগ্রহণ করবেন। উদ্বোধনী শহীদ জিয়া স্পোর্টিং ক্লাব ও ক্ষ্যাপা লক্ষ্মীপুর মাগুরায় স্পোর্টিং ক্লাব উদ্বোধনী ম্যাচে খেলেন।




বাংলাদেশেও হত্যাসহ একাধিক মামলার আসামি সাইফের ওপর হামলাকারী

ভারতের জনপ্রিয় নায়ক সাইফ আলী খানের ওপর হামলায় অভিযুক্ত মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ (৩৫) ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. রুহুল আমিন ফকির।

খোঁজ নিয়ে জানা গেছে, তার পিতা মো. রুহুল আমিন ফকির তিনি একসময় খুলনা মিলে চাকুরি করতেন। তিন ছেলের মধ্যে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ দ্বিতীয়। তবে অনেক দিন থেকে পরিবারের সঙ্গে তার কোন যোগাযোগ ছিল না।

থানা সূত্রে জানা যায়, শেহজাদ নলছিটি থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি। মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম হত্যা মামলার পর তিনি এলাকা আত্মগোপনে ছিলেন।

শেহজাদ এর ছোট ভাই মো. সালমান ফকির জানান, তার মেজো ভাই শেহজাদ মোটরসাইকেল চালক রফিকুল হত্যা মামলার আসামী হওয়ার পরে ভারতে পালিয়ে যায়। এর আগে দেশে থাকা অবস্থায় বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হয়। তবে সে ভারতে পালিয়ে যাওয়ার পরে তার সঙ্গে পরিবারের কোন যোগাযোগ আছে কি না সে জানেন না।

তার প্রতিবেশী মোছা: রহিমা আক্তার ও রিন্টু হাওলাদার জানান, তার চলাফেরা একরোখা ধরনের ছিল। কোন কাজ করলে কি হবে সেটা নিয়ে ভাবতো না। যে কারণে সে বহুবার পুলিশের হাতে আটক হয়েছে। খুব কম বয়সে সে পারিবারিকভাবে বিয়ে করেছিল তবে তার সেই সংসার বেশিদিন টিকে নি। জানা মতে তার কোন সন্তানও নেই। চুরি, ছিনতাই, হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে শরিফুল ইসলাম শেহজাদের বিরুদ্ধে। সে লেখা পড়া করেনি। এলাকায় একাধিকবার বিভিন্ন কারণে জনতার হাতে গণপিটুনির শিকার হয়েছে। এছাড়া পরিবারের অজান্তে বেশ কয়েকটি বিবাহও করেছিলেন বলে শোনা যাচ্ছে।

তার বাবা রুহুল আমিন ফকির বলেন, আমাদের সঙ্গে শেহজাদের কোন যোগাযোগ নেই। শুনেছি সে ভারতে আটক হয়েছে। সে কবে, ভারত গেছে সেটাও আমরা বলতে পারিনা।

মোল্লারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম জানান, ২০১৭ সালে নলছিটির মোল্লারহাট স্টিল ব্রিজের কাছে ভাড়ায় মোটরসাইকেল চালক রফিকুল ইসলামকে হত্যার ঘটনায় শেহজাদকে আসামী করা হয়। এ ঘটনার পরে সে এলাকা ছেলে আত্মগোপনে চলে যায়।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জানান, আমাদের কাছে এখনো কোন বার্তা আসেনি। তবে শেহজাদের বিরুদ্ধে নলছিটি থানায় এবং ঢাকায় হত্যা মামলা রয়েছে। সে ছিনতাইয়ের সঙ্গেও জড়িত বলে পুলিশের কাছে অভিযোগ আছে।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ৫

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের সোনাতনপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত আহত হয়েছে ৫ জন।

সোমবার (২০ জানুয়ারি) সকালে সদর উপজেলার সোনাতনপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। সেসময় ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি-ঘর।

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সোনাতনপুর গ্রামের ফুয়াদ বিশ্বাস ও রানা মেম্বরের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এনিয়ে গত শনিবার উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এরই জের ধরে সোমবার সকালে ফুয়াদ বিশ্বাসের লোকজন রানা মেম্বরের সমর্থকদের উপর হামলা করে। এতে রানা মেম্বরের ০৫ জন সমর্থক আহত হয়। সেসময় ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি-ঘর।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। আবারও সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।




‘দলে মানিয়ে নিয়েছি, সেরাটা খেলতে পারছি’

লাস পালমাসকে ৪-১ গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। তার তাতেই দারুণ খুশি এই ফরোয়ার্ড। সামনেও এই ধারা অব্যাহত রেখেই ছুটতে চান তিনি।

প্রতিশ্রুতি দিয়েছেন সামনে নিজের সেরাটা দেওয়ার।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিড টিভির সঙ্গে কথা বলেন ফরাসি তারকা। তিনি বলেন, ‘এটা সবসময় স্বপ্নের মতো যে, এই স্টেডিয়ামে দাঁড়িয়ে হাততালি পাব। রিয়াল সমর্থকেরা আমার নাম ধরে চিৎকার করছে, এটা তো আরো বেশি কিছু।

আমি খুবই খুশি, আমি দলে মানিয়ে নিয়েছি এবং আমি আমার সেরা খেলাটা খেলতে পারছি।’
কোপা দেল রে-র আগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুয়ের গ্যালারি থেকে দুয়ো ভেসে এসেছে রিয়াল মাদ্রিদের ফুটবলারদের দিকে। আর লাল পালমাসের বিপক্ষে ম্যাচে সেই গ্যালারিতেই ছিল উচ্ছ্বাসের জোয়ার। বিশেষ করে, এমবাপ্পের নাম ধরে গলা ফাটিয়েছেন সমর্থকরা।

আগের দিন আতলেতিকো মাদ্রিদের হার এবং বার্সেলোনার ড্রয়ে রিয়ালের সামনে সুযোগ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার। সে লক্ষ্যে মাঠে নেমে ২৭ সেকেন্ডের মাথায় গোল খেয়ে পিছিয়ে পড়ে দলটি। তবে এমবাপ্পে, রদ্রিগো ও দিয়াজের গোলে শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। জোড়া গোল করেন এমবাপ্পে। আর তাতেই তৃপ্ত এই ফরোয়ার্ড।

‘এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আমরা জানি, গতকাল অাতলেতিকো মাদ্রিদের হার এবং বার্সেলোনার ড্রয়ের কথা, তাই আমরা জয় পেতে চেয়েছিলাম। যদি দ্রুত গোর খেয়ে আমাদের শুরুটা হয়েছিল খারাপভাবে। এর পর আমরা আক্রমণে উঠেছি, দ্রুতগতির ফুটবল খেলেছি, ফাঁকা জায়গায় হানা দিয়েছি দারুণভাবে। বেশ কয়েকটি গোল আদায় করে নিয়েছি। আমরা খুশি, কারণ আমরা এখন সবার ওপরে।’

আনচেলত্তিও প্রশংসা করেছেন এমবাপ্পের। তার ফর্মে ফেরায় স্বস্তিতে আছেন কোচ। ‘এমবাপ্পের ফর্ম আমাদের অনেক সাহায্য করছে। আজ আমরা ভালো খেলেছি। সঠিক ভারসাম্য ধরে রাখতে সক্ষম হয়েছি, যাতে ভালো সময় এবং কঠিন সময়গুলো ঠিকভাবে সামাল দিতে পারি।’

২০ ম্যাচে ৪৬ পয়েন্ট এখন রিয়ালের। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট আতলেতিকো মাদ্রিদের, ৩৯ পয়েন্ট বার্সেলোনা অ্যাথলেতিকো বিলবাওয়ের।

সূত্র:




মেহেরপুরে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মেহেরপুরে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০জানুয়ারি ) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের ছাদ মঞ্চের এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন সিভিলে সার্জন ডা. মহীউদ্দীন আহমেদ।

জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় জেলা প্রশাসনের সহকারি কমিশনার তানজিনা শারমিন দৃষ্টির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রনি আলম নুর , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়া আকরাম সাকাপি, মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক  বজলুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক খন্দকার মুইজ উদ্দিন, সংগঠক আশিক রাব্বি প্রমূখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গাজি রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা উপপরিচালক আশাদুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ফাউন্ডেশনে উপ পরিচালক এ জেএম সিরাজুম মূনির।

ছাত্র, তরুন, শিক্ষক, সাংবাদিক, ছাত্রনেতা, এনজিও প্রতিনিধি ও জনপ্রতিনিধির অংশগ্রহণে ৮ টি গ্রুপ অংশ নেয়। তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ কেমন হবে সে বিষয় প্রতিটি গ্রুপ তাদের আলাদা আলাদা মতামত তুলে ধরেন।