মেহেরপুরে সিএমসি বিদ্যালয়ের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন বিল্ডিং এর ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সি এম সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রুমি ছাদ ঢালাই উদ্বোধন কর হয়। এসময় শিক্ষকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে সুজুকি মোটরসাইকেল শোরুম এর উদ্বোধন

মেহেরপুর শহরের কোর্ট সড়কে সুজুকি মোটরসাইকেল শোরুম এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ফিতা কেটে এর শোরুমের উদ্বোধন করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি‘র সাভাপতি গোলাম রসূল ফিতা কেটে সুজুকি শোরুম এর উদ্বোধন করেন।

এ সময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সুজুকি শোরুম এর মালিক হাসানুল হক সবুজ, জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, আজিমুল বারি মুকুল, শাহানা ইসলাম সান্তনা, খাজা মইনুদ্দিন, মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি‘র সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সেখানে দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করা হয়

-নিজস্ব প্রতিনিধি




মোনাখালী বিদ্যালয়ের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন বিল্ডিং এর ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওসমান গনি ছাদ ঢালাই উদ্বোধন করেন। এসময় মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-মুজিবনগর প্রতিনিধি




চুয়াডাঙ্গায় মৎস্য সমবায় সমিতির সভাপতি হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া গ্রামের মৎস্য সমবায় সমিতির সভাপতি জিয়াউর রহমান ওরফে জিয়ার হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, একই গ্রামের আব্দার হোসেন (৪২), ইউনুস আলী (৫২) ও মুনিয়ার মন্ডল (৪৭) এবং পাশের রামদিয়া গ্রামের মো. সলক (৫০) ও কবির আলী জোয়ার্দ্দার (৩২)।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ১৯ এপ্রিল ভোররাত সাড়ে ৩টার দিকে বাওড় পাহারা দিয়ে ফেরার পথে জিয়াউর রহমান ওরফে জিয়ারকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় ওইদিনই জিয়ারের ভাই আসাদুল মন্ডল বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা আলমডাঙ্গা থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবীর ২০১৮ সালের ৬ ফেব্রæয়ারি আদালতে চার্জশীট দাখিল করেন।

আদালত মামলায় ১৯ জন স্বাক্ষীকে পরীক্ষা করেন। মামলা পর্যালোচনা শেষে দন্ডপ্রাপ্ত আসামীদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি




মেহেরপুরে হাতি দিয়ে চাঁদাবাজি

মেহেরপুর শহরের বিভিন্ন হাটবাজারে চলছে হাতি দিয়ে চাঁদাবাজি।
মেহেরপুর শহরের হাটবাজারে খোঁজ নিয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের কাছে হাতির চাঁদাবাজির কথা জানা যায়।

মেহেরপুর বড় বাজারের ব্যবসায়ীরা বলেন, গতকাল দুপুরের দিকে কাথুলি বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে কোট মোড় পর্যন্ত প্রতিটি দোকানে একটি বড় হানা দেন।

দোকানপ্রতি কমপক্ষে ১০ টাকা করে আদায় করা হয়। হাতি নিয়ে দোকানের সামনে এসে তারা দাঁড়ান, টাকা না দেওয়া পর্যন্ত সেখান থেকে হাতি সরানো হচ্ছে না। এভাবে টাকা আদায়ের কারণে বিক্রিতেও সমস্যা হচ্ছে।

এক ব্যবসায়ী জানান, শীত আসলেই মাঝে মাঝেই বিভিন্ন এলাকা থেকে হাতি নিয়ে এসে চাঁদা আদায় করা হয়। বিষয়টি দেখার যেন কেউ নেই।

গতকাল দুপুরে মেহেরপুর বড়বাজারে গিয়ে দেখা যায়, বড় একটি হাতির পিঠে বসে একজন হাতিটিকে পরিচালনা করছেন। প্রতিটি দোকান থেকে হাতি দিয়ে টাকা তোলা হচ্ছে। টাকা না দেওয়া পর্যন্ত দোকান থেকে হাতি সরানো হয় না।

বাজারের দুই ব্যবসায়ী বলেন, এমনিতেই ব্যবসায় মন্দা ভাব তারপর এই হাতি। শীত শুরু হয়েছে প্রায় এ ধরনের অতাচার হবে। বিষয়টি খুবই পীড়াদায়ক।

হাতি পরিচালনাকারী (মাহুত) বলেন, হাতি নিয়ে বিভিন্ন এলাকা থেকে খাবারের জন্য কিছু টাকা নেওয়া হয়।

তবে টাকা নেওয়ার সময় কাউকে জোর করা হয় না। লোকজন স্বেচ্ছায় যা দেয়, তাই নেওয়া হয়।

এবিষয়ে সদর থানার ওসি শাহ দারা বলেন, এভাবে বন্য পশু দিয়ে টাকা আদায় করা ঠিক না। এ বিষয় ব্যবস্থা নেওয়া হবে।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ইটভাটা মালিকের ১ লক্ষ টাকা জরিমানা

মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা গ্রামের পৃথক দুটি ইটভাটায় অভিযান চালিয়ে দুই ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নিষিদ্ধ ড্রাম চিমনির মাধ্যমে জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে এ জরিমানা করা হয়।
গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস ও এস এম আরাফাত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রাম এলাকায় শামসুজ্জামান এবং মতিয়ার রহমানের ইটভাটায় এ অভিযান চালানো হয়।

এ সময় নিষিদ্ধ ড্রাম চিমনির মাধ্যমে জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে ‘ইট প্রস্তত ও ভাটা স্থাপন আইন ২০১৩-এর ৬ ধারায়’ ইটভাটা মালিক শামসুজ্জামান এবং মতিয়ার রহমানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

-নিজস্ব প্রতিনিধি




ওসি মোয়াজ্জেম হোসেনের ৮ বছরের কারাদণ্ড

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের ৮ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামস জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন।

বিস্তারিত আসছে….




গাংনীতে মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস পালন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সভার আয়ােজন করে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা মকবুল হােসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসি তদন্ত সাজেদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, সাবেক মেয়র আহম্মেদ আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মুনতাজ আলি, আমিরুল ইসলাম, হাবিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাবেক এমপি মকবুল হোসেনের একান্ত সহকারি জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাহিদুজ্জামান শিপু প্রমুখ। এ সময় উপজেলার সকল স্তরের নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিৎ ছিলেন।

-গাংনী প্রতিনিধি




মুজিবনগরে গাঁজা সেবনকারীর তিন মাসের জেল

মুজিবনগরে গাঁজা  সেবন অপরাধে বাপ্পি হোসেন(২০) নামের এক জনকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে মোনাখালী ঈদগাহ ময়দানের পাশের বাঁশবাগানের ভিতর তাকে এ সাজা দেওয়া হয়। সাথে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার উসমান গনি। বাপ্পি হোসেন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের শাহাবুদ্দিন এর ছেলে।

উপজেলা নির্বাহি অফিসার উসমান গণি জানান, বাপ্পি হোসেন গাঁজা খাওয়ার জন্য মোনাখালী ঈদগাহ ময়দানের পাশে বাঁশবাগানের কাছে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)এর ২১ ধারায় এবং মোবাইল কোর্ট আইন ২০০৯ এর বিধান মোতাবেক ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়, সাথে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

-মুজিবনগর অফিস




শহীদ ডাঃ মিলন দিবসে কেন্দ্রীয় নেতাদের সাথে মেহেরপুর ছাত্রলীগ ও যুবলীগ নেতা জনির -শ্রদ্ধা নিবেদন

“শহীদ ডাঃ মিলন দিবসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের, মিলন চত্বরে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাথে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান জনি র -শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার পতন আন্দোলনে সাবেক বিএমএ এর যুগ্ম সম্পাদক ডাঃ মিলন কে গুলি করে হত্যা করা হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মিলন চত্বরে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।

-নিজস্ব প্রতিনিধি