দামুড়হুদায় ট্রাক চাপায় ১ জনের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাসির উল্লাহ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ৭টার দিকে দামুড়হুদা ব্র্যাক মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত নাসির উল্লাহ দামুড়হুদা উপজেলার গুলশানপাড়ার মমজেন হোসেনের ছেলে।

দামুড়হুদা থানার এসআই রফিকুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার রাতে একটি ট্রাক দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গায় যাচ্ছিল।

এসময় নাসির উল্লাহ রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়না তদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করে।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি




‘ঢাকা টাইমস’ এর সম্পাদককে হুমকির প্রতিবাদে গাংনীতে মানববন্ধন

ঢাকা টাইমস পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলনকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুরের গাংনীর সাংবাদিকবৃন্দ।

গতকাল মঙ্গলবার সকাল ১০ টার সময় মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা টাইমস পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি রাজিবুল হক সুমনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী।

মেহেরপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।

-নিজস্ব প্রতিনিধি




দর্শনায় ডি.এস ফাজিল মাদ্রাসার রোভার স্কাউট এর দিক্ষা অনুষ্ঠান সম্পন্ন

চুয়াডাঙ্গার দর্শনা ডি এস ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় রোভার স্কাউট এর দিক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই জেলায় প্রথম মাদ্রাসায় রোভার স্কাউট এর দিক্ষা অনুষ্ঠান করা হলো।

গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে দর্শনা ডি এস ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা চত্বরে উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি গোলাম ফারুক আরিফ।

এসময় সকল রোভার সদস্যদের মাঝে স্কার্ফ ও ওয়াগল প্রদান করেন এবং খুব দ্রæত রোভার স্কাউটের প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন। অনুষ্ঠানের উদ্বোধন ও শপথ বাক্য পাঠ করান, জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক আবু হাসান।

প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসাবে দিক্ষা প্রদান করেন ওবাইদুল ইসলাম তুহিন সহকারী কমিশনার বাংলাদেশ স্কাউটসস চুয়াডাঙ্গা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রশিক্ষক আব্দুল মুকিদ জোয়ার্দ্দার, মাদ্রাসার উপাধ্যক্ষ মাও: শফি উদ্দীন মোল্লা, শিক্ষক- হামিদুল ইসলাম, আবুল হোসেন, জগলুল হায়দার আফ্রিক, আবু জাফর, সুলতান আহম্মেদ, নিজাম উদ্দীন, আব্দুর রশিদ, মাহবুবুর রহমান, আক্তার হোসেন।

গ্রুপ লিডার হিসাবে দায়িত্ব পালন করেন, প্রভাষক মুনজুর আহমাদ। সার্বিক সহযোগিতা করেন- সহকারী শিক্ষিকা লিনা পাভীন।

-দর্শনা প্রতিনিধি




আলমডাঙ্গায় ৪ মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তের দন্ড

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে অর্থ ও কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহি অফিসার লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধি অভিযান চালিয়ে

শহরের স্টেশন এলাকা থেকে মাদক দ্রব্যসহ ২ জন মাদক ব্যবসায়ী ও ২ জন মাদক সেবীকে আটক করে।
এ ঘটনা উপজেলা নির্বাহি কর্মকর্তা লিটন আলীকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন।

অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদেরকে অর্থ দন্ড ও কারাদন্ডাদেশ প্রদান করেন।
এদের মধ্যে আলমডাঙ্গা পৌর এলাকার জিন্নাহ আলীর ছেলে মাদক ব্যবসায়ী শাহেদ রেজা তুহিনকে (৩২) ১ বছর, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মজিবর রহমানের ছেলে কলম আলীকে (৩১) ৪ মাস,

মাদকসেবনের দায়ে আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের ঈমান আলীর ছেলে মকছেদ আলী (২৮) ও একই গ্রামের আফাজ উদ্দীনের ছেলে ওমর আলীকে (৪৫) ১ হাজার টাকা করে জরিমানা নির্দেশ প্রদান করেন।

-আলমডাঙ্গা প্রতিনিধি




সদাবরী মাধ্যমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে সদাবরি মাধ্যমিক বিদ্যালয়ে।

নারীর প্রতি সহিংসতা কমিয়ে এনে নারী অধিকার প্রতিষ্ঠা করা প্রকল্প ‘পারিবারিক ভাবে কণ্যা শিশুর প্রতি অসম আচরনই নারী নির্যাতনের অন্যতম কারণ’ বিষয়ক শীর্ষক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন সদাবরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবাইদুল্লাহ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, সদাবরী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সরোয়ার হোসেন, সভাপতি, সদাবরি মাধ্যমিক বিদ্যালয় এছাড়া উপস্থিত ছিলেন মো: আব্দুর রব মেম্বার।

-কার্পাসডাঙ্গা প্রতিনিধি




আলমডাঙ্গা উপজেলা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ইমামদের সাথে মতবিনিময়

আলমডাঙ্গা উপজেলা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গীবাদ, বিয়ে ইমাম, হিন্দু কমিউনিটির নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

গতকাল দুপুর ২ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপ-পরিদর্ষক জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুরমোহাম্মদ জকু, আলহাজ্ব ইসমাইল হোসন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হামাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার,

চুয়াডাঙ্গা জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদের সম্পাদক প্রশান্ত অধিকারি, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, পরিমল কুমার কালু ঘোষ, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আক্তারুজ্জামান, মডেল কেয়ার টেকার হাফেজ ওমর ফারুক, ইমাম মওঃ ইকরামুল ইসলাম, হাফেজ মওঃ আক্রামুল ইসলাম, হাফেজ মওঃ আবু সাইদ, আনোয়ার হোসেন প্রমুখ।

-আলমডাঙ্গা প্রতিনিধি




গাংনীর কসবা গ্রামে নিম্মমানের ইট বালু দিয়ে রাস্তা নির্মাণ

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে নিম্ম মানের ইট বালু দিয়ে হেরিং বন্ড রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।

ঐ গ্রামের ৬নং ওয়ার্ড এলাকার বাজার পাড়ার শুকলালের বাড়ি থেকে বাজারের মোড় পর্যন্ত ১শ’২০ ফিট হেরিং বন্ড রাস্তার কাজটি এলজিএসপির আওতায় ১লক্ষ টাকা ব্যয়ে নিমাণ করা হচ্ছে।

কাজটির প্রকল্প সভাপতি ঐ ওয়ার্ডের মহিলা মেম্বর সুফিয়া বেগম এর সাথে জানতে চাইলে তিনি বলেন, কোন ভাটাতে ভাল মানের ইট না থাকায় নি¤œমানের ইট ব্যবহার করা হচ্ছে। তবে তিনি যে প্রকল্প পরিচালক হিসেবে প্রথমে অস্বীকার করে নিলু মেম্বরের কথা বললেও দুজনের মুখো মুখিতে সুফিয়া মেম্বর শিকার করেন এ প্রকল্পের তিনিই সভাপতি।

কোনভাবেই নি¤œমানের সামগ্রী দিয়ে কাজ করার নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, স্থানীয়দের চাপে দ্রæত রাস্তাটি নির্মাণ করতে বাধ্য হয়েছি। তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিযোগ করে বলেন সুফিয়া মেম্বরকে অভিযোগ করলেও তিনি আমাদের কথা কর্নপাত করেননি।

মেম্বর সুফিয় এক পর্যায়ে উত্তেজিত হয়ে সাংবাদিকদের বলেন, নি¤œমানের ইট বালু দিয়ে কাজ করছি আমার জেল ফাঁস যা হয় হোক সেটা আমি দেখে নেব। এই ইট বালু দিয়েই রাস্তার কাজ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন, কোন ভাবেই কোন অজুহাতেই নি¤œমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করার নিয়ম নেই। তিনি আরও বলেন বিষয়টি অফিসিয়াল ভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করব।

-গাংনী প্রতিনিধি




পাইকারি ব্যবসায়ীদের কারসাজিতে পেঁয়াজের দাম বেশি

গাংনীতে আড়ৎদারের কারসাজিতে পেঁয়াজে দাম নিয়ন্ত্রণে আসছেনা এমনটিই জানালেন মেহেরপুরের গাংনী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। তিনি বলেন আড়তদারদের এ কারসাজি আমরা যে কোন মুল্যে রুখে দেব।

গতকাল মঙ্গলবার বিকেলে গাংনী সবজি বাজার মনিটরিং করার সময় অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি সতর্ক করেন এবং বলেন, এর আগেও যারা পাইকারি ব্যবসায়ী তাদেরকে বেশি দামে পেঁয়াজ আমাদানি ও বাজারজাত না করার জন্য অনুরোধ করেন। তারপরও তারা আমার কথা না শুনে আবারও পেঁয়াজ সিন্ডিকেটের পায়তারা করছে। এ সুযোগটা তারা পেয়েছে যুবলীগের কাউন্সিলের কারণে ঢাকায় অবস্থান করার কারণে।

বাজার মনিটরিং এর আগে গাংনী বাজারে পেঁয়াজের দাম খুচরা বিক্রেতারা কেজি প্রতি ২শ’ ২০ থেকে ২শ’৩০ টাকা পর্যন্ত বিক্রয় করছিল। চেয়ারম্যান এম এ খালেক মনিটরিংএ নামার সাথে সাথে দাম কমে কেজি প্রতি ২০ টাকা কমে ২শ’ টাকায় নেমে আসে। এসময় কিছু ব্যবসায়ী গাংনীর কাঁচা বাজারের মেসার্স সততা ভান্ডারের রশিদ দেখিয়ে বলেন ২শ’১০ টাকা কেজি দরে পেঁয়াজ ক্রয় করে তা ২শ’ টাকা করে বিক্রয় করা আমাদের জন্য ক্ষতি। পরে আড়তদারদের নির্দেশে ২শ’ টাকা কেজি দরে বিক্রয় করা শুরু করে।

এম এ খালেক গাংনীর আড়তদার সততা ভান্ডারের মালিক সাহাদুলের কারসাজির বিষয়ে বলেন, এর আগেও ঐ ব্যবসায়ীর সাথে জানতে চাওয়া হয়েছিল তিনি কোন জায়গায় থেকে মালামাল আমদানি করেন। কিন্তু তিনি কোন চালান বা রশিদ দেখাতে পারেননি।

এম এ খালেক বলেন, দু’মাস আগে এলসি খুলে বাইরে থেকে ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ দেশে আমদানি করার পরও বেশি দামে কেন পেঁয়াজ বিক্রয় হবে। চেয়ারম্যান এম এ খালেক মনে করেন ব্যবসায়ী সাহাদুল অথবা এ ধরণের যারা ব্যবসায়ী তারা পেঁয়াজ মজুদ রেখে তা অল্প পরিমানে বাজার জাত করে কৃত্রিমভাবে পেঁয়াজের সংকট তৈরি করে এর দাম বাড়াচ্ছে।

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন আজকের পর থেকে শুধু সাহাদুলই নয় কোন ব্যবসায়ী অসাধু পন্থা অবলম্বোন করে বাজার পণ্যের দাম বাড়িয়ে তোলেন তাহলে তাদের নাম সিন্ডিকেট ব্যবসায়ীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

এদিকে গাংনীবাজার কমিটির সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু ব্যবসায়ি সাহাদুলকে আরেকটি বার সতর্ক করে সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করে তিনি বলেন, তাকে আমরাও সতর্ক করব এর পরও যদি তিনি বেশি দামে পেঁয়াজ আমাদানি বা বাজারজাত করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা করাতে আমাদের কোন অনুরোধ থাকবে না।

-এ সিদ্দিকী শাহীন,গাংনী




চুয়াডাঙ্গার সীমান্তে বাংলাদেশী গরু ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে গণি মিয়া (৩০) নামের বাংলাদেশী এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে অজ্ঞাতরা। আজ মঙ্গলবার সকালে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত গণি মিয়া চাকুলিয়া গ্রামের তাহের উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে গণি মিয়াসহ ৫/৬ জনের একটি দল গরু আনতে ভারতে যায়। ভারতের প্রবেশের পর অজ্ঞাত ব্যক্তিরা তাদের ধাওয়া করলে মণি মিয়া তাদের হাতে ধরা পড়ে। পরে ভোর ৫টার দিকে সীমান্তে আহত অবস্থায় পরে থাকতে দেখা যায় তাকে। এলাকাবাসীর ধারণা ভারতীয় বিএসএফ অথবা জনগণ তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কতব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন জানান, সকাল সাড়ে ৬টার দিকে গণি মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহতের বাম পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর গভীর ক্ষত রয়েছে। একই সাথে পিটুনির আলামতও আছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, বাংলাদেশী নাগরিককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা তিনি শুনেছেন। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে এখন নিশ্চিত নয় বিজিবি। এ বিষয়ে বিজিবি ভারতীয় বিএসএফ’র সাথে যোগাযোগ করছে।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি




মেহেরপুরে চুরির অভিযোগে ইউপি সদস্য হিমাদুল সহ ৬ জন আটক

সদর উপজেলার পিরোজপুর গ্রামে স্বর্ণের দোকান ও মুদি দোকানে চুরির অভিযোগে পিরোজপুর গ্রাম থেকে ইউপি সদস্য হিমাদুল ইসলামসহ ৬ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে নিজ বাসভবন থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, পিরোজপুর গ্রামের হামেল সর্দ্দারের ছেলে ও ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ডের মেম্বার হিমাদুল ইসলাম, একই গ্রামের বাবলু মিয়ার ছেলে রুবেল হোসেন, বাবুর আলীর ছেলে বাপ্পি হোসেন, আব্দুল ফকিরের ছেলে কালু মিয়া, ছাপা মন্ডলের ছেলে মেহুরুল ইসলাম, আশার ছেলে মহব্বত আলী।

জানা গেছে, গত রবিবার রাতে সদর উপজেলার পিরোজপুর গ্রামের সেতু জয়েলার্স ও বিশ্বাস এন্টার প্রাইজে গ্রীল ও সাটারের তালা কেটে সোনা , নগদ টাকাসহ মালামাল চুরির অভিযোগে মঙ্গলবার রাতে তাদের আটক করে সদর থানা ও পিরোজপুর ক্যাম্প পুলিশ। এলাকাসূত্রে আরও জানা যায়, পিরোজপুর গ্রামে জিয়ারুল ইসলামের সেতু জুয়েলার্স থেকে স্বার্ণালঙ্কার ও নগদ টাকা এবং আজিজুলের বিশ্বাস এন্টারপ্রাইজ থেকে নগদ টাকা ৬৫ হাজার টাকাসহ অনেক মালামাল চুরি হয়েছে।

তবে পিরোজপুর পুলিশ ক্যাম্পে আটককৃতরা পশ্চিম পাড়া কমিউনিটি সেন্টার কম্পিউটার, হাইস্কুলের ল্যাপটপ চুরির বিষয়টি স্বীকার করেছে বলে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, যাদেরকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। তাদেরকে এখন জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।
-নিজস্ব প্রতিনিধি