মেহেরপুরে ট্রাফিক সচেতনতা সপ্তাহ পালন

মেহেরপুরে ট্রাফিক সচেতনতা সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি বর্ণাড্য শোভাযাত্রা বের করা হয়।

পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নেতৃত্বে শোভাযাত্রা টি পুলিশ সুপার কার্যালয় থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী, জেলা বাস মালিক সমিতির লাইন সম্পাদক হাসিবুল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন বাবু।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান (সার্কেল), গাংনী থানার ওসি ওবায়দুর রহমান, মুজিবনগর থানার ওসি আবুল হাসেম,ডি আই ও ওয়ান ফারুক হোসেন, কোর্ট ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ, আব্দুল আউয়াল, টিআই ১ ইসমাইল হোসেন, টি আই ২ মুজতবা প্রমুখ।

-নিজস্ব প্রতিনিধি




“ঐতিহাসিক মেহেরপুর মুজিবনগর” এর উদ্যোগে কম্বল বিতরণ

সামাজিক ও ফেসবুক সংগঠন “ঐতিহাসিক মেহেরপুর মুজিবনগর” গ্রুপের পক্ষ থেকে গত কাল রাতে বিভিন্ন স্থানে খুঁজে খুঁজে অসহায় ও মানসিক প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও খাবার বিতরণ।

এর আগে গত শুক্রবার গ্রুপের পক্ষ থেকে ১ টি নতুন সাউন্ড সিস্টেম ইন্তেবাহুল উম্মাহ মাদ্রাসায় প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ কামরুজ্জমান পলাশসহ-সভাপতি মোঃ হোসেন খাঁন রিপন
সাধারণ সম্পাদক রাব্বি আহমেদ ইমন সহ-সাধারণ সম্পাদক মাহবুবউর রহমান নয়ন,
সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম রাজিব, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুব জামান সোহাগ
কোষা দক্ষ আবির, দপ্তর সম্পাদক- রিপন, সুজন, সজিব, সিজান, লিটন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

-নিজস্ব প্রতিনিধি




সভাপতি রব সম্পাদক আলমগীর

গাংনীর হেমায়েতপুর বাজার কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে আব্দুর রব ও সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসেন নির্বাচিত হয়েছে।

গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেলে ৩টা পযন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে সভাপতি পদে পাঁচজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, সাংগঠনিক সম্পাদক পদে তিনজন এবং কোষাধ্যক্ষ পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সভাপতি সম্পাদক ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মিনারুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদে বাবলু হোসেন নির্বাচিত হয়েছেন।

প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক মিজানুর রহমান।

নির্বাচন কমিশনার হিসেবে সেকেন্দার আলী ও সহকারী কমিশনার হিসাবে সাংবাদিক মাজেদুল হক মানিক দায়িত্ব পালন করেন। নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে ছিলেন হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা।

–  নিজস্ব  প্রতিনিধি




মেহেরপুর হরিরামপুরে শিশু বিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিশু বিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটির ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে মানব উন্নয়ন কেন্দ্র মউক ও জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম যৌথভাবে এই সভার আয়োজন করে।

হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: মাইনউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মো: শাহজামান।

স্বাগত বক্তব্য রাখেন মউক এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনাজ আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো: শহিদুল ইসলাম (মাষ্টার) ও আওয়মীলীগ ওয়ার্ড সভাপতি আব্বাছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জোয়াদ আলী ও ইউপি সদস্য সানোয়ার হোসেন।

সভায় অনুষ্ঠানের প্রধান অতিথির সামনে সমাবেত দু’শতাধিক অভিভাবক তাদের সন্তানদের শিশু বিবাহ না দেওয়ার ওয়াদা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাঅধিকার কর্মী সাদ আহাম্মদ।

-নিজস্ব প্রতিনিধি




দিনমজুর সহ নিহত ২, আহত-৪

মাত্র দুই দিনের ব্যবধানে মেহেরপুর সদরের বারাদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।
গত শনিবার বারাদীর বিএডিসি হিমাগারের সামনে সড়ক দুর্ঘটনায় মেহেরপুর সদরের যুগিন্দা গ্রামের মৃত খেদের আলীর ছেলে করিমনচালক শহিদুল ইসলাম (৪৫) নিহত হয়।

আহত হয় করিমনে থাকা তারই ছেলে জাহিদ (১৮) ও একই গ্রামের আলতাব আলীর ছেলে জামাত আলী (৪৫) ।

জানা যায়, ভালাইপুর থেকে পান বিক্রি করে বাড়ী ফেরার পথে দুর্ঘটনা কবলিত হয়ে মারা যান করিমন চালক শহিদুল ইসলাম।

অপরদিকে গতকাল সোমবার বারাদি বাজারের অদূরে সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন (৪৫) নামের এক শ্রমিক নিহত এবং আব্বাস (৪৭) ও রিপন (৩৮) নামের আরও ২ শ্রমিক আহত হয়েছেন ।

গতকাল সোমবার সকাল ৬ টার দিকে বারাদি বাজারের মশুরীভাজায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে।

আহত আব্বাস পার্শ্ববর্তী শিবপুর গ্রামের ইয়াসনবীর ছেলে এবং রিপন একই গ্রামের আরজান মÐলের ছেলে।
ঘটনার বিবরণ জানা গেছে, গতকাল সোমবার সকালে ৭-৮ জনের একদল শ্রমিক একটি আলগামন যোগে মেহেরপুর সদর উপজেলার চাঁদপুরে ফুলকপি কাটার উদ্দেশে রওনা দেন। আলগামন বারাদি বাজারের অদূরে মশুরীভাজায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গেলে আলগামন চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

এতে জামাল, আব্বাস এবং রিপন আহত হন। আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর জামালের মৃত্যু হয়।
আহত আব্বাস বিশ্বাস বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আহত রিপনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ।

প্রত্যক্ষদর্শী ও জন সাধারণের মতে, সড়কে দিন দিন এই সব অবৈধযানের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় রাস্তায় নির্বিঘেœ চলাচল করায় দুষ্কর। কখন কে এসে কাকে মারে তা বলা দায়।

আজকাল অদক্ষ ও অপরিণত বয়সের ছেলেপিলে এই সব অবৈধ যানের চালক। কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই বেপরোয়া গতিতে এরা গাড়ী চালায়, তাতে বেড়েই চলেছে দুর্ঘটনা ঘটছে প্রাণহানী। যেন দেখার কেউ নেই।

-বারাদী প্রতিনিধি




চুয়াডাঙ্গায় ভাতিজাকে কুপিয়ে হত্যা মামলায় চাচার যাবজ্জীবন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় শাহিন হত্যা মামলায় আলম বিশ^াস নামের একজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

গতকাল সোমবার বিকালে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামীকে পুলিশী প্রহরায় কারাগারে নেয়া হয়। দন্ডপ্রাপ্ত আলম বিশ^াস দামুড়হুদার রঘুনাথপুর গ্রামের মৃত আজিজ বিশ^াসের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৪ এপ্রিল সকালে পূর্ব বিরোধের জের ধরে রঘুনাথপুরের আব্দুর রাজ্জাক বিশ^াসের ছেলে শাহিনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে দন্ডপ্রাপ্ত আলম বিশ^াস, তার ছেলে ডালিমসহ কয়েকজনকে আসামী করে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা থানার এসআই আবু জাহের তদন্ত শেষে ২০১৫ সালের ২৪ জানুয়ারি আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত এ মামলায় ১৯ জন স্বাক্ষীকে পরীক্ষা করেন। স্বাক্ষীদের স্বাক্ষ্য ও তথ্য উপাত্ত পরীক্ষা শেষে আসামী আলম বিশ^াসের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালত।

এ মামলার অন্য আসামী ডালিম বিশ^াসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস প্রদান করেন।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি




আলমডাঙ্গার মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সমপন্ন

আলমডাঙ্গা পৌর সভার সাবেক কাউন্সিলর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ফেলা হ্নদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। জানাগেছে, আলমডাঙ্গা বন্ডবিল গ্রামের মৃত মুন্সি ইয়াছিন আলীর ছেলে, মুক্তিযোদ্ধা মুন্সি ইসমাইল হোসেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে পাড়ি জমায়, ট্রেনিং শেষে দেশকে শত্রুমুক্ত করতে পাকসেনাদের সাথে জীবন বাজী রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করে।

ইসমাইল হোসেন ফেলা আলমডাঙ্গা পৌর সভায় ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করে ২ বার কাউন্সিলর নির্বাচিত হয়।

বেশ কিছুদিন থেকে অসুস্থ হয়ে চিকিৎসারত ছিল। গতকাল সোমবার ভোরের দিকে হ্নদ রোগে আক্রান্ত হয়ে বন্ডবিলের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে বন্ডবিল গ্রামে তার নিজ বাসভবন চত্বরে রাষ্ট্রিয় মার্যাদায় গার্ড অব অর্নার প্রদান করা হয়।

গার্ড অব অর্নারে অংশ নেন আলমডাঙ্গা উপজেলার নির্বাহী ম্যাজিট্রেষ্ট সীমা শারমিন, থানার ওসি তদন্ত গাজী-শামীমুর রহমান ও চুয়াডাঙ্গা পুলিশ লাইন থেকে আগত চৌকশ পুলিশ দল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হাজী শেখ নুরমোহাম্মদ জকু, মুক্তিযোদ্ধা হাজী খন্দকার ইসমাইল হোসেন, পৌর মেয়র হাসান কাদীর গনু, বন্ডবিল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, খন্দকার শাহ আলম মন্টু, হামিদুল ইসলাম আজম, আলী আজগর, মুক্তিযোদ্ধা শমসের আলী মল্লিক, সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক আনোয়ারুজ্জামান, পৌর কাউন্সিলর মামুনর রশিদ হাসান, সহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ।

রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে বন্ডবিল কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন।

-আলমডাঙ্গা প্রতিনিধি




গাংনীতে বিএনপি নেতা আব্দাল হকের বাবার ইন্তেকাল

মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দাল হকের বাবা সাত্তার আলী ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী,২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল সোমবার ভোররাত ৩টা ২৫ মিনিটে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল (ঢাকা)-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গতকাল সোমবার বিকেল ৪টার সময় নিজ গ্রাম গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের শিমুলতলা গ্রামের ঈদগাহ ময়দানে মরহুম সাত্তার আলীর জানাজা নামাজ শেষে স্থানীয় গোরস্থানে দাফন্ন হবে বলে পারিবারিক সূত্র জানায়।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

-গাংনী প্রতিনিধি




নিম্নমানের সামগ্রী ব্যবহার না করার অঙ্গিকার করলেন ঠিকাদার

গাংনীতে রাস্তা নির্মাণ কাজে আবারও অনিয়ম করায় স্থানীয়র কাজ বন্ধ করে দিয়েছে।
গত রবিবার বিকেলে অনিয়মের অভিযোগে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানালে ঘটনাস্থলে পৌরসভার প্রকৌশলী জামিরুল ইসলাম আসে এবং ঠিকাদারের লোকজনকে নিম্মমানের ইট, খোয়া বালু দিয়ে কাজ করতে নিষেধ করলেও তারা তার কথা অগ্রাহ্য করে কাজ চালিয়ে যেতে থাকে।

এনিয়ে গতকাল সোমবার স্থানীয় “মেহেরপুর প্রতিদিন” প্রত্রিকা ও মেহেরপুর প্রতিদিন অনলাইনে নিউজ প্রকাশ হয়। নিউজ প্রকাশের পরও কাজে অনিয়ম হওয়ায় স্থানীয়রা আবারও সাংবাদিকদের মাধ্যমে “মেহেরপুর প্রতিদিন” অনলাইনের মাধ্যমে সরাসরি তাদের প্রতিবাদ বিক্ষোভের কথা জানান।

তবে পৌর মেয়র আশরাফুল ইসলাম রাস্তার কাজে নিম্নমানের মালামাল ব্যবহার কোনভাবেই মেনে নেওয়া হবেনা বলে সাংবাদিকদের জানান। তিনি সাংবাদিকদের বলেন ঢাকায় থাকার কারণে তারা এই সুযোগ নিয়ে কাজে ব্যপক অনিয়ম করে যাচ্ছে। তিনি বলেন আমার স্টাফদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে ঠিকাদার রাস্তার কাজে কোন প্রকার অনিয়ম করতে না পরে সেদিকে খেয়াল রাখতে।

পৌর মেয়র ও পৌর প্রকৌশলীর নির্দেশনার পরও তারা পরের দিন গতকাল সোমবার (২৫-১১-২০১৯ ইং) সকাল থেকে আবারও নিম্নমানের মালামাল রাস্তার কাজের জন্য নিয়ে আসে।

এনিয়ে স্থানীয়দের মধ্যে কৌতুহল দেখা দেয় সাথে সাথে তারা ক্ষোভ প্রকাশ করে ও কাজ বন্ধ করে দেয়।
স্থানীয় মৃত আব্দুল গনির ছেলে মতিয়ার রহমান, মৃত দবিরুদ্দিনের ছেলে নাজমুল সহ অনেকেই জানান, প্রায় ১১শ’৪০ মিটার পাকা রাস্তা তারা করছে রাস্তাটি অনেক প্রত্যাশীত রাস্তা।

এখানে আমরা বারবার ঠিকাদার প্রতিষ্ঠানকে অনুরোধ করেছি রাস্তার কাজটি যেন ভালভাবে হয়। স্থানীয়রা ঠিকাদারদের আরও অনুরোধ করে রাস্তার কাজে যদি কেউ অন্যায় দাবি বা চাঁদা দাবি করে তাহলে আমাদের জানালে তার প্রতিকার আমরা করব।

তারপরও ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয়দের কথায় কর্ণপাত করেননি। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন কাজের নামে সরকারি টাকার হরিলুট চলছে এখানে। তারা এই হরিলুট হতে দেবেনা বলেও জানান।
জানা গেছে, প্রায় ৯৩ লক্ষ টাকা ব্যয়ে ১১শ’৪০ মিটার রাস্তাটি গাংনী পৌরসভার ২নং ওয়ার্ড শিশিরপাড়া এলাকা থেকে ১নং ওয়ার্ড বাঁশবাড়িয়া গোরস্থান পাড়ার মোড় পর্যন্ত হওয়ার কথা।

এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান কুষ্টিয়ার ত্রিমহনী বারখাদা এলাকার রোমনা এন্টার প্রাইজের নামে ঠিকাদার ফারুক হোসেন বাস্তবায়ন করছেন। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন কাজের বিষয়ে ঠিকাদারের লোকজনকে বলতে গেলেই তারা স্থানীয়দের উপর চড়াও হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন স্থঅনীয় প্রভাবশালি নেতাবর্গরা ঠিকাদারদের সাথে হাত মিলিয়ে রাস্তার কাজে অনিয়ম করছে।

জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, যেহেতু স্থানীয়রা আপত্তি করেছেন আমরা নিম্নমানের ইট দিয়ে আর কোন কাজ করবনা। আগামী কাল ঐ এলাকার ইটভাটা ঘুরে দেখব যদি নতুন ভাল মানের নতুন ইট পাওয়া যায় তবেই কাজ করব।

ভাল মানের ইট না পাওয়া পর্যন্ত আমরা আর কাজ করবনা। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন গতকাল মাত্র চার গাড়ি নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। আজকে থেকে ওখানে আর কোন প্রকার নিম্নমানের ইট ব্যবহার করা হবেনা।

-এ সিদ্দিকী শাহীন, গাংনী




মেহেরপুরে ফুড ভ্যালি নামের নতুন ফাস্টফুডের দোকান উদ্বোধন

গতকাল সোমবার বেলা সাড়ে বারোটায় মেহেরপুর সরকারি মহিলা কলেজ এর গেটের সামনে ফুড ভ্যালি নামের ফাস্টফুডের দোকান ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন মহিলা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুন্সি এ এইচ এম রাশেদুল হক ও সরকারি বালিকা বিদ্যালয়ের গণিত শিক্ষক আনিসুর জামান রিপন এবং কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা।

এ সময় উপস্থিত ছিলেন ফুড ভ্যালি প্রোপাইটার জনাব আব্দুল লতিফ এবং মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি আদিব হসেন আসিফ প্রমুখ।

-নিজস্ব প্রতিনিধি