জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম রসূলকে শুভেচ্ছা

মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি পদে পুননির্বাচিত হওয়ায় জেলা পরিষদের সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার বিকেলের দিকে জেলা জেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় জেলা পরিষদের সদস্য আজিমুল বারীমুকুল, আলমাস হোসেন শিলু, হাসানুল হক সবুজ, তৌহিদ মুর্শিদ অতুল, শাহানা ইসলাম সান্তনা, ইমতিয়াজ হোসেন মিরর প্রমুখ উপস্থিত ছিলেন।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে দুই হোটেল ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুর শহরের কোর্ট এলাকায় দুটি হোটেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে নোংরা পরিবেশের থাকায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলের দিকে এ ভ্রাম্যমান আদালত বসানো হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাকিবুল ইসলামের নেতৃত্বের বিকেলে কোর্ট এলাকার বাহারুল ইসলাম ও রঞ্জিতের হোটেলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

এ সময় হোটেলে নোংরা পরিবেশের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় হোটেল মালিক বাহারুলের ৫ হাজার টাকা এবং রঞ্জিতের ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরের মানিকনগরে আমার বাড়ি আমার খামার সমিতি উঠান বৈঠক অনুষ্ঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলা আমার বাড়ি আমার খামার প্রকল্পের উদ্যোগে মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামে আমার বাড়ি আমার খামার সমিতি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরের দিকে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার মো: ওসমান গনির সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার।
উঠান বৈঠক মানিকনগর গ্রামের মহিলারা উপস্থিত ছিলেন।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

মেহেরপুর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি (সমৃদ্ধি) কর্মসূচির আওতায় (মেডিসিন, ডায়াবেটিস, গাইনি ও শিশু স্বাস্থ্য ক্যাম্প) অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি সেখানে উপস্থিত ছিলেন।

-নিজস্ব প্রতিনিধি




মুজিবনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

মুজিবনগরে ২০১৯-২০ অর্ধবছরে ভূট্টা, সরিষা, পেঁয়াজ, শীতকালীন মুগ ও গ্রীষ্মকালীন মুগ উদপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও সার বিতরন করা হয়েছে।

গতকাল সোমবার বিকাল সারে তিনটার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি স¤প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে ২ হাজার ৪ শত ৫০ জন কৃষকের মাঝে এ সকল বীজ ও সার বিতরণ করা হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ- সার বিতরনের উদ্বোধন করেন।

উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খাঁনের সভাপতিত্বে এ সময় কৃষি স¤প্রাসারণ অফিসার আবু বকর সিদ্দিক, সহকারী কৃষি স¤প্রাসারণ অফিসার আব্দুস সোবহান, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

-মুজিবনগর অফিস




প্রথম স্ত্রীর মামলায় স্বামীর ২ বছরের কারাদন্ড

প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় শামীম রেজা এক ব্যক্তিকে ২ বছরের কারাদÐ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো: শাহিন রেজা এ রায় দেন।

সাজাপ্রাপ্ত শামীম রেজা মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের মানিক হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে ২০১৭ সালের দিকে শামীম রেজা তার প্রথম স্ত্রী শিল্পীয়ারা‘র অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা এবং তার উপর নির্যাতন শুরু করে।

ওই ঘটনায় শিল্পীয়ারা বাদী হয়ে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

আদালত মামলাটির বিচারকার্য শেষে মুসলিম পারিবাবিক আইনে শামীম রেজাকে ২ বছরের কারাদÐ প্রদান করেন।

-নিজস্ব প্রতিনিধি




উদয়নকে নাকানি চোবানি খাওয়ালো বামনপাড়া বটতলা

উদয়ন ক্লাবের জালে ১৬ টি গোল ঢুকিয়ে নাকানি চোবানি খাওয়ালো বামনপাড়া বটতলা একাদশ। ১৬ টি গোলের জবাবে উদয়ন ক্লাব পরিশোধ করে মাত্র ৬ টি গোল। ফলে বড় ব্যবধানে জয় তুলে নিলো বামন পাড়া বটতলা একাদশ।

গতকাল সোমবার বিকালে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে বামনপাড়া বটতলা একাদশ এ ঘটনা ঘটায়।

খেলায় বামন পাড়া বটতলা একাদশের আজিজুল ৬টি, রাব্বি ৩টি, আরিফুল ৩টি, নয়ন ২টি, রাজু ২টি এবং উদয়নের আরিফুল ৪টি, রাসেল ১টি এবং তৌফিক ১টি গোল করেন।
খেলাটি পরিচালনা করেন কামাল হোসেন মিন্টু। সহকারি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ফারা হোসেন লিটন ও আব্দুল কুদ্দুস।

-ক্রিড়া প্রতিবেদক




মেহেরপুরে ছহিউদ্দিন স্মৃতি ফুটবলে বিশ্বনাথপুর সেমিফাইনালে

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যাণ ক্লাবের উদ্যোগে আশরাফপুর মাঠে অনুষ্ঠিত ছহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বিশ্বনাথপুর একাদশ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

গতকাল সোমবার বিকালে অনুষ্ঠিত কোয়াটার ফাইনাল খেলায় বিশ্বনাথপুর একাদশ ১-০ ভগিরাতপুর একাদশকে পরাজিত করে। জুয়েল খেলার প্রথমার্ধে জয়সূচক গোলটি করেন।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরের গাংনীতে সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

মেহেরপুরের গাংনীতে ৪ হাজার ৫শ”৩০ জন কৃষক-কৃষাণীরদের মাঝে সার, ভুট্টা ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার দুপুর ১২ টায় গাংনী উপজেলা মিলায়তনে আনুষ্ঠানিক ভাবে এ সকল সামগ্রী বিতরণ করা হয়। সার,ভুট্টা ও সরিষার বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।

এসময় গাংনী উপজেলা কৃষি অফিসার কে এম সাহাবুদ্দীন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, প্রাণী সম্পদ অফিসার মোস্তফা জামান, বামুন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সহ কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে ভূমি ব্যবস্থাপনা ও সেবায় আইটি শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধন

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ভূমি ব্যবস্থাপনা ও সেবায় ইনফরমেশন টেকনোলজি শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

গতকার সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসক মো: আতাউল গনি প্রশিক্ষণের উদ্বোধণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক এবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহি অফিসার দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার ওসমান গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

-নিজস্ব প্রতিনিধি