মেহেরপুরে ট্রাফিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে পরিবহন আইন প্রচারপত্র বিলি

ট্রাফিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রচারপত্র বিলি করা হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিলি করা হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মুজতবা,বিআরটিএ ইন্সপেক্টর সালাউদ্দিন প্রিন্স প্রমুখ, এছাড়া উপস্থিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট পবিত্র বিশ্বাস,এ টি এস আই আব্দুস সাত্তার এটিএসআই জাহাঙ্গীর আলম, এটিএসআই মুস্তাফিজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

-নিজস্ব প্রতিনিধি




অযথা কাউকে হয়রানি দেওয়া যাবে না খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার

খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার বলেছেন, নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, অযথা কাউকে হয়রানি দেওয়া যাবে না। অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার গতকাল সোমবার সকালের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিবনগর উপজেলা সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।

মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার মো: ওসমান গনির সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান, মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আবদুর রবসহ উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।

-নিজস্ব প্রতিনিধি




দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রাম খুচরা ফেন্সিডিল বিক্রি করায় চ্যাম্পিয়ন

দর্শনা পৌর সভার নিমতলা সীমান্ত ঘেষা গ্রাম ঈশ্বরচন্দ্রপুর। এ গ্রামে প্রতিদিন সকাল থেকে দূর দূরান্ত থেকে মটর সাইকেল অথবা অটোবাইক ও পাখিভ্যানে করে আসছে মাদক নিতে। এ চেহারা কিছুদিন পাল্টালেও হঠাৎ করেই দেখা যাচ্ছে বহিরাগতদের আনাগোনা।

একটি পরিসংখ্যানে দেখা গেছে খুচরা মাদক বেচা কেনায় দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রাম চ্যাম্পিয়ন।
যেখানে সারা বাংলাদেশে ঘোষণা দিয়েছে জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশে মাদক থাকবে না। এ ¯েøাগান কে সমানে নিয়ে আইন শৃংখলা বাহীনি কাজ করে যাচ্ছে মাদকের বিরুদ্ধে।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার বারবার ঘোষণা দিচ্ছে এ জেলায় কোন মাদক থাকবে না। তার কোন তোয়াক্কা না করে দর্শনা আকন্দবাড়িয়া ও ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কিছু নাম করা খুচরা ফেনসিন্ডিল ব্যাবসায়ী সকাল থেকে রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছে মাদক বিকিকিনি।

আর এ সব মাদক বিক্রি তে জড়িয়ে পড়ছে মহিলা মাদক ব্যাবসায়ী। এদের যদি আইনেন আওতায় না আনা যায় তবে যুব সমাজ ধ্বংস হতে বেশিদিন সময় লাগবেনা। মাদকের নীল ছোবল থেকে বেরিয়ে আসতে হলে আগে অবিভাবকদের দৃষ্টি রাখতে হবে সন্তানের উপর।

দর্শনা শুধু মাদকের শহর নয় দর্শনা একটি শিল্প নগর শহর। দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে বেশিরভাগই মহিলা মাদক ব্যাবসায়ী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী নজর দেবেন বলে আশা করছে সুধী মহল।

-আহসান হাবিব মামুন, দর্শনা




ডাকাতির প্রস্তুতিকালে দু’জন গ্রেফতার

চুয়াডাঙ্গার সদর উপজেলার দিগড়ী ইসলামপুর জামে মসজিদ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে রামদা, ছোরা, চাইনিজ কুড়াল এবং চাপাতিসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

গতরাতে তাদেরকে আটক করা হয় বলে সোমবার (২৫ নভেম্বর) বিকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- পৌর এলাকার দিগড়ী নতুনপাড়ার বিশারত আলির ছেলে খালিদ মন্ডল (২৫) ও শহরের বাসস্ট্যান্ড এলাকার ইউনুস আলির ছেলে রাফিউল ইসলাম (২২)।

সিপিসি-২, র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, একদল অজ্ঞাতনামা সশস্ত্র ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে পূর্ব প্রস্ততিকালে তিনি এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো: বজলুর রশীদ এর নেতৃত্বে আভিযানিক দল ঘটনাস্থালে পৌছালে র‌্যাবের উপস্থিাতি টের পেয়ে কতিপয় লোক দৌড়ে পালানোর সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে খালিদ ও রাফিউল নামের ২ ডাকাতকে আটক করে এবং অজ্ঞাতনামা ৪/৫ জন পালিয়ে যায়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে দেশীয় তৈরী ০২ টি রামদা, দেশীয় তৈরী ১ টি ছোরা, দেশীয় তৈরী ১ টি চাইনিজ কুড়াল, দেশীয় তৈরী ১ টি চাপাতি, ৩ টি মোবাইল সেট এবং ৫ টি সীম কার্ড উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামী খালিদ মন্ডল এর নামে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানায় বিস্ফোরক, দ্রæত বিচার আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে সর্বমোট ২১ টি মামলা এবং গ্রেফতারকৃত অপর আসামী রাফিউল ইসলাম এর নামে ২ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান, র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি




মেহেরপুরে হেরোইন সহ ৬ মামলার আসামী আটক

মেহেরপুরে ২৪ গ্রাম হেরোইন সহ  হাবিবুর রহমান হাবিব নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার বিকালে শহরের হটাৎ পাড়ায় থেকে তাকে আটক করা হয়। হাবিব হটাৎ পাড়ার মৃত তুফান শেখ এর ছেলে।

তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় ৬ টি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

-নিজস্ব প্রতিনিধি




২৫ জনকে নিয়োগ দেবে ইউনাইটেড ফাইন্যান্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটিতে  বিজনেস এক্সিকিউটিভ-এসএমই পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

বিজনেস এক্সিকিউটিভ–এসএমই

পদসংখ্যা

এই পদে সর্বমোট ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। প্রার্থীর এক থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ২৫ থেকে ৪০ বছর হতে হবে। পুরুষ ও নারী উভয়েই আবেদন করতে পারবে।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন

বেতন আলোচনা সাপেক্ষে।

কোম্পানির সুযোগ-সুবিধাদি

প্রফিট শেয়ার, প্রভিডেন্ট ফান্ড,ইনস্যুরেন্স, গ্রাচুইটি এবং সপ্তাহে দুদিন ছুটি থাকবে। বার্ষিক বেতন পর্যালোচনাসহ বছরে দুটি উৎসব ভাতা থাকবে।

আবেদনের প্রক্রিয়া

আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সঙ্গে ছবি পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

পদটিতে ৪ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র : বিডিজবস




নিয়োগ দেবে এসিআই

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)। ‘কোয়ালিটি কন্ট্রোল অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই নিয়োগ পেতে পারেন।

পদের নাম

কোয়ালিটি কন্ট্রোল অফিসার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিষয়ে এমফার্ম অথবা রসায়ন/ফলিত রসায়ন/জৈব রসায়ন/মাইক্রোবায়োলজি বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম ২২ থেকে অনূর্ধ্ব ২৮ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

নারায়ণগঞ্জ

বেতন

বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০১৯।

সূত্র : বিডিজবস




সারা দেশে নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।

পদের নাম

এক্সিকিউটিভ-সাপ্লাই চেইন।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিষয়ে এমফার্মা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এমবিএ পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর পূর্ববর্তী কাজের ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব বয়স ৩২ বছর পর্যন্ত  আবেদন করা যাবে।

কর্মস্থল

সারা দেশ।

বেতন-ভাতা

বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ  তারিখ

আবেদন করা যাবে আগামী ২৮ নভেম্বর, ২০১৯ পর্যন্ত।

সূত্র : বিডিজবস




ওয়েব ডেভেলপার পদে নিয়োগ দেবে মীনা বাজার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চেইন সুপার স্টোর মীনা বাজার। ‘সফটওয়্যার ডেভেলপার’ পদে এই নিয়োগ দেওয়া হবে। ঢাকায় চাকরি করতে আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

 

পদের নাম

সফটওয়্যার ডেভেলপার

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সিভি ই-মেইল করতে পারেন (career@meenabazar.com.bd) এই ঠিকানায়।

আবেদনের সময়সীমা

আবেদন করার সুযোগ থাকছে ৫ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত।

সূত্র : বিডিজবস




মেহেরপুরের হরিরামপুরে শিশু বিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিশু বিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটির ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মানব উন্নয়ন কেন্দ্র মউক ও জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম যৌথভাবে এই সভার আয়োজন করে।

হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মোঃ শাহজামান।

স্বাগত বক্তব্য রাখেন মউক এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনাজ আলী, মোঃ শহিদুল ইসলাম (মাষ্টার), ওয়ার্র্ড আওয়মীলীগ সভাপতি আব্বাছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জোয়াদ আলী, ইউপি সদস্য সানোয়ার হোসেন।
সভায় অনুষ্ঠানের প্রধান অতিথির সামনে সমাবেত দু’শতাধিক অভিভাবক তাদের সন্তানদের শিশু বিবাহ না দেওয়ার প্রতিজ্ঞা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাদ আহাম্মদ।

-নিজস্ব প্রতিনিধি