এইচএসসি পাসেই নিয়োগ দেবে চ্যানেল টুয়েন্টিফোর

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চ্যানেল টুয়েন্টিফোর। প্রতিষ্ঠানটি জুনিয়র সাউন্ড ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দেবে। আগ্রহীরা সহজেই আবেদন করতে পারেন।

পদের নাম

জুনিয়র সাউন্ড ইঞ্জিনিয়ার

যোগ্যতা

প্রার্থীকে  প্রার্থী কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। বয়স সর্বনিম্ন ২৪ বছর হতে হবে। পুরুষ এবং নারী উভয়েই আবেদন করতে পারবেন। দল পরিচালনার দক্ষতার সাথে ইতিবাচক মনোভাব থাকতে হবে। চাপের মধ্যে কাজ করতে হবে। মাইক্রোসফ্ট অফিস এবং ইন্টারনেটের দক্ষতা থাকতে হবে। সব ধরনের সাউন্ড সরঞ্জামের জ্ঞান থাকতে  হবে। স্টুডিও বা লাইভ সাউন্ডে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল

ঢাকা

বেতন

সংস্থার নীতিমালা অনুসারে

আবেদনের প্রক্রিয়া

আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে। আগ্রহীরা জীবনবৃত্তান্ত পাঠাবেন jobs24@channel24bd.tv অথবা মাই বিডিজবসের মাধ্যমে পাঠাতে পারেন।

আবেদনের শেষ সময়

আগ্রহীরা আবেদন করতে পারবেন ২৭ নভেম্বর, ২০১৯ পর্যন্ত।

সূত্র : বিডিজবস




সিনিয়র ম্যানেজার হিসেবে ক্যারিয়ার গড়ুন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র ম্যানেজার’ পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।

পদের নাম

সিনিয়র ম্যানেজার-ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অথবা ব্যবসায় প্রশাসন বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। প্রার্থীর ন্যূনতম আট থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  মাইক্রোসফট অফিসে কাজের অভিজ্ঞতা এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

কর্মস্থল

ঢাকা।

বেতন

বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

আবেদন করা যাবে আগামী ২৪ নভেম্বর, ২০১৯ পর্যন্ত।

সূত্র : বিডিজবস




নিয়োগ দেবে ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি

ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) তাদের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইজিসিবি ১৯ টি পদে মোট ৯২ জনকে নিয়োগ দেবে। উক্ত পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম

সহকারী প্রকৌশলী, সহকারী ব্যবস্থাপক (এইচআর/প্রশাসন), সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট), স্টোর অফিসার, জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট), উপসহকারী প্রকৌশলী, সিকিউরিটি অফিসার, স্টোর কিপার, ফোরম্যান, অফিস সহকারী, টেকনিশিয়ান, গাড়ি চালক, ক্রেন/হেভি ভেহিকেল অপারেটর, টার্নার/লেদ মেশিন অপারেটর, ওয়েল্ডার, স্টোর হেলপার, টেকনিক্যাল অ্যাটেনডেন্ট, নিরাপত্তা প্রহরী ও অফিস অ্যাটেনডেন্ট।

পদসংখ্যা

১৯টি পদে সর্বমোট ৯২ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাসসহ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক/অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন  স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://egcb.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হয়েছে ৪ নভেম্বর, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ হবে  ২৫ নভেম্বর, ২০১৯ বিকেল ৫ টায়।

সূত্র : ইত্তেফাক, ৩ নভেম্বর, ২০১৯।




একাধিক পদে নিয়োগ দেবে পরিকল্পনা মন্ত্রণালয়

পরিকল্পনা বিভাগের শূন্য পদগুলোয় জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পরিকল্পনা বিভাগ আটটি পদে মোট ৫০ জনকে নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার,  ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক, ট্রেসার, শর্টার।

পদসংখ্যা

আটটি পদে সর্বমোট ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাসসহ উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন  স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের http://recruitment.plandiv.gov.bd থেকে ফরম ডাউনলোড করে লিখিত আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায় :

ঠিকানা : উপসচিব, প্রশাসন অধিশাখা-৩, পরিকল্পনা বিভাগ, ব্লক নং-৯, কক্ষ নং-১৬, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

আবেদনের সময়সীমা

আবেদন করা যাবে আগামী ২৬ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত।

সূত্র :  পরিকল্পনা বিভাগের ওয়েবসাইট




চুয়াডাঙ্গায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় শাহিন হত্যা মামলায় আলম বিশ্বাস নামের একজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার বিকালে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামীকে পুলিশী প্রহরায় কারাগারে নেয়া হয়। দন্ডপ্রাপ্ত আলম বিশ্বাস দামুড়হুদার রঘুনাথপুর গ্রামের মৃত আজিজ বিশ্বাসের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৪ এপ্রিল সকালে পূর্ব বিরোধের জের ধরে রঘুনাথপুরের আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে শাহিনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে দন্ডপ্রাপ্ত আলম বিশ্বাস, তার ছেলে ডালিমসহ কয়েকজনকে আসামী করে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা থানার এসআই আবু জাহের তদন্ত শেষে ২০১৫ সালের ২৪ জানুয়ারি আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত এ মামলায় ১৯ জন স্বাক্ষীকে পরীক্ষা করেন।

স্বাক্ষীদের স্বাক্ষ্য ও তথ্য উপাত্ত পরীক্ষা শেষে আসামী আলম বিশ্বাসের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালত। এ মামলার অন্য আসামী ডালিম বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস প্রদান করেন।
-চুয়াডাঙ্গা প্রতিনিধি




১৭ জনকে নিয়োগ দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের শূন্য পদগুলোয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তিনটি পদে মোট ১৭ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী ও অফিস সহায়ক।

পদসংখ্যা

মোট ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো ন্যূনতম মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য প্রার্থীর কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন। বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন-স্কেল

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী পদে ১১,০০০-২৬৫৯০,

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৯৩০০-২২৪৯০ টাকা এবং

অফিস সহায়ক পদে ৮২৫০-২০০১০ টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://mocat.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে ২৪ নভেম্বর, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ হবে আগামী ১৫ ডিসেম্বর, ২০১৯ বিকেল ৫টায়।

সূত্র : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ওয়েবসাইট।




নিয়োগ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের শূন্য পদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। সুরক্ষা সেবা বিভাগ পাঁচটি পদে মোট ১১ জনকে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

হিসাবরক্ষক, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশ সরকার , অফিস সহায়ক।

পদসংখ্যা

পাঁচটি পদে সর্বমোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর পাসসহ বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক/মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন  স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী (গ্রেড-১২, ১৪, ১৬, ১৭) বেতন-ভাতা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://ssd.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ২৫ নভেম্বর, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ হবে  ২৪ ডিসেম্বর, ২০১৯ বিকেল ৫টায়।

সূত্র :  www.ssd.gov.bd




গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মিল শেয়ারিং অনুষ্ঠান

মেহেরপুরের গাংনী উপজেলার সন্ধানী সংস্থার
খ্যাতনাম শিক্ষা প্রতিষ্ঠান সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে মিল শেয়ারিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে দশটার সময় উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিৎ থেকে শিক্ষার্থীদের সাথে মিল শেয়ারিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিৎ ছিলেন সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মহাঃ আবু জাফর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার, সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, ফুলকুড়ি শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জাতীয় পার্টি জেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক আঃ হালিম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

সন্ধানী স্কুল এন্ড কলেজের মিল শেয়ারিং অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা অত্যান্ত অভিভুত হয়ে প্রতিষ্ঠানটির ভুয়সী প্রশংসা করে বলেন শিক্ষার্থীদের একে অপরের যে মিল শেয়ারিং করা এটা তাদের মধ্যে

সহযোগিতা মুলক মনোভাব ও সৌহার্দ্যপূর্ন আচরণে অভ্যস্ত করবে তা সত্যিই আগামী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান সাংবাদিকদের জানান ৩য় ও ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ হতে উপজেলা পরিষদের শহীদ মিনারে রাস্তার এক পাশ দিয়ে বড়ভাইদের অর্থাৎ ৩য় শ্রেনীর শিক্ষার্থীরা ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীদের সহযোগিতায় সু-শৃংখলভাবে হেঁটে অনুষ্ঠানস্থলে পৌছবে আবার একইভাবে বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে যাবে।

এতে করে তারা রাস্তায় কিভাবে সু-শৃংখলভাবে চলা ফেরা করতে হয় সেটা হাতে কলমে তার শিখবে। প্রায় ১৮ বছর ধরে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের এ চর্চা করে আসছেন বলে অধ্যক্ষ হাবিবুর রহমান জানান।

-গাংনী প্রতিনিধি




মেহেরপুরে আবারো অবৈধ পরিবহনের বলি জামাল

মেহেরপুরে আবারো অবৈধ পরিবহন আলগামন উল্টে নিহত হয়েছে জামাল নামের এক দিন মজুর। সোমবার সকালে সদর উপজেলার বারাদি বাজারে এ ঘটনা ঘটে। নিহত জামাল মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের জমির উদ্দিনের ছেলে।

এছাড়াও শিবপুর গ্রামের রিপন ও আব্বাস নামের দুই জন জখম হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

জানা যায়, ৬-৭ জনের এবটি দিন মজুরের দল বারাদিতে কপি কাটার উদ্দেশ্যে আলগামন যোগে যাচ্ছিল। এমন সময় বারাদি বাজারে অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় এতে জামাল, রিপন ও আব্বস গুরুতর জখম হয়। তাদের উদ্ধার করে মেহেরপুরে জেনারেল হাসপাতালে নিয়ে আসলে পথিমধ্যেই জামালের মৃত্যু হয়।

-নিজস্ব প্রতিনিধি




মুজিবনগরে দৈনিক সময়ের সমীকরন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী

গতকাল রোববার বিকাল সাড়ে ৪ টায় মেহেরপুরের মুজিবনগর প্রেস ক্লাবের অফিসে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত ঈর্ষান্বিত সাফল্যের শীর্ষে দৈনিক সময়ের সমীকরণের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মুজিবনগর ব্যুরো প্রধান মুনশী মোকাদ্দাসে হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন।

এসময় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পত্রিকার দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন মেহেরপুর প্রতিদিন মুজিবনগরে ব্যুরো প্রধান রেজাউল করিম রেজা, মেহেরপুরের চোখ অনলাইন পত্রিকার প্রতিনিধি সোহাগ মন্ডল, দৈনিক অধিকার পত্রিকার জেলা প্রতিনিধি শাকিল রেজা।

সবশেষে দৈনিক সময়ের সমীকরণ এর সকল পাঠক, গ্রাহক শুভানুধ্যায়ীর জন্য দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

-মুজিবনগর অফিস