জীবননগরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

জীবননগরে সকল ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, দুর্নীতি ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনমত গঠন এবং ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় আলেম, উলামা, ইমাম, খতিব, শিক্ষক, জনপ্রতিনিধি, পেশাজীবি ও সকল ধর্মীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা কর্মকর্তা এ বি এম রবিউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, হিন্দু, বৌদ্ধ ঐক্য পরিষদ জীবননগর শাখার সভাপতি শ্রী রমেন বিশ্বাস প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আব্দুল হাকিম।

-জীবননগর প্রতিনিধি




আলমডাঙ্গায় এমপি ছেলুন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আলমডাঙ্গায় “এমপি ছেলুন” ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন সাংসদ ছেলুন জোয়ার্দার।

গতকাল বিকেল ৩ টার দিকে আলমডাঙ্গা বড় ফুটবল মাঠে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল খেলা উপভোগ করেন।

প্রথমদিনের খেলায় ফ্রেন্ডস ক্লাব ১-০ গোলে আলমডাঙ্গা একাদশকে পরাজিত করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান ফ্রেন্ডস ক্লাবের খেলোয়াড় আশরাফুল হক।
এমপি ছেলুন ফুটবল টুর্নামেন্টের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খোস্তার জামিল, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেরা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম।

সরকারি কলেজ ছাত্রলীগের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বনিক সমিতির সম্পাদক মীর শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, সাবেক ফুটবলার প্রভাষক শরিফুল ইসলাম, অ্যাড. সিরাজুল ইসলাম লাল্টু, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরিবে নেওয়াজ মাসুম, ফুড কর্মকর্তা মিয়ারাজ হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, রেজাউল হক তবা, সাবেক কাউন্সিলর সিরাজুল সাইফুর রহমান পিন্টু, আব্দুল মজিদ,

শফিউর রহমান, পৌর যুব লীগের সভাপতি আব্দুল গাফ্ফার, সাবেক কাউন্সিলর দিনেশ কুমার, জাহাঙ্গাীর আলম, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, বাদশা, সাকিব, সজিব, সিহাব।
খেলা পরিচালনা করেন আবুল হাসান, সোহাগ, ফিরোজ, মহসীন কামাল।

খেলায় ধারাভাষ্যে ছিলেন আবু বক্কর সিদ্দিক।খেলায় ফ্রেন্ডস ক্লাব প্রথমার্ধে ১ টি গোল করে দলকে এগায়ে নিয়ে যায়। আলমডাঙ্গা একাদশ শেষ পর্যন্ত চেষ্টা করেও গোল পরিশোধ করতে ব্যার্থ হন। ফলে ফ্রেন্ডস ক্লাব ১-০ গোলে জয় লাভ করে।

-আলমডাঙ্গা প্রতিনিধি




প্রশিক্ষণ স্থলে গিয়ে পাওয়া যায়নি প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের, সরকারি অর্থ তছরুপে নানা কৌশল

চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চলমান শিশুদের সাঁতার প্রশিক্ষণ নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অনেকটা সংগোপনে চলা এ কার্যক্রমের সত্যতা যাচাই করতে গিয়ে পাওয়া যায়নি এর প্রশিক্ষণ ও প্রশিক্ষণার্থীদের। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে সাঁতার প্রশিক্ষণের আয়োজন করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে।

অনুসন্ধানে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ক্রীড়াপরিদপ্তরের অর্থায়ণে তৃণমুল পর্যায়ে ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে বিভিন্ন ক্রীড়া কর্মসূচী ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের মাধ্যমেও এমন প্রশিক্ষণ প্রদান করার কথা রয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে চুয়াডাঙ্গার নিভৃত পল্লী মাখালডাঙ্গা চলছে মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ। কর্তৃপক্ষের মতে গত ৩০ অক্টোবর এ কার্যক্রম শুরু হলেও কয়েক দফা প্রশিক্ষণস্থলে গিয়ে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের দেখা পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, মাঝে মাঝে মাখালডাঙ্গা-দ্বীননাথপুর বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তবে সাঁতার প্রশিক্ষণের জন্য যে পুকুর নির্বাচন করা হয়েছে তা একেবারে নোংরা ও অস্বাস্থ্যকর। এতে শিশুরা অসুস্থ হতে পারে।

অভিযানে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমিনুল্লাহ আহম্মেদ চুয়াডাঙ্গায় যোগদানের পর থেকেই নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়েন। প্রশাসনের স্থানীয় কর্মকর্তাদের সাথে আলোচনা না করেই তিনি নিজের ইচ্ছে মত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন।

এমনকি তার অফিসের অফিস সহকারী ওসমান খানকেও অন্তরালে রেখে সরকারি অর্থ তছরুপ করে নামকাওয়াস্তে প্রশিক্ষণ পরিচালনা করছেন।

গত ৩০ অক্টোবর চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার নিজেই এ প্রশিক্ষণের উদ্বোধন করে। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কাউকেই সেখানে দেখা যায়নি। আবার আগামী ২৬ নভেম্বর অনেকটা সঙ্গোপনেই তিনি এ কার্যক্রমের সমাপ্তি টানতে যাচ্ছেন বলে তথ্য পাওয়া গেছে।

সাংবাদিকদের নিকট জেলা ক্রীড়া অফিসার আমিনুল্লাহ আহম্মেদ জানান, ৩২ হাজার ৮০০ টাকা ব্যয়ে প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে। প্রতি মাসেই কোন না কোন ক্রীড়ার প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকে। সেসব প্রশিক্ষণ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয় কি না সে বিষয়ে তিনি কিছু বলতে চান নি।

অভিযানে আরো জানা গেছে, মাখালডাঙ্গা-দ্বীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে সাঁতারের বিভিন্ন কৌশল শেখানো হচ্ছে। যে কয়দিন প্রশিক্ষণ দেওয়া হয়েছে সে কয়দিন প্রশিক্ষনার্থীদের মাথা-পিচু নাস্তা বাবদ দেওয়া হয়েছে ১০-১২ টাকা করে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষককে দেওয়া হবে ১ হাজার ৫০০ টাকা।

ভেন্যু ভাড়া (পুকুর) দেওয়া হবে ৫০০ টাকা। এছাড়া বাকি টাকা কিভাবে খরচ হবে তার কোন ব্যাখ্যা দিতে চাননি ওই ক্রীড়া অফিসার।

এহসান নামে এক প্রশিক্ষনার্থীর অভিভাবক জানান, খুব বেশী হলেও ৫-৬ দিন মত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যে দিন প্রশিক্ষণ হয় সেদিন ১০-১৫ জন মত ছাত্র উপস্থিত থাকে। অপর একটি সুত্রে জানা গেছে, সাঁতারের কৌশল তাদেরই শেখানো হয় যারা সাঁতার জানে। কিন্তু যাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের কেউ-ই ভালমত সাঁতার জানেন না। তাহলে নামকাওয়াস্তে সাঁতার প্রশিক্ষণের নামে সরকারি টাকা তছরুপ করা ছাড়া আর কিছুই হচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যবসায়ী জানান, সম্প্রতি অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু -বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ (বালক-বালিকা) অনূর্ধ-১৭ (২০১৯) ফুটবল প্রতিযোগিতায় খেলোয়াড়দের জার্সি, প্যান্ট, হুজ, বল ও জুতা ক্রয় বাবদ অনেক টাকা ঘাপলা করেছেন জেলা ক্রীড়া অফিসার আমিনুল্লাহ আহম্মেদ।

তিনি যে দোকান থেকে মালামাল ওর্ডার দিয়েছিলেন সে টাকা পুরোপুরি পরিশোধ না করে মূল টাকা থেকে ১০ হাজার টাকা কম দিয়েছিলেন। একই সাথে আরো ১০ হাজার টাকার বেশী ভাওচার করে দিতে বললে সেই ব্যবসায়ী তাকে কোন বিল ভাওচার দেননি। পরে অন্য জায়গা থেকে বিল ভাওচার নিয়ে ভুয়া বিল-ভাওচার দাখিল করে অনেক টাকা আতœসাৎ করেছেন ওই কর্মকর্তা।

বিষয়টি তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে। উপেরোক্ত বিষয়গুলো তদন্তপূর্বক ব্যবস্থা নিলে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমিনুল্লাহ আহম্মেদের আসল চেহারা বেরিয়ে আসবে বলে মনে করছেন সচেতন মহল।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি




মেহেরপুরে গাঁজা সেবন করার অপরাধে ৩ জনের কারাদন্ড

গাঁজা সেবন করার অপরাধে ৩ গাঁজা খোরের ৩ মাসের কারাদ- দেয়া হয়েছে।
গতকাল রবিবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নজরুল ইসলাম, আশরাফুল এবং পিন্টু নামের তিন ব্যক্তিকে তিন মাসের করে কারাদ- দেয়া হয়।

নজরুল ইসলাম চাঁদবিল গ্রামের গোলাম নবীর ছেলে, আশরাফুল আলম একই গ্রামের হায়দার আলীর ছেলে এবং পিন্টু গুল্লুর ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহজালালের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি দল গোরস্থানের কাছ থেকে গাঁজা সেবনের সময় ৩ জনকে আটক করে।

পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনউদ্দিন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ এর (গ) এর টেবিল ২১ এর ৩৬ ধারায় প্রত্যেককে তিন মাসের করে কারাদ- দেওয়া হয়।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর জেলা ব্যাডমিন্টনে হরিরামপুর ও চকশ্যামনগর চ্যাম্পিয়ন

মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ছেলেদের ব্যাডমিন্টন এককে হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয় এবং দ্বৈতে চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

গতকাল রবিবার বিকালে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এককের ফাইনালে হরিপুর মাধ্যমিক বিদ্যালয় ২-০ শালিকা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।

একই মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন দ্বৈতে চক শ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় ২-১ সেটে হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।

এদিকে একই মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন একক বালিকায় চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় এবং দ্বৈতে হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

ব্যাডমিন্টন একক বালিকাই চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় ২-০ সেটে আর আর মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে। এদিকে ব্যাডমিন্টন বালিকা দ্বৈতে হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয় ২-০সেটে চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।

খেলা শেষে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আনাজ আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামাল।

বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, ক্রীড়া শিক্ষক আব্দুল কুদ্দুস, ইসরাফিল হোসেন, আখতারুজ্জামান, ফোরকান আলী, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর জেলার মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে রাজস্ব সম্মেলনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান,

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, সহকারী কমিশনার রকিবুল ইসলাম প্রমুখ।
সবাই সরকারি রাজস্ব আদায়ের ক্ষেত্রে সকলকে সজাগ থাকার জন্য আহ্বান জানানো হয়।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর সরকারি গণগ্রন্থাগারে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগার এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার দুপুরে মেহেরপুর গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইবাদত হোসেন। এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন।

বাড়িবাকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন।

বক্তব্য রাখেন সহকারী গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরীয়ান এমদাদুল হক।
পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

-নিজস্ব প্রতিনিধি




এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরার ব্যবহার শীর্ষক সভা

মেহেরপুরের গাংনীতে আসন্ন এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরার ব্যবহার সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকাল ৩ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলানয়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, সহ-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মাছুম, প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা সৈয়দ জাকির হোসেন, গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলীসহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকবৃন্দ।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “নকলকে না বলি, দিন বদলের দৃঢ় প্রত্যয়ে দেশকে গড়ে তুলি” সভায় এসএসসি পরীক্ষা কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরায় আনাসহ পরীক্ষার্থীদের বিভিন্ন অবৈধ কার্যকলাপ ও অপরাধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শিক্ষকদের মধ্য থেকে আলোচনায় অংশগ্রহণ করেন, করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ স্বপন, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হাসান আল নুরানী, হাড়াভাঙ্গা ডিএইচ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুর রাজ্জাক, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর করিম, বাওট আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান সংগ্রাম, গাংনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু প্রমুখ।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারে টয় ব্রিকস কার্যক্রমের উদ্বোধন

মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগার এর উদ্যোগে গণগ্রন্থাগার মিলনায়তনে টয় ব্রিকসের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে টয় ব্রিকস কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল-আমিন, বাড়ি বাঁকা সীমান্তে মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী, সরকারি গণগ্রন্থাগারে সহকারী লাইব্রেরীয়ান এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরের কাজিপুর সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত ফাঁড়ি বিজেবি ভারতীয় মদ উদ্ধার করেছে।
গতকাল রবিবার ভোরের দিকে কাজিপুর সীমান্ত বিজিবির একটি টহল দল টহল থাকাকালীন অবস্থায় কাজিপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

কাজিপুর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার আবুল হোসেন বলেন আমাদের একটি টহলদল কাজিপুর এলাকায় টহল থাকা অবস্থায় পরিত্যক্ত অবস্থায় মদ গুলো উদ্ধার করে।

-নিজস্ব প্রতিনিধি