দর্শনা প্রেসক্লাবে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দর্শনা প্রেসক্লাবে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে এ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কেক কেটে ও মিষ্টিমুখ করা হয়।

এসময় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সহ-সম্পাদক ও ব্যুরো প্রধান এবং দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সহকারী ব্যুরো প্রধান ওয়াসীম রয়েল উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দর্শনা প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি নুরুল আলম বাকু, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রাজু, সাংবাদিক নজরুল ইসলাম, আকাশ খবরের ব্যুরো প্রধান এস এম ওসমান, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, দৈনিক মেহেরপুর প্রতিদিনের ব্যুরো প্রধান আহসান হাবিব মামুন, সাংবাদিক সাব্বির আলিম ও মনজুর আহম্মেদসহ অন্যান সদস্যবৃন্দ।

-দর্শনা প্রতিনিধি




গাংনীতে পাকা রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম

মেহেরপুরের গাংনী পৌর সভার শিশিরপাড়া থেকে বাঁশবাড়িয়া পর্যন্ত নতুন রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম করে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রোমান এন্টাপ্রাইজ।

তাদের এ অনিয়মের অভিযোগ তুলে প্রথমে এর প্রতিকার চেয়ে এলাকাবাসি কাজ বন্ধ করে দেয়।পরে জেলা এলজিইডির কর্মকর্তার আশ্বাসে পূনরায় কাজ করতে দেয় এলাকাবাসি। কাজ শুরুর একদিন পর আবারও নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তা নির্মাণ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

কাজের অনিয়মের বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নিম্ন মানের ইটের কথা স্বীকার করে বলেন এখন কোন জায়াগায় ভাল ইট পাওয়া যাচ্ছেনা তাই নিম্ন মানের ইটের সাথে যতটুকু পারা যায় ভাল ইট মিশিয়ে কাজ করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভাল ইট না পাওয়া গেলে যে নিম্ন মানের ইট দিয়ে কাজ করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।

তারপরও দ্রুত কাজ শেষ করার জন্য নিম্ন মানের ইট ব্যবহার করা হচ্ছে।

১১৪০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থ্য এ রাস্তার কাজে ব্যায় ধরা হয়েছে প্রায় ৫৩ লক্ষ টাকা।

রবিবার বিকেলে স্থানীয়রা রাস্তার কাজের অসস্তুষ্ট হয়ে ক্ষোভ প্রকাশ করলে গাংনী পৌরসভার প্রকৌশলী জামিরুল ইসলাম ঘটনাস্থলে আসেন।

তিনি নিম্ন মানের ইট সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিলেও তারা তার কথা অগ্রাহ্য করে নিম্ন মানের ইট দিয়ে কাজ চালিয়ে যান।

সাংবাদিকদের তিনি জানান, রাস্তা নির্মাণে যে মানের মালামাল ব্যবহার করার নির্দেশ দেওয়া আছে সেইভাবেই কাজ করতে হবে এখানে কোন প্রকার অজুহাত চলবেনা।

নির্দেশ না মানতে পারলে কাজ বন্ধ করে দেওয়া হবে।
এসময় তিনি কাজ বন্ধ রাখার জন্য বললেও সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান তার কথায় কোন প্রকার কর্ষপাত করেননি।

এদিকে নি¤œমানের কাজের বিষয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিকদের মাধ্যমে বলেন এভাবে যদি নিম্ন মানের কাজ চলতে থাকে তাহলে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে এর প্রতিকার চাইব তারপরও যদি কাজ ভালভাবে না হয় তাহলে কাজ বন্ধ করে দিতে বাধ্য হব।

স্থানীয়রা আরও জানান ঐ এলাকার কিছু প্রভাবশালী নেতা বর্গকে হাত করে ঠিকাদারের লোকজন নিম্ন মানের মালামাল দিয়ে কাজ করে যাচ্ছেন।

গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম বলেন যুবলীগের সম্মেলনের কারণে ঢাকায় আসায় তারা সুযোগ কাজে লাগিয়ে নিম্ন মানের মালামাল দিয়ে কাজ করছে এমন কথা শুনে কাজ বন্থের নির্দেশ দেওয়া হয়েছে।

যতক্ষণ ভাল মালামাল দিয়ে কাজ করবেনা ততক্ষণ কাজ বন্ধ রাখা হবে রাস্তার কাজে কোনভাবেই অনিয়ম সহ্য করা হবেনা।

-গাংনী প্রতিনিধি




মেহেরপুরে ফেন্সডিলসহ সেলিম আটক

মেহেরপুরে ৫ বোতল ফেন্সিডিলসহ সেলিম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

রবিবার রাত ৯ টার দিকে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক এর পিছন থেকে তাকে আটক করা হয়।

আটক সেলিম শহরের নতুন শেখ পাড়ার বাবু শেখে এর ছেলে।

এ বিষয়ে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরে ডিবি পুলিশের হাতে ১০গ্রাম হেরোইন সহ নাজমুল ও মানিক নামের দুই মাদক ব্যবসয়ী আটক হয়েছে।

রবিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের বাজার থেকে তাদের আটক করা হয়।

আটক নাজমুল ইসলাম ও মানিক মিয়া আমদহ গ্রামের নজর আলী ও সিরাজুল ইসলামের ছেলে।

আসামীদ্বয়ের বিরুদ্ধে মেহেরপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।




আমঝুপিতে গ্রাম পুলিশ মহাসচিব এম এ আলিম এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

মেহেরপুরে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের মহাসচিব এম এ আলিম এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সদর উপজেলা আমঝুপি নীলকুঠি প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম পুলিশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মহাসচিব এম এ আলিম ও মেহেরপুর জেলার প্রয়াত সকল গ্রাম পুলিশ সদস্যদের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় বাংলাদেশ গ্রাম পুলিশ মেহেরপুর জেলা শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম, সহ-সভাপতি বজলুর রহমানসহ জেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর জেলা প্রেসক্লাব এর সাধারণ সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা প্রেসক্লাব এর সাধরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১০.৩০ ঘটিকার সময় জেলা প্রেসক্লাব এর নিজস্ব কার্যলয়ে ক্লাব এর সভাপতি তোজাম্মেল আযমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিনের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় নির্ধারিত ও অনির্ধারিত নানান বিষয় নিয়ে সকলে আলোচনায় অংশ নেই।
আলোচনা শেষে ক্লাব এর গঠনতন্ত্র অনুযায়ী দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৯ বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনার হিসাবে মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতুকে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।

একই সাথে ডিসেম্বর ২০১৯ এর মধ্যে নির্বাচন সম্পন্ন করার কথা বলা হয়।
এছাড়া দৈনিক দিনকাল এর মেহেরপুর জেলা প্রতিনিধি হারুনর রশিদ রবি ও মেহেরপুর প্রতিদিন এর চীফ রিপ্রোটার মতুর্জা ফারুক রুপক কে সাধারণ সদস্য হিসাবে সদস্য পদ প্রদান করা হয়।

সাধারণ সম্পাদক দুই বছরের আয় ব্যয় এর হিসাব উপস্থাপন করলে উক্ত আয় ব্যয় এর হিসাব সর্বসম্মতিতে গৃহিত হয়।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে বাদিকে ফাঁসাতে বিবাদীর পাল্টা মামলা!

সড়ক দুর্ঘটনাকে হামলা সাজিয়ে বাদিকে ফাঁসাতে পাল্টা মামলা করেছেন রোমানুজ্জামান লিজন। সড়ক দুর্ঘটনাটি গত ২ নভেম্বর ঘটলেও মামলা সাজানোর ক্ষেত্রে সময় লাগায় ৬ নভেম্বর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আর এই মামলায় ফাঁসানো হয়েছে মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার ইমরানকে।
হত্যা চেষ্টা মামলার ২নং আসামী রোমানুজ্জামান লিজন বাদি হয়ে তুষারকে ফাঁসাতে মেহেরপুর সদর থানায় পাল্টা মামলা দায়ের করেছেন।

রোমানুজ্জামান লিজন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
গত ২ নভেম্ববর মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর মাঠের রাস্তায় সুজনের ইটভাটার কাছে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে তরিকুল ও লিজন মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়।

পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রত্যক্ষদর্শী মেহেরপুর শহরের নতুন পাড়ার রাজিব এসব কথা বলেন। এ ঘটনায় তরিকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়।

এই দুর্ঘটনাটিকে প্রতিশোধ হিসেবে নিতে তারা তুষার সহ ৪ জনের বিরুদ্ধে হামলা করার অভিযোগ তোলে এবং লিজন বাদি হয়ে হত্যা চেষ্টার অভিযোগে তুষার, মহিরুল ইসলাম, সুজন আলী, শামীম রেজার নামে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় তুষার ইমরান বলেন, গত ২ নভেম্বর আমি মুজিবনগর সমবায় অফিসের একটি অনুষ্ঠানে ছিলাম যায় সনদ আমার কাছে সংরক্ষিত। আমাকে ফাসানোর জন্য তারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। কারণ গত ৩০-০৯-০১৯ তারিখে মুজিবনগর ডিগ্রি কলেজের সামনে আশিকের নেতৃত্বে লিজন সহ বেশ কয়েকজন আমাকে হত্যা চেষ্টা করে।

 

এ ঘটনায় আমি বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করি। ঐ মামলায় আসামিরা জেল খেটে জামিনে মুক্তি পায়। তারই প্রতিশোধ নিতে লিজন আমাকে সহ ৪জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে।

এ বিষয়ে লিজন মামলায় উল্লেখ করেছেন , গত ০২ নভেম্বর মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের তিন রাস্তার মোড়ে মেহেরপুর থেকে বাড়ি ফেরার পথে আসামীগণ পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালায়। এতে তরিকুল সহ আমি মারাত্বক জখম হই।

মামলার তদন্ত কর্মকর্তা মেহেরপুর সদর থানার এসআই আহসান হাবিব বলেন, লিজন বাদি হয়ে সদর থানায় একটি মামলা করেছে। এ ঘটনা সত্য না মিথ্যা সেটি তদন্ত শেষে বলা যাবে। তবে মামলাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তদন্ত শেষ না করে সঠিক তথ্য নিশ্চিত করা যাবে না।

-নিজস্ব প্রতিনিধি




আলমডাঙ্গা প্রাইম পলেটেকনিক ইনস্টিটিউটে বিদায় সংবর্ধনা

আলমডাঙ্গা প্রাইম পলেটেকনিক ইনস্টিটিউটে বিদায় সংবর্ধনা, বৃত্তিপ্রদান ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী সভা অনুষ্টিত হয়েছে।

গতকাল সকাল সাড়ে ৯টার দিকে প্রাইম পলেটেকনিক ইনস্টিটিউট চত্তরে অনুষ্টানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। তিনি বলেন বর্তমান সরকার কারিগরী শিক্ষার উপর জোর দিয়েছে, আমাদের মানব সম্পদকে মনব শক্তিতে রুপান্তরিত করতে কারীগরি শিক্ষার বিকল্প নেই।

বিদেশে যারা যাচ্ছে তাদের বেশির ভাগই অদক্ষ, যদি দক্ষ শ্রমিক হত তাহলে তাদের প্রতারিত হতে হত না।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, প্রতিষ্ঠানের পরিচলনা পরিষদের সদস্য সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, আলইকরা ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ এনামুল হক।

শিক্ষক এমদাদুল হকের উপস্থাপনায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য সাবেক রেলওয়ে স্টেশন মাষ্টার শামসুল হক টুকু, নাজমুল হোসেন পলাশ, কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি, শিক্ষক সোহেলী নাশরিন, শাজাহান আলী, শামিম আহম্মেদ, সদস্য মকবুল হোসেন, পানিউন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা আলী আকবর প্রমুখ।

মানপত্র পাঠ করেন রুবিনা খাতুন, ছাত্র, ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মীর ফাহিম ফয়সাল, সমাপ্তি আরা প্রমুখ।

কলেজের শিক্ষার্থীরা একটি বাল্য বিয়ে নিয়ে নাটিকা করেন। সব শেষে শ্রেষ্ট শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় এবং বৃত্তি প্রদান করা হয়েছে, এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

-আলমডাঙ্গা প্রতিনিধি




গাংনীতে পেঁয়াজের বাজার আবারও অস্থির

মেহেরপুরের গাংনী বাজারে কতিপয় আড়তদারদের কারসাজিতে পেঁয়াজের বাজার আবারও অস্থির হয়ে উঠেছে। সাথে অন্যান্য সকল সবজির দাম সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে জানা গেছে।

গতকাল শনিবার সরেজমিনে সবজি বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজের দাম গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ছিল ১শ’৬০ থেকে ১শ’৮০ টাকা একদিনের ব্যবধানে সেই পেঁয়াজের দাম বেড়ে দাড়িয়েছে ২শ’২০ টাকা।

পেঁয়াজের মূল্যবৃদ্ধি সম্পর্কে এক ব্যবসায়ী বলেন পাইকারি আড়তদাররা আমাদের এই দামে বিক্রয় করতে বলেছে তবে পেঁয়াজ ক্রয়ের রশীদ চাইতে গেলে তারা রশীদ না দিয়ে তাদের নির্ধারিত দামে বিক্রয় করতে বাধ্য করেছে। ঐ ব্যবসায়ী সাংবাদিকদের বলেন, রশীদ চাইতে গেলে পাইকারি ব্যবসায়ী সাজেদুল ইসলাম সাফ জানিয়ে দিয়েছে রশীদ ছাড়া পেঁয়াজ নিলে নাও না হলে নিওনা।

পরে বাধ্য হয়েই রশীদ ছাড়াই পেঁয়াজ নিতে বাধ্য হয়েছে সেই ব্যবসায়ী। এছাড়াও কাঁচা ঝালের দাম গত সপ্তাহের চাইতে কেজি প্রতি ১০ টাকা করে বেড়ে দাড়িয়েছে কেজি প্রতি ৪০ টাকা।

এদিকে শীতের নতুন সবজিরও দাম পাল্লা দিয়ে বেড়ে চলেছে। খোঁজ নিয়ে দেখা যায়, আলু যেটা পুরাতন তার গত সপ্তাহের চাইতে প্রতি কেজি ৫টাকা হারে দাম বেড়ে গেছে। গত সপ্তাহে আলুর দাম ছিল কেজি প্রতি ২৫ টাকা এ সপ্তাহে বেড়ে দাড়িয়েছে ৩০টাকা কেজি। এদিকে নতুন আলুর দাম প্রতি কেজি বিক্রয় হচ্ছে ১শ’ টাকা করে।

বেগুনের দামও কেজি প্রতি ১০টাকা করে বেড়েছে। গত সপ্তাহে বেগুনের কেজি ছিল ৩০ টাকা কেজি। শীতের অন্যতম সবজি ফুল কপি গতসপ্তাহে কেজি প্রতি দাম ছিল ৩০ টাকা যা এক সপ্তাহের ব্যাবধানে এর দাম বেড়ে দাড়িয়েছে কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকা।

এছাড়াও শীত কালীন প্রতিটি সবজির দাম বেড়েই চলেছে। এদিকে প্রায় প্রতিদিনই সবজির দাম বেড়ে যাওয়াতে মধ্যবিত্ত আয়ের লোকজন পড়েছে বিপাকে। সবজির হাটে ঢুকেই ক্রেতারা দাম শুনে নাভিশ্বাস অবস্থা দাড়িয়েছে।

ক্রেতারা তাদের নির্ধারিত বাজেটে কোন কিছুই ক্রয় করতে পারছেন না। একজন ক্রেতা জানান, শীতের মৌসুমে শীতের সবজির দাম যদি লাগাম ছাড়া হয় তাহলে মানুষ চলবে কিভাবে।
সবজি বিক্রেতা মন্টু জানান, শীতের শুরুতে সবজি ওঠা শুরু করেছে। বাজারে পর্যাপ্ত পরিমাণে আমাদানি হলেই সকল সবজির দাম নাগালের মধ্যে চলে আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান, সকল সবজির বিষয়ে আমরা তদারকি করব। বিশেষ করে পেঁয়াজের মূল্যর বিষয়টি যদি কারও কারসাজি থাকে সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
বাজার মূল্যের এ লাগামছাড়া দামের বিষয়ে গাংনী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, গতকাল যুবলীগের কাউন্সিলের কারণে ঢাকায় এসেছি। হাতেগোনা চারজন পাইকারি ব্যবসায়ী অসৎ উপায়ে পেঁয়াজের দাম বাড়িয়েছে।

তিনি বলেন অসাধু ব্যবসায়ীরা মাল মজুদ করে প্রয়োজনের তুলনায় সামান্য পেঁয়াজ বাজার জাত করে কৌশলে দাম বাড়িয়েছে।

এম এ খালেক বলেন ঢাকা থেকে ফিরে আবারও বাজার মনিটরিং এ নেমে পেঁয়াজ ও অন্যান্য সবজি সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করব।

-এ সিদ্দিকী শাহীন, গাংনী




দর্শনায় নূরানী কিন্ডারগার্টেন এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দর্শনা নূরানী কিন্ডারগার্টেন এর পুরুস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকাল ৩টায় দর্শনা নূরানী কিন্ডারগার্টেন চত্বরে পরিচালক মাওলানা আব্দুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল হাকিম।

প্রধান আলোচক ছিলেন মাওলানা হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম, রেলবাজার দোকান মালিক সমিতির সদস্য হাসান আলী ও আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া শিক্ষক মাওলানা নুরুজ্জামান, আকছাদ আলী, ইকরামুল ইসলাম, হাফেজ মজিবুল ইসলাম ও সাংবাদিক মাসুম বিল্লাহ।

উল্লেখ্য নূরানী কিন্ডারগার্টেনের ছাত্র/ছাত্রীদের মধ্যে কোরান, হাদিস ও কেরত পাঠ, ইংরাজী ও আরবি হাতের লেখার উপর প্রতিযোগিতা শেষে ছাত্র/ছাত্রীদের মধ্যে এ পুরুস্কার বিতরণ করা হয়।

-দর্শনা প্রতিনিধি