মেহেরপুরে কবি নজরুল একাডেমির যাত্রা শুরু ও কমিটি গঠন

মেহেরপুরে কবি নজরুল একাডেমি যাত্রা শুরু ও কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে শহরের কাশারীপাড়ার হেলপ ফাউডেশনের মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শামিম হাসান খান।

আলোচনা সভা শেষে ১৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। কবি নজরুল একাডেমি সংগঠনের সভাপতি হলেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রফিক উল আলম ও সাধারন সম্পাদক সাংবাদিক জিএফ মামুন লাকি।

কমিটির অন্য সদস্যরা হলেন উপদেষ্টা হলেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটিু, জানে আলম, এনামুল হক, সহ সভাপতি কামারুজ্জামান খান, আবুল কালম, সহ সম্পাদক শরিফুল ইসলাম খান, অর্থ সম্পাদক শামিম হাসান খান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, সমাজ কল্যান সম্পাদক দিলারা পারভিন দিনা, সদস্য আবুল হাসেম, রাকিবুদ্দিন, কাজল রেখা, আশরাফুল আলম বাচ্চু, নিজাম উদ্দিন জীবন। ১৭ সদস্য বিশিষ্ঠ কমিটির মেয়াদ কাল ৩ বছর।

-নিজস্ব প্রতিনিধি




জীবননগরে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় এক গৃহবধুর মৃত্যু

জীবননগরে গ্রাম্য হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধুর অকাল মৃত্যু হয়েছে।গত বৃহসপ্রতিবার বেলা সাড়ে ১১টার সময় জীবননগর উপজেলার পেয়ারা তলা বাজারে এ ঘটনা ঘটে ।

নিহত গৃহবধু জীবননগর পৌর সভার ২নং ওর্য়াড নারায়নপুর সরকার পাড়ার আশাদুল হকের স্ত্রী রোফছানা খাতুন (৩২) ।

পারিবারিক সুত্রে জানা গেছে,রোফছানা খাতুন বেশ কিছু দিন যাবৎ এ্যাজমা রোগের কারনে শারিরীক ভাবে অসুস্থ ছিলো । যার ফলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য পেয়ারা তলা বাজারের রিপন ফার্মেসীর মালিক গ্রাম্য হাতুড়ে ডাক্তার সুজনের কাছে চিকিৎসার জন্য নিয়ে যায়।

সেখানে চিকিৎসা নিতে গেলে তার গায়ে দুটি ইনজেকশন দেওয়ার সাথে সাথেই তার মৃত্যু হয়। এদিকে ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার জন্য ওই ডাক্তার স্থানীয় কিছু প্রভাবশালী নেতা এবং কিছু সাংবাদিকদের ম্যানেজ করে বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্য চেষ্ঠা করে । এবং নিহত গৃহবধুর লাশ নিয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে ।

এদিকে গত বৃহসপ্রতিবার বিকালে তড়িঘড়ি করে গৃহবধুর লাশ নারায়ন পুর সরকার পাড়া কবর স্থানে দাফন করে । গৃহবধুর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন স্থানীয় মেম্বার রিপন হোসেন তিনি বলেন,সুজন ডাক্তারের কাছে এক রোগী চিকিৎসা নিতে এসে মারা গিয়েছে আমি সংবাদ শুনে ঘটনা স্থানে ছুটে আসি এবং স্থানীয় সুত্রে জানতে পারি ডাক্তার রোগীকে ইনচেজকশন দেওয়ার পর তার মৃত্যু হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর পঃ পঃ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম বলেন,আমি শুনেছি একটি গ্রাম্য ডাঙÍারের কাছে চিকিৎসা নেওয়া অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়েছে ।তবে রোগীটি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

গ্রাম্য ডাক্তার সুজনের সাথে কথা বললে তিনি বলেন,আমি কোন রোগীর ভুল চিকিৎসা প্রদান করিনি যে রোগী মারা গেছে তাকে আমি একটি গ্যাসের ইনজেকশন ইসোনিক্্র এবং একটি কটসন ইনজেকশন দিয়েছি ওই রোগীর এ্যাজমা ছিলো সে কি কারনে মারা গেছে এটা আমি বলতে পারবো না ।

জীবননগর থানার অপিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন,ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনাটি আমি জানি না এখনও পর্যন্ত কোন অভিযোগ পায়নি তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নিবো ।

-জীবননগর প্রতিনিধি




দামুড়হুদা পিআইও অফিসের পিয়নের কাছে কার্য্য সহকারী লাঞ্ছিত

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা পি আই ও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়)দামুড়হুদা অফিসের পিয়ন জাকিরের কাছে জিম্মি হয়ে পড়েছে অফিসের কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার সকালে অফিসের কার্য্য সহকারী বিপ্লবকে চড় থাপ্পর মেরে শারিরিক ভাবে লাঞ্ছিত করে পিয়ন জাকির।এতে করে বিপ্লবের কান দিয়ে রক্ত পড়তে থাকে।পরে তিনি স্থানীয় ভাবে চিকিৎসা নেন।

পরে বিষয়টি গোপনে মিমাংসা করে নেয় সুচুতুর পিয়ন জাকির।
এ বিষয়ে বিপ্লব জানান, সকালে অফিসের একটা কাজে বাইরে ছিলাম আমার একটু আসতে দেরী হওয়ায় হওয়ায় পিয়ন জাকির ফোন দিয়ে অশালীন কথাবার্তা বলতে থাকে। আমি তার একটু পরে অফিসে আসলে আমাকে থাপ্পর মেরে লাঞ্ছিত করে জাকির।

এ বিষয়ে পিয়ন জাকিরের সাথে কথা বললে তিনি জানান বিষয়টি মিমাংসা হয়ে গেছে এ বিষয়ে আপনাদের জানার কিছু নেই।এ বিষয়ে দামুড়হুদা পিআই কর্মকর্তার সাথে কথা বলতে তাঁর মুঠোফোনে রিং দিলেও তিনি রিসিভ করেন নি।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সাথে এ বিষয়ে কথা বললে তিনি জানান বিষয়টি আমি জানিনা তবে বিষয়টি শুনলাম।বিষয়টি খতিয়ে দেখা হবে।পিয়ন জাকিরের এমন কর্মকান্ডে সচেতন মহল হতবাক হয়েছেন।

গোপন সুত্রে জানা গেছে জাকির স্থানীয় হওয়ায় তার দাপটের কাছে জিম্মি অনেকে। পদে পিয়ন হলেও হাবভাবে আচার আচরনে বড় অফিসারের ভূমিকা পালন করেন। তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নিতে সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।

-কার্পাসডাঙ্গা প্রতিনিধি




শাফিকউর রহমান সভাপতি, নজীর সাধারন সম্পাদক

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ:লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শক্রুবার বিকাল ৩ ঘটিকার সময় কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ:লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাফিকউর রহমান মাষ্টারের সভাপতিত্বে ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ:লীগের সাধারন সম্পাদক নজীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন

চুয়াডাঙ্গা জেলা আ:লীগের সহ-সভাপতি চুয়াডাঙ্গা ০২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর,উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ:লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ:লীগের সহ-সভাপতি রহমতুল­াহ,

জেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটু,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী সহিদুল,দর্শনা পৌর আ:লীগের সাধারন সম্পাদক দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ:লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজ্।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ:লীগের যুগ্ম সম্পাদক পারকৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম,দর্শনা পৌর আ:লীগের দপ্তর সম্পাদক দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী মুনসুর বাবু।

এ সময় আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আ:লীগের সভাপতি সহিদুল ইসলাম, কুড়ুলগাছি ইউনিয়ন আ:লীগের সভাপতি হাবিবুল­াহ বাহার,সাধারন সম্পাদক সরোয়ার হোসেন,কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো:এনামুল করিম ইনু,নাটুদাহ ইউনিয়ন আ:লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম,নাটুদাহ ইউনিয়ন আ:লীগ নেতা আ:মালেক,দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, সাধারন সম্পাদক আ:হান্নান ছোট।

এ সময় উপস্থিত আরো ছিলেন জেলা আ:লীগের সদস্য কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট,দামুড়হুদা উপজেলা আ:লীগের সহ-সভাপতি সহিদুল হক,কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ:লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক আলাউদ্দীন,দপ্তর সম্পাদক মখলেছুর রহমান রিপন,আ:লীগ নেতা আ:করিম,

১ নং ওয়ার্ড আ:লীগের সভাপতি লুৎফর রহমান,সাধারন সম্পাদক শ্রমিক নেতা শওকত আলী,২ নং ওয়ার্ড আ:লীগের সভাপতি ইলিয়াস হোসেন,সাধারন সম্পাদক রেজাউল করিম মিন্টু,৩ নং ওয়ার্ড আ:লীগের সভাপতি আমিনুল,সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম,৪ নং ওয়ার্ড আ:লীগের সভাপতি ডা:রবিউল হক,

সাধারন সম্পাদক রবিউল ইসলাম,৫ নং ওয়ার্ড আ:লীগের সভাপতি লিয়াকত মেম্বর,সাধারন সম্পাদক আ:সালাম,৬ নং ওয়ার্ড আ:লীগের সভাপতি শওকত আলী,সাধারন সম্পাদক ফকির মোহাম্মদ,৭ নং ওয়ার্ড আ:লীগের সভাপতি নাসির উদ্দীন,সাধারন সম্পাদক আশরাফ আলী,৮ নং ওয়ার্ড আ:লীগের সভাপতি সহিদুল সর্দার, সাধারন সম্পাদক আবু সাঈদ,৯ নং ওয়ার্ড আ:লীগের সভাপতি আ: সবুর মেম্বর,সাধারন সম্পাদক আলাল উদ্দীন,আ:লীগ নেতা আ:কাদের বিশ্বাস, আহম্মদ আলী মাষ্টার,রবিউল হোসেন

শুকলাল,আশরাফ,সমির,আশাদুল,সহিদুল হক ছোট আব্বা, কিতাব আলী,সাধন মন্ডল,জেলা কৃষকলীগের মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক আ:সালাম বিশ্বাস,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম,জেলা সেচ্ছা সেবকলীগের সদস্য জাহিদুর রহমান মুকুল,দর্শনা সরকারী কলেজের সাবেক জিএস আ:হামিদ,কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম এপি,ইমদাদুল হক ইমন,মজিদ,সাধারন সম্পাদক মোস্তাফিজ কচি,যুগ্ম সম্পাদক শরীফুজ্জামান শরীফ, শরীফ রতন,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মিলন,দপ্তর সম্পাদক বখতিয়ার খলজি বকুল,অর্থ বিষয়ক সম্পাদক শফিউদ্দীন বাবু,যুবলীগ নেতা

জাফর,আক্তারুল,কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, সাজেদুল বিশ্বাস মিঠু,কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা,সহ-সভাপতি তুহিন ,সাধারন সম্পাদক সানাউল কবির শিরিন,সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক,ফরহাদ,সাজ্জাদ, ,খালিদ,রিয়াদ,মানিক,শিপলু,শাহীন,রাব্বী প্রমুখ।

-কার্পাসডাঙ্গা প্রতিনিধি




দেলোয়ার সভাপতি,ফারুক সম্পাদক নির্বাচিত

আলমডাঙ্গা উপজেলার পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।দেলোয়ার হোসেনকে সভাপতি ও মতিয়ার রহমান ফারুক সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে ত্রী- বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি আবু মুছা ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন।

ত্রি-বার্ষিক সম্মেলন এর শুভ উদ্ভোধন করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাজী হাসান কাদির গণু। প্রধান অতিথি হিসেবে গুরত্বপুর্ন বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ এর সভাপতি চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

এ সময় তিনি বলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধান মন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। অথচ বিরোধীদল দেশকে অস্থিতিশীল করতে নানা মুখি স্বড়যন্ত্র করছে।

তারা ১৯৭৪ সালে কৃত্তিম সংকট সৃষ্টি করে দেশে দুর্ভিক্ষ এনেছিল,ঠিক একই ভাবে তারা দীর্ঘ বছর পর হটাৎ কখনও পেয়াজের সংকট,কখনও লবনের সংকট সৃষ্টি করে গুজব রটিয়ে দেশের মানুষকে বোকা বানাতে চাচ্ছে,কিন্ত এটা ৭৪ সাল নয়,২০১৯ সাল,আপনারা এখনও সাবধান হন, না হলে জনগনই আপনাদের বিচার করবে।

আজ আমরা একটি স্বাধীন ভুখন্ড পেয়েছি,একটি পতাকা পেয়েছি।আমাদের ছেলেরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে,বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করতে সকলের প্রতি অনুরোধ করছি আপনারা সংগঠনকে শক্তিশালী করে প্রধান মন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করুন।

তিনি আরও বলেন তার যোগ্য উত্তর সুরি বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে,তার হাতকে শক্তিশলী করতে হবে, শেখ হাসিনা যখন দেশে উন্নয়ন করছে,তখন বিএনপি জামাত জোট দেশকে জঙ্গী রাষ্ট্র বানাতে চাচ্ছে।এক সময় এই পৌর সভায় আমরা লোক খুজে পাইনি,অথচ এখন দলে লোক বেড়েছে,কিন্ত পদ তো একটি করে।যারা দায়িত্ব পাবেন তারা সকলকে সাথে করে কাজ করবেন।

তাই আসেন সকল ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালি করেগড়ে তুলি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে,।দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি খুস্তার জামিল,প্রশান্ত অধিকারি,এ্যাডঃ আব্দুর রশিদ মোল­া,সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান,জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার,

জেলা আওয়ামীলীগ নেতা এ্যাডঃ বিল­াল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল­া,বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম,খন্দকার শাহ আলম মন্টু,সাংগাঠনিক সম্পাদক আতিয়ার রহমান,কাজী খালেদুর রহমান অরুন, আলম হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য দেলোয়ার হোসেন,।

পৌর আওয়ামীলীগের সম্পাদক সিরাজুল ইসলামের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,,উপজেলা সাংস্কৃতিক সম্পাদক ইন্দ্রজিৎ দেব শর্মা, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম তবা,উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন,,নুরুল ইসলাম দিপু,ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু,নজরুল ইসলাম,আব্দুর রাজ্জাক,উপজেলা যুবলীগের সভাপতি আহসান উল­াহ ,বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ,

জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দার অনিক,জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক,সাইফুর রহমান পিন্টু,,সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম,পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সৈকত খান, সাকিব, অটল।

সভায় সর্বসম্মতি ক্রমে দেলোয়ার হোসেন কে সভাপতি ও মতিয়ার রহমান ফারুক কে সাধারন সম্মাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

-আলমডাঙ্গা প্রতিনিধি




শহীদ মিজানুর রহমান স্মৃতি ফুটবলে গোল্ড কিং ফাইনালে

মেহেরপুর রানা মুন্না এন্টার প্রাইজ এর উদ্যোগে বোসপাড়া যুব স¤প্রদায়ের সহযোগিতায় ঘোষপাড়া নেশার মাঠে অনুষ্ঠিত শহীদ মিজানুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে গোল্ড কিং দ্বিতীয় দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় গোল্ড কিং ট্রাইবেকারে বক্স কে ১-০ গোলে কে পরাজিত করে।

নির্ধারিত সময়ে খেলাটি গোলশ‚ন্য ভাবে শেষ হয় শেষ পর্যন্ত ট্রাইবেকারে মাধ্যমে নিষ্পত্তি করানো হয়।

ট্রাইবেকারে উভয় দলই সাতটি করে কিক নিলেও শেষ পর্যন্ত গোল্ড কিং ১-০ গোলে জয়লাভ করে। গোল্ডকিং ফাইনালে রেনেসাঁ ক্লাব সিনিয়র সাথে মোকাবেলা করবে।

-নিজেস্ব প্রতিনিধি




মেহেরপুরে কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে দুরন্ত হোটেল বাজার জয়ী

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে দুরন্ত হোটেল বাজার জয়লাভ করেছে ।

শুক্রবার বিকালে অনুষ্ঠিত খেলায় দুরন্ত হোটেল-বাজার ৯-১ গোলে কোলা ইলেভেন ইষ্টার কে পরাজিত করে ।

বিজয়ী দলের পক্ষে চপল ৭টি, ইলিয়াস ও অয়ন একটি করে গোল করেন। কোলা ইলেভেনের পক্ষে মাসুম একটি গোল পরিশোধ করেন ।

খেলাটি পরিচালনা করেন কামাল হোসেন মিন্টু, ফারা হোসেন লিটন, তাদের সহযোগিতা করেন আব্দুল কুদ্দুস।

-নিজেস্ব প্রতিনিধি




মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে ফেনসিডিল উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত থেকে বিজিবির সদস্যরা ফেনসিডিল উদ্ধার করেছে।

শুক্রবার ভোরের দিকে তেঁতুলবাড়িয়া সীমান্তে বিজিবি’র টহল দল টহলে থাকাকালীন অবস্থায় পার্শ্ববর্তী মথুরাপুরমাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।

তেঁতুলবেড়িয়া সীমান্ত ক্যাম্পের নায়েক নাসির উদ্দিনের নেতৃত্বে ফেনসিডিল উদ্ধার করা হয়।

-নিজেস্ব প্রতিনিধি




দর্শনায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলার দর্শনা হল্ট ষ্টেশন থেকে ১ কিঃ মিঃ দুরে একটি কালভার্ট পার হতে গিয়ে দেলু মিয়া নামে এ বৃদ্ধের ট্রেনে কাটা পড়ে করুন মৃত্য হয়েছে।

প্রতক্ষ্যসুত্রে জানাগেছে, গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি।

এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া ফার্মের অদুরে কাল ভাট পার হতে গিয়ে জীবননগরর উপজেলার ধানখোলা গ্রামের আদল বিশ্বাসের ছেলে দেলু মিয়া(৫৫) বেনাপোল এক্্রপ্রেসে কাটা পড়ে তার মাথা থেকে ধড় বিছিন্ন হয়ে তার মৃত্য হয়। সাথে সাথে দর্শনা জি আর পি পুলিশ লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় জি আর পি পুলিশ পোড়াদহ থানায় ইউ ডি মামলা হয়েছে বলে তিনি জানান।

-দর্শনা প্রতিনিধি




মেহেরপুর গাংনী বাজার কমিটির বনভোজন

মেহেরপুর গাংনী বাজার কমিটির প্রথম বনভোজন শুক্রবার চিৎলা পাটবীজ খামারে অনুষ্ঠিত হয়।

বাজারের সহ্রাধিক ব্যবসায়ীর উপস্থিতিতে বনভোজন যেন মিলন মেলায় পরিণত হয়। ব্যবসায়ীক কর্মময় ব্যস্ততা ছেড়ে সবাই মিলেছিলেন সম্প্রতির বন্ধনে।

আলোচনা সভায় বিগত দিনের কর্মকা- আর আগামির পথচলার দিকনির্দেশনা দেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাজার কমিটির নেতৃবৃন্দ।

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেকসহ বিশিষ্ঠজনেরা বনভোজনে অংশগ্রহণ করেন।

বতৃতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক বলেন, আজকের এই বিরাট আয়োজন গাংনী বাজার কমিটির বড় সাহসের পরিচয়। সারা বছরের ব্যাপক ব্যস্ততার মাঝে তারা আমাদের জন্য একটি আনন্দময় সুন্দর দিনের ব্যবস্থা করেছেন। প্রতি বছরই এমন একটি দিন উপহার দেয়া অব্যহত থাকবে বলে আমি বিশ্বাস করি।

ব্যবসার বিভিন্ন দিক উল্লেখ করে তিনি বলেন, আপনাদের ব্যবসায়ীক সুনাম রয়েছে। এ সুনাম ধরে রাখতে পারলে মানুষের আস্থা ধরে রাখতে পারবেন। পেঁয়াজ ও লবণের মতো গুজবে সাধারণ মানুষ ছিল বিভ্রান্ত। অথচ আমাদের দেশের পর্যাপ্ত মজুদ রয়েছে।

আপনারা যদি সচেতন ও সজাগ থাকেন তাহলে সাধারণ মানুষ বিভ্রান্তির হাত থেকে রক্ষা পাবে।

অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাজার কমিটির উপদেষ্টা বিশিষ্ঠ ব্যবসায়ী হাজী আলফাজ উদ্দীন ও বাজার কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিক। বক্তব্য রাখেন ডিস মালিক সমিতি সভাপতি আনারুল ইসলাম বাবু, বিশিষ্ঠ ব্যবসায়ী জিয়াউর রহমান, বাজার কমিটির সহ সভাপতি আক্তারুজ্জামান কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক রাজু, প্রচার সম্পাদক খাদেমুল ইসলাম কাজিম, সদস্য সেকেন্দার আলী, জামিল হোসেন, উজ্জল হোসেন, সেলিম রেজা, মামুনুর রশিদ, আজিজুল বারি সাগর, বিল্লাল হোসেন, ইনামুল হক।

-গাংনী প্রতিনিধি