মুজিবনগরে ব্যাড মিনটন খেলায় অন্তরের দল জয়ী

মুজিবনগর উপজেলার মানিকনগর যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত ব্যাড মিনটন খেলায় অন্তরের দল জয়লাভ করেছে।

বৃহস্প্রতিবার রাতে লাল্টুর দল ও অন্তরের দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় লাল্টুর দলকে পরাজিত করে অন্তরের দল জয়লাভ করার যোগ্যতা অর্জন করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বে মানিকনগর ব্যাড মিনটন টূর্নামেন্টের সভাপতি সোহানুর রহমান সোহাগ।

মানিকনগর ব্যাড মিনটন টূর্নামেন্টের সাধারন সম্পাদক হাসিবুল ইসলামের সনচালনায়

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেদারগন্জ বাজার কমিটির সভাপতি কুতুবউদ্দীন মল্লিক,ইউপি সদস্য রহিত মন্ডল উপস্থিত ছিলেন।

-মুজিবনগর অফিস




মেহেরপুরে বাস চলাচলের ২ ঘন্টা মাথায় আবারো বন্ধ

মেহেরপুরে বাস চলাচল শুরুর ২ ঘন্টার মাথায় শ্রমিকদের তোপের মুখে আবারো বন্ধ করে দিয়েছে।
সড়ক আইন ২০১৮ এর সংস্কারের দাবিতে দির্ঘ টানা ৪ দিন বন্ধ থাকার পর শুক্রবার চালু হলেও শ্রমিকদের আন্দোলনের মুখে তা আবার বন্ধ হয়ে যায়।

মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়ন থেকে জানা যায়, শুক্রবার সকালে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গায় বাস গেলে সেখানে ড্রাইভার সহ অন্য স্টাফদের মারধর করে চুয়াডাঙ্গা শ্রমিক ইউনিয়ন। মেহেরপুর থেকে কুষ্টিয়াতে বাস গেলেও সেখান থেকে কোন বাস মেহেরপুরে আসেনি। এ কারনে বাস সার্ভিস শুরু হলেও আবার বন্ধ হয়ে যায়।

গত বুধবার রাত থেকে ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকলেও শুক্রবার থেকে পুনরায় চালু হয়েছে।

দুরপাল্লার বাস সব গুলো না চলাচল করলেও কিছু কিছু বাস চলাচল করছে।

-নিজস্ব প্রতিনিধি




সোনাউল্লা সভাপতি, কামাল সাধারণ সম্পাদক

আলমডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ সোনাউল্লাকে সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করেন।

কমিটি ঘোষনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ-উজ-জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সোনা উল্লাহকে সভাপতি ও কামাল হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে পৌর সভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়।

-আলমডাঙ্গা প্রতিনিধি




গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুরের গাংনী বাজারের দুই দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতে ৭ হাজার টাকা জরিমানা করেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী শহরের আমীন মিষ্টান্ন ভান্ডার ও মেসার্স রহমান ট্রেডার্স এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

নোংরা পরিবেশে মিষ্টি দ্রব্য প্রস্তুত ও বিক্রয়ের দায়ে আমীন মিষ্টান্ন ভান্ডারের মালিক রাশিদুল ইসলামকে ভোক্তা অধিকার আইনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুজন দাস গুপ্ত ৫ হাজার টাকা ও পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক বস্তায় মালামাল বিক্রয় করার দায়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিথিলা দাস রহমান ট্রেডার্স এর মালিককে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

-গাংনী প্রতিনিধি




আমঝুপি থেকে সোনার অলংকার ও হাতকুড়াল উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রাম থেকে সন্দেহভাজন কাবিরুল ইসলাম নামের এক যুবককে আটক করার পর তার স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে তার বাড়ি থেকে বেশ কিছু সোনার অলংকার, বেশ কয়েকটি মোবাইল ফোন ও ১টি হাতকুড়াল উদ্ধার করা হয়েছে।

কাবিরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের আলমগীরের ছেলে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার কাবিরুল মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে সন্দেহভাজন ঘোরাফেরা করার সময় এলাকাবাসীর সন্দেহ পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার স্বীকারোক্তিতে মেহেরপুর সদর থানার ওসি শাহ দারার নেতৃত্বে পুলিশ কাবিলের বাড়িতে অভিযান চালিয়ে বেশকিছু চোরাই স্বর্ণালংকার, কয়েকটি মোবাইল ফোন ও ১টি হাতকুড়াল করা হয়।

এ সময় আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু সেখানে উপস্থিত ছিলেন। অভিযানের পর কাবিরুলের মা কাকলি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। সদর থানার ওসি শাহ দারা বলেন, কাবিরুল্ল দেওয়া তথ্য মতে এখনও অভিযান চালানো হবে।

-নিজেস্ব প্রতিনিধি




মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামির এক যুগ পর আদালতে আত্মসমর্পণ

ফেনসিডিল রাখার অভিযোগে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহাগ এক যুগ পর আদালতে আত্মসমর্পণ করেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে সোহাগ মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল চতুর্থ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোহাগ কুষ্টিয়ার হরিশংকরপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। জানা গেছে ২০০৬ সালের ৩ সেপ্টেম্বর গাংনী থানার পুলিশ তাকে ফেনসিডিলসহ আটক করে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১। গাংনী থানা।

তারিখ ৩/৯/২০০৬। জি আর কেস নং ২৬৬/৬। এসটিসি নং ৮৫/৬।
পরে ২০৭ সালের ২৫ অক্টোবর সোহাগ দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদ- এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের কারাদন্ড প্রদান করেন। সে থেকে সোহাগ পলাতক ছিল।

এদিকে রায় ঘোষণা দীর্ঘ ১২ বছর পর গতকাল বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন।

-নিজেস্ব প্রতিনিধি




চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় গার্ড ওয়াল নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গাংধার পাড়া থেকে শামসুল ইসলাম সড়ক পযন্ত রাস্তা ও গার্ড ওয়াল কাজে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে।

এলাকাবাসি সাথে সাথে প্রতিবাদ করে গার্ড ওয়ালগুলো ভেঙ্গে ফেলে। এলাকাবাসি অভিযোগ করে বলেছে গার্ড ওয়ালে যেভাবে বালু সিমেন্ট দেওয়ার কথা না দিয়ে গুজা মিল দিয়ে তৈরি করছে গার্ড ওয়াল। এ ভাবে দেখে গ্রামবাসি সাথে সাথে গার্ড ওয়ালগুলো খুলে খুলে দেখায় সাংবাদিকসহ জন প্রতিনিধির কাছে।

সাথে সাথে গ্রামবাসি কাজ বন্ধ করে দেয়। এলাকাবাসি আরও অভিযোগ করে বলেন দুর্নীতিবাজ ঠিকাদার আরিফ হোসেন মিস্ট্রি সাথে যোগসাজে দিয়ে এভাবে চালিয়ে যাচ্ছে দুই নং ইট বালু ও সিমেন্ট না দিয়ে তার ইচ্ছা মত চাল্লাছে রাস্তার কাজ।

এ বিষয়ে দুর্নীতিবাজ ঠিকাদারকে জিজ্ঞেস করলে এ প্রতিবেদকে তিনি বলেন আমার যে মিস্তিরি কাজ করছে সে ভুল করে এগুলো করছে। আমি সব আবার ঠিক করে দিব।

জানা গেছে আকন্দবাড়িয়া গাংধার পাড়া থেকে আকন্দবাড়িয়া মাঝপাড়া পযন্ত গার্ড ওয়াল নির্মাণ কাজে প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যায়ে রাস্তাসহ টেন্ডার পায় ঠিকাদার আরিফ হোসেন। এ কাজে সিডিউল মোতাবেক না করে দুর্নীতিবাজ ঠিকাদার আরিফ হোসেন নিয়ম না মেনে তার কাজ চাল্লাছে ইচ্ছা মতো।

এ এলাকাবাসী বলেছে ঠিকমত কাজ না করলে এ কাজ বন্ধ থাকবে। এ রাস্তাটি নতুন করে মেরামত করলে কিছুটা দুভোগ কমবে সাধারণ মানুষের। এ বিষটি খতিয়ে দেখে তদন্ত পৃর্বক ব্যাবস্থা নেবেন বলে এল জি ডি কতৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে গ্রামবাসি।

-নিজস্ব প্রতিনিধি




দামুড়হুদা মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি বোমা উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা চিৎলা-গোবিন্দহুদার ছটাংগার মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি সবুজ টেপ দিয়ে মোডানো বোমা উদ্ধার করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ।

বৃহস্পিতিবার বেলা ১১টার দিকে মাঠের ভুট্টা ক্ষেত থেকে এই বোমা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে কৃষকরা মাঠে কৃষি কাজ করতে গিয়ে একটি পলিথিনের বস্তায় বোমা স্বাদৃষ্য বস্তু দেখে দামুড়হুদা মডেল থানায় খবর দেয়।

খবর পেয়ে বেলা ১১টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বোমা দুটি উদ্ধার করে বালতিতে পানি ভিতর বোমা ভিজিয়ে রেখে নষ্ট করা হয়েছ্ ে। পরে দামুড়হুদা-জীবননগর সার্কেল আবু রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বোমা কে বা কারা এখানে কি কারনে রেখেছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তদন্ত চলছে তদন্ত শেষে সব জানা যাবে।

-দর্শনা প্রতিনিধি




দামুড়হুদায় ফেন্সিডিলসহ একজন আটক, ট্রাক জব্দ

দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা-দশর্নার মহাসড়কের লোকনাথপুর ফায়ার সার্ভিস অফিসের নিকট থেকে ৬০ বোতল ফেনসিডিল ও ট্রাকসহ মাদক ব্যবসায়ী আকিদুলকে (৪০) আটক করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ী আকিদুল ফরিদপুর জেলার মধুখালী থানার বাঘাটপশ্চিম পাড়ার মৃত আমিউদ্দিন আলীর ছেলে। বুধবার দিবাগতরাত ২ টার দিকে তাকে আটক করা হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবা গতরাতে থানার ইন্সপেক্টর ওসি (তদন্ত) কে, এম জাহাঙ্গীর কবির নেতৃত্বে এসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ চুয়াডাঙ্গা-দশর্না সড়কে ফায়ারসার্ভিস এলাকায় ওৎ পেতে থাকে রাত ২ টার দিকে চুয়াডাঙ্গা গামী একটি ট্রাক (নং-

ঢাকা মেট্রো ১৪-১২২১) ফায়ার সার্ভিসের নিকট থেকে আটক করে।
পরে ট্রাক তল্লাশি করে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। দামুডহুদা থানারওসি (তদন্ত) ওসি কে, এম জাহাঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

-দর্শনা প্রতিনিধি




আজ শুরু হবে ইতিহাস গড়া গোলাপি বলের টেষ্ট

ইডেন গার্ডেনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখতে আজ শুক্রবার সকালে কলকাতায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গোলাপী বলের দিন-রাতের ঐতিহাসিক টেস্ট ম্যাচটি দেখতে যাচ্ছেন তিনি। এর আগে ২২-২৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট ম্যাচটি দেখার জন্য ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলীও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন।

আজ শুক্রবার সকাল ১০ টা ২৫ মিনিটে কলকাতায় নামবেন শেখ হাসিনা। দমদম বিমানবন্দরেই তাকে স্বাগত জানাবেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে কলকাতার হোটেল তাজে যাবেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত সফরকালে সেখানেই অবস্থান করবেন তিনি। পরে বেলা সাড়ে ১২টার দিকে (স্থানীয় সময়) ইডেন গার্ডেন স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে ঘণ্টা বাজিয়ে ঐতিহাসিক টেস্ট ম্যাচটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে সঙ্গ দেবেন সৌরভ গাঙ্গুলী, বিসিসিআই সচিব জয় শাহ, সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, নাঈমুর রহমান দুর্জয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও সিএবির কয়েকজন কর্মকর্তা।

খেলা দেখতে ইডেনে উপস্থিত থাকবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তথা কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, ভিভিএস লক্ষ্মণ, টেনিস তারকা সানিয়া মির্জা, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, বিশ্বজয়ী বক্সার মেরি কমসহ একঝাঁক ব্যক্তিত্ব। ভিভিআইপিদের দিকটি মাথায় রেখে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে গোটা ইডেন চত্বর।

বাংলাদেশ-ভারতের মধ্যেকার টেস্ট ম্যাচটির প্রথম সেশন স্টেডিয়ামে বসে উপভোগের পর আবার হোটেলে ফিরে যাবেন শেখ হাসিনা। প্রথম দিনের খেলা শেষে সন্ধ্যায় আবারও ইডেনের মাঠে ফিরে আসবেন তিনি। সেখানে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেবেন শেখ হাসিনা।

এরপর ২০০০ সালে ভারত-বাংলাদেশের মধ্যে আয়োজিত প্রথম টেস্টে খেলা দুই দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হবে। ইডেনেই শেখ হাসিনা, মমতা ব্যানার্জি, অমিত শাহ, সৌরভ, শচীন, নাজমুলরা তাদের সক্ষিপ্ত বক্তব্য রাখবেন। ইডেন টেস্টেই শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিশ্ব বাংলার তৈরি ডিজাইনার শাড়ি ও অন্য উপহার সামগ্রী তুলে দেওয়া হবে। তবে অনুষ্ঠানের পর গোলাপি রঙের আতশবাজি প্রদর্শনী হওয়ার কথা থাকলেও শেখ হাসিনার নিরাপত্তার কথা ভেবে তা বাতিল হতে পারে। সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের রুনা লায়লা, কলকাতার জিৎ গাঙ্গুলী।

জানা গেছে, শেখ হাসিনার নিরাপত্তা এমন থাকবে, সেখানে সমস্ত সিএবি সদস্যরাও ক্লাবহাউস সংলগ্ন জায়গায় থাকতে পারবেন না। সিএবিকে বলে দেওয়া হয়েছে, কিছু কর্তা থাকতে পারবেন। তবে যারা থাকবেন, সেটা আগে থেকে তালিকা করে জানিয়ে দিতে হবে। তার বাইরে একজন লোকও সেখানে থাকতে পারবেন না।

পরে কলকাতায় একদিনের সংক্ষিপ্ত সফর শেষ করে নেতাজী সুবাস চন্দ্র বোস বিমানবন্দর থেকে রাত ১০টায় (ভারতীয় সময়) দেশের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে উঠবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত সাড়ে ১১টার দিকে (বাংলাদেশ সময়) তার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, পূর্ব নির্ধারিত অন্যান্য ব্যস্ততার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় শেখ হাসিনার সঙ্গে যোগ দেবেন না। তবে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দেয়া হবে।
ইডেনে দিবারাত্রির টেস্ট আকর্ষণীয় করে তুলতে আয়োজকদের চেষ্টার কমতি নেই। কিন্তু সব উদ্যোগ তখনই পূর্ণতা পাবে, যখন মাঠের খেলাটা হবে জমজমাট। আয়োজকেরা

আশাবাদী, দুই দলই উপহার দেবে রোমাঞ্চকর এক ম্যাচ।
গোলাপি বলের টেস্ট উপলক্ষে ভারতের যত আয়োজন

* ঢাউস গোলাপি রাঙা হিলিয়াম বেলুন ওড়ানো হয়েছে ইডেনে।
* এই টেস্ট উপলক্ষ্যে থাকছে বিশেষ দুটি মাসকট ‘পিংকু-টিংকু’।
* টেস্ট শুরুর আগে নামবে আট প্যারা ট্রুপার। ভারতীয় বিমানবাহিনী এটা তত্ত্বাবধান করবে। আটজন আটটি গোলাপি বল নিয়ে নামবে। তাঁরা বাংলাদেশের প্রধানমন্ত্র্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হস্তান্তর করবেন গোলাপি বল।
* বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুই দলের অধিনায়ককে গোলাপি বল হস্তান্তর করবেন।

* টস করতে সোনার তৈরি বিশেষ কয়েন ম্যাচ রেফারিকে হস্তান্তর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ।
* দুই দেশের জাতীয় সংগীত বাজাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
* জাতীয় সংগীতের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাজাবেন ইডেনের ঘণ্টা।

* এই টেস্টে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের সাবেক সব অধিনায়ককে। তাঁরা ল্যাপ অব অনার দেবেন, প্রদক্ষিণ করবেন পুরো মাঠ। এটা হবে চা বিরতিতে।
* অন্য খেলার ভারতীয় কিংবদন্তি যেমন—বক্সিংয়ে মেরি কম, টেনিসের সানিয়া মির্জা, শুটিংয়ে অভিনব বিন্দ্রাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
* আমন্ত্রণ জানানো হয়েছে ২০০০ সালের নভেম্বরে অভিষেক টেস্ট খেলা বাংলাদেশ দলের সব খেলোয়াড়কে।
* মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন দুই শ নৃত্য শিল্পী।

-নিজেস্ব প্রতিনিধি