মেহেরপুর-২ গাংনীর এমপি সাহিদুজ্জামানের বাসার সামনে ২টি বোমা উদ্ধার

মেহেরপুর২ গাংনী আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনের বাসভবনের সামনে থেকে লাল টেপ দিয়ে মোড়ানো ২টি শক্তিশালি বোমা উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গাংনী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান ফোর্স নিয়ে বোমাগগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা করেন।

ওসি ওবাইদুর রহমান বলেন বিষয়টি তদন্ত করে জড়িতেদর আইনের আওতায় আনা হবে।

-গাংনী প্রতিনিধি




গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদে হিজলগাড়ী ফাঁড়ি পুলিশ এ মাদকবিরোধী অভিযান চালায়।

আটককৃতরা হলেন, দর্শনা প্রতাপপুরের আব্দুল কাদেরের ছেলে মিলন আলী (২৫) ও তার স্ত্রী রুবিনা খাতুন (২০)।
হিজলগাড়ী ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই প্রভাস চন্দ্র সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হিজলগাড়ী-দর্শনা সড়কে অভিযান চালানো হয়।

এসময় একটি ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী রুবিনা খাতুনের ব্যাগ তল্লাশী করে স্কচ টেপ দিয়ে জড়ানো অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর রুবিনার সাথে থাকা তার স্বামীসহ আটক করা হয়।
– চুয়াডাঙ্গা প্রতিনিধি




পাকিস্তান থেকে উড়ে এলো পেঁয়াজের প্রথম চালান

আকাশপথে পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে পেঁয়াজের প্রথম চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি বেসরকারি সিল্ক সংস্থার পণ্য পরিবহনকারী উড়োজাহাজে এই চালান আমদানি হয়।

চালানটির আমদানিকারক ঢাকার শাদ এন্টারপ্রাইজ। চালানটিতে ৮১ টন ৫০০ কেজি পেঁয়াজ রয়েছে। পেঁয়াজবাহী উড়োজাহাজটি অবতরণের পর চালানটি খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।

ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, সিল্কওয়ে উড়োজাহাজের ‘সেভেনএল ৩০৮৬’ ফ্লাইটে পেঁয়াজের প্রথম চালানটি এসেছে। এখন দ্রুত শুল্কায়নের প্রক্রিয়া চলছে।

শাহজালাল বিমানবন্দরে দায়িত্বরত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক রতন কুমার সরকার বলেন, চালানটিকে যাতে সংগনিরোধ ছাড়পত্র দ্রুত দেওয়া হয়, সে জন্য তিন সদস্যের একটি দল কাজ শুরু করেছে। চালানটি পরিদর্শন করে সংগনিরোধ ছাড়পত্র দেওয়া হবে।

এ পর্যন্ত আকাশপথে চারটি উড়োজাহাজে পেঁয়াজের চালান আনার সময়সূচি ঠিক হয়েছে। শাদ এন্টারপ্রাইজ ছাড়াও চট্টগ্রামের এস আলম গ্রুপের প্রথম চালান এসেছে গতকাল বুধবার দিবাগত রাত একটায়।

সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে প্রথম চালানটি এসে পৌঁছাবে। আজ বৃহস্পতিবার বিসমিল্লাহ এয়ারলাইন্সের পণ্যবাহী উড়োজাহাজে দ্বিতীয় চালান আসবে। আগামী শুক্রবার তৃতীয় চালান আসবে সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে।

আকাশপথে পেঁয়াজের চালান আনার জন্য উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র থেকে এ পর্যন্ত ২ হাজার ৭ টনের অনুমতি নেওয়া হয়েছে। শাদ এন্টারপ্রাইজ ছাড়াও এস আলম গ্রুপ অনুমতি নিয়েছে ১ হাজার ৯২৫ টনের।

-নিজেস্ব প্রতিনিধি




মেহেরপুরে সরকারি ভাবে আমন ধান সংগ্রহ শুরু

মেহেরপুরে সরকারি ভাবে কৃষকদের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহ শুরু হয়েছে।
গতকাল বুধবার দুুপুরে শহরের তাহের ক্লিনিক পাড়ায় সরকারি গুদামে ধান সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আতাউল গনি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম। জেলার তিন উপজেলার কৃষকদের কাছ থেকে সরাসরি ৩ হাজার ২৮৮ মেট্রিকটন ধান সংগ্রহ করবে খাদ্য বিভাগ।

প্রতিটি কৃষক ৫০০ কেজি করে ধান দেওয়ার সুযোগ পাবে। কৃষক নির্বাচন করা হবে লটারির মাধ্যমে।

জেলা প্রশাসক বলেন, ধান সংগ্রহে কোন প্রকারের অনিয়ম বরদাস্ত করা হবেনা। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্তা নেওয়া হবে বলেও তিনি জানান।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর ও চুয়াডাঙ্গায় তৃতীয় দিনের মত বাস ও ট্রাক চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

সড়ক আইন বাস্তবায়নের প্রতিবাদে মেহেরপুর ও চুয়াডাঙ্গাতে তৃতীয় দিনের মতো যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার (১৮ নভেম্বর) দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেন তারা।

তৃতীয় দিনে এর সাথে যুক্ত হয়েছে ট্রাক ও কাভার্ডভ্যান। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ও দূরপাল্লার যাত্রীরা।

শ্রমিকরা জানায়, নতুন সড়ক আইন বাস্তবায়নের প্রতিবাদে যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার পরিবহন শ্রমিকরা সকাল থেকে স্বেচ্ছায় বাস চলাচল বন্ধ করে দেন। এতে সকাল থেকে অসংখ্য যাত্রী টার্মিনাল, বাসস্ট্যান্ড ও কাউন্টার গুলোতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে যাচ্ছেন।

চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম বলেন, ‘শ্রমিকরা কাউকে ইচ্ছা করে হত্যা করে না। অনিচ্ছাকৃত দুর্ঘটনার জন্য নতুন সড়ক আইনে তাদের ঘাতক বলা হচ্ছে। নতুন আইনের অনেক ধারার ব্যাপারে শ্রমিকদের আপত্তি রয়েছে, সেগুলো বিবেচনায় নিয়ে সংশোধন করতে হবে।’

তিনি আরও জানান, সরকার সমাধানের কোনো উদ্যোগ না নেওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।

সড়কে মোটরসাইকেল চলাচলের সংখ্যাও কমে গেছে। তবে প্রাইভেটকার, মাইক্রোবাস, ইজিবাইক, নসিমন-করিমন ছাড়াও ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি




গাংনীর বামন্দিতে তৃতীয় এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দিতে তৃতীয় এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার সকালের দিকে আনুষ্ঠানিক ভাবে তৃতীয় এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করেন

ইসলামী ব্যাংক যশোর জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অফ জোন মিজানুর রহমান ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন।

ইসলামী ব্যাংক মেহেরপুর শাখার এফএভিপি শাখা প্রধান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক এম এ গনি, বামুন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এজেন্ট সাজ্জাদ হোসেন পলাশ।

-নিজেস্ব প্রতিনিধি




গাংনীতে কামরুজ্জামান বুড়ো স্মৃতি ফুুটবলে ওসমানপুর একাদশ চ্যাম্পিয়ন

মেহেরপুরের গাংনীতে কামরুজ্জামান বুড়ো স্মৃতি ফুুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার বিকেলে গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়ি একাদশকে ৩-১ গোলে পরাজিত করে ওসমানপুর একাদশ চ্যাম্পিয়ন হয়।

গাংনী ফুটবল একাডেমি আয়োজিত এ টুর্নামেন্টে ওসমানপুর একাদশের হয়ে সুমন ২টি ও মোহন ১টি গোল করে। বর্শিবাড়ি একাদশের হয়ে একমাত্র গোলটি করে সুজন।

কামরুজ্জামান স্মৃতি টুর্নামেন্টে ম্যান অব দ্যা সিরিজ ওসমানপুর একাদশের সুমন, ম্যান অব দ্যা ম্যাচ মোহন, সেরা গোল রক্ষকের পুরুস্কার পান ওসমানপুরের জাহিদুল ইসলাম।

খেলা পরিচালনা করেন আব্বাস আলি ও সহকারি রেফারি হিসেবে দ্বায়িত্ব পালন করেন মাহবুব হোসেন ও বিপ্লব। টুর্নামেন্ট পরিচালনা করেন রুবেল হোসেন ও আব্বাস আলী।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিুকামাল পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, আওয়ামী লীগ নেতা ইয়াছিন রেজা, শহিদুল ইসলমা শাহ, উপজেলা যুবলীগের সভাপতি মো: মোশাররফুহোসেন, কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক এমপির একান্ত সহকারি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাহিদুজ্জামান শিপু, তুষার ইমরান প্রমুখ।

খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্স আপদের মাঝে পুরুস্কার হিসেবে ছাগল ও ট্রফিুতুলে দেন।

-গাংনী প্রতিনিধি




মেহেরপুরে কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে ছহিউদ্দিন ফাউন্ডেশন জয়ী

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে ছহিউদ্দিন ফাউন্ডেশন শিক্ষা ও যুব ক্রীড়া চক্র জয় লাভ করেছে।

গতকাল বুধবার বিকালে অনুষ্ঠিত খেলায় ছহিউদ্দিন ফাউন্ডেশন শিক্ষা ও যুব ক্রীড়া চক্র গোলে ৭-০ গোলে মেহেরপুর অ্যাপোলো ক্রীড়া চক্র কে পরাজিত করে।

বিজয় দলের পক্ষে রোকন ৩টি, সজীব ২টি, বশির ১ টি এবং শিশির ১টি গোল করেন। খেলা পরিচালনা করেন কামাল হোসেন মিন্টু, ফারা হোসেন লিটন, তাদের সহযোগিতা করেন আব্দুল কুদ্দুস।

পরে, কিউট এর উদ্যোগে মেহেরপুরে কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে কিউট সামগ্রী বিতরণ করা হয়েছে।

হ্যান্ডবল লিগে অংশগ্রহণকারী ক্লাব প্রতিনিধিদের হাতে কিউট সামগ্রী তুলে দেয়া হয়। রেফারি কামাল হোসেন মিন্টু, আব্দুল কুদ্দুস, ফারাহ হোসেন লিটন উপস্থিত থাকে ক্লাব প্রতিনিধিদের হাতে কিউট সামগ্রী তুলে দেন।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর পৌরসভার আধুনিক কসাইখানার উদ্বোধন

মেহেরপুর পৌরসভার উদ্যোগে একটি আধুনিক স্বাস্থ্য সম্পূর্ণ কসাইখানার নির্মাণ শেষে উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে পশু জবাইয়ের জন্য শহরের বোসপাড়ায় ভৈরব নদীর ধারে পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন কসাইখানা উদ্বোধন করেন।

এসময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশকার আলী, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফুরাজিব, সৈয়দ আব্দুল্লাহ বাপ্পি, জাফর ইকবাল, সচিব তফিকুল আলম, প্রকৌশলী মহাসিন আলীসহ পৌর কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর গোভীপুরে সাড়ে ৬ হাজার শলাকা বিড়ি উদ্ধার ও জরিমানা আদায়

মেহেরপুর সদর উপজেলা গোভীপুর গ্রামে স্বাস্থ্য সতর্কতা বার্তা বিহীন বিড়ি উদ্ধার করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হযেছে।

গতকাল বুধবার সকালের দিকে এ জরিমানা আদায় করা হয়। এর আগে সকালে সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে গোভিপুর গ্রাম থেকে ৬ হাজার ৫শ শলাকা বিড়ি উদ্ধার করা হয়।

একই সাথে বিড়ির মালিক বাসের ম-লের ছেলে সাজেদুল ইসলামকে আটক করা হয়। পরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইনে তার নিকট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

-নিজস্ব প্রতিনিধি