মেহেরপুর ও চুয়াডাঙ্গায় তারেক রহমান এর ৫৪তম জন্মবার্ষিকী পালন

“তোমার অপেক্ষায় বাংলাদেশ” এই শিরোনামে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৫৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

গতকাল বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। জেলা বিএনপির মাসুদ অরুনের সভাপতিত্বে অনুষ্ঠান অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, আনছারুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা বিএনপির দলীয় কার্যায়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবক্কর সিদ্দিক আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি।

জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিমের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, মহিলা দলের নেত্রী ও পৌর কাউন্সিলর শেফালী বেগম, পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কুদ্দুস মহলদার, সাধারণ সম্পাদক সোহেল, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. হাফিজুর রহমান মুক্ত, শামসুল হক ঝণ্টু, প্রচার সম্পাদক মাবুদ সরকার, শিল্পবিষয়ক সম্পাদক শাহাজামাল, তাঁতীবিষয়ক সম্পাদক মহাসিন আলী, হাসান আলী, রুবেল হাসান, রাজিব হাসান, হাফিজ উদ্দিন হ্যাপি, তুহিন ইসলাম, আব্দুল লতিফুফতো, বাবলু রহমান, রনি হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফুআহমেদ শিপ্লব, মেহেদী হাসান সোহাগ, সোহেল সিদ্দিকী সোহেল, ইকবাল আহমেদ, শামিউজ্জামান মিশা, মো. রাজা, জিতু হাসান, কনক, মেহেদী, মাহাবুব, শান্ত, সোহাগ, মিনারুল, আরমান লিমন প্রমুখ।

আলোচনা সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

-প্রতিদিন ডেস্ক




দর্শনা পুলিশের পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ ৩ জন গ্রেফতার 

দর্শনা পুলিশ দিনভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ ৩ জন কে গ্রেফতার করেছে।

পুলিশ জানায় গত মঙ্গলবার দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালায় দর্শনা বিভিন্ন জায়গায়।

এ সময় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রর ইন্সপেক্টর শেখ মাহবুবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় দর্শনা ফুড গোডাউনের রাস্তার উপর।

এ সময় পুলিশ কুষ্টিয়া সদর থানার চৌড়হাঁস পাড়ার শহিদুল ইসলামের ছেলে মেহরাব হসান ওরফেুমাহমুদুল হাসান(২২) কে ১০ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করে।

অপরদিকে দর্শনা পৌরসভার পাঠান পাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আব্দুল কুদ্দুসের ছেলে ইয়াবা ব্যাবসায়ী মুন্না(২৭) কে ১৮ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

পরে দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুরে এস আই জাকির হোসেন ও এ এস আই মারুফুঅভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামী আয়নাল হকের ছেলে হাসান তারেক (২৬) কে দর্শনা আজমপুর থেকে গ্রেফতার করেছে। গতকালই তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা সহ, আদালতে সোপর্দ করেছে।

-দর্শনা প্রতিনিধি




মুজিবনগরে মোনাখালীতে উঠান বৈঠক অনুষ্ঠিত

মুজিবনগর মোনাখালীতে উপজেলা তথ্য আপা আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় মুজিবনগর মোনাখালী পূর্বপাড়া জীবননগর মহিলা বিষয়ক কর্মকর্তার বাড়িতে উঠান বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তানিয়া খন্দকার।
মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান (মফিজ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রেজওয়ান আহাম্মেদ, মুজিবনগর উপজেলা আইসিটি অফিসার শ্যাম ঘোষ, জীবননগর মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা মিঠু।
অন্যদের মধ্যে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, ইউপি সদস্য মফিজুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য পারুল খাতুন, মোনাখালী ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি শিমুল রেজা, তথ্য সেবা সহকারী আর্জিনা খাতুন, শান্তনা আক্তার প্রমুখ।

-মুজিবনগর প্রতিনিধি




কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল বুধবার বিকাল ৩ ঘটিকার সময় কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়।
কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ০১ আসনের মাননীয় সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ০২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহমতুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ প্রশাসক মাহফুজ্রু রহমান মঞ্জু।
এসময় আরো উপস্থিত ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক পারকৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, গোলাম ফারিক আরিফ। কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগ ডা. ফজলুল হক, কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিপন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, যুগ্ম সম্পাদক শরীফ রতন, কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, কুড়ুলগাছি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রমজান, সাধারণ সম্পাদক ফারুক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সহ-সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন, ফরহাদ হোসেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনি।
পরে সভায় সর্বসম্মতি ক্রমে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুল্লাহ বাহারকে সভাপতি ও কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন কে সাধারণ সম্পাদক করে নাম ঘোষণা করা হয়।

-কার্পাসডাঙ্গা প্রতিনিধি




হরিনাকুন্ডুতে বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে ২ মাদক কারবারী আটক হয়েছে।
আটক মাদক কারবারীরা হলো-উপজেলার হরিশপুর গ্রামের রব্বানী মন্ডলের ছেলে বারেক আলী (২৮) ও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার মোহাম্মদ জুমা গ্রামের আলী বক্সের ছেলে রেজাউল ইসলাম (৪৮)।
গতকাল বুধবার সকালে উপজেলা শহরের (লালনশাহ কলেজ) চাতাল মোড় এলাকা থেকে পুলিশ ও র‌্যাবের পৃথক দুটি টিম তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
হরিনাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে তাদেরকে শহরের বৈঠাপাড়া গ্রামের চাতাল মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ ও র‌্যাবের পৃথক দুটি মামলায় কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

– হরিনাকুন্ডু প্রতিনিধি




মেহেরপুর ও চুয়াডাঙ্গায় তৃতীয় দিনের মত বাস ও ট্রাক চলাচল বন্ধ

সড়ক আইন বাস্তবায়নের প্রতিবাদে মেহেরপুর ও চুয়াডাঙ্গাতে তৃতীয় দিনের মতো যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।  পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার (১৮ নভেম্বর) দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেন তারা।  তৃতীয় দিনে এর সাথে যুক্ত হয়েছে ট্রাক ও কাভার্ডভ্যান। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ও দূরপাল্লার যাত্রীরা।
শ্রমিকরা জানায়, নতুন সড়ক আইন বাস্তবায়নের প্রতিবাদে যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার পরিবহন শ্রমিকরা সকাল থেকে স্বেচ্ছায় বাস চলাচল বন্ধ করে দেন। এতে সকাল থেকে অসংখ্য যাত্রী টার্মিনাল, বাসস্ট্যান্ড ও কাউন্টার গুলোতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে যাচ্ছেন।
চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম বলেন, ‘শ্রমিকরা কাউকে ইচ্ছা করে হত্যা করে না। অনিচ্ছাকৃত দুর্ঘটনার জন্য নতুন সড়ক আইনে তাদের ঘাতক বলা হচ্ছে। নতুন আইনের অনেক ধারার ব্যাপারে শ্রমিকদের আপত্তি রয়েছে, সেগুলো বিবেচনায় নিয়ে সংশোধন করতে হবে।’
তিনি আরও জানান, সরকার সমাধানের কোনো উদ্যোগ না নেওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।
সড়কে মোটরসাইকেল চলাচলের সংখ্যাও কমে গেছে। তবে প্রাইভেটকার, মাইক্রোবাস, ইজিবাইক, নসিমন-করিমন ছাড়াও ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
– চুয়াডাঙ্গা প্রতিনিধি




মেহেরপুরে সরকারি ভাবে আমন ধান সংগ্রহ শুরু

মেহেরপুরে সরকারি ভাবে কৃষকদের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহ শুরু হয়েছে।
গতকাল বুধবার দুুপুরে শহরের তাহের ক্লিনিক পাড়ায় সরকারি গুদামে ধান সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আতাউল গনি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম। জেলার তিন উপজেলার কৃষকদের কাছ থেকে সরাসরি ৩ হাজার ২৮৮ মেট্রিকটন ধান সংগ্রহ করবে খাদ্য বিভাগ।
প্রতিটি কৃষক ৫০০ কেজি করে ধান দেওয়ার সুযোগ পাবে। কৃষক নির্বাচন করা হবে লটারির মাধ্যমে।
জেলা প্রশাসক বলেন, ধান সংগ্রহে কোন প্রকারের অনিয়ম বরদাস্ত করা হবেনা। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্তা নেওয়া হবে বলেও তিনি জানান।
– নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে তারেক রহমান এর ৫৪তম জন্মবার্ষিকী পালন

“তোমার অপেক্ষায় বাংলাদেশ” এই শিরোনামে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৫৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। জেলা বিএনপির মাসুদ অরুনের সভাপতিত্বে অনুষ্ঠান অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, আনছারুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর প্রতিদিন এর চীফ রিপোর্টার রুপক সড়ক দুর্ঘটনায় আহত

সড়ক দুর্ঘটনায় মেহেরপুর প্রতিদিন এর চীফ রিপোর্টার মর্তুজা ফারুক রুপক আহত হয়েছেন। বুধবার সকালে শহরের কালাচাঁদপুর ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল যোগে শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যাওয়ার পথে করিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তার ডান পায়ে পাঁচটি শেলাই সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত হয়েছে ।

মর্তুজা ফারুক রুপক শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক, মেহেরপুর প্রতিদিনের চীফ রিপোর্টার ও ঢাকা১৮ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।




হুজুগে বাঙালীর লবন কেনার হিড়িক

সারাদেশের ন্যায় মেহেরপুরেও লবন নিয়ে লঙ্কাকান্ড ঘটে গেছে। মঙ্গলবার সকাল থেকেই লবনের দাম বেশি হবে বলে গুজব সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
এই গুজবে মেহেরপুরে বেশ কিছু মানুষ আগে থেকে কম দাম পাওয়ার আশায় লবন কিনতে ভিড় জমাচ্ছে দোকান গুলোতে।

এই সুযোগে কিছু কিছু দোকানদার লবনের আগের মূল্যের চেয়ে বেশি দাম নিলেও ক্রেতারা কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছে।
সন্ধার পর সরেজমিনে গিয়ে দেখা যায় মেহেরপুর, গাংনীর প্রতিটি দোকানে একই চিত্র। বড় বড় ব্যাগ হাতে লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায় অনেক ক্রেতাকেই।

তবে লবন গুজবটি শহরের তুলনায় গ্রাম অঞ্চলে বেশি ছড়িয়েছে। গ্রামে লবন না পেয়ে অনেক লোক শহরে চলে আসে লবন কিনতে।

বারাকপুর গ্রামের স্বপন বলেন, পিয়াজের মত লবনেরও দাম বেশি হবে বলে শুনলাম। গ্রামের দোকানগুলোতে লবন শেষ তাই শহরে আসলাম কিনতে। কোথাই থেকে শুনলেন লবনের দাম বেশি হবে এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, গ্রামের অনেকেই বলাবলি করছে।
মেহেরপুর হোটেল বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, সকাল থেকেই লবন বিক্রি বেড়ে গেছে আমাদের দোকানে। লবনের দাম বেশি হয়ে যাবে বলে হটাৎ করেই লবন কেনার হিড়িক লেগে গেছে।

তবে হটাৎ করেই লবন গুজবে ফায়দা লুটেছে মেহেরপুরের বেশ কিছু ব্যবসায়ীরা। লবনের মূল্য ছাড়াও প্যাকেট প্রতি ১০-১৫ টাকা বেশি নিয়েছে ক্রেতাদের কাছে থেকে।
এদিকে লবন গুজবে কান না মেহেরপুর জেলা প্রশাসন থেকে আহবান জানানো হলেও খুব একটা কাজ হয়নি। সন্ধার পরে জেলা প্রশাসক আতাউল গনি, উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম সহ বেশ কয়েকজন প্রশাসনের লোক পৃথক পৃথক ভাবে বাজার তদারকিতে নামলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সেই সাথে জেলা তথ্য অফিস থেকে লবন গুজবে কান না দিতে রাতেই মাইকিং করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি বলেন, এক প্রকার অসাধু লোক দেশে অস্থিতিকর পরিবেশ সৃষ্টি করার লক্ষে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। দেশে পর্যাপ্ত পরিমান লবন মজুদ আছে। লবন নিয়ে যারা গুজব ছড়াবে এবং যেসব দোকানদাররা লবনের দাম বেশি নিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

-নিজস্ব প্রতিনিধি