মেহেরপুর শহরের বেশি দামে লবণ বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা

গুজবে কান দিয়ে মেহেরপুর শহরের বেশি দামে লবণ বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীর নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার পর মেহেরপুর শহরের গরুর হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রানা স্টোরের মালিক আব্দুস সালাম এর নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমাসুদুল আলম এর নেতৃত্বে শহরের গরুর হাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে ৬০ টাকা কেজি লবণ বিক্রি করার দায়ে রানা স্টোরের মালিক আব্দুস সালাম নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

-নিজস্ব প্রতিনিধি




জীবননগরে বেশি দামে লবণ বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

গুজবে হঠাৎ করেই অতিরিক্ত দামে জীবননগরে লবণ বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।গতকাল মঙ্গলবার বিকালে জীবননগর শহরের দুই মুদি দোকানদারকে এই জরিমানা করা হয়।

এ সময় দোকানগুলোতে লবণ কেনার জন্য ক্রেতাদের দীর্ঘলাইন দেখা যায়। ব্যবসায়ীরা খোলা লবণ প্রতি কেজি ৪০-৬০টাকা,পেকেট লবণ ৫০-১০০টাকা পর্যন্ত বিক্রি করে ।

জীবননগর বাজারের-মেসার্স ফিরোজ স্টোরের মালিক আশরাফ আলীকে ১০হাজার টাকা,মেসার্স রফিকুল স্টোরের মালিক মেহেদী হাসানকে ১০হাজার টাকা এবং তৌফিক স্টোরের মালিক রায়হান নবীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

জীবননগর থানা পুলিশের সহযোগিতায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সিরাজুল ইসলাম ও জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লবনের দাম বৃদ্ধির সত্যতা পেয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেন।

-জীবননগর প্রতিনিধি




গাংনীতে লবণ সংকটের গুজবে লবণ উধাও, বেশি দামে বিক্রয়ের দায়ে ব্যবসায়ীর জরিমানা

সারাদেশের মতো মেহেরপুরের গাংনীতেও লবণ সংকটের গুজব তুলে খুচরা দোকান থেকে লবণ উধাও হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার বিকেল থেকে এ খবর ছড়িয়ে পড়লে গাংনী বাজার সহ উপজেলার প্রত্যন্ত গ্রামের দোকান গুলোতেও লবণের দাম বাড়িয়ে অসাধু ব্যবসায়ীরা সাধারণ ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়।

খবর পেয়ে গাংনী উপজেলার প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা লবণ সংকটের গুজর ঠেকাতে বাজার মনিটরিং করা শুরু করে। এসময় তারা বেশি দামে লবণ বিক্রয় না করতে কঠোরভাবে সতর্ক করেন।

এদিকে লবণ সংকটের গুজবকে কাজে লাগিয়ে উপজেলার মানিকদিয়া গ্রামের এক অসাধু ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড করা হয়।

দন্ডিত ব্যবসায়ী উপজেলার কেশবনগর গ্রামের হাজি দিদার আলির ছেলে মজিবর রহমান। ৩৫ টাকার লবন ৬৫ টাকায় বিক্রয় করায় তাকে ৫ হাজার টাকা জারিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।

এছাড়াও গাংনী থেকে লবন পাচারকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালি গ্রামের মোঃ মতিয়ার রহমানের ছেলে রাশেদুজ্জামান কে আটক করেছে গাংনী থানা পুলিশ।

এর আগে লবণ সংকটের গুজব ছড়িয়ে পড়ায় বাজার মনিটরিং শুরু করেন প্রশাসনের কর্মকর্তারা। তারা সাধারণ ভোক্তা ও জনগণকে গুজবে কান না দিয়ে স্বাভাবিক দামে লবণ ক্রয় করার পরামর্শ দেন সাথে সাথে যদি কোন ব্যবসায়ী যদি অতিরিক্ত দামে লবণ বিক্রয় করে তাহলে সেই ব্যবসায়ীকে সর্বচ্চো শাস্তি প্রয়োগ করা হবে বলে সতর্ক করেন।

-গাংনী প্রতিনিধি




দর্শনায় লবনের দাম বৃদ্ধি নিয়ে গুজব

দামুড়হুদা ইউএনও তড়িৎ পদক্ষেপ দর্শনাপ্রতিবেদকঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে মঙ্গলবার সন্ধ্যায় লবণের দাম বৃদ্ধি পেয়েছে এমন ‘গুজব’ ছড়িয়ে পড়লে দর্শনার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।

দামুড়হুদা থানার তদন্ত ওসি মো. জাহাঙ্গীর আলমের সাথে নিয়ে বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে গিয়ে অধিক মূল্যে লবণ বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেন দামুড়হুদা ইউএনও।

জানা গেছে,দামুড়হুদা উপজেলার দর্শনায় পিঁয়াজের দর একটু নিয়ন্ত্রণে আসতে না আসতেই লবণের দাম নিয়ে চলছে ব্যবসায়ীদের তেলেসমাতি। লবণের দাম বেড়েছে খবর শুনে বিভিন্ন দোকানে ক্রেতারা সর্বনিম্ন ৫ কেজি থেকে সর্বোচ্চ ২০ কেজি করে লবণ ক্রয় করছেন।

এরই প্রেক্ষিতে দর্শনা রেলবাজার দোকান মালিক সমতির পক্ষ থেকে বাজারে মাইকিং করে লবণের দাম বৃদ্ধির বিষয়টি ‘গুজব’ বলে জনগণকে সচেতন করছে।

এর পরেও দর্শনা রেলবাজার সহ বাসস্ট্যান্ডে কিছু দোকানে অধিক মূল্যে লবণ বিক্রি হচ্ছে অভিযোগের প্রেক্ষিতে দামুড়হুদা ইউএনও এস এম মুনিম লিংকন তড়িৎ গতিতে দর্শনা বাজার পরিদর্শন।

করেন এবং ব্যবসায়ীকে অতিরিক্ত লবণ বিক্রি করতে সতর্ক ও জনগণকে লবণের দাম বাড়বে না বলে সান্ত্বনা দেন।যদি কেউ এমন গুজব ছড়ানোর অপচেষ্টা করে, তবে তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, ‘এ ধরণের গুজব বন্ধে প্রশাসন, সাংবাদিক ও সুশীলসমাজের লোকজনকে এগিয়ে আসতে হবে।

-দর্শনা প্রতিনিধি




চুয়াডাঙ্গায় নবান্ন উৎসব

সকালে খেজুর রসের মিস্টি স্বাদ, ঢেকিতে ভানা চালের গুড়ার পিঠাপুলি, গ্রামীন জীবনের নান্দনিক সৌন্দর্য লাঠিখেলার অনবদ্য উপস্থাপনা আর কৃষিভিত্তিক লোকজ উৎসবের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় নবান্ন উৎসব পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় সদর উপজেলার নেহালপুর মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসব এলাকায় গ্রামবাসীদের ঢল নামে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন নবান্ন উৎসবের আয়োজন করে।

নবান্ন উৎসবে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-০২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী হাসান।

পুরো আয়োজনের মধ্যে ছিল গ্রামবাংলার গান পরিবেশন, ঝাপান খেলা, লাঠি খেলা, ঢেকিতে ধান ভানা ও পিঠাপুলির প্রদর্শন। আগতরা এসব ঘুরে ঘুরে দেখেন। এসময় মঞ্চে পরিবেশিত হয় গ্রামবাংলার গান। এলাকার গ্রামবাসিরা তা উপভোগ করেন।

উৎসব প্রসঙ্গে বক্তারা বলেন, গ্রাম বাংলার এ ঐতিহ্য ধরে রাখার জন্যই এই আয়োজন।

আয়োজনকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ছিল উৎসবের আমেজ। গ্রামের যুবকদের মাথায় মাথাল, গ্রামের মেয়েরা হলুদ শাড়ি পড়ে উৎসবে এসে অংশ নেয়। দুপুরের আগেই শেষ হয় এ উৎসব। কয়েক ঘন্টার উৎসবে মাতোয়ারা ছিল গ্রামের মানুষেরা।

কেউ লাঠি খেলা দেখতে ব্যস্ত। কেউ বা সাপের ঝাপান খেলার কাছে। কেউ আবার ঢেকিতে ধান ভানা দেখতে ব্যস্ত। এভাবেই শেষ হয় চুয়াডাঙ্গার নেহালপুর মাঠের নবান্ন উৎসব।

হরিণাকুন্ডুতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষর্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
হরিনাকুন্ডু প্রতিনিধি:

‘‘আমরা আছি আমাদের নীড়ে, উদ্ভাসিত আলোয় হবো, হারাতে চাইনা অচেনা ভীড়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুনন্পু শিল্পী আবিদ সৃতি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষর্থীদের মাঝে স্কুল ড্রেস বিতারণ অনুষ্ঠান পালিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিতি হিসাবে উপস্থিত ছিলেন,অধ্যক্ষ জনাব আতিয়ার রহমান, সরকারী লালণ শাহ কলেজ হরিণাকুন্ডু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জনাব বিপুল হোসেন, অধ্যক্ষ শরিফুল ইসলাম,ফারুক হোসেন,ম্যানেজার জনতা ব্যাংক ভবানীপুর শাখা,প্রেস ক্লাব সহ-সভাপ্রতি ও আনন্দ টিভি প্রতিনিধি জাফিরুল ইসলাম,মাহবুব মৌশেদ শাহিন, অনলাইন নিউজ পোর্টাল অন্যদৃষ্টি বার্তা সম্পাদক এম. শহিদুল ইসলাম টুকু মাহবুবুর রহমান প্রেস ক্লাবের প্রচার বিষয় সম্পাদক সোহরাব হোসেন
অনুষ্ঠানটি জনাব বিশ্বনাথ সাধুখার পরিচালনায় সভাপত্বিত করেন,এ্যাডঃ খোদাবক্স মৃধা।

আলোচনা সভায় প্রতিষ্ঠান প্রধান ও বক্তরা সমাজের দানশীল সহৃদয়বান ব্যাক্তিদের মাঝে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে এবং প্রতিবন্ধী শিশুদের ব্যাপারে অধিক গুরুত্ব সহকারে খেয়াল রাখতে বলেন।

চুয়াডাঙ্গায় দ্বিতীয় দিনের মতো বাস মিনিবাস ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ
চুয়াডাঙ্গা প্রতিনিধি ;

চুয়াডাঙ্গা জেলায় দ্বিতীয় দিনের অঘোষিতভাবে বাস মিনিবাস ও দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে। কোনো ঘোষণা ছাড়াই শ্রমিকরা সোমবার এসব যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে দূর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। মঙ্গলবারও বাস মিনিবাস ও দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনালের ইসলাম জানান, সংগঠন থেকে কোনো ঘোষণা নেই। পাশের জেলাগুলোতে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর চুয়াডাঙ্গার শ্রমিকরাও কর্মবিরতি শুরু করেছে।

চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় গ্রামের বাস শ্রমিক ইকবাল হোসেন বলেন, নতুন পরিবহন আইন শ্রমিকদের জন্য অনেক কঠিন। আইনের বিষয়ে শ্রমিকদের সাথে আলোচনা করে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। নতুন আইনের শ্রমিকদের অসুবিধার জন্যই আমরা যানবাহন চলানো বন্ধ রেখেছি।

-জামান আখতার, চুয়াডাঙ্গা




মেহেরপুরে মাংস ব্যবসায়ীদের সাথে মত বিনিময়

মেহেরপুরে নতুন পিল খানা উদ্বোধনের লক্ষ্যে মাংস ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধায় পৌর সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

এসময় উপস্থিত ছিলেন, পেনেল মেয়র শাহিনুর রহমান, পৌরসভার সচিব, কাউন্সিলর আল মামুন, ইভান, উপসহকারি ইঞ্জিনিয়ার, সেনেটারি পরিদর্শক সহ পৌর মাংস ব্যবসায়ীরা।

-নিজস্ব প্রতিনিধি




জীবননগর প্রেস ক্লাবের সভাপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

জীবননগর প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি প্রবীণ সাংবাদিক আনোয়ারুল কবিরের রুহের মাগফিলাত কামনায় দোয়া মাহপিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার িিবকাল সাড়ে ৪টার সময় প্রয়াত সভাপিত আনোয়ারুল কবিরের পরিবারের পক্ষ থেকে নিজ গ্রাম ধোপাখালী মাঠপাড়া মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম,জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম,ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ,সাংবাদিক জাহিদ বাবু,রায়হান উদ্দিন,জহিরুল ইসলাম,মিঠুন মাহমুদসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন ।

-জীবননগর প্রতিনিধি




আলমডাঙ্গার হারদী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

আলমডাঙ্গার হারদী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১০ টার হারদী কৃষিক্লাব মাঠে সম্মেলনের আয়োজন করা হয়।

হারদী ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আ: সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মাননীয় সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ দেশ অনেক উন্নত। বন্ধবন্ধু বেঁচে থাকলে দেশ অনেক আগেই উন্নত দেশে পরিনত হত। বঙ্গবন্ধুর রেখে যাওয়া কাজ তাঁর মেয়ে শেখ হাসিনা করে যাচ্ছে। প্রতিটি দপ্তরে তার সু-নজর রয়েছে।

আজ কৃষি ক্ষেত্রে দেশ অনেক দুর এগিয়ে গেছে। রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকালে বোঝা যায় দেশের উন্নয় কেমন হয়েছে। এটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। তার স্বপ্ন বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে আমাদের। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার স¦প্ন বাস্তবায়ন করতে নির্লোসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সবাইকে তার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হতে হবে।

ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরমেয়র হাসান কাদির গনু সবার সম্মতিক্রমে আশিকুরজ্জামান (ওল্টুকে) সভাপতি ও শহিদুল আইনাল হককে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান, মাসুদ উস জামান লিঠু, বন ও পরিবেশ বিষায়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুণ, সহদপ্তর সম্পাদক মাসুদ রানা তুহিন, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিত, আব্দুর রব শিলু, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক প্রমুখ।

-আলমডাঙ্গা প্রতিনিধি




বাগোয়ান ইউনিয়নের আয়োজনে শিক্ষাত্রীদের মাঝে বাইসাইকেল ও স্যানটারী ন্যাপকিন বিতরণ

মুজিবনগর বাগোয়ান ইউনিয়নের আয়োজনে এলজি এসপি-৩ প্রকল্পের আওতায় শিক্ষাত্রীদের মাঝে বাই সাকেল ও স্যানটারী ন্যাপকিন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় মুজিবনগর বাগোয়ান ইউনিয়ন পরিষদ মিলনাআয়তনে বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেধাবী শির্ক্ষ্থীদের মাঝে বাই সাইকেল,স্যানটারী ন্যাপকিন,কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন উপপরিচালকন ভারপ্রাপ্ত স্থানীয় সরকার তৌফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী, এস এমসির ডিরেক্টর আনোয়ারুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের নকল সদস্য, সদস্যা সহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি পরে ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল, ১৫ শ স্যানটারী ন্যাপকিন ও কুইজ প্রতিযোগিতার বিজয়দের মাঝে পুরষ্কার বিতরন করেন।

-মুজিবনগর অফিস




আলমডাঙ্গায় ট্রাকের নিচে পড়ে ভাটা মালিক নিহত

আলমডাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাসান আলী নামের ইট ভাটা মালিক নিহত হয়েছেন।
গতকাল সন্ধ্যা ৬ টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের রোয়াকুলি গ্রামের এই মর্মান্তিক ঘটনা ঘটে।

একটি চলন্ত ট্রাকের নিচে পড়ে মোটরবাইকে থাকা হাসান ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘনটাস্থল থেকে হাসানের লাশ উদ্ধার করে।

নিহত হাসান নওদাবন্ডবিল গ্রামের মৃত রহিম মন্ডলের ছেলে এবং ফরিদপুরের দোয়াপাড়ায় অবস্থিত এনআরবি ইট ভাটার মালিক।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, উপজেলা রোয়াকুলি গ্রামে সন্ধ্যা রাতে একটি চলন্ত ট্রাকের নিচে পড়ে একজন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তবে তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, নিহত হাসান মোটরবাইকে করে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গায় বাড়ি ফিরছিলেন। মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজ পার হয়ে রোয়াকুলি গ্রামে ঢুকতে তার সামনে একটি ট্রাক পড়ে। হাসান ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে না পেরে ট্রাকের নিচে পড়ে যান। এবং ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পরে খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে নিহত হাসানের মরদেহ ট্রাকের নিচ থেকে টেনে বের করেন।

সড়ক দূর্ঘটনায় হাসানের মর্মান্তিক নিহতের ঘটনায় তার বাড়ি নওদাবন্ডবিল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

-আলমডাঙ্গা প্রতিনিধি