মুজিবনগরে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা

মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার উসমান গনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম, কৃষি অফিসার আনিসুজ্জামান খাঁন বাইজিদ, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আবদুল হাসেম, সমাজসেবা অফিসার আব্দুর রব, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন,মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান (মফিজ) সহ উপজেলা প্রশাসনের সকল কর্মচারী কর্মকর্তা গন।

-মুজিবনগর অফিস




মেহেরপুরে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির সমাবেশ

মেহেরপুর শহরের বড়বাজারে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বলেন, লুটেরা, কালো টাকার মালিক, জুয়াড়িদের হাতে রাষ্ট্র শাসন থাকলে জনগণের অধিকার পূরন হবে না। তিনি অবিলম্বে পেঁয়াজ, চালসহ দ্রব্যমুল্যের দাম কমানোর দাবী জানান।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, ইদ্রিস আলী, আবু সুফিয়ান হাবু, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক। সমাবেশে জেলা বিএনপির উপদেষ্টা ইদ্রিস আলী, তোজাম্মেল আযম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা সামসুল আলমসহ শতশত নেতাকর্মী অংশ নেন।
নিজস্ব প্রতিনিধি




গাংনীতে পৃথক দুর্ঘটনায় আহত ৩

মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক স্থানে পৃথক দুর্ঘটনায় নারীসহ তিন জন আহত হয়েছে। আহতরা হলো গোপালনগর গ্রামের অটো চালক ওয়াহেদ (৬২), আলেপের মেয়ে হোসনে আরা(২৫) ও নওপাড়া গ্রামের মৃত ইয়াকুবের ছেলে জয়নাল।

সোমবার সকাল সাড়ে দশটার দিকে গাংনী-হাটবোয়ালিয়া রোডের র‌্যাব ক্যাম্পের সামনে একটি অটোগাড়ি সামনে থাকা আলগামনকে ধাক্কা দিলে অটোগাড়ির চালকসহ হোসনে আরা নামের ঐ যাত্রি আহত হয়। এতে চালকের পায়ে জখম হয় ও নারী যাত্রির মাথায় ও দেহের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়।

এদিকেএকই উপজেলার নওপাড়া গ্রামে জয়নাল গমের হপারে ফিতা পরাতে গেলে অসাবধানতাবশত হাত মেশিনের ভিতর চলে গেলে হাতের দুটো আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরতা চিকিৎসক আহত জয়নালকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার্ড করেন। বাকিরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
-গাংনী প্রতিনিধি




নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

নওগাঁর সদর উপজেলার বটতলী ডাক্তারের মোড় এলাকায় ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

নিহতরা হলেন আদরী বেগম (২৫) ও তার মেয়ে সম্পা (৬)। তারা সদর উপজেলার চক আতিতা গ্রামের বাসিন্দা।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফায়সাল বিন আহসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

– নিউজ ডেক্স




মেহেরপুরে গাঁজা সহ আটক ১

মেহেরপুরে ৩০০ গ্রাম গাঁজা সহ সাজেদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

রবিবার দিবাগত রাতে মুজিবনগর উপজেলার ঢোলমারী গ্রাম থেকে তাকে আটক করা হয়।  আটক সাজেদুল চুয়াডাঙ্গা জেলার জগন্নাথপুর গ্রামের এজারুল ইসলাম বগার ছেলে।

এ বিষয়ে মুজিবনগর থানা একটি নিয়মিত মামলা  প্রক্রিয়াধী।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে গাছ ব্যাবসায়ী ও করাত কল মালিকদের রোষানলে হারিয়ে যাচ্ছে তাল গাছ

তাল গাছ। পরিবেশ ও প্রকৃতির বন্ধু শুধু নয়। মানুষের কল্যাণে এর জুড়ি নেই। তালগাছ নিয়ে রচিত হয়েছে অনেক কবিতা ও গান।

তাল গাছের সুমিষ্ট ফল দেয়া ছাড়াও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে মানুষকে। বর্তমান সরকার তাল গাছ রোপণের উপর জোর দিলেও এক শ্রেণির লোকজন তাল গাছ কাটার মহোৎসবে মেতে উঠেছে। নানা কারণ দেখিয়ে রাস্তার পাশের ও ব্যাক্তি মালিকানাধিন তালগাছ কেটে বিভিন্ন করাত কলে বিক্রি করছে।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বন ও পরিবেশ রক্ষা ছাড়াও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার তাল গাছ রোপণ করছেন। অপরদিকে বিভিন্ন এলাকায় তালগাছ কাটছেন করাত কলের মালিক ও কাঠ ব্যবসায়িরা। অনেকেই বিক্রি করছেন বিভিন্ন ইট ভাটায়।

বিশেষজ্ঞদের মতে, তাল ও নারিকেল গাছ দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। গ্রাম-বাংলার ঐতিহ্য রক্ষা ও শোভা বর্ধনে তাল ও নারিকেল গাছের জুড়ি মেলেনা। এক সময় বিভিন্ন সড়ক ও মহা সড়কের পাশে সারি-সারি তাল গাছ শোভা পেতে দেখা গেছে। এখনও দু’একটা তাল গাছ গ্রাম-গঞ্জের ঝোপ-ঝাড়ে দেখা গেলেও তা রক্ষায় সরকারি ভাবে নেই তেমন উদ্যোগ। অতীতে অপরিচিত মানুষের বাড়ি, জমি, পুকুর, মাঠ, মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজসহ বিভিন্ন স্থান দেখানোর জন্য বলা হতো উচুঁ ওই তাল গাছ টার পাশে।

এমনকি সরকারি বা বে-সরকারি ভাবে নানা দিক নির্দেশনার ক্ষেত্রেও তাল গাছের সহায়তা নেওয়া হতো। তালের পিঠা, তালের গুড়, তালের রস, সব মানুষের খুব মজাদার খাবার। বিশেষ করে অতীত সময় গুলোতে গ্রাম-বাংলায় তালের পিঠা ছাড়া আত্বীয়তা কল্পনাই করা যেত না। এছারা তাল গাছের পাতা দিয়ে তৈরী হয় নানা রকমের হাত পাখাও। ক্রমশই তাল গাছ হারিয়ে যাওয়ায় গ্রামীণ পরিবার গুলোতে নেই সেই তালের পিঠার অস্তিত্ব।

সরকারি ভাবে সঠিক নজরদারির অভাবে অযতœ-অবহেলা ও গুরুতের অভাবে তাল গাছ কাটা হচ্ছে। যেভাবে তাল গাছ কাটা হচ্ছে, সেই ভাবে তালগাছ রোপন করা হচ্ছেনা বলে অভিযোগ বিভিন্ন গ্রামের বাসিন্দাদের।

স্থানীয়রা জানান, তালগাছ কেটে ফেলার কারণে এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন গাংনীর গাড়াডোব এলাকায় তালগাছ কাটার উপর নিষেধাজ্ঞা জারি করেন। এবং কোনো করাত কলে তাল নারিকেল গাছ ফাড়াই করা নিষেধ করেন। গাছ ব্যাবসায়ীরা তাল গাছ বেচা-কেনা কয়েক সপ্তাহের জন্য বন্ধ রাখার পর প্রশাসনের নিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় গাছ ব্যাবসায়ীরা তাল ও নারিকেল গাছ বেচাকেনার উৎসবে মেতে উঠেছেন।

বিভিন্ন গ্রাম থেকে তাল ও নাারিকেল গাছ কেটে নিয়ে আসছে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব বাজারের লালা বিশ^াস ও চপল বিশ^াসের করাত কলে। সেখানে দে-দারছে ফাড়াই করা হচ্ছে তাল ও নারিকেল গাছ। আসবাবপত্রের উপকরণ তৈরী করছেন ও ইটভাটায় বিক্রি করছেন ব্যাবসায়ীরা।

এব্যাপারে গাংনী উপজেলা ফরেস্টার অফিসার হামিম হায়দার জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। তবে তারা কি কারনে তাল ও নারিকেল গাছ ফাড়াই করছেন তা সঠিক ভাবে জানা নেই। তিনি আরো বলেন, চপল বিশ^াসের করাত কলে কিছু গাছ মজুদ ছিলো , সে গুলি ফাড়াই করার পর আর নতুন করে তাল ও নারিকেল গাছ ফাড়াই করবে না বলে জানান এ কর্মকর্তা।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান, তাল ও নারিকেল গাছ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভৃমিকা পালন করার স্বার্থে তা রক্ষা করা অত্যান্ত জরুরী। যারা এসকল গাছ কাটা ও ফাড়াই করার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। সেই সাথে স্থানীয় ব্যাক্তিদেরও এ সকল গাছ গাছালির রক্ষণাবেক্ষণ ও তাল নারিকেল গাছ রোপন বৃদ্ধিতে জনসচেতনতা সৃষ্টি করার পাশাপাশি সরকারি অর্থয়নে অনেক সড়কের পাশে তালগাছ রোপন করা হয়েছে।

-গাংনী প্রতিনিধি




চুয়াডাঙ্গার চারটি ইউনিয়নকে দর্শনা থানায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আন্দোলন

চুয়াডাঙ্গা সদর থানার চারটি ইউনিয়নকে নতুন ঘোষিত দর্শনা থানার অর্ন্তভূক্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিয়নের কয়েকশ মানুষ। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধন শেষে চারটি ইউনিয়নের কয়েকশ মানুষের স্বাক্ষরিত একটি স্বারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর জমা দেওয়া হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, চুয়াডাঙ্গা জেলায় উন্নীত হওয়ার সময় থেকে সদর উপজেলার বেগমপুর, তিতুদহ ও নবগঠিত গড়াইটুপি এবং নেহালপুর ইউনিয়ন সদর উপজেলার অর্ন্তভুক্ত।

অথচ সম্প্রতি দর্শনা থানার অর্ন্তভুক্ত করা হয়েছে চারটি ইউনিয়নকে। আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। তাছাড়া দর্শনা একটি মাদক নির্ভর এলাকা। এসব কারণে আমরা কোনভাবেই দর্শনা থানার অর্ন্তভুক্ত হতে চাইনা।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন, আন্দোলন কমিটির আহŸায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহŸায়ক আশরাফুল হক, শামীম হোসেন মিজি ও আব্দুর রহিম।

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর প্রশাসনিক পুনঃবিন্যাস জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর, তিতুদহ ও নবগঠিত গড়াইটুপি এবং নেহালপুর ইউনিয়নকে দর্শনা থানার অর্ন্তভুক্ত করা হয়।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি




দর্শনায় ভবানিপুর মৌজায় ওয়ারিশ সুত্রে সাড়ে ৬ বিঘা জমি দখলে নিল সুফিয়া

দীর্ঘ ৫ বছর পর ওয়ারিশ হিসাবে ২ দাগে প্রায় সাড়ে ৬ বিঘা জমি দখল পেল সুফিয়া বেগম।
আদালত সুত্রে জানা গেছে ১৯৮০ সালে রেকর্ড হিসাবে মৃত আকবার মিয়া তার তিন ছেলের নামে দিয়ে দেয়। পরে তার বোন জমির ভাগ চাইলে দিতে অসীকার করে তার তিন ভাই। পরে কোন দিশা না পেয়ে আদালতে রেকর্ড কালেকশন মামলা করে। দীর্ঘ ৫ বছর মামলা চলার পর আদালত তাদের সাড়ে ৬ বিঘা জমি উদ্ধার করে দেয়।

গত শনিবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের নাজির শ্যামল কুমার শাহ ভবানিপুর মৌজার ৮৫৮ ও ৮৫৬ নং ও ৮৬২ দাগের প্রায় সাড়ে ৬ বিঘা জমি দখল করে দেন।
এ জমির ওয়ারিশ সুত্রে মেহেরপুর মল্লিক পাড়ার ৭ নং ওয়ার্ডের সুফিয়া বেগমের ছেলে টুকু ও খোকন কে ঢাক ঢোল পিটয়ে দখল মুক্ত করে দেন।

আদালত সুত্রে আরও জানা গেছে, দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আকবার আলী তার তিন ছেলে মান্নান, হান্নান ও তোতার নামে ১৯৮০ সালে বোনদের ফাকি দিয়ে তিন ছেলের নামে দিয়ে দেয়। সেই থেকে তার বোন সুফিয়া বেগম দাবি করলে দিতে অসীকৃতি জানায়।

তার ফলে আদালতে মামলা করলে ২ দাগে প্রায় সাড়ে ৬ বিঘা জমি দখল করে দেয়।

-দর্শনা প্রতিনিধি




কার্পাসডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে ২ স্কুল ছাত্রকে অপহরণ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের জাহাজপোতা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে দুই শিশু স্কুল ছাত্রকে ফুঁসলিয়ে অপহরণ করার অভিযোগ উঠেছে।

জানা গেছে জাহাজ পোতা গ্রামের আনসার, সামসুল গংয়ের সাথে ১৫ কাঠা ভিটা জমি নিয়ে সাহার আলীর ছেলে সিরাজুল, আয়ুব আলী, হিসাব, মৃত লিয়াকত গংয়ের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে।

লিয়াকতের নাতি তানভীর (১৮) সে খুবই দুষ্ট প্রকৃতির বহু অপকর্মের সাথে জড়িত। সে ভারতে থাকে মাঝে মাঝে নানীর বাড়িতে এসে নানান রকম অঘটন ঘটিয়ে চলে যায়।

কিছুদিন পূর্বে তানভীর তার নানার বাড়িতে আসে। এই তানভীর ই তার নানাদের সাথে জমি নিয়ে শত্রুতা চলে আসা আনসারের ছেলে মাদ্রাসা ছাত্র ওমর ফারুক (১১) ও সামসুলের ছেলে সেলিম (১৩) কে গত ৪ দিন পূর্বে ফুঁসলিয়ে ভারতে নিয়ে চলে যায়।

ওমর ফারুক ও সেলিমের পিতা জানান, তাদের সাথে আমাদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ তারা তার নাতীকে দিয়ে আমার ছেলে দুটিকে কৌশলে অপহরণ করেছে। এ কাজের সাথে তার নানা, নানী সহ অনেকে জড়িত।

শিশু দুটিকে নিয়ে তাদের বাড়িতে চলছে কান্নার রোল। এ বিষয়ে তানভীরের চাচাতো নানা সিরাজুলের সাথে কথা বললে তিনি জানান, তানভীরের সাথে ওমর ফারুক ও সেলিম গিয়েছে এটা সত্য কথা। তবে তাদের ফুসলিয়ে বা অপহরণ করে নিয়ে যায়নি সে। তারা দুজনে তানভীরের সাথে ভারতে বেড়াতে গিয়েছে হয়তো কয়েকদিনেই ফিরে আসবে।

আমাদের সাথে তাদের জমি নিয়ে বিরোধ তাই তারা নিষ্পাপ শিশু দিয়ে জল ঘোলা করে বিষয়টিকে ভিন্নখাতে নিতে চাইছে। তারা আরো জানান, আমরা এ ব্যাপারে সম্পর্ণ নির্দোশ।
তবে নাম না প্রকাশ করার শর্তে অনেকে বলেন তানভীরের নানাদের সাথে যখন তাদের বিরোধ সেজন্য ছেলে দুটির সাথে তার মেশা ও সেই সাথে ছেলে দুটির পরিবারকে না জানিয়ে অবৈধপথে তাদের ভারতে নিয়ে যাওয়া তানভীরের ঠিক হয়নি।

এখন বাচ্চা দুটি যদি ভারতের পুলিশ বা বিএসএফ এর হাতে ধরা পড়ে তবে তার দায় কে নেবে। তাদের কোন ক্ষতি হলে তার দায় কার নিতে হবে এমন প্রশ্ন তোলেন সচেতন মহল।
ওমর ফারুকের পিতা জানান, এ বিষয়ে সাহার আলীর ছেলে সিরাজুল, আয়ুব আলী, হিসাব আলী, লিয়াকতের নাতি তানভীর, স্ত্রী পাখিরন ছেলে আলমগীর, সোহাগের নামে আদালতে মামলার প্রস্তুতি চলছে ।

-কার্পাসডাঙ্গা প্রতিনিধি




জীবননগর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল আর নেই

জীবননগর প্রেস ক্লাবের একাধিকবারের নির্বাচিত সভাপতি আনোয়ারুল কবির নিজ বাড়ি ধোপাখালী গ্রামে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে এ সময় পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।

এ দিকে মরহুমের মৃত্যুর সংবাদ শুনে জীবননগরে কর্মরত সকল সাংবাদিক জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ বারের মত সহকর্মিকে দেখতে ভিড় জমান।
মরহুমের নামাজের জানাযা গতকাল রোববার ঈশার নামাজের পর নিজ গ্রাম ধোপাখালী ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়।

এদিকে মরহুমের মৃতুতে শোক প্রকাশ করেছেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার পরিবার, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক শামসুল আলম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো: আব্দুল লতিফ অমল, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম, ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু, জীবননগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সম্পাদক মানিক, বন্ধু রক্তদান কেন্দ্রের সম্পাদক মিঠুন মাহমুদ প্রমুখ।

-জীবননগর প্রতিনিধি