মেহেরপুরে অসামাজিক কার্যকলাপের দায়ে দুই নারী আটক

মেহেরপুরে অসামাজিক কার্যকলাপের দায়ে মহুয়া আক্তার কেয়া ও সুবর্না আক্তার নামের দুই নারীকে আটক করেছে ডিবি পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় বাবু দোকানদারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত এক যুব পালিয়ে যায় বলে জানান ডিবি পুলিশ।
আটক মহুয়া শহরের মল্লিকপাড়ায় বাবুর বাড়ির ভাড়াটিয়া সজলের স্ত্রী ও সুবর্না গাংনী বামুন্দির লাল্টু মিয়ার মেয়ে।

স্থানীয় সুত্রে জানা যায় বাবুর বাড়ি ভাড়া নিয়ে এরা দির্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ করে আসছে।

আটক দুজনকে শনিবার কোর্টে চালান করা হয়েছে বলে জানান ডিবি ওসি রবিউল ইসলাম।

-নিজস্ব প্রতিনিধি




গাংনীতে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক আহত

মেহেরপুরের গাংনী-কুষ্টিয়া সড়কের চোখতোলা নামক স্থানে সড়ক দূর্ঘটনায় দৈনিক সময়ের কাগজ ও চ্যানেল ফোর টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক এম এ লিংকন ও তার সহকারি এম এন পাভেল মারাত্মক আহত হয়েছে।

শনিবার বেলা সাড়ে তিনটার দিকে পেশাগত কাজ শেষে বামন্দী থেকে গাংনী ফেরার পথে চোখতোলা নামক স্থানে দূর্ঘটনার কবলে পড়ে।

আহত সাংবাদিক এম এ লিংকন জানান, বামন্দী থেকে স্বাভাবিক গতিতে মটরসাইকেল যোগে পেশাগত কাজ শেষ করে গাংনীর দিকে ফিরছিলাম এমন সময় চোখতোলা নামক স্থানে একটি ছাগল মটরসাইকেল এর সামনে এসে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়।
পরে প্রত্যক্ষদর্শীদের সহায়তায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে তারা সেখানে ভর্তি রয়েছে।

-গাংনী প্রতিনিধি




সমীর দে সভাপতি, মহমুদুল হাসান চঞ্চল সম্পাদক নির্বাচিত

আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। সমীর কুমার দে সভাপতি,মাহমুদুল হাসান চঞ্চল সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বেলগাছি ইউনিয়ন চত্তরে গত ১৬ নভেম্বর শনিবার সকাল ১০ টার দিকে ত্রী- বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার দে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। ত্রি-বার্ষিক সম্মেলন এর শুভ উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাজী হাসান কাদির গণু।

প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ এর সভাপতি চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি বলেন বাংলাদেশ আওয়ামীলীগ একটি বড় দল,এই দলে নেতা বেশি,তাই পদ পদবি নিয়ে প্রতিযোগীতা থাকবে, কিন্তু নিজ দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না।

আজ আমি বহুক্ষন ধরে আপনাদের বক্তব্য শুনছিলাম,কেউ বলছেন সে নাকি এই সংগঠন নিজ হাতে গড়েছেন,কেউ বলছেন,আমি ছাড়া এই ইউনিয়নে কোন আওয়ামীলীগ ছিল না,আপনাদের মনে রাখা দরকার দল কখনও একা একা করা যায় না,সকলের সম্মিলিত প্রচেষ্টা না থাকলে আজ সম্মেলনে এত লোক কোথা থেকে আসল,আপনারা কাদা ছোড়া ছুড়ি বন্দ করে সকলে মিলে সংগঠনের কাজ করেন। মনে রাখবেন বিরোধীদলকে ছোট ভেবে ঘরে বসে থাকলে একদিন আপনারা হারিয়ে যাবেন।

তাই আসেন সকল ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালি করেগড়ে তুলি।আওয়ামীলীগ একটি বড় দল,এই দলে প্রতিযোগীতা থাকবে,এতে হতাস হবার কিছু নেই। যারা আজকে সংগঠনের দায়িত্ব পাবেন তারা দলকে সুসংগঠিত করতে সকলকে নিয়ে কাজ করবেন।

যারা পদ পাবেন না,তাদেরও বলি আপারা কাজ করে যান,আপনার কাজের মুল্যায়নে আপনাকে উপজেলা,জেলা কমিটিতে পদে বসাবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হব,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি খুস্তার জামিল,প্রশান্ত অধিকারি, যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসরন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত ইয়াকুব আলী মাষ্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু মুসা, সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক,

সাংগাঠনিক সম্পাদক আতিয়ার রহমান, কাজী খালেদুর রহমান অরুন, জেলা আওয়ামীলীগের সদস্য দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক নজরুল ইসলামের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম,বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু , উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা,প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা যুবলীগের সভাপতি আহসান উল্লাহ, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দার অনিক ,

সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, মজিবর রহমান, শওকত আলী, জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, সাইফুর রহমান পিন্টু”, ছাত্রলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মদ ডন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সৈকতখান, সাকিব, অটল, চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতি ক্রমে বেলগাছি ইউনিয়নের সাবেক সভাপতি সমীর কুমার দে কে সভাপতি ও মাহমুহ হাসান চঞ্চলকে সাধারন সম্মাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

-আলমডাঙ্গা প্রতিনিধি




আলমডাঙ্গার মাদক ব্যবসায়ী জাকিরের ৩ মাসের কারাদন্ড

আলমডাঙ্গার আসমানখালী শালিকা গ্রামের মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে আটকের পর ভ্রাম্যমান আদালতে ৩ মাসের কারাদন্ড দিয়েছে।

শনিবার সকাল ৭ টার দিকে আসমানখালী বাজারে মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে হাতেনাতে আটক করে। আটকের পর বড় গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্র থেকে আলমডাঙ্গা থানায় নিয়ে আসা হয় ।

আলমডাঙ্গা থানায় উপজেলা নির্বাহি অফিসার মোঃ লিটন আলী মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে তিন মাসের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। মাদক ব্যবসায়ী জাকির হোসেন আলমডাঙ্গা উপজেলা গাংনী ইউনিয়নের আসমানখালী শালিকা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

-আলমডাঙ্গা প্রতিনিধি

 




আলমডাঙ্গা পৌর তিনটি ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি ঘোষনা

আলমডাঙ্গা পৌর সভায় অসমাপ্ত তিনটি ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পৌর সভার ৩টি ওয়ার্ড আওয়ামীলীগের কমিটির ঘোষনা দেওয়া হয়।

কমিটির নাম ঘোষনা অনুষ্ঠানে পৌর আওয়ামীলীগের সভাপতি আবু মুসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও ব্যবসায়ী লিয়াকত আলী লিপু মোল্লা।

পৌর আওয়ামীলীগের সম্পাদক সিরাজুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর আওযামীলীগের প্রচার সম্পাদক রেজাউল হক তবা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড সালমুন আহমেদ ডন, জেলা যুবলীগের আহŸায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফফার, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু প্রমুখ।

সভায় শেষে সর্বসম্মতিক্রমে ২ নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলমকে সভাপতি ও খন্দকার মজিবুল ইসলামকে সম্পাদক, ৮ নং ওয়ার্ডে আসমান আলী মালিথাকে সভাপতি ও দেলোয়ার মোল্লাকে সম্পাদক, ৯ নং ওয়ার্ডে শহিদুল ইসলাম মোল্লাকে সভাপতি ও সাফায়েতুল ইসলামকে সম্পাদক করে পৌর সভার ৩টি ওয়ার্ড আওয়ামীলীগের ৫১ সদস্য করে কমিটির নাম ঘোষনা করেন।

কমিটির নাম ঘোষনা করেন প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সহসভাপতি নাসির উদ্দিন।

-আলমডাঙ্গা প্রতিনিধি




মেহেরপুরে কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগের উদ্বোধন

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগের উদ্বোধন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে হ্যান্ডবল লীগের উদ্বোধন করেন। মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী।

স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া। প্রধান অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এর আগে সেখানে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা এবং ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগের উদ্বোধন করা হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম,সহকারী কমিশনার ভূমি মাইনুদ্দিন সদর থানার ওসি শাহদারা, হ্যান্ডবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সৈয়দ এহসানুল কবির আরিফ প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রথম বিভাগ ফুটবল লীগ ১৪ টি ক্লাব অংশগ্রহণ করছে। ক্লাবগুলো হলো বামনপাড়া বটতলা একাদশ, ছহিউদ্দিন ফাউন্ডেশন শিক্ষা ও যুব ক্রীড়া চক্র, নিয়ন স্টার ক্রীড়াচক্র, অ্যাপোলো ক্রীড়াচক্র, বামুনপাড়া সবুজ সংঘ, উদয়ান ক্রীড়াচক্র, প্রগতি পরিমেল, ফাহাদ স্পোর্টিং, ক্লাব ইলেভেন স্টার ক্লাব, দুরন্ত হোটেল বাজার, ব্রাইটস্টার ক্রীড়াচক্র, মেহেরপুর টাউন ক্লাব ও তাপস স্মৃতি সংঘ।

উদ্বোধনী খেলায় বামনপাড়া বটতলা একাদশ জয়লাভ করেছে। খেলায় বামনপাড়া বড়তলা একাদশ ১০-৪ গোলে নিয়ন স্টার কে পরাজিত করেন।

বিজয়ী দলের পক্ষে সাদ্দাম চারটি, সজীব দুটি, শিশির দুটি, সাগর ও শাহিন একটি করে গোল করেন । নিয়ন স্টার এর পক্ষে কালাম তিনটি ও সাঈদ একটি গোল করেন।

-নিজস্ব প্রতিনিধি




গাংনীতে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং

সারাদেশের মতো দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে মেহেরপুরের গাংনী পৌর শহরের সবজি ও পাইকারি বাজারে মনিটরিং করেছে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

শনিবার বেলা সাড়ে তিনটার সময় চেয়ারম্যান এম এ খালেক সহ গাংনী অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, পৌর মেয়র আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিলর নবিরুদ্দিন, মিজানুর রহমান, বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু সহ বাজার নিয়ন্ত্রণ কমিটির সদস্য ও স্থানীয় জনগণ উপস্থিৎ ছিলেন।

উপজেলা চেয়ারম্যান এম এ খালেক পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণের লক্ষে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন কিছু অসাধূ ব্যবসায়ী বিশেষ করে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করে তুলেছে। তাই এরপর থেকে বেশি দামে পেয়াজ ক্রয় করবেন না এবং বাজারজাত করবেন না।

যাতে করে অসাধু ব্যবসায়ীরা কোন প্রকার সিন্ডিকেট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করে তুলতে না পারে।

পরে তিনি গাংনী পাইকারি কাচা বাজারে যান এবং সেখানেও তিনি ব্যবসায়ীদের বেশি দামে পেঁয়াজ এমনকি অন্যান্য সবজি বাজার জাত না করার জন্য বলে দেন।

বিশেষ করে পেঁয়াজের উপর তিনি কড়া হুশিয়ারি দিয়ে বলেন কোন প্রকার কারসাজি ধরা পড়লে সেই ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে।

চেয়ারম্যান এম এ খালেক এর কথায় সকলে একমত হন এবং তার সিদ্ধান্তকে সাধুবাদ জানান।

-গাংনী প্রতিনিধি




মেহেরপুরে গ্রীন লাইফ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করলেন প্রতিমন্ত্রী

মেহেরপুরে গ্রীন লাইফ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।

শনিবার বিকেলে মেহেরপুর জেলা স্টেডিয়াম মাঠে গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে আয়োজিত টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও সাংবাদিক আবু আক্তার করণ। এসময় আরো উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতাউল হাকিম লাল মিয়া, মেহেরপুর প্রেসক্লাব ক্লাব এর সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, সাংবাদিক রেজ আন উল বাশার তাপস, দিলরুবা খাতুন, বিসিবির জেলা কোর্স হাসানুজ্জামান হিলন সহ টুর্নামেন্টে অংশ নেওয়া দলের ক্যাপ্টেন ও কর্মকর্তারা।

প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন।

আগামী ২২ শে নভেম্বর মেহেরপুর সরকারি কলেজ মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হবে। টুর্ণামেন্টে মেহেরপুর জেলার ৭টি টিম সহ মোট ১৩ জেলার ২০টি দল অংশগ্রহণ করবে।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে বিভিন্ন মামালার ৮ আসামী গ্রেফতার

মেহেরপুরে বিভিন্ন মামলার ৮ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার
সদর ও গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এ ৮ জন আসামিকে আটক করা হয়।

এর মধ্যে সদর থানা পুলিশ ৬ জনকে ও গাংনী থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোররাত পর্যন্ত সদর উপজেলা ও গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় পুলিশ। এ সময় ৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে আন্তজেলা বাস সার্ভিস শুরু

ধর্মঘট করার একদিন পর আবার শুরু হয়েছে মেহেরপুরে বাস চলাচল। তবে শুধু মাত্র মেহেরপুরে চলাচল করবে এর বাইরে যাবে না। শুনবার সকাল থেকে মেহেরপুর-মুজিবনগর-দরবেশপুর-খলিসাকুন্ডি পর্যন্ত বাস সার্ভিস দিচ্ছে শ্রমিকরা।

সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী যানবাহনের যে জরিমানা আইন করা হয়েছে তার প্রতিবাদে গত শুক্রবার থেকে মেহেরপুরে সকল প্রকার লোকাল বাস চলাচল বন্ধ ছিল।

শনিবার সকাল থেকে মেহেরপুর জেলা পুলিশের এর সহযোগিতায় আবারো লোকাল বাস চলাচল শুরু হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন। তিনি বলেন, সড়ক আইন সংসধনের দাবিতে গত শুক্রবার মেহেরপুর জেলা শ্রমিক ইউনিয়ন বাস চলাচল বন্ধ রেখে ছিল। পুলিশ সুপারের নির্দেশে পুনরায় বাস সার্ভিস চালু করেছে শ্রমিকরা।

-নিজস্ব প্রতিনিধি