গাংনীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী সভা অনুষ্ঠিত

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণে জরুরী সভা করেছে গাংনী উপজেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক দিক নির্দেশনা মুলক আলোচনা করেন।

এ সময় পৌর মেয়র আশরাফুল ইসলাম সহ বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বুলু, ইটভাটা মালিক সমিতির সভাপতি ইনামুল হক ও বাজার মনিটরিং কমিটির সকল সদস্যরা উপস্থিৎ ছিলেন।

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রণে আগামীকাল থেকে উপজেলা প্রশাসন সহ বাজার মনিটরিং কমিটির সদস্যরা বাজারে নিবিড় পর্যবেক্ষন করবে বলে জানা যায়।
বাজার নিয়ন্ত্রণ রাখতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়।
-গাংনী প্রতিনিধি




মেহেরপুর থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ

মেহেরপুর থেকে সকল রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে শ্রমিক ইউনিয়ন। শুক্রবার সকাল থেকেই চলছে এই ধর্মঘট। সড়ক পরিবহন আইন ২০১৮ প্রতিবাদে বাস চলাচল বন্ধ করা হয়েছে বলে জানান শ্রমিকরা।

মেহেরপুরের কয়েকজন বাস চালক জানান, এই আইনের আওতায় চলাচল করা আমাদের জন্য ঝুঁকিপুর্ন। যে কোন সময় আমরা এই আইনের বেড়া জালে পড়ে হয়রানির শিকার হতে পারি। তাই আমরা বাস চলাচল বন্ধ করে রেখেছি।

এদিকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ।সকালে বাইরে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে বাস না পেয়ে এক প্রকার বিভ্রান্তিতে পড়েছে যাত্রিরা। কারনে অকারনে কথায় কথায় বাস বন্ধ রাখার তিব্র নিন্দা জানিয়েছে অনেকেই।

এ বিষয়ে শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সভাপতি সোহেল আহমেদ জানান, নতুন সড়ক আইন চালু হওয়ার পর থেকে গাড়ি চালাতে ভয় পাচ্ছে চালকরা। কখন কোন মামলায় পড়ে হাজার হাজার টাকা জরিমানা গুনতে হয় সে আতঙ্কে আছে শ্রমিকরা।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহমান গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে আগ্নেয়াস্ত্র গুলি ও গান পাউডারসহ শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহমান (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গাংনী থানা পুলিশের একটি দল শুক্রবার ভোরে হিন্দা মাঠ পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে।

আব্দুর রহমান গাংনী উপজেলার রংমহল গ্রামের আব্দুস সামাদের ছেলে।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, আব্দুর রহমান অস্ত্র গুলি ও গান পাউডার নিয়ে হিন্দা মাঠ পাড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান স্যুটার গান, দুই রাউন্ড গুলি ও ৪০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে গাংনীসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আব্দুর রহমানকে আদালতে সেপার্দ করা হয়েছে।

-গাংনী প্রতিনিধি




জঙ্গি হামলায় নিহত বিচারকদের স্মরণে চুয়াডাঙ্গা জজশীপে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

২০০৫ সালে জঙ্গি হামলায় নিহত বিচারক জগন্নাথ পাঁড়ে ও বিচারক শহীদ সোহেল আহম্মেদের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা জজশীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহাদৎ বার্ষিকীর আলোচনা পর্বে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস.এম নুরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. কামাল হোসেন সিকদার, যুগ্ম জেলা ও দায়রা জজ নীলা কর্মকার, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো. শামসুজ্জামান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজেদুর রহমান, মানিক দাস, পাপিয়া নাগ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহা নোশীন বর্ণী, সহকারী জজ মো. আরমান হুসাইন, মোছা. নীলা খাতুন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বেলাল হোসেন, গভার্নমেন্ট প্লিজার (জিপি) অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশারসহ জেলা জজশীপের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি




ডাবল সেঞ্চুরিতে পৌঁছালো প্রতি কেজির দাম!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে ভারতের একটি সম্মেলনে মজা করে বলেছিলেন “আমি আমার রাধুনীকে তরকারিতে পেঁয়াজ দিতে নিষেধ করেছি” প্রধানমন্ত্রীর সেই কথা মেহেরপুরসহ সারা দেশের রান্না ঘর গুলোতে সত্যতে পরিণত হয়েছে। ৫ কেজি চালের দামে ১ কেজি পেঁয়াজ কেনা আমার পক্ষে সম্ভবনা এমন কথা বলছে অনেকেই।

হ্যা, সব রেকর্ড ভেঙ্গে পেঁয়াজ এখন দুইশো ছাড়িয়েছে। মেহেরপুরের খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা দরে। পেঁয়াজের লাগামহীন দামে ক্রেতারা পড়েছে বিপাকে। কেউ কেউ বন্ধ করে দিয়েছে পেঁয়াজ খাওয়া।

গত ২৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানী বন্ধ করে দেওয়ার পর থেকেই দাম বাড়তে শুরু করে। প্রথম অবস্থায় দেশের বাজারে ৪০-৫০ টাকা দরে পেয়াজ বিক্রি হলেও গত দুই মাসে বেড়ে দাড়িয়েছে ২০০ টাকায়।

মেহেরপুর সহ দেশের কাচা বাজারে সরকারি তদারকি না থাকায় পেঁয়াজের দাম অস্থির হয়ে পড়েছে বলে অভিযোগ করছে অনেক ক্রেতা বিক্রেতারা।

গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুরের বড় বাজার কাঁচা পট্টিতে গিয়ে দেখা যায় বিক্রেতারা পেয়াজের দাম নিচ্ছে ১৮০-২০০ টাকা। দাম বেশি কেনো জানতে চাইলে বিক্রেতারা জানাই বাজারে ভারতীয় পেয়াজ নেই। যা আছে দেশি পেঁয়াজের সাথে সাথে সেগুলোরও দাম বেশি নিতে হচ্ছে।

বড় বাজার কাঁচা ব্যাবসায়ী রাশেদ বলেন, আমাদের কি দোষ, আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। এ গুলো বড় বড় সিন্ডিকেটের ব্যাপার আমরা সহ ক্রেতারা সবাই তাদের হাতে বন্দি।

মেহেরপুর হোটেল বাজার কাঁচা পট্টিতে দাম আরও বেশি। এখানে প্রতি কেজি পেয়াজ বিক্রি হচ্ছে ১৯০-২১০ টাকা পর্যন্ত।

বিক্রেতা আক্তারুজ্জামান বলেন, আমরা বড় বাজার থেকে পেঁয়াজ কিনে নিয়ে আসি তাই সেখানের চেয়ে আমাদের কাছে দাম একটু বেশি।

শহরের হাসপাতাল পাড়ার আজিজুল পেশায় অটো চালক, বাজার করতে এসে কথা হয় তার সাথে। এ সময় তিনি পেঁয়াজের দাম শুনে মলিন মুখে বলেন, এসব আমাদের খাবার না। সারাদিন অটো চালিয়ে খরচ বাবদ ২০০-৩০০ টাকা থাকে আমরা কিভাবে এতো দামে পেঁয়াজ কিনবো।

মিয়া পাড়ার স্কুল শিক্ষক মোস্তাক আহমেদ আফসোস করে বলেন, তরকারিতে পেঁয়াজ দেওয়া আজ থেকে বাদ। ১ কেজি পেঁয়াজ কিনতে যদি ২০০ টাকা গুনতে হয় তবে বাকি সবজী কি দিয়ে নেবো।

বড় বাজারের আড়তদার ইয়ারুল ইসলাম বলেন, আমদের বাইরে থেকে পেঁয়াজ আনতে হচ্ছে বেশি দামে। তাছাড়া এল সি পেঁয়াজ পাওয়া যাচ্ছে না এ জন্য দাম বেশি। নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত কিংবা ভারতীয় পেঁয়াজ না আসলে পেঁয়াজের দাম কমার কোন সম্ভাবনা দেখছিনা।

মেহেরপুর তহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বলেন, আমরা ভারতীয় পেঁয়াজের উপর নির্ভরশীল। এটা বন্ধ হয়ে যাওয়ায় পেঁয়াজের দাম লাগামহীন ভাবে বেড়ে চলেছে। বাজারের চাহিদা অনুযায়ি পেঁয়াজ সরবরাহ করতে পারছি না। তাই যে যা পারছে ইচ্ছে মত দাম হাকাচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম বলেন, জেলা প্রশাসকের সাথে বাজার মনিটরিং কমিটির সভা হয়েছে। সভায় পেঁয়াজের দাম নিয়ে আলোচনা হয়। মেহেরপুরের আড়তদার যারা আছেন তারা বেশি দামে বাইরে থেকে পেঁয়াজ কিনে আনছে সে ক্ষেত্রে স্থানীয় খোলা বাজারে দাম বেশি হচ্ছে।

মেহেরপুর জেলা মার্কেটিং অফিসার জিবরাইল বলেন, পেঁয়াজের দাম শুধু মেহেরপুর না সারা দেশে সমস্যা। এখানে আমাদের তেমন কিছু করার থাকে না। কবে আমরা আশা করছি আগামী এক মাসের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে।

-মর্তুজা ফারুক রুপক




মালয়েশিয়া প্রবাসী নাসির উদ্দিনের লাশের দাফন সম্পন্ন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের মালয়েশিয়া প্রবাসী নাসির উদ্দিনের লাশ নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় জানাজা কুলপালা সরকারি প্রাইমারি স্কুল মাঠে তার জানাজা শেষে মৃত নাসির উদ্দিনের লাশ স্থানীয় কবর স্থানে দাফন করা হয়।
এর আগে তার লাশ কুলপালা গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নাসিরউদ্দিনের লাশ দেখে সহ্য করতে না পেরে তার বাবা শাকেন সর্দার হৃদ রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রæত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত ৮ নভেম্বর নাসিরউদ্দিন মালয়েশিয়াতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।

-চিৎলা প্রতিনিধি




মুজিবনগরে মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত

মুজিবনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাসের সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারি বকুল সহ সদস্যবৃন্দ।

-মুজিবনগর অফিস




মুজিবনগরের কোমরপুরে পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের কেএমজি প্রি-ক্যাডেট একাডেমী পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেএমজি প্রি-ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ গুলশান আরা রুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নাজিম বিশ্বাস।

এছাড়া মুক্তিযোদ্ধা মো. খাজা চৌধুরী এবং সহকারী শিক্ষক শামীম রেজা সহ আরো অনেকেই উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন।

পরে সেখানে পিইসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

-মহাজনপুর প্রতিনিধি




মেহেরপুরের ইসলামপুর বাজারে সড়ক দুর্ঘটনায় আহত-৩

মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর বাজারে মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংষর্ষে চালকসহ ৩ জন আহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধা সাড়ে পাঁচটার দিকে ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মোটরসাইকেল আরোহী কোমরপুর গ্রামের ইজারুল ইসলামের ছেলে শাওন ও মধু হালদারের ছেলে পলাশ ও পাখি ভ্যান চালক গোপালপুরের হোসেন আলী ।

আহতদের মধ্যে পাখি ভ্যান চালকের অবস্থা আশংক্ষাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে ও বাকি ২ জন মোটরসাইকেল আরোহীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধা সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেল এ করে শাওন ও পলাশ শহরের দিকে যাচ্ছিলো।

এমন সময় উল্টা দিক থেকে আশা একটি পাখি ভ্যানের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ লাগলে সকলে পিচের রোডের উপর ছিটকে পরে যায়। এতে সকলেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

-মহাজনপুর প্রতিনিধি




গাংনীতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত চোরাচালান প্রতিরোধ ও মাসিক আইন শৃংখলা কমিটির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী থানার অফিসার ইন্চার্জ (ওসি) ওবাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান রাশিদুল ইসলাম জুয়েল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, কাথুলি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহাসান উল্লাহ মহন, আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা পঁচু, জাীয় পার্টি ( জেপি ) এর জেলা কমিটির সভাপতি আব্দুল হালিম, মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম, ইটভাটা মালিক সমিতির সভাপতি ইনামুল হক, মহনা টিভির সাংবাদিক মো: ফারুক হোসেন, মেহেরপুর প্রতিদিনের সাংবাদিক এ সিদ্দিকী শাহীন প্রমুখ।

এ সময় উপজেলা পরিষদের সকল বিভাগের কর্মকর্তার কর্মচারিগন উপস্থিত ছিলেন।

-গাংনী প্রতিনিধি