গাংনীতে যত্রতত্র গড়ে উঠেছে স’মিল ঘটছে দূর্ঘটনা

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন স্থানে যত্রতত্র গড়ে উঠেছে কাঠ ফাড়াই এর মিল। পরিবেশ দুষনের পাশা পাশি ঘটছে মারাত্মক দূর্ঘটনা। পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন গড়ে উঠছে এ ধরণের স’মিল।

এ উপজেলায় প্রায় ২৫টি স’মিল রয়েছে যার একটিরও কোন লাইসেন্স নেই বলে একটি নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে।

নীয়মানুযায়ি জনবসতি, বসতবাড়ি, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠান ও যেকোন সড়ক থেকে অন্তত ২শ’ মিটার দুরে স’মিল গড়ে তোলার নিয়ম থাকলেও সে নীয়ম না মেনেই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যত্রতত্র গড়ে উঠেছে এসমস্ত স’মিল।

সরেজমিনে দেখা যায়, গাংনী-কুষ্টিয়া প্রধান সড়কের ধারে গাংনী বাজারের সন্নিকটে রাজা ক্লিনিক ও মোক্তারিয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে এবং কয়েক’শ পরিবারের বসবাস এর আশপাশেই অনেক বছর ধরেই স’মিলের ব্যবসা চলমান রয়েছে।

এছাড়াও মেহেরপুর-কুষ্টিয়ার প্রধান সড়ক তেরাইল কলেজের একেবারেই বিপরীত দিকে রাস্তা সংলগ্নে বেশ কয়েক বছর ধরে স’মিলের ব্যবসা করে আসছেন একজন ব্যবসায়ী। সেখানে দেখা যায় প্রধান সড়কের ধারেই গাছ কেটে ফেলে রাখা হয়েছে। প্রধান সড়ক জুড়েই দাড়িয়ে আছে অবৈধযান আলগামন কাটা গাছ গুলি সেখানে আনলোড করার জন্য। এতে করে শব্দ র্দূষণ সহ পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়াও প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা।

খোঁজ নিয়ে দেখা গেছে স’মিল মালিকরা দীর্ঘ দিন ধরে পরিবেশ ছাড়পত্র এমনকি কোন প্রকার লাইসেন্স ছাড়াই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্যাবসা করে আসছিল। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের তৎপরতায় কয়েকজন লাইসেন্স করেছেন বলে জানা গেছে।

জানতে চাইলে এক ব্যাবসায়ী বলেন লাইসেন্স করা অনেক ঝামেলার ব্যাপার তাই লাইসেন্স করার উপর আমাদের আগ্রহ থাকেনা। লাইসেন্স এর বিষয়টি সহজ করলে লাইসেন্স করা আমাদের জন্য কোন সমস্যা নয়। রাস্তা বা জনবসতির কাছাকাছি স’মিলের কার্যক্রম বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাবসায়ী বলেন এসব বিষয় নিয়ে কেউ কোন কথা বলেনা তাই এভাবেই করে যাচ্ছি।

মেহেরপুর বন বিভাগের ভার-প্রাপ্ত কর্মকর্তা মো: জাফর উল্লাহ জানান, গত দু’মাস আগে মাত্র চারজন লাইসেন্স করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান, স’মিল মালিকদেরকে কিছুদিন আগে সতর্ক করা হয়েছে লাইসেন্স এর জন্য এর মধ্যে কয়েকজন করেছে বাকিদের জন্য সময় বাড়িয়ে দিলেও তারা তা করতে পারেনি বা করেনি। পরে খোঁজ নিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

-এ সিদ্দিকি শাহীন,গাংনী প্রতিনিধি




আলমডাঙ্গায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্টিত

আলমডাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল সকাল ১০ টারদিকে উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। তিনি বলেন যে কোন সময়ের চেয়ে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল। আসেন আমরা সকলে মিলে অন্যায় ও দুর্নিতির বিরুদ্ধে কাজ করি, সকলের উদ্যেশ্য আহবান জানান আসুন আমরা সকলে মাদকের বিরুদ্ধে কাজ করি, মাদকের সাথে কোন আপোষ নেই।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদীর গনু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদ,

থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এস আই জিয়াউর রহমান, সমাজসেবা অফিসার আফাজ উদ্দিনের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা চেয়ারম্যান সমিতির সভাপতি হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, কাউছার আহম্মদ বাবলু, অ্যাড. আব্দুল মালেক, আমিরুল ইসলাম মন্টু, লুৎফর রহমান,

নজরুল ইসলাম, নুরুল ইসলাম নুরু, আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম রোকন, আবু সাইদ পিন্টু, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, প্রভাসক রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারি, বাড়াদী ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, ভিডিপি অফিসার রওশন আরা, পিআইও এনামুল হক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মাহতাব উদ্দিন প্রমুখ।

-আলমডাঙ্গা প্রতিনিধি




চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাক্টর-পাখিভ্যান সংঘর্ষে নিহত ১

চুয়াডাঙ্গার দর্শনা-জীবননগর সড়কে ট্রাক্টর-পাখিভ্যানের সংঘর্ষে মনোয়ার হোসেন ওরফে মনু (৩৪) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে দামুড়হুদার দর্শনা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক মনোয়ার জীবননগর উপজেলার সিংনগর গ্রামের বড় মসজিদ পাড়ার রহমান মন্ডলের ওরফে পয়মালের ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে মনোয়ার তেল পাম্পের পাশে চায়ের দোকান থেকে তার ভ্যান নিয়ে রাস্তায় উঠার সময় চুয়াডাঙ্গা থেকে জীবননগর মুখি একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় মনোয়ার। এসময় পথচারিরা ওই ট্রাক্টরকে থামালেও ঘাতক চালক আমজেদ পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, রাত ৮টার দিকে দামুড়হুদা গামী একটি ভ্যান দর্শনা ফিলিংস্টেশনের সামনে বালি ভর্তি ট্রাকটর ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ভ্যান চালক ঘটনাস্থলেই মারা যায়। লাশটি বেগমপুর ক্যাম্প ইনচার্জ এস আই রাজিব উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

-চুয়াডাঙ্গা ও দর্শনা প্রতিনিধি




গাংনীতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত চোরাচালান প্রতিরোধ ও মাসিক আইন শৃংখলা কমিটির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী থানার অফিসার ইন্চার্জ (ওসি) ওবাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান রাশিদুল ইসলাম জুয়েল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, কাথুলি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহাসান উল্লাহ মহন, আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা পঁচু, জাীয় পার্টি ( জেপি ) এর জেলা কমিটির সভাপতি আঃ হালিম, মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম, ইটভাটা মালিক সমিতির সভাপতি ইনামুল হক, মহনা টিভির সাংবাদিক মোঃ ফারুক হোসেন, মেহেরপুর প্রতিদিনের সাংবাদিক এ সিদ্দিকী শাহীন প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের সকল বিভাগের কর্মকর্তার কর্মচারিগন উপস্থিৎ ছিলেন।
-গাংনী প্রতিনিধি




ট্রেন দুর্ঘটনা: মা হারানো সেই শিশু মাহিমার দায়িত্ব নিলেন উপমন্ত্রী শামীম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেল দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ তিনজন। আহতদের মধ্যে শিশু মাহিমার (৩) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

নিহতরা হলেন, ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়নের মাদবর কান্দির বাসিন্দা অলু হাওলাদারের মেয়ে কাকলী বেগম (২২), পার্শ্ববর্তী জালালপুর ইউনিয়নের বাসিন্দা কাকলী বেগমের মামী শাশুড়ি আমাতন বেগম (৪৫), আমাতন বেগমের মেয়ে মরিয়ম (৪)।

এছাড়া ঘটনায় কাকলী বেগমের মেয়ে শিশু মাহিমা (৩), শাশুড়ি রাহিমা বেগম (৪৫), মামা শ্বশুর জাহাঙ্গীর মিয়া (৫০) গুরুতর আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

কাকলীর পরিবারের সদস্যরা জানায়, গতকাল বুধবার সিলেটের হযরত শাহজালাল (র) এর মাজার জিয়ারত করতে যান কাকলী, তার মেয়ে, শাশুড়ি, মামা শ্বশুর, মামী শাশুড়ি ও মামা শ্বশুরের মেয়ে মরিয়ম। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের কারণে তারা বাড়ি ফিরতে না পারায় সিলেটে তাদের এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তারা।

সেখানে ৪ দিন থাকার পর সোমবার রাতে ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে তারা। গত মঙ্গলবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় তাদের বহনকারী ট্রেনটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বহু হতাহতের ঘটনা ঘটে। তাদের মধ্যে শরীয়তপুরের তিনজন নিহত ও শিশু মাহিমাসহ তিনজন আহত হয়েছেন। আহতরা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের লাশ এনে ভেদরগঞ্জে দাফন করা হয়েছে।

উপমন্ত্রী এনামুল হক শামীমের ব্যক্তিগত সহকারী (পিএস) শিপন শিকদার জানান, বুধবার সকালে সিএমএইচে শিশু মাহিমাকে দেখতে যান উপমন্ত্রী এনামুল হক শামীম। তিনি তার চিকিৎসার খোঁজখবর নেন।

শিপন শিকদার আরও জানান, শিশু মাহিমার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন উপমন্ত্রী। এছাড়া শিশুটির পরিবারের পাশে থাকার ঘোষণা দেন এনামুল হক শামীম।

আরশিনগর ইউনিয়নের চেয়ারম্যান শামছুজ্জোহা রতন জানান, শিশু মাহিমা রাজধানীর সিএমএইচে ভর্তি রয়েছে। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন স্থানীয় এমপি ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাফিস।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে হুমায়ূন আহ্মেদের ৭১তম জন্মদিন পালন

বাংলা সাহিত্যাঙ্গনে তিনি ধ্রুবতারা। তার বইয়ের ভাষায় কথার জাদুতে মোহিত হননি এমন বাঙালি পাঠক পাওয়া যাবে না। তিনি আর কেউ নন আমাদের কথার জাদুকর হুমায়ূন আহমেদ।

গতকাল বুধবার বাঙালির নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন পালন করেছে ‘নীল মোড়ক’ নামের পাঠক পরিবার নামের সংগঠন।

গতকাল বিকেল মেহেরপুর পৌরঈদগাহ মাঠে হুমায়ন আহমেদের জন্মদিন উপলক্ষে কবিতা আবৃতি, ছোট গল্প, গান, কুইজ প্রতিযোগিতার ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে কেক কেটে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন পালন করা হয়।

এসময় লিখন, ফয়সাল আহমেদ, জামিরুল, রিপন, ফারজানা, রাজিয়া সুলতানা, লাভলী, শেমলী, তারিন, সুজন, মীম, নাদিম, সাহেদ, নয়ন, মৃদুল, রাফি, সাইফ, হিমেল, সৈকত, সাঈদ আরো বিভিন্ন পাঠক সেখানে উপস্থিত ছিল।

প্রসঙ্গত ‘নীল মোড়ক’ পাঠক পরিবার যেখানে মেহেরপুরের সকল স্তরের মানুষ বই পড়ে এবং বই নিয়ে আলোচনা করে। তারা বাড়িতে বাড়িতে গিয়ে বই দিয়ে আসে এবং পড়া শেষে নিয়ে আসে। নতুন নতুন পাঠক তৈরি করে চলেছে বিগত ২ বছর ধরে। এই দিনটি শ্রদ্ধা ভরে পালন করে।

-নিজস্ব প্রতিনিধি




চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভটভটিতে থাকা এক শিশু নিহত

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের দশমাইল নামক স্থানে বাসের ধাক্কায় ভটভটিতে থাকা নানীর কোল থেকে ছিটকে পড়ে শোভন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার এ দূর্ঘটনা ঘটে। নিহত শোভন সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটআড়িয়া গ্রামের খবির আলীর ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান জানান, শিশু শোভন নানীর সাথে আলমসাধুযোগে (ভটভটি) পাশের নবীননগর গ্রামে যাচ্ছিলো। পথে দশমাইলে বাসের ধাক্কায় ভটভটি থেকে শিশু শোভন ছিটকে পড়ে।

দূর্ঘটনার পর তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. এহসানুল হক তাকে মৃত ঘোষণা করেন।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি




গাংনী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ফজলুল হকের নিয়োগ নিয়ে নানা প্রশ্ন!

মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রী কলেজে ফজলুল হক অবৈধ নিয়োগের বৈধতা দেখিয়ে সরকারি সুবিধা ভোগ করছে। এ ছাড়াও নিয়মের তোয়াক্কা না করেই নিজ নামে একটি বেসরকরী শিক্ষা প্রতিষ্ঠানও পরিচালনা করেন।

বর্তমানে ফজলুল হক সেন্টু গাংনী সরকারি ডিগ্রী কলেজে পরিসংখ্যান বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। কিন্ত তার এই প্রভাষক হওয়ার পিছনে রয়েছে নানা অনিয়ম।
অনুসন্ধানে জানা গেছে, তৎকালীন বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে প্রভাষক হিসেবে নিয়োগ নেন।

১৯৯৪ সালের ৩০ জুলাই ছিল গাংনী সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক নিয়োগের শেষ তারিখ।

এ সময় আবেদন করেন ফজলুল হক সেন্টু । কিন্তু আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারিনি। কারণ, ফজলুল হক মাস্টার্স পাশ করেন ১৯৯৫সালে। সে হিসেবে ফজলুল হক আবেদন করতে পারে না। কিন্তু সে সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে গাংনী ডিগ্রী কলেজের ততকালীন অধ্যক্ষ প্রয়াত আব্দুল খালেক এর সহযোগীতায় অবৈধভাবে নিয়োগ নেয় ফজলুল হক ।

এ নিয়ে শিক্ষা মন্ত্রনালয় কতৃক একটি তদন্ত টিম ফজলুল হক এর নিয়োগ প্রসঙ্গে জানতে চাইলে, অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। পরবর্তিতে শিক্ষা মন্ত্রণালয় নিয়োগের বৈধতা দিলে সরকারি বেতন ভাতা চালু হয়।

ইতিমধ্যে ফজলুল হক নিজ বাড়িতে গাংনীতে ২০০২ সালে “ ফজলুল হক আইডিয়াল স্কুল” নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সরকারি নিয়ম ভঙ্গ তরে সেই প্রতিষ্ঠান তিনি নিজেই পরিচালনা করেন।

এই প্রতিষ্ঠান নিয়েও আছে সাধারণ জনগনের বিরুপ প্রতিক্রিয়া। নারি কেলেঙ্কারি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

গাংনীর জাহাঙ্গীর আলম বাদশা বলেন, বিগত জোট সরকারের আমলে ফজলুল হক ব্যাপক দাপট দেখিয়েছে। সে সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইচ্ছেমত সুবিধা আদায় করেছে। পরবর্তিতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে কিছুটা শান্ত হয়। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় গেলে আবার বেপরোয়া হয়ে ওঠে। তার তান্ডবে এলাকার কোন আওয়মী লীগ শান্তিতে বসবাস করতে পারিনি। কারনে অকারনে আওয়মী পন্থিদের বিভিন্ন নির্যাতন করেছে।

উপজেলা শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার বলেন, এ নিয়োগের বিষয়ে আমাদের জানা নেই। সরকারি কোন প্রতিষ্ঠানের কর্মকর্তা বেসরকারি কোন প্রতিষ্ঠানের পরিচালক হতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, এই রকম কোন নিয়ম নেই।

এ বিষয়ে ফজলুল হক বলেন, আমার নিয়োগে কোন ঝামেলা নেই। আমি ১৯৯০ সালে মাস্টার্স পাশ করি সেই সার্টিফিকেট দিয়ে আমি চাকরি পাই। আমার বাড়িতে যে প্রতিষ্ঠান আছে সেটা ভাড়া দেওয়া আছে।

গাংনী সরকারি ডিগ্রী কলেজের বর্তমান অধ্যক্ষ মনিরুল ইসলাম বলেন, ফজলুল হক নিয়োগ পেয়েছেন প্রয়াত অধ্যক্ষ আব্দুল খালেক এর সময়। সে সময় তার নিয়োগ কিভাবে হলো আমি জানিনা। তবে তার নিয়োগে কিছুটা হলেও অনিয়ম থাকতে পারে। কারণ রস সময় নিয়োগ দেওয়া ছিল ১৯৯৪ সালে কিন্তু ফজলুল হকের সার্টিফিকেট ১৯৯৫ সালের।

-আল-আমীন ও মর্তুজা ফারুক রুপক




সেরা তরুন করদাতা আরিফ শেখ

খুলনা বিভাগের সেরা তরুন করদাতা হিসেবে সম্মাননা পেলেন মেহেরপুরের আরিফ শেখ।
গতকাল বুধবার সকালে খুলনার সিটি ইন হোটেলে এক অনুষ্ঠানে সেরা করদাতার সম্মাননা পুরুষ্কার তুলে দেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক কর কমিশনার প্রশান্ত কুমার রায়।
আরিফ ২০১৮-১৯ কর বছরে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। আরিফ শেখ মেহেরপুর শহরের বোসপাড়ার আবুল কাশেমের ছেলে।

আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা ২০১৮ এর বিধান অনুযায়ী আয়কর প্রদানকারী ৪০ বছরের নিচে মেহেরপুর জেলার প্রথমবারের জন্য আরিফ শেখ এ সম্মাননা লাভ করেন।

-নিজেস্ব প্রতিনিধি




গাংনীতে শিক্ষকের বিরুদ্ধে শিশু ও নারী নির্যতনের অভিযোগ, কোর্টে মামলা দায়ের

মেহেরপুরের গাংনী সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতনের অভিযোগ করেছেন গৃহবধু মাফরোজা খাতুন (৩৩)।

মাফরোজা খাতুন গাংনী পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের কৃষক রমজান আলির মেয়ে।

নির্যাতনের শিকার মাফরোজা খাতুন জানান, ২০১৭ সালের নভেম্বর মাসের ২৪ তারিখে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে মো: আতিউল ইসলাম (৪০) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অভিযুক্ত আতিউল ইসলাম গাংনী সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক।

বিয়ের কিছু দিন পরেই যৌতুকের দাবিতে সে গৃহবধু মাফরোজার উপর মানসিক ও শারীরিক নির্যাতন করতে থাকে বলে অভিযোগ করেন গৃহবধু। শিক্ষক স্বামীর দাবি পূরণে ব্যর্থ হলে নির্যাতনের মাত্রা বাড়তে থাকে বলেও তিনি জানান।

গৃহবধু আরও জানান প্রায় ৬ মাস শারীরিকভাবে নির্যাতন করে গর্ভে থাকা ৪ মাসের বাচ্চা নষ্ট করে দেয়। এর পরও গৃহবধু এসব নির্যাতন সহ্য করেও শিক্ষক আলিউলের সাথে সংসার করতে থাকে বলে জানান।

এর পরও তার যৌতুকের লোভ রয়েই গেছে। যৌতুকের লোভে তার নির্যাতনের মাত্রা বাড়তেই থাকে। সর্বশেষ চলতি মাসে (০২-১১-২০১৯ ইং) সকাল ৮টার দিকে ২ কাঠা জমি লিখে দেওয়ার জন্য গৃহবধুকে ঘরের ভিতরে আটকে রাখে বলে তিনি জানান।

পরে অনেক কাকুতি মিনতি করলেও অভিযুক্ত শিক্ষক আতিউল ইসলাম তার পরিবারের লোকজন নিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে বলে গৃহ বধু অভিযোগ করেন। পরে অনেক অনুরোধ করলেও গৃহবধুকে ঐ দিনই বাড়ি থেকে বের করে দেয়। পরে তিনি প্রাণ বাঁচাতে বাবার বাড়ি গাংনীতে চলে আসলে পরিবারের লোকজন আহতাবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।

গৃহবধু মাফরোজা খাতুন সাংবাদিকদের জানান, আতিউল ইসলাম এর আগেও ৫টি বিয়ে করেছে এবং সকলের সাথেই তিনি এমন আচরণ করেন। তিনি বলেন, বিভিন্ন জায়গায় সে নাম মাত্র দেনমোহরে বিয়ে করে এবং তালাক দেয়।

অভিযুক্ত শিক্ষকের বিয়ের তালিকায় তার আপন মামাতো বোনরাও রয়েছে বলে তিনি অভিযোগ করেন। গৃহবধু বলেন কোন বউ এর সাথে শিক্ষক ভাল আচরণ করেনা প্রত্যেকের সাথেই নাম মাত্র দেনমোহরে কাবিন করে এবং পরে বিভিন্ন তালবাহানা করে তালাক দিয়ে দেয়।

তিনি বলেন দামুড়হুদাতে বিয়ে করে ৬ মাস পরে তালাক হয়ে যায়, মানিকনগরে বিয়ে করে ১বছরের মাথায় সেখানে বিচ্ছেদ হয় এর পরে যশোরে বিয়ে করে সেখানে ৩ বছর সংসার করে এরপর কেদারগঞ্জে বিয়ে করে ১বছরের মাথায় বিচ্ছেদ হয় পরে দামুড়হুদাতে বিয়ে করে এখানেও ১ বছরের মাথায় বিচ্ছেদ ঘটানোর পর নির্যাতিত অভিযোগকারি এই গৃহবধুকে বিয়ে করে বলে তিনি জানান।

নির্যাতনের বিষয়ে মেহেরপুর কোর্টে নারী ও শিশু নির্যাতন দমণ আইনে শিক্ষক মো: আতিউল ইসলাম সহ আরও দুইজনের নামে মামলা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে শিক্ষক আতিউল ইসলাম বলেন, তার ঐ অভিযোগ বা কোর্টে যে মামলা করেছে সম্পূর্ণ মিথ্যার উপর করেছে। আমার পরিবারের অন্যান্য সদস্য এমনকি আমার মায়ের জন্য টাকা খরচ হলে মাফরোজা উত্তেজিত হয়ে ওঠে। এ নিয়ে ঘটনার দিন বাকবির্তকতার এক পর্যায়ে আমার স্ত্রী আমাকে মারতে গেলে ধাক্কা লেগে পড়ে গিয়ে হয়তো আহত হতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন খোঁজ খবর নেওয়ার আগেই সে ফোনে হুমকি দেয়। একাধিক বিয়ে প্রসঙ্গে বলেন, সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এসব মিথ্যা রটনা সে করে যাচ্ছে।

-গাংনী প্রতিনিধি