মেহেরপুরে মোহনা টেলিভিশনের ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে মোহনা টেলিভিশনের ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় দারুল ইয়াতিম খানা ও মাদ্রাসায় আলোচনা সভা,দোয়া মাহফিল কেক কাটা ও বৃক্ষ রোপন কর্মসূচীর মধ্যে দিয়ে ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

মোহনা টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি ফারুক আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো: রইস উদ্দীন।

এসময় মাওলনা দেলোয়ার হোসেন সহ এতিম খানার শিক্ষক শিক্ষার্থী,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে এতিম শিক্ষার্থীদের দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

কেক কাটা শেষে মোহনা টেলিভিশনের প্রয়াত পরিচালক জিয়া উদ্দীন মজুমদারের রুহের মাগফেরাত কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া মাদ্রাসা চত্তরে ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে এসআই আব্বাসের নির্যাতনে জখম ৭

মেহেরপুর সদর উপজেলা বারাদী ক্যাম্প ইনচার্জ এসআই আব্বাসের নির্যাতনে নারী সহ ৭জন জখম হওয়েছে। এই ৭ জনকে  পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলার  কলাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা বর্তমানে  মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছে।

আহতরা হলেন , মুকুলের স্ত্রী ফেরদৌসী খাতুন , মুকুলের কলেজ পড়ুয়া মেয়ে জ্যোতি ও প্রীতি, তার চাচি আরবীয়া খাতুন, সিমা খাতুন, বাবলু মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলা কলাইডাঙ্গা গ্রামের কামরুজ্জামান মুকুল এবং আব্দুল হামিদ লিফন এই দুই পরিবারের মাঝে জমি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। যে জমি নিয়ে বিরোধ চলছে সেই জমিতে পাচির দেওয়া ছিল। বিবাদী পক্ষ আব্দুল হামিদ লিফন পাচির টি ভেঙে দেয়। পাচিরটি ভেঙে দেওয়াই মুকুল দের বাড়ি ফাকা হয়ে যায়। এই দেখে মুকুলের পরিবার ভেঙ্গে যাওয়া পাচিরে উপর বেয়া দেওয়াই আব্দুল হামিদ বারাদি পুলিশ ক্যাম্পে খবর দেয়।

পরে ক্যাস্প ইনচার্জ আব্বাস আলী সহ কয়েকজন পুলিশ এসে মুকুলের স্ত্রী সহ সকলের উপরে লাঠিচার্জ করে। এ বিষয়ে আহত মুকুলের স্ত্রী ফেরদৌসী খাতুন জানান, হঠাৎ করে বারাদি ক্যাম্পের পুলিশ আমাদের বাড়িতে প্রবেশ করে এবং আমাদেরকে বিভিন্ন ভাষায় গালাগালি করে এ কথার প্রতিবাদ করলে আমার দুই মেয়ে সহ আমাকে লাঠিপেটা করে এবং আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার জামাকাপড় ছিড়ে দেয়।

তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় আমার বুকে লাগে। আমার এখন শ্বাস কষ্ট হচ্ছে। মনসুর আলীর স্ত্রী আরবীয়া খাতুন জানান, পুলিশ বাড়িতে ঢুকেই কোন কথা না বলেই লাঠিচার্জ শুরু করে দেয় আমাদের। এসময় বাড়িতে কোন পুরুষ লোক ছিল না সবাই মাঠে জমিতে গিয়েছিল। বাড়ির মহিলারা বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। এসময় বাড়িতে কাজ করা তিন জনকে ধরে গাড়িতে তোলে। আমরা কথা বললে আমাকে মারতে শুরু করে। আমার মাজায় ও পিঠে কাঠ দিয়ে দুইটা আঘাত করে।

তারপর আমার ছেলের বউ কিছু বললে তাকে মারতে শুরু করে। এ সময় আমার ছেলের বউকে ঠেকাতে গেলে পুনরায় আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর নজির আলি, সাজিব আর সোহানকে পুলিশ ধরে নিয়ে যায়। কামরুজ্জামান মুকুল বলেন, আমাদের পরিবারের সাথে আব্দুল হামিদ লিফন দের মাঝে জমি জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে।

এবিষয় নিয়ে বারাদি ক্যাম্পে লিফন প্রায়ই অভিযোগ করে। এ নিয়ে বারাদি ক্যাম্প ইনচার্জ এসআই আব্বাস আমাকে বিভিন্ন হুমকি দেয়, বাড়িতে পুরুষ মানুষ না পেলে মহিলাদের কে অকথ্য ভাষায় গালাগালি করে।

গত সপ্তাহে আমার মেজো ভাই ও আমার স্ত্রীকে হ্যান্ডকাপ লাগিয়ে গাড়িতে তোলার চেষ্টা করছিল এ সময় অনেকে বাধা দিলে নিয়ে যেতে পারিনি। যে জমি নিয়ে সমস্যা হচ্ছে সেই জমিতে পাশের দেওয়া ছিল ।

সেই দেওয়াল বিবাদী পক্ষ সেই পাশের ভেঙে দেওয়াই আমাদের বাড়িটির সীমানা ফাঁকা হয়ে যায়। ওই পাচীরে ওপর দিয়ে আমরা বেড়া দিলে লিফন বারাদি ক্যাম্পে খবর দেয়।

আজ বারাদী ক্যাম্পের এসআই আব্বাস আলী এসে বলে এই বেড়া দিয়েছে এই বলে আমার চাচা বাবলুকে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। বাবলু চাচাকে টানা হেঁচড়া করে নিয়ে যাওয়ার সময় সে অজ্ঞান হারিয়ে ফেলে।

তিনি আরও বলেন, এই ঘটনায় আমাদের বাড়ির মহিলারা আব্বাস আলীর সাথে কথা বলতে গেলে সে এবং তার সাথে থাকা সঙ্গী পুলিশ আমার পরিবারের উপর লাঠিচার্জ করে এতে আহত হয়। সেই সাথে আমার বাড়িতে কাজ করছিল তিনজনকে আটক করে নিয়ে যায় ক্যাম্পে।

তিনি আরো জানান, জমিজমা বিষয় নিয়ে আমার বাপকে মাডার করা হয়েছিল। সে মামলায় আব্দুল হামিদ লিফোন ৩ নং আসামি।

গতকাল শনিবার এ বিষয়ে নিয়ে এসআই আব্বাস আমাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে বলে মামলা তুলে নিতে হবে ও জমি-জমা ফেরত দিতে হবে।

আপনি পুলিশের লোক হয়ে জনগণকে ধরনের কথা বলা ঠিক না একথা জবাবে এসআই আব্বাস বলে তোর বাবা তো সন্ত্রাসী ছিল এমনিতে মাডার হয়েছে নাকি ? মুকুল আরও বলেন, এসআই আব্বাস আলী এক বছর বারাদি ক্যাম্পে আশায় প্রতিনিয়ত এই জমিজমা বিষয় নিয়ে আমাদেরকে হুমকি দিয়ে আসছে এবং বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগালি করে।

১০০ বছর ধরে এই জমিতে আমরা বাড়ি করে আছি। এই জমি নিয়ে আদালতে মামলা চলছে। মামলা শেষ হলে যার জমি সে পাবে। এর আগে এসআই আব্বাস আলী আমার ভাইকে ধরে নিয়ে যে ৫০ হাজার টাকা নিয়ে ছেড়েছে। আমাকে প্রতিনিয়ত এখন কে হুমকি দেয় যে তোকে ক্রসফায়ার দেবো। আমি সহ আমার পরিবারের সকলেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। মেহেরপুর পুলিশ সুপারের কাছে আমার একটি অনুরোধ আপনি এ বিষয়টি দেখবেন।

বারাদি ক্যাম্প ইনচার্জ এসআই আব্বাস আলীর কাছে জানতে চাইলে তিনি বরেন, আমার কাছে অভিযোগ আসলে আমি ঘটনা স্থলে যায়। ঐ স্থানে গিয়ে দেখি প্রাচীরের উপর বেড়া দিচ্ছে মুকুলের পরিবার। আমি কয়েকটি কথা বলায় মহিলাদের সাথে কয়েকটি কথা হয়। তারপর আমি চলে আসি। মহিলাদের পিটিয়ে আহত করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বিরুদ্ধে সেকল অভিযোগ উঠেছে সকল তথ্য মিথ্যা।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করি এবং সেখানে স্থানীয়দের সাথে কথা বলেছি। ঐ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা চলছে। সেখানে প্রাচীর দেওয়া ছিল। প্রাচীর ভেঙ্গে যাওয়া মকুলের পরিবার বেড়া দেওয়াতে এ ঘটনাটি ঘটে। এসআই আব্বাসের বিষয়ে তিনি বলেন, কোন পুলিশ যদি মহিলাদের গায়ে হাত দেয় তাহলে ঘটনা তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

-নিজস্ব প্রতিনিধি

 




গাংনীর সাহারবাটি ইউনিয়নের ডিজিটাল সেবা প্রদানের ৯ম বর্ষপূতী

৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের সেবা প্রত্যাশীদের ডিজিটাল সেন্টারের প্রায় ১৫০টি সেবা (সরকারি ফিস ব্যাতীত) বিনামুল্যে প্রদান করা হবে।

সপ্তাহব্যাপী বিনামুল্যে ডিজিটাল সেবা প্রদান করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ নানা প্রস্তুতি গ্রহন করেছেন। ১১ নভেম্বর ২০১৯ ইং থেকে শুরু হবে সেবা প্রদান কাজ।

ইউপি কার্যালয়ের ইউডিসি রাইহান এ তথ্য নিশ্চিত করে জানান, শুধুমাত্র সরকারি নির্ধারিত সেবা মুল্য নেয়া হবে। সে ক্ষেত্রে ডিজিটাল সেবা প্রানকারীকে কোন পারিশ্রমিক প্রদান করতে হবেনা।

এব্যাপারে ৭নং সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জানান, জন্ম সনদ আবেদন,জমির পর্চা আবেদন,পাসপোর্টের আবেদন,বিভিন্ন প্রত্যয়নসহ মোট ১৫০ টি সেবা প্রদান করা হয় স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধিনস্থ ইউনিয়ন পরিষদ থেকে। সেখানে সরকারি মুল্যে সপ্তাহ ব্যাপী সেবা দেয়া হবে। এতে ইউনিয়নবাসী বহুলাংশে উপকৃত হবে।

১১ নভেম্বর সাহারবাটি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবা’র ৯ম বর্ষপুর্তী পালন করা হয়।

-গাংনী প্রতিনিধি




শহীদ নুর হোসেন দিবসে মেহেরপুর জেলা বিএনপি’র শ্রদ্ধা নিবেদন

১০ই নভেম্বর শহীদ নুর হোসেন দিবসে মেহেরপুর জেলা বিএনপি তার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং গণতন্ত্র পূনরুদ্ধার অঙ্গীকারে শপথ গ্রহণ করে।

জেলা বিএনপি কার্যালয়ে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, আব্দুর রহমান,ইলিয়াছ হোসেন, এমএকে খায়রুল বাশার ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

-নিজস্ব  প্রতিনিধি




ইয়াবা ফেন্সিডিল সহ ৫ জুয়াড়ি গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারি গ্রাম থেকে ইয়াবা ও ফেন্সিডিল সহ ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ।

শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মাইলমারি গ্রামের মিনারুলের ছেলে শিপন (২৯), পালানের ছেলে উরাহি হোসেন (২৫), ইউনুছের ছেলে হোসেন আলি (৪১) রহিম বক্সের ছেলে আনারুল ইসলাম(৫৩) ও ধলা গ্রামের ইসমাইলের ছেলে ফকরুদ্দিন (৩৭)।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া খেলা সহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে জানা যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদকসেবনের পাশাপাশি জুয়া খেলার আসর বসিয়ে এলাকার মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল।
অভ

অভিযানের চালানোর সময় মাইলমারি গ্রামে শিপনের বাড়িতে জুয়া ও মাদকের আসর চলাকালিন সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১০ পিছ ইয়াবা ও দুই বোতল ফেন্সিডিল সহ জুয়া খেলার তাস এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
রোবিবার দুপুরের দিকে তাদের আদালতে প্রেরণ করা হয়।

-গাংনী প্রতিনিধি




আমার পক্ষে শ্রেষ্ঠ কৌতুক অভিনেতার এ পুরস্কার গ্রহণ সম্ভব নয়: মোশাররফ করিম

কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি বলেছেন, ‘কমলা রকেট’ চলচ্চিত্রে তাঁর চরিত্রটি কমেডি বা কৌতুক চরিত্র নয়। এটি প্রধান চরিত্রগুলোর একটি। তিনি জুরি বোর্ডের অনুরোধ করেছেন, ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ জন্য বরাদ্দ করা পুরস্কারটা প্রত্যাহার করে নিতে। না হলে তাঁর পক্ষে এই পুরস্কার গ্রহণ করা সম্ভব নয়।

গত বৃহস্পতিবার বিকেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৮ ঘোষণা করা হয়। এতে ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ যৌথভাবে পুরস্কার পেয়েছেন আফজাল শরীফ ও মোশাররফ করিম। তবে পুরস্কার ঘোষণার দুদিন পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরী বোর্ডের কাছে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও নূর ইমরান মিঠু পরিচালিত ২০১৮ সালের আলোচিত ছবি ‘কমলা রকেট’-এ মফিজুর চরিত্রের জন্য ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্র’ হিসেবে জুরী বোর্ড পুরস্কারের জন্য মনোনীত করে মোশাররফ করিমকে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশের বিনোদন জগতে রীতিমতো সমালোচনার ঝড় বইয়ে যায়।

‘কমলা রকেট’ চলচ্চিত্রটি যারা দেখেছেন, তাদের প্রায় সবাই মোশাররফ করিমের চরিত্রটি কোনোভাবেই কৌতুক অভিনেতার চরিত্র নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতামত ব্যক্ত করেন। এমন আলোচনা-সমালোচনার দুদিন পরই সংবাদমাধ্যমে লিখিত বিবৃতি পাঠিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে নিজের নাম প্রত্যাহারের অনুরোধ জানান মোশাররফ করিম। নিজের ফেসবুক পেজেও বিষয়টি তাঁর বক্তব্য তুলে ধরেন।

বর্তমানে ব্যক্তিগত কাজে মালয়েশিয়াতে আছেন মোশাররফ করিম। তিনি বলেন, গত ৭ নভেম্বর দেশের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বড় পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালের পুরস্কার প্রাপ্তদের তালিকায় আমি নিজের নামও দেখতে পেয়েছি। নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’ চলচ্চিত্রের জন্য আমাকে ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ পুরস্কার প্রদান করা হয়েছে। কিন্তু এই পুরস্কার প্রাপ্তি নিয়ে আমার কিছু কথা রয়েছে। তার আগে সবাইকে অবগত করতে চাই, কৌতুকপূর্ণ বা কমেডি চরিত্র আমার কাছে অন্য সব চরিত্রের মতোই সমান গুরুত্বপূর্ণ। কিন্তু ‘কমলা রকেট’ চলচ্চিত্রে আমি যে চরিত্রে অভিনয় করেছি সেটি কোনোভাবেই কমেডি বা কৌতুক চরিত্র নয়। ছবিটির চিত্রনাট্যকার, পরিচালকসহ সহশিল্পীরা নিশ্চয় অবগত আছেন। একই সঙ্গে যারা ছবিটি দেখেছেন তারাও নিশ্চয় উপলব্ধি করেছেন ‘কমলা রকেট’ এ আমার অভিনয় করা ‘মফিজুর’ চরিত্রটি কোনো কৌতুক চরিত্র নয়। এটি প্রধান চরিত্রগুলোর একটি।

মোশাররফ করিম আরও বলেছেন, সম্মানিত জুরি বোর্ডের কাছে আমার অনুরোধ, ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ আমার জন্য বরাদ্দ করা পুরস্কারটা প্রত্যাহার করে নিলে ভালো হয়। না হলে আমার পক্ষে এই পুরস্কার গ্রহণ করা সম্ভব নয়। আমি কাজটাকে ভালোবেসে আমৃত্যু কাজ করে যেতে চাই।

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’ সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন শাহাদুজ্জামান ও নূর ইমরান। ছবির গল্পে ‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমার পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের অন্যতম আলোচিত চলচ্চিত্র ‘কমলা রকেট’। দেশে প্রশংসিত হওয়ার পাশাপাশি ছবিটি বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসা কুড়িয়েছে। ছবির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তৌকির আহমেদ ও মোশাররফ করিম।

প্রসঙ্গত, ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ডের সদস্য ছিলেন অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, চলচ্চিত্র অভিনেতা ইনামুল হক, সংগীতশিল্পী ফকির আলমগীর, দৈনিক ‘ভোরের কাগজ’-এর সম্পাদক শ্যামল দত্ত, গীতিকার ও সংগীত পরিচালক হাসান মতিউর রহমান, অভিনেত্রী রওশন আরা রোজিনা, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও বাংলাদেশ চিত্রগ্রাহক সংস্থার যুগ্ম মহাসচিব তপন আহমেদ।

 

 

 

সূত্র: প্রথম আলো




গাংনীতে পবিত্র ১২ই রবিউল আওয়াল উদযাপিত

পবিত্র ১২ই রবিউল আওয়াল (সীরাতুন্নবী (সাঃ)) উপলক্ষ্যে মেহেরপুরের গাংনীতে কেরাত,আযান, হামদ ও নাতে রসুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ২৫টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।

গাংনী ইলেক্ট্রনিক্স এন্ড ওয়ার্ক সপ ৩য়বারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে গাংনী বাজার জামে মসজিদের ইমাম রুহুল আমীন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ইলিয়াস হুসাইন, গাংনী এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক তাওহিদুল ইসলাম বাবুল বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

এসময় গাংনী মাঠ পাড়া জামে মসজিদের ইমাম বিলাল হুসাইন, ধানখোল কসবা আদর্শ নূরানী কওমী মাদ্রসার শিক্ষক সাইদুর রহমান, পূর্ব মালসাদহ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর আলম, মিনাপাড়া মাদ্রাসার শিক্ষক আঃ ওয়ারিছ, ছাতিয়ান মাদ্রাসার হাফেজ ত্বয়িবুর রহমান, জালশুকা মাদ্রাসার শিক্ষক হাফেজ মুকাদ্দেস আলি, বাঁশবাড়িয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ জাকারিয়া, আলিয়া দাখির মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিৎ ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিটি বিষয়ের উপর বিজয়ীদের পুরুষ্কার বিতরণ করা হয়।

-গাংনী প্রতিনিধি




গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত আহারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

মেহেরপুরর গাংনী উপজেলার হিন্দা গ্রামে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু বরণ কারি আহারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার সকালের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান নিহতের পরিবারের বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়ে নিহত আহারের স্ত্রীর হাতে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়থা প্রদান করেন। পরবর্তিতে নিহত আহারের শিশু সন্তানদেরকেও প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

উল্লেখ্য গত শনিবার বিকেলে মাঠ থেকে বাড়ি ফিরে অটোভ্যানে চার্জ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঐ গ্রামের আনিচুর রহমানের ছেলে আহার আলি মৃত্যু বরণ করে।
-গাংনী প্রতিনিধি




মুক্তিযোদ্ধার জানাজায় গিয়ে সাবেক এমপি মকবুল অসুস্থ

মেহেরপুরের গাংনীতে মুক্তিযোদ্ধার দাফনে গিয়ে মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদের সাবেক সদস্য (এমপি) মকবুল হোসেন (৭৪) অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা হিজলবাড়ীয়া গ্রামে জানাজায় শরীক অংশ নেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন।

পারিবারিক সূত্র জানায়,গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের হিজলবাড়ীয়া গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেনের জানাজায় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন অংশ নিতে যায়। জানাজায় শেষ না হতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়। এ সময় তার শারীরিক অবস্থার আরো অবনতি দেখা দিলে,কর্তব্যরত ডাক্তার এমকে রেজা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
-গাংনী প্রতিনিধি




অস্ত্র গুলি ও ম্যাগজিন সহ গাংনীর কাফিরুল তারাগুনিয়াতে আটক

মেহেরপুরের গাংনীর কাফিরুল ইসলামকে অস্ত্র গুলি ও ম্যাগজিন সহ আটক করেছে র‌্যাব।  শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়া পূর্বপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে আটক নাটোর র‌্যাব-৫। গ্রেফতার কাফিরুল ইসলাম গাংনী উপজেলার সহড়াতলার আব্দুল শুকুরের ছেলে।

র‌্যাব-৫, রাজশাহীর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মাহ্ফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ সিপিসি-২ এর একটি টিম কুষ্টিয়ার দৌলতপুর থানার তারাগুনিয়া পূর্বপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যরা ওই এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। অভিযানকালে সেখানে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা তাদের পিছু নিয়ে কাফিরুল ইসলামকে আটক করে।

তবে এসময় কাফিরুলের এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে কাফিরুলের কাছে থাকা প্লাস্টিকের একটি ব্যাগের ভিতর থেকে ৭টি ওয়ান শুটার গান, ২টি বিদেশী পিন্তুল, ১৪ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত কাফিরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে র‌্যাব। আটককৃতর বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন এবং সংরক্ষনের অভিযোগে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।

অপরদিকে পলাতক ব্যক্তিকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এস.এম জামিল আহমেদ, সিনিয়র এএসপি এনামুল করিম সহ উর্দ্ধোতন কর্মকর্তারা।
– গাংনী প্রতিনিধি