গাংনীতে বিষপানে যুবকের আত্মহত্যা

মেহেরপুর গাংনীতে সাগর হোসেন (১৮) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে। শনিবার রাতে উপজেলার করমদী সরকার পাড়ার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সাগর হোসেন করমদী গ্রামের মুক্তার আলীর ছেলে। সাগরের পরিবার ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সাগর হোসেন পারিবারিক কলহের জের ধরে বিষপান করে। বিষপানের পর সাগর হোসেন ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে করমদীর সন্ধানী হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাজশাহী একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে ডাক্তার তাকে বাড়ি ফেরত দিলে শনিবার রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

-গাংনী প্রতিনিধি




দর্শনায় ৩ স্থানে ছিনতাইয়ের ঘটনায় আটক-১

দামুড়হুদা দর্শনায় একই রাতে তিন স্থানে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দামুড়হুদা উপজেলার দর্শনা রেল ক্রসিং ও কেরু মুক্তিযোদ্ধা ক্লাবের সামনের রাস্তায় নামক স্থানে এক দল ছিনতাই কারী কবলে পড়ে আনোয়ার পুরের আবুল বাসার আজাদ ডান হাতের বৃদ্ধা আঙ্গুল হারালো সেই সাথে হারালো টাকা ও মোবাইল ।

এই ঘটনায় কেরু আনান্দ রাজারের বিল্লালের ছেলে তুহিন ওরফে তনু (২৬) কে আটক করা হয়েছে। গত বৃস্পতিবার রাত ১০টার থেকে ভোর তিনটা পর্যন্ত এই তান্ডব চালায় ছিনতাইকারী দল।

পতাক্ষ্যদর্শী থেকে জানাযায়, বৃস্পতিবার ভোর তিনটার সময় দর্শনা আনোয়ার পুরের পিয়ার আলীর ছেলে আবুল বাসার আজাদ ঢাকায় থেকে দর্শনা বাস কাউন্টারে নেমে কোন ভ্যান না পাওয়ায় পাওয়ায় হেটে বাড়ি আসার সময় কেরু মুক্তিযোদ্ধা ক্লাবের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা ছিনতাই কারীদল তাকে গতিরোধ করে।

তারপর বলে যা আছে দিয়ে দে দিতে না চাইলে চাপাতি দিয়ে কোপ দেই। সে হাত দিয়ে ঠেকাতে গেলে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল কেটে পড়ে যায়। সেই সুযোগে তার পোকেটে থাকা ১২ হাজার টাকা ও টাচ মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। পরে রক্তাত অবস্থায় সে বাড়ি গেলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এই মর্মে আবুল বাসার আজাদ বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় ছিনতায়ের মামলা করে। মামলা নং ১৪। একই সময় হাউলী ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামের আকবর আলীর ছেলে আব্দুল্লাহ বাস কাউন্টার থেকে ক্ওাছার আলীর ভ্যান যোগে বাড়ি ফেরার পথে কেরু মুক্তিযোদ্ধ ক্লাবের সামনে ছিনতাই কারীরা তাকে আটকিয়ে টাচ মোবাইল, একটি সোনার আংটি ও ৩৫শত টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

একই রাতে রাত ১০টার সময় দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের তিনজন ভ্যানযোগে বাড়ি ফেরার সময় দর্শনা রেল ক্রসিয়ের নিকট পৌঁছালে ছিনতাই কারীরা তাদের ভ্যান থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৮শত টাকা ও মোবাইল ছিনিয়ে নেই।

কিছুদিন আগে কেরু মুক্তিযোদ্ধা ক্লাবের সামনে সংগীত একাডেমির ঘরের দরজা ভেঙ্গে তবলা ছেট চুরি হয়ে যায়।পুলিশকে অবহ্যত করলেই কোন কাজ হয়নি।

এলাকাবাসি জানান, দর্শনা কেরু এলাকায় একটি কিশোর গ্রুপ নেশার সাথে জড়িয়ে গেছে। শিল্প নগরী এলাকায় এমন ধরণের কর্মকান্ড কোন ভাবেই কাম্য নই। পুলিশ একটু ততপর হলে এটা রোধ করা সম্ভব।

দর্শনা তদন্ত কেন্দের এস আই মাহাবুবর রহমান জানান, এমন ঘটনা ঘটার পর থেকে অভিযান অব্যহত রয়েছে । সেই সাথে তুহিন নামের একজনকে আটক করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত ওসি সুকুমার বিশ্বাস সত্যতা নিশ্চিত করে জানান এমন ঘটনায় ছিনতায়ের একটি মামলা হয়েছে। ছিনতাইকারীদের আটক করা জন্য অভিযান অব্যাহত রয়েছে।

-দর্শনা প্রতিনিধি




চুয়াডাঙ্গার কুলপালা গ্রামের মালয়েশিয়া প্রবাসী নাসির উদ্দিনের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলার কুলপালা গ্রামের নাসির উদ্দিন (৩৫) দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ায় প্রবাসে থাকতেন।

সে কুলপালা গ্রামের সাকেন সরদার এর ছোট ছেলে। সংসারের অভাবের কারণে ৩-৪ বছর আগে মালয়েশিয়ায় প্রবাসী গিয়েছিলেন যাতে পরিবারের সচ্ছলতা ফিরে আসে। তার পরিবারের তিনি হাল ধরার মতো একজন ছিলেন।

গত শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় মালয়েশিয়ায় কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে নাসিরুদ্দিন মৃত্যুবরণ করেন।
এই মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে তার পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

নিহতের বড় ভাই জুব্বার সরদার জানান যে, পরিবারের অসুবিধার কারণে আমরা তাকে মালয়েশিয়াতে পাঠাই। যাতে পরিবারের সচ্ছলতা ফিরে আসে। দীর্ঘ চার বছর যাবত সে আমাদের পরিবারের হাল ধরে।

তিনি আরো জানান যে মৃত নাসিরুদ্দিনের দুটি কন্যা সন্তান আছে। তাদের বাবার মৃত্যুর কথা তারা কিছুতেই মেনে নিতে পারছে না। তার একটি মেয়ে অষ্টম শ্রেণীতে আরেকটি মেয়ে ক্লাস তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করে। পরিবার থেকে জানান মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে লাশ আসতে ২-৩ দিন সময় লাগতে পারে।

-চিৎলা প্রতিনিধি




আলমডাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘুর্ণিঝড় বুলবুল এর আঘাত থেকে রক্ষা পেতে প্রস্তুতি মুলক সভা অনুষ্টিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো: আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন। তিনি বলেন ঘুর্ণিঝড় বুলবুল রাত্রে যে কোন সময় আঘাত হানতে পারে, আমাদের উপজেলায় যেহেতু কোন স্থায়ি আশ্রয় কেন্দ্র নেই তাই আমাদের প্রত্যেক ইউনিয়নের ইউনিয়ন পরিষদ, মাধ্যমিক ও প্রাথমিক স্কুল খোলা রাখার ব্যাবস্থা করতে হবে, সাথে সুকনা খবারের ব্যাবস্থা রাখা জরুরি বলে মনে করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার বলেন আমরা ইতোমধ্যে ইউপি চেয়ারম্যান দের মাধ্যমে তাদের দফাদার দিয়ে গ্রামে ঢোল সহরতের মধ্যমে মানুষকে সচেতনের ব্যাবস্থা করা এবং প্রত্যেক ইউনিয়নে একটি করে মেডিকেল টিম প্রস্ততুত রাখতে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তাকে অনুরোধ করেছি, তারা এ বিষয়ে সকল প্রস্তুতি আছে বলে জানিয়েছেন এবং প্রত্যেক মসজিদে ইমাম সাহেবদের মাধ্যমে সামাজিক সচেতন করতে অনুরোধ জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু,উপজেলা স্থাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মেদ, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, চুয়াডাঙ্গা জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম।

উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হকের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম মন্টু, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার মখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম প্রমুখ।

-আলমডাঙ্গা প্রতিনিধি




গাংনীতে জোরপূর্বক জমি দখল করে প্রাচীর নির্মাণ বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন

জোরপূর্বক জমি দখল করে প্রাচীর নির্মানের প্রতিবাদ ও প্রাচীর নির্মাণ কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গাংনীর শিশিরপাড়া গ্রামের মোতালেব হোসেন ও তার পরিবারের সদস্যরা।

গতকার শনিবার (০৯ নভেম্বর) বিকেলে গাংনী প্রেসক্লাবে মোতালেব হোসেনের পরিবারের পক্ষ থেকে জমি দখলের বিভিন্ন অভিযোগ করে প্রতিকারের জন্য সংশ্লিষ্ঠদের সু-দৃষ্টি কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্যে মোতালেব হোসেন বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তির অংশ থেকে ৮৯ শতক জমি ক্রয় করেন গাংনী উপজেলা চেংগাড়া গ্রামের আজিজুল। তার রেজিস্ট্রিকৃত জমির দাগ নং ৩৭১, ৩৭৫, ৩৭৬, ৩৭৭, ৩৩২৯। দলিল অনুযায়ী তার জমি র্পাঁচ দাগ থেকেই নিতে হবে। কিন্তু আজিজুল গং জোরপুর্বক দখল করেছেন ৩৭৫, ৩৭৬, ৩৭৭ দাগ থেকে। এ তিনটি দাগের জমি শিশিরপাড়া গ্রামের ঝিনেরপুলের কাছে পাশাপাশি।

ধানখোলা ইউনিয়ন ভূমি অফিসের (গাড়াডোব) তহশীলদার জাকির হোসেন ও গাংনী ভূমি অফিসের সহকারী শাহজাহানকে ম্যানেজ করে আজিজুলের কেনা জমি খারিজ সম্পাদন হয়েছে। যা অবৈধ ভাবেই সম্পাদন করা হয়। খারিজের সময় জমির অন্যান্য অংশিদারদেরকে লিখিত বা মৌখিক নোটিশ দেওয়া হয়নি।

মোটা অংকের অর্থের বিনিময়ে গোপনে খারিজ করা হয়েছে বলে আমারা মনে করছি। এই অবৈধ খারিজ বাতিলের জন্য আমরা গাংনী উপজেলা ভূমি অফিসে আবেদন করেছি। কিন্তু খারিজ বাতিলের বিষয়ে তহশিলদার জাকির হোসেন দিনের পর দিন আমাদেরকে হয়রানি করছেন। ওই জমির এসএ এবং আরএস রেকর্ড আমার নামে (মোতালেব হোসেন) থাকা সত্তেও লাঠিয়াল বাহিনী দ্বারা জোপুর্বক প্রাচীর নির্মান করছে আজিজুল গং। আমরা বাধা দিতে গেলে তাদের লাঠিয়াল বাহিনীর লোকজন প্রাণনাশের হুমকি দিচ্ছে।

শুধু ভূমি অফিসে নয় আদালতেও মামলা চলমান রয়েছে উল্লেখ করে ভুক্তভোগী মোতালেব হোসেন বলেন, আদালতে বিচারাধীন মামলা দুটির মধ্যে দেওয়ানী ১৩৫/১৯ এবং ফৌজদারী মামলা ৪৪৫, পিটিশন নং ৩২৩/১৯। যেখানে মামলা বিচারাধীন সেখানে তারা শুধুমাত্র গায়ের জোরেই প্রাচীর নির্মান করছেন। পেশিশক্তি প্রয়োগের মাধ্যমে আমাদের পৈত্রিক জমির জবর দখল করছে। আমরা বিভিন্ন দপ্তরে অবগত করেও কোন সহায়তা পাইনি। তাই বাধ্য হয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের সদর দৃষ্টি কামনা করছি।

পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, তাদের অনেক ক্ষমতা। রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার হুমকি দিয়ে তারা আমাদের উপর আক্রমণাত্মক আচরণ করছে। তবে আমরা শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

গাংনী প্রেস ক্লাবে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন গাংনী প্রেস ক্লাব সভাপতি রমজান আলী। উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিবৃন্দ এবং ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ।

-গাংনী প্রতিনিধি




গাংনীর নাঈম স্বাধীন বিজয় ফুলে বিভাগের ২য়

স্বাধীন বিজয় ফুল প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় প্রতিযোগিতায় ২য় সেরা হয়েছে মেহেরপুরের গাংনীর ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র নাঈম মোহাম্মদ ইজাজুর রহমান।

গত শুক্রবার খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বাধীন বিজয় ফুল প্রতিযোগিতায় অংশ নেয়।

ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকুনুজ্জামান জানান, নাঈম মোহাম্মদ ইজাজুর রহমান ৮শ শ্রেনীর মেধাবির ছাত্র। সে বড় হয়ে প্রকৌশলী হতে চাই। নাঈম মোহাম্মদ ইজাজুর রহমানের সহপাঠিরা জানায়, খুলনা বিভগের মধ্যে ২য় স্থান লাভ করায় আমরা গর্বিত।

প্রধান শিক্ষক রোকুনুজ্জামান আরও বলেন, স্কুলের পাশাপাশি নাঈম মোহাম্মদ ইজাজুর রহমান বিভাগের মধ্যে মেহেরপুর জেলার সুনাম অর্জন করেছে।

-নিজস্ব প্রতিনিধি




গাংনীতে বিদ্যুতায়িত হয়ে অটোভ্যান চালক নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামে বিদ্যুতায়িত হয়ে এক অটোভ্যান চালক নিহত হয়েছে।

গতকার শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত অটোভ্যান চালক হলেন হিন্দা গ্রামের পশ্চিমপাড়ার আনিচুর রহমানের ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, নিহত আহার মাঠ থেকে ভেজা শরীরে বাড়িতে এসে অটোভ্যানে চার্জ দিতে গেলে সে পড়ে যায়।

এসময় পরিবারের লোকজন তার জ্ঞান হারিয়েছে ভেবে মাথায় পানি দেয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ডাক্তার জানান সে এখানে আসার আগেই মারা যায়।

-গাংনী প্রতিনিধি




মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজ ফুটবলে দ্বাদশ শ্রেণী চ্যাম্পিয়ন

“সুস্থ দেহ সুস্থ মন” এই প্রতিপাদ্য কে ধারণ করে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট।
মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজ এর আন্ত শ্রেণী ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর চুড়ান্ত খেলা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০:৩০ ঘটিকার সময় দারিয়াপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় একদিকে দ্বাদশশ্রেণী অপর দিকে একাদ্বশ শ্রেণী অংশ নেয়। নির্ধারিত সময়ে থেলা ড্র থাকায় টাইব্রেকারের মাধ্যমে ২-০ গোলে দ্বদশশ্রেণী বিজয়ী হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অত্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফুল হক।

-নিজস্ব প্রতিনিধি




মুজিবনগরে শিশু নির্যাতনের অভিযোগ

মেহেরপুরের মুজিবনগরে উপজেলায় সোনাপুরে হিমেল নামের শিশুকে নির্যাতন করার অভিযোগ উঠেছে একই গ্রামের আনারুলের স্ত্রীর বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে হিমেল (৮) নামের শিশুকে নির্যাতন করেছে একই গ্রামের আনারুল ইসলামের স্ত্রী রিক্তা।
হিমেলের মা রিজিয়া খাতুন মেহেরপুর প্রতিদিনের কাছে লিখিত অভিযোগের মাধ্যমে জানান, মহল্লাই ঝগড়া হচ্ছিল রাস্তা দিয়ে হিমেল হেটে যাচ্ছিল রাস্তায় দাড়িয়ে থাকা রিক্তার গায়ে ধাক্কা লাগে। এতে রিক্তা রাগান্নিত হয়ে হিমেলকে ধরে পেটাতে থাকেন।

এ সময় হিমেলের মা রিজিয়া খাতুন সহ অনেকেই হিমেলকে রক্ষা করতে এগিয়ে আসলে রিক্তা বাধা দেন এবং হিমেলের মাকেও মারধর করে। রিক্তা শিশু হিমেলকে চড় থাপ্পড় কিল ঘুষি দিতে দিতে টেনে-হিঁচড়ে নিয়ে যেতে থাকেন।

তাকে আমি উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। দুদিন ভর্তি থাকার পরে গতকাল শনিবার বিকালে তাকে বাড়ি নিয়ে আসা হয়।

-মুজিবনগর অফিস




গাংনীর উপজেলা যুবলীগ তুমি কার?

গাংনী উপজেলা যুবলীগ এর সভাপতি মোশাররফ হোসেন এবং আহবায়ক পৌর মেয়র আশরাফুল ইসলাম। এ নিয়ে এর সংগঠনটি দুটি ভাগে বিভক্ত হয়ে আছে। ফলে উপজেলা যুবলীগ ও সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে কে এই যুবলীগের চালিকা শক্তি।
পুরাতন কমিটিতে উপজেলা যুবলীগের নেতৃত্ব দিয়ে আসছেন সভাপতি পদে মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে শফি কামাল পলাশ।

এদিকে ২০১৬ সালের দিকে জেলা যুবলীগের নতুন আহবায়ক কমিটি গঠনের পর পরই গাংনী উপজেলা যুবলীগের নতুন কমিটি করার লক্ষ্যে মোশাররফ-পলাশ এর নেতৃত্বে যে কমিটি ছিল সেটা ভেঙ্গে দিয়ে নতুন করে আহবায়ক করা হয় গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামকে। তবে এ সিদ্ধান্তকে উপজেলা যুবলীগের অধিকাংশ নেতা কর্মী মেনে নিতে পারেনি এ নিয়ে তৎকালীন সময় উপজেলা যুবলীগের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি হয়।

এ ঘটনার পর পর কেন্দ্রীয় যুবলীগের নেতাদের কাছে উভয় পক্ষই ধর্ণা দেন। সভাপতি মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, উপজেলা যুবলীগের যে আহবায়ক কমিটি হয়েছে তা জেলা কমিটির নেতারা ইচ্ছা মতো করে দিয়েছে এটা কেন্দ্রীয় কমিটি জানেইনা।

এদিকে জেলা যুবলীগের আহবায়ক মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সাথে জানতে চাইলে তিনি বলেন উপজেলা কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠনের লক্ষ্যে আশরাফুর ইসলামকে আহবায়ক করা হয়েছে। আগের কমিটি বিলুপ্ত হওয়ায় এখন থেকে উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ তাদের পদ দাবি করতে পারেনা। সেক্ষেত্রে নতুন কমিটিতে যদি তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয় তাহলে তারা আবারও সভাপতি ও সাধারণ সম্পাদক হতে পারে।

জানতে চাইলে কেন্দ্রীয় যুবলীগের এক নেতা বলেন, শুনেছি মেহেরপুর জেলায় নতুন করে আহবায়ক কমিটি করা হয়েছে সে সাথে গাংনী উপজেলা যুবলীগেরও পুরাতন কমিটি ভেঙ্গে নতুন করে আহবায়ক কমিটি করা হয়েছে। তবে উপজেলা যুবলীগের কমিটি সম্পর্কে জেলা যুবলীগের নেতারাই ভাল বলতে পারবে এমনটি জানান তিনি।

এদিকে মোশাররফ হোসেন ও মেয়র আশরাফুল ইসলাম উভয়ই নেতৃত্বের দাবিদার সেক্ষেত্রে কাকে উপজেলা যুবলীগের নেতা বলা যাবে এমন প্রশ্নের জবাবে সাংগঠনিক সম্পাদক বলেন আসলে দুটি পক্ষই এখানে এসেছিল আমরা এখনো চুড়ান্ত সিদ্ধান্ত কাউকেই দিতে পারিনি।

এ দিকে আগামী কাল যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে উপজেলা যুবলীগের ব্যানারে বিশাল জনসভার আয়োজন করেছে সংগঠনটি। এতে নেতৃত্বে দিচ্ছেন সংগঠনটির সভাপতি মো: মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো: শফি কামাল পলাশ।

তবে উপজেলা যুবলীগের আহবায়ক দাবিকারী পৌর মেয়র আশরাফুল ইসলাম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কোন আয়োজন করেছেন কিনা তা এখনো জানা যায়নি।

তাছাড়া গাংনী উপজেলা যুবলীগের যে কোন কর্মকান্ডে মোশাররফ হোসেন ও শফি কামাল পলাশের নেতৃত্ব ছাড়া এখনো মেয়র আশরাফুলের ইসলামের নেতৃত্ব তেমন চোখে পড়েনি।

এখানকার তৃণমুল নেতা কর্মীরা এখনো উপজেলা যুবলীগের সভাপতি মো: মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো: শফি কামাল পলাশকেই মনে করে এবং তাদের নেতৃত্বেই যে কোন সভা সমাবেশ করে থাকে।

-এ শাহিন সিদ্দিকি