মেহেরপুর রাজনগর ফুটবলে দরবেশপুর জয়ী

মেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রামে সুখরঞ্জন ও বকুল রানী সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নতুন দরবেশপুর ফুটবল একাদশ ২ গোলে জয়ী হয়েছে।

গতকাল গতকাল শুক্রবার বিকালে রাজনগর স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ৭০ মিনিটের খেলায় টান টান উত্তেজনায় নতুন দরবেশপুর ফুটবল একাদশ ১-১ গোল করে রাজনগর পাবলিক ক্লাবের সাথে খেলায় ড্র করে। পরবর্তীতে খেলা শেষে ট্রাইব্রেকারে খেলা নতুন ফুটবল একাদশ ৮-৬ গোলে রাজনগর পাবলিক ক্লাব ফুটবল একাদশ কে পরাজিত করে। খেলা শেষে ম্যান অব দা ম্যাচ ও সেরা গোলদাতা সহ পাঁচ জনকে প্রাইজবন্ড দিয়ে পুরস্কৃত করা হয়।

খেলাটি পরিচালনা করেন জহির উদ্দিন, ইমাদুল ইসলাম, হাসিবুল ইসলাম।
খেলাটির সার্বিক সহযোগীতায় ছিলেন সুধাংশু মোহন সরকার ও শ্রমতি ভারতী রানী সরকার।

এসময় খেলা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রবিউল ইসলাম, ইউপি সদস্য মুর্শিদ কুলি মেগা, যুবলীগ নেতা রানা, সালাহউদ্দিন , বুলবুল আহমেদ সহ খেলা দেখতে আসা হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।

নিজস্ব প্রতিনিধি

 




গাংনীতে আইডিয়াল র্ফাস্ট এইড ট্রেইনিং সেন্টারের উদ্বোধন

মেহেরপুরের গাংনীতে আইডিয়াল র্ফাস্ট এইড ট্রেইনিং সেন্টারের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী উপজেলা বাজারে আলোর পথে যুব সংঘ অফিসের নিচ তলায় এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।

র্ফাস্ট এইড ট্রেইনিং সেন্টারের গাজিপুর ইনস্টিটিউটের পরিচালক ও গাংনী উপজেলার শাখা পরিচালক আবু সায়েম চৌধুরী প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে গাংনী শাখার উদ্বোধন করেন।

আইডয়াল র্ফাস্ট এইড ট্রেইনিং সেন্টারের উপ পরিচালক এহসান কবির সবুজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ ওমর আলি তাপু।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তর আলোচনা করেন।
এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রধান অতিথি আবু সায়েম চৌধুরী ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।

নিজস্ব প্রতিনিধি




গাংনীতে ৩৫ বোতল ফেন্সিডিল সহ একজন গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে ৩৫ বোতল ফেন্সিডিল সহ জয় (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার তেরাইল গ্রামের পশ্চিমপাড়ার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার বাড়ি থেকে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, পাচার করার জন্য জয় তার বাড়িতে ফেন্সিডিল মজুত করেছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।

এসময় তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৩৫ বোতল ফেন্সিডিল। ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জয়ের নামে গাংনী থানায় একটি মাদকের মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের দাবি জয় একজন মাদক ব্যবসায়ী। সে তেরাইল গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।

নিজস্ব প্রতিনিধি




আলমডাঙ্গার নবাগত ওসির সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

আলমডাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য মতবিনিময় সভা অনুষ্টিত।

গতকাল সন্ধা ৬ টার দিকে থানা অফিসার ইনচার্জের অফিস কক্ষে মতবিনিময় সভায় আমি আপনাদের সাথে মিলে মিশে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে চাই। সাংবাদিকরা সমাজের দর্পন, আমাদের কাজ আর আপনাদের কাজের মধ্য কোন তফাত নেই।

তফাত আমি সরকারি চাকুরে, অনেক ক্ষেত্রে আমাদের হাত বাঁধা থাকে, কিন্ত আপনারা স্বাধীন ভাবে কাজ করতে পারেন। আমি এলাকার আইন শৃঙ্খলা, মাদক,বাল্যবিবাহ রোধে আপনাদের সহয়াতা চাই।

অনুষ্টানে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন উপস্থিত ছিলেন। তিনি এ সময় বলেন উপজেলা বিভিন্ন দপ্তরে ব্যাপক অনিয়ম, দুর্নিতি হচ্ছে।

আপনারা সাংবাদিক আপনারা যদি সঠিক দায়িত্ব পালন না করেন তা হলে সাধারণ মানুষ কোথায় যাবে,ওসির উদ্দেশ্যে বলেন আপনি একজন সৎ অফিসার হিসেবে দুর্নিতির বিরুদ্ধ অবস্থান নেবেন। বিশেষ করে শিক্ষা অফিসের বিরুদ্ধে কিছু অভিযোগ করেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সহ-সভাপতি রহমান মুকুল, ইউনুস আলী মন্ডল, আবুল কাশেম, শেখ শফিউজ্জামান, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, রুনু খন্দকার, সাংগাঠনিক সম্পাদক কে এ মান্নান, অন্যদের মধ্যে উপস্থিত ছিল , প্রচার সম্পাদক শরিফুল ইসলাম রোকন, সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস, নির্বাহী সদস্য তানভীর আহম্মদ সোহেল, গোলাম সরোয়ার সদু, সোহাগ, হাসিবুল। আরও উপস্থিত ছিলেন এস আই জিয়াউর রহমান, এস আই আতিক প্রমুখ।

আলমডাঙ্গা প্রতিনিধি




আমঝুপিতে ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত

মেহেরপুর সদর উপজেলার আমাদের আমঝুপি সংগঠনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সকালে আমঝুপি সাঁকো পাড়ায় এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। মেহেরপুর সদর উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন।

আমাদের আমঝুপির অন্যতম উপদেষ্টা ওসমান গনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মকবুল হোসেন, আসাদুজ্জামান লিটন, মিল্টন হোসেন, আবুল কালাম আরিফ, আমাদের আমঝুপির তারিম,মিলন, রনি, শাকিল, আবু সাঈদ, তানভীর, শামীন, রাকিব, রাগিব, ফারুক হোসেন, আবু নাঈম, মেরাজ প্রমুখ উপস্থিত ছিলেন। ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পেইন প্রায় দেড় শতাধিক রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে ফায়ার সার্ভিসের জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার কার্যক্রম শুরু

মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে অগ্নিকাÐ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার ও মহড়া কার্যক্রম শুরু করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে মেহেরপুর সদর উপজেলার বারাদি এবং আমঝুপি বাজারে এ প্রচারণা চালানো হয়।

মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারে পরিচালক শরিফুল ইসলামের নেতৃত্বে অন্যদের মধ্যে সাব অফিসার আজিজুল হক, লিডার মো: রবিউল ইসলাম সহ ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে মরহুম মিজানুর রহমান রিপন স্মৃতি ফুটবলে ড্র

মেহেরপুর বোসপাড়া যুব স¤প্রদায়ের উদ্যোগে বোস পাড়ার নেশার মাঠে অনুষ্ঠিত মরহুম মিজানুর রহমান রিপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা ড্র হয়েছে।

গতকাল শুক্রবার অনুষ্ঠিত বোসপাড়া একাদশ ও কদমতলা একাদশের মধ্যকার খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়।

নির্ধারিত সময়ে উভয় দল গোলের একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় । ফলে শেষ পর্যন্ত উভয় দল পয়েন্ট ভাগ করে নিয়ে মাঠ ছাড়ে।

খেলাটি দেখার জন্য বিপুল পরিমান দর্শক মাঠে উপস্থিত হন।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরের সাংস্কৃতিক কর্মী মোমিনুল ইসলাম স্মরণে সভা অনুষ্টিত

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি মোমিনুল ইসলাম স্মরণে সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রফেসর হাসানুজ্জামান মালেক, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা শিল্পকলা একাডেমী সহ-সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ, অরণির সভাপতি নিশান সাহেবের, মৃত্তিকার সভাপতি মানিক হোসেন, অবসরের সভাপতি জানে আলম, বন্ধনের আব্দুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে মরহুম ছহিউদ্দিন স্মৃতি ফুটবলে মদনা জয়ী

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যাণ ক্লাবের উদ্যোগে আশরাফপুর মাঠে অনুষ্ঠিত মরহুম ছহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট মদনা ডাঙ্গা পূর্ণিমা ক্লাব জয় লাভ করেছে।

গতকাল শুক্রবার অনুষ্ঠিত খেলায় মদনা ডাঙ্গা পূর্ণিমা ক্লাব ২-০ গোলে মমিনপুর ডায়মন্ড ক্লাবকে পরাজিত করে। বিজয় দলের শাকিল এবং আলামিন একটি করে গোল করেন।

এর আগে আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম এবং আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তাজউদ্দিন খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

নিজস্ব প্রতিনিধি




১৩ জেলায় শনি-রোববারের ছুটি বাতিল, দুটি কন্ট্রোল রুম চালু

অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় প্রস্তুতিসহ পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য উপকূলীয় ১৩ জেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শনি ও রোববারের (৯ ও ১০ নভেম্বর) ছুটি বাতিল করা হয়েছে।

ছুটি বাতিল করে শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৩ জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি। আর রোববার (১০ নভেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি ছিল।

যেসব জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে সেগুলো হলো- সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, নোয়াখালী, ফেনী, ল²ীপুর, চাঁদপুর, খুলনা, কক্সবাজার ও চট্টগ্রাম।

শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বাস্তবায়ন বোর্ডে’র সভার সিদ্ধান্ত অনুযায়ী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলার প্রস্তুতিসহ পরবর্তী প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণের লক্ষ্যে এসব জেলায় সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিলসহ কর্মস্থল ত্যাগ না করার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসায় মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
দুটি কন্ট্রোল রুম চালু

বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। এই ঘূর্ণিঝড় মোকাবেলায় কন্ট্রোল রুম খুলেছে পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ড।
গতকার শুক্রবার পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কন্ট্রোল রুম খোলার কথা জানানো হয়।

পানি সম্পদ মন্ত্রণালয়ের কন্টোল রুম নম্বর ০১৩১৮২৩৪৫৬০ এবং পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় কন্ট্রোল রুম নম্বর ০১৫৫৫২৩৫৩৪৩৩।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় জেলা পর্যায়ে সব প্রস্তুতি গ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দুর্যোগকালীন কর্মকর্তাসহ সবার ছুটি বাতিল করা হয়েছে এবং নিজ নিজ কর্মস্থলে দুর্যোগ মোকাবেলায় অংশগ্রহণ করতে নির্দেশ করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি