জেএসসি ও জেডিসির আজকের পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে সারা দেশে আজ শনিবার অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক আজ শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন।

মু. জিয়াউল হক জানান, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে আজকের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া জেএসসি পরীক্ষাটি আগামী ১২ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিনিধি




গাংনীতে ৩৫ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে ৩৫ বোতল ফেন্সিডিল সহ জয় (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার তেরাইল গ্রামের পশ্চিমপাড়ার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সে তেরাইল গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, পাচার করার জন্য জয় তার বাড়িতে ফেন্সিডিল মজুত করেছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৩৫ বোতল ফেন্সিডিল। ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জয়ের নামে গাংনী থানায় একটি মাদকের মামলা দায়ের করা হবে। মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে। পুলিশের দাবি জয় একজন মাদক ব্যবসায়ী।
-গাংনী প্রতিনিধি




মেহেরপুরের গাংনী উ…

মেহেরপুরের গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ২ কোটি ১৬ লাখ টাকা ব্যায়ে ৪ প্রকল্পের কাজের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ লটারি ড্র অনুষ্ঠিত হয়।
এসময় গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক,  উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, এমপি প্রতিনিধি মনিরুজ্জামান আতু উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় লটারিতে অংশগ্রহনকারি বিভিন্ন ঠিকাদার, স্থানীয় রাজনৈতিক ব্যাক্তি, সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
প্রকল্পগুলো হচ্ছে, চাঁদপুর দুলাল নগর চাকলির বিল রাস্তার এইচবিবি করণ, বরাদ্দ ৫৪ লাখ ৭১  হাজার টাকা।

গাড়াডোব ইসলামপুর বহিলাপাড়া খাল মুখি রাস্তা এইচবিবি করণ, বরাদ্দ ৫৪ লাখ ৯০ হাজার টাকা। গাড়াবাড়িয়া হলদিপাড়া থেকে মাঠমুখি রাস্তার এইচবিবি করণ, বরাদ্দ ৫৪ লাখ ৮৪ হাজার টাকা। এবং পিরতলা হাতিমারা রাস্তার এইচবিবি করণ কাজে ব্যায় ধরা হয়েছে ৫৪ লাখ ৭০ হাজার টাকা।

খুব শিঘ্রই এ সকল রাস্তার এইচবিবি করন কাজ শুরু হবে। উক্ত রাস্তাগুলি প্রস্ততকরা হলে স্ব-স্ব এলাকার মানুষ উপকৃত হবে।

-গাংনী  প্রতিনিধি




ঝিনাইদহে ছেলের হাতে মা জখম

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ৭ নং রঘুনাথ পুর ইউনিয়নের রঘুনাথ পুর গ্রামের গোলাম রসুলের স্ত্রী সাবেরা (৭০) কে লাঠি দিয়ে আহত করেছে ছেলে পান (৪৫)।

মা সাবেরা খাতুন অসহ যন্ত্রনায় কাতরাছে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য সদর হাসপাতালে। তার মাথায় দেওয়া হয়েছে তিনটি সেলাই, মাথা দিয়ে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে বলে জানিয়েছে সাবেরা ছোট মেয়ে বীনা।

সাবেরা খাতুন ৪ সন্তানের জননী সাবেরা খাতুন জানাই আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছে আমি কখনো ভাবি নাই ছেলের হাতে আহত হয়ে আজ আমার হাসপাতালে ভর্তি হতে হবে।

সাবেরা খাতুনের ছোট মেয়ে বীনা খাতুন জানাই পান্নু এর আগেও আমার মাকে মেরেছে, এবার পান্নু, তার ছেলে নয়ন(২৬) ও তার স্ত্রী জুলেখা একত্র হয়ে আজ সকাল ৯ টার দিকে রাগে এমন আহত করেছে।
তিনি আরো বলেন আমি নিজে বাদী হয়ে থানায় মামলা করবো, সংবাদ লেখা পর্যন্ত এখনো মামাল রেকর্ড হয় নাই।

-হরিণাকুন্ড প্রতিনিধি




মেহেরপুর ও চুয়াডাঙ্গায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মেহেরপুর জেলা বিএনপি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে  পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন।

পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, হাফিজুর রহমান হাফি, এম এ কে খায়রুল বাশার, শেখ সাঈদ আহমেদ সহ জেলা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে আলোচনা সভার আয়োজন করে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম মণির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফ।




চিৎলা ইউনিয়ন যুবলীগের ৩ ও ৪ নং ওয়ার্ড কমিটির কর্মী সম্মেলন

আলমডাঙ্গা উপজেলার ১৪ নং চিৎলা ইউনিয়নের রুইথনপুর গ্রামের ৩ ও ৪ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বিকাল ৩ ঘটিকার সময় রুইথনপুর বাজারে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার যুবলীগের যুগ্ন আহবায়ক জনাব জিল্লুর রহমান জিল্লু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের প্রচার সম্পাদক মহাসিন রেজা। উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক জনাব ইমদাদুল হক মেম্বার, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহŸায়ক রবিউল ইসলাম মল্লিক, চিৎলা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহŸায়ক জনাব শাহ আল ইমরান, চিৎলা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহŸায়ক মনজুর রহমান মঞ্জু, চিৎলা ইউনিয়ন যুবলীগের সদস্য জনাব টিটু, সাইদুর রহমান, সজল, ইউছুপ মুহুরি।

অনুষ্ঠানে চিৎলা ইউনিয়ন যুবলীগের সদস্য ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব ইমদাদুল হক মেম্বার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইদুর রহমান।

-নিজস্ব প্রতিনিধি




আলমডাঙ্গায় কবি গোলাম রহমান চৌধুরীর সাহিত্য কর্মের ৪২ বছর পূর্তি অনুষ্ঠান

আলমডাঙ্গা সাহিত্য পরিষদ ও কবি লেখক মিলন মেলা কমিটির উদ্যোগে কবি গোলাম রহমান চৌধুরীর সাহিত্য কর্মের ৪২ বছর অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

গতকাল সকাল ১০ টার দিকে কুমারি ইউনিয়নের কামালপুর গ্রামের কবি ভবনের পাশে মঞ্চনির্মান করে এই অনুষ্টান অনুষ্টিত হয়।

সড়কের পাশে গেট নির্মাণ করে মঞ্চ পর্যন্ত কবি গোলাম রহমানের সাহিত্য কর্মের বিভিন্ন ছবি,  ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছিল। সকাল থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও ভারত থেকে কবি সাহিত্যিকদের আগমন ঘটতে থাকে। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক, কবি, নাট্যকার, সাংবাদিক মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী। তিনি বলেন আজ আমি এই অনুষ্টানে এসে অভিভুত হয়েছি,

আলমডাঙ্গায় কবি, সাহিত্যিক আছে, শুনেছি কিন্ত এত সমৃদ্ধ সেটা জানতাম না, আমি কথা দিচ্ছি আপনারা যে কোন ভাল অনুষ্টান করলে আমি আপনাদের সার্বিক সহায়তা প্রদান করব।

কবি গোলাম রহমানকে দেখে বুঝলাম সাধনা থাকলে মানুষ তার লক্ষে পৌঁছাতে সক্ষম হয়, সে একজন সাইকেল মেকার থেকে নিজের অধ্যাবসায়ে আজ এ পর্যন্ত পৌছেছে। আমি তার সার্বিক মঙ্গল কামনা করছি।

অনুষ্টানে প্রধান বক্তা ভারতের রাষ্টপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক, কবি ড.সুশিল কুমার ভট্রাচার্য বলেন

আমরা বাংলাদেশে আপনাদের আমন্ত্রনে আসি, কিন্ত আসি ভাষার টানে, বাংলা ভাষার জন্য পৃথীবিতে এক মাত্র দেশ সেটা বাংলাদেশ যারা ভাষার জন্য জীবন দিয়েছে। তাই বাংলা ভাষার টানে বার বার ছুটে আসি। আপনাদের ভালবাসায় আমরা মুগ্ধ। তিনি আরও বলেন আপনাদের জাতীয় কবি কাজী নজরুল যে মাটিতে জন্মগ্রহন করেছে, আমিও সেই চুরুলিয়া গ্রামে জন্ম গ্রহন করেছি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, ভারতের শিল্প সাহিত্য পত্রিকার সম্পাদক কবি রাজিব ঘাঁটি, বিশিষ্ট সংগীত শীল্পি কবি নারায়ন কর্মকার, চুুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সম্পাদক আনছার আলী, কবি আমিতাভ মীর, মুুক্তিযোদ্ধা আবুল কাশেম, মেহেরপুর গাংনী উপজেলার

কবি মুুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত সাপ্তাহিক চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সম্পাদক কবি আ ফ ম সিরাজ সামজী, সহকারি অধ্যাপক কবি আসিফ জাহান, প্রধান শিক্ষক কবি আনোয়ার রশিদ সাগর, কবি ইদ্রিস আলী মন্ডল।

আলমডাঙ্গা কলেজিয়েট স্কুুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমারি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কবি আবেদ জাহান, কবি জামিলুর রহমান, শামিম রেজা, কবি ও পৌর কাউন্সিলর সামছাদ রানু, বিটিভির গীতিকার মাসুদ রানা লিটন, কবি হাবিবুর রহমান মজুমদার, সহ অসংখ্য লেখক কবি, অনুষ্টানে উপস্থিত ছিলেন।

শেষে ভারতের কবিদের সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, এ ছাড়াও সাংবাদিকতায় খন্দকার শাহ আলম মন্টু, সাহিত্যে আ ফ ম সিরাজ সামজি, কবি হাবিবুর রহমান মজুমদার, কবি ওমর আলী মাষ্টার, কবি হামিদুল আজম, গীতিকার মাসুদ রানা লিটন, সংগঠন আলমডাঙ্গা কলাকেন্দ্র।

এ ছাড়াও কবি গোলাম রহমান চৌধুরীকে কলমিলতা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, খন্দকার শাহ আলম মন্টু সম্মাননা ক্রেস্ট, আলমাউদ্দিন আহম্মদ পাঠাগারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, কামালপুর গ্রামের নারী, পুরুষ প্রায় ২০ জন বিভিন্ন পুরস্কার তুলে দেন।
অনুষ্টানের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি দ্বয়কে সম্মাননা স্বারক তুলে দেন।

-নিজস্ব প্রতিনিধি




চাচিকে নিয়ে ভাতিজা উধাও

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে প্রেমের টানে চাচিকে নিয়ে উধাও হয়েছে ভাতিজা ওয়ায়েস কুরুনী।
গত মঙ্গলবার তারা উধাও হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হযেছে। ওয়ায়েস কুরুনী উপজেলার চেংগাড়া মাদ্রসার শিক্ষার্থী। চাচি কাতার প্রবাসী রেজাউলের স্ত্রী।

জানা গেছে, প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষার্থী ওয়ায়েস কুরুনীর দীর্ঘদিন ধরে মন দেওয়া নেওয়া চলে। মাস খানেক আগে রেজাউল বাড়ি ফিরে এসে বিষযটি বুঝতে পেরে তার স্ত্রীকে শাষনের মধ্যে রাখার চেষ্টা করে। শাষন বারণ মানতে না পেরে প্রেমিক ভাতিজার সাথে ঘর ছেড়েছে।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে একই দিনে ৪ জনের আত্মহত্যার চেষ্টা

মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামে হঠাৎ করে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামের ৪ জন বিভিন্ন ভাবে আত্মহত্যা করার চেষ্টা চালায়। এসমস্ত আত্মহত্যার চেষ্টাকারীর অধিকাংশ ক্ষেত্রে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা চেষ্টা চালায় বলে পারিবারিক ভাবে জানা যায়।

গতকাল বৃহস্পতিবার যারা বিষপান ও অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায় তারা হলো মেহেরপুর শহরের মল্লিক পাড়ার মনির হোসেনের মেয়ে ফারজানা, শোলমারী গ্রামের ইদ্রিস আলীর মেয়ের রিশিতা খাতুন, সুবিদপুর গ্রামের সাদ্দামের মেয়ে সাথী এবং সদর

উপজেলার কুতুবপুর গ্রামে বিপ্লবের স্ত্রী শারমিন।
আত্মহত্যা চেষ্টা করি ৪ জনের অবস্থা গুরুতর বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

-নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে ওষুধ ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ওষুধ ব্যবসায়ীর নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের স্টেডিয়াম মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন কুমার দাস এর নেতৃত্বে স্টেডিয়াম মোড় এলাকায় লিওন ফার্মেসিতে অভিযান চালানো হয়।

এ সময় সেখানে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ ঘটনায় লিওন ফার্মেসি মালিকের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

-নিজস্ব  প্রতিনিধি