জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যাঁরা

২০১৭ ও ২০১৮ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য ২৪টি বিভাগে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ প্রদানের ঘোষণা করেছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে তথ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ২০১৭ সালের আজীবন সম্মাননা পাচ্ছেন এ টি এম শামসুজ্জামান ও সুজাতা এবং ২০১৮ সালে আলমগীর ও প্রবীর মিত্র।

২০১৭ সালের সেরা অভিনেতা হিসেবে যৌথভাবে পুরস্কার পান শাকিব খান ও আরিফিন শুভ। শাকিব খান ‘সত্তা’ ও আরিফিন শুভ ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পাচ্ছেন। এই বছর ‘হালদা’ ছবিতে অভিনয় করে নুসরাত ইমরোজ তিশা পাচ্ছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। ২০১৮ সালের সেরা অভিনেতা হচ্ছেন যৌথভাবে ফেরদৌস ও সাইমন সাদিক। ফেরদৌস ‘পুত্র’ ও সাইমন ‘জান্নাত’ ছবির জন্য পুরস্কার পাচ্ছেন। ২০১৮ সালের ‘দেবী’র জন্য জয়া আহসান শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন।

এ ছাড়া ২০১৭ সালে অন্য বিভাগগুলোতে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ (তুমি রবে নীরবে), পার্শ্ব চরিত্রে অভিনেতা শাহাদাৎ হোসেন (গহীন বালুচর), খল চরিত্রে অভিনেতা জাহিদ হাসান (হালদা), পার্শ্ব চরিত্রে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা (গহীন বালুচর), রুনা খান (হালদা), শিশুশিল্পী নাইমুর রহমান আপন (ছিটকিনি), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার অনন্য সামায়েল (আঁখি ও তাঁর বন্ধুরা), প্রামাণ্যচিত্র বাংলাদেশ টেলিভিশন (বিশ্ব আঙিনায় অমর একুশে), শ্রেষ্ঠ কাহিনিকার আজাদ বুলবুল (হালদা), চিত্রনাট্যকার তৌকীর আহমেদ (হালদা), সংলাপ রচয়িতা বদরুল আনাম সৌদ (গহীন বালুচর), কৌতুক অভিনেতা এম ফজলুর রহমান (গহীন বালুচর), পুরুষ কণ্ঠশিল্পী জেমস (সত্তা), নারী কণ্ঠশিল্পী মমতাজ (সত্তা), গীতিকার সেজুল হোসেন (সত্তা), সুরকার বাপ্পা মজুমদার (সত্তা), চিত্রগ্রাহক কমল চন্দ্র দাস (গহীন বালুচর), শব্দগ্রাহক রিপন নাথ (ঢাকা অ্যাটাক), নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ (ধ্যাত্‌তেরিকি), সম্পাদক মোহাম্মদ কালাম (ঢাকা অ্যাটাক), শিল্পনির্দেশক উত্তম কুমার গুহ (গহীন বালুচর), রূপসজ্জায় জাভেদ মিয়া (ঢাকা অ্যাটাক) এবং শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জায় রিটা হোসেন (তুমি রবে নীরবে)।

২০১৮ সালের অন্যান্য ক্ষেত্রে শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সংগীত পরিচালক ইমন সাহা (জান্নাত), পার্শ্ব চরিত্রে অভিনেতা আলী রাজ (জান্নাত), খল চরিত্রে অভিনেতা সাদেক বাচ্চু (একটি সিনেমার গল্প), পার্শ্ব চরিত্রে অভিনেত্রী সুচরিতা (মেঘকন্যা), শিশুশিল্পী ফাহিম মুহতাসিম (পুত্র), শ্রেষ্ঠ শিশুশিল্পী বিশেষ মাহমুদুর রহমান (মাটির প্রজার দেশে), প্রামাণ্যচিত্র ফরিদুর রেজা সাগর (রাজাধিরাজ রাজ্জাক), কাহিনিকার সুদীপ্ত সাইদ খান (জান্নাত), সংলাপ রচয়িতা হারুণ রশীদ (পুত্র), পুরুষ কণ্ঠশিল্পী নাইমুল ইসলাম রাতুল (পুত্র), নারী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন (পুত্র) ও আঁখি আলমগীর (একটি সিনেমার গল্প), গীতিকার কবির বকুল (নায়ক) ও জুলফিকার রাসেল (পুত্র), সুরকার রুনা লায়লা (একটি সিনেমার গল্প), নৃত্য পরিচালক মাসুম বাবুল (একটি সিনেমার গল্প), কৌতুক অভিনেতা মোশাররফ করিম (কমলা রকেট) ও আফজাল শরিফ (পবিত্র ভালোবাসা), চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু (পোস্টমাস্টার ৭১), শব্দগ্রাহক আজম বাবু (পুত্র), সম্পাদক তারিক হোসেন বিদ্যুৎ (পুত্র), শিল্প নির্দেশক উত্তম কুমার গুহ (একটি সিনেমার গল্প), রূপসজ্জায় ফরহাদ রেজা (দেবী) এবং শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জায় সাদিয়া শবনম (পুত্র)।

বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৭৫ সাল থেকে রাষ্ট্রীয়ভাবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। প্রথম দিকে আজীবন সম্মাননা পুরস্কার না থাকলেও ২০০৯ সালে প্রথম এই পুরস্কার চালু করা হয়। রাষ্ট্রীয়ভাবে চলচ্চিত্র অঙ্গনের জন্য এটিই সর্বোচ্চ পুরস্কার। এ কারণে অভিনয়শিল্পী থেকে শুরু করে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা মুখিয়ে থাকেন এই পুরস্কারের জন্য।

গত ফেব্রুয়ারি মাসে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ ও ২০১৮-এর জন্য ছবি আহ্বান করে তথ্য মন্ত্রণালয়। মার্চে ছবি এবং প্রস্তাব দেওয়ার শেষ সময় ছিল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ২৮ শাখায় প্রতিদ্বন্দ্বিতা করে দুই বছরে মুক্তি পাওয়া ৭৪টি ছবি। ওই সময় দুই বছরে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো নির্বাচনের জন্য দুটি জুরিবোর্ড গঠন করে সরকার। ২০১৭ সালের জুরিবোর্ডের সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফির চেয়ারম্যান অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, চলচ্চিত্র অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা, চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক এম এ আলমগীর, বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রগ্রাহক পঙ্কজ পালিত ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম। ২০১৮ সালের জুরিবোর্ডের অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফির চেয়ারম্যান অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, চলচ্চিত্র অভিনেতা ইনামুল হক, সংগীতশিল্পী ফকির আলমগীর, দৈনিক ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত, গীতিকার ও সংগীত পরিচালক হাসান মতিউর রহমান, অভিনেত্রী রওশন আরা রোজিনা, বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও বাংলাদেশ চিত্রগ্রাহক সংস্থার যুগ্ম মহাসচিব তপন আহমেদ।

এই দুটি জুরিবোর্ডের ফলাফল পাওয়া গেছে আজ। শিগগিরই তথ্য মন্ত্রণালয় দিনক্ষণ চূড়ান্ত করে ২০১৭ ও ২০১৮ সালের পুরস্কার একসঙ্গে বিজয়ীদের হাতে তুলে দেবে। নির্ধারিত তারিখে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গেল বছরের মাঝামাঝি সময়ে, অর্থাৎ জুলাই মাসে অনুষ্ঠিত হয় সর্বশেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪১তম আসর। যেখানে ২০১৬ সালের চলচ্চিত্রের জন্য পুরস্কার দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো




মেহেরপুরে মাদক মামলার আসামী নজু, রানা ও রাজুকে রিমান্ড শেষে আদালতে সোপর্দ

মেহেরপুরে  মাদক মামলার আসামী ৩ আসামীকে ১দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করেছে মেহেরপুর ডিবি পুলিশ। বৃহস্পতিবার জেলা গোয়েন্দা কার্যালয়ে এই রিমান্ড কার্যকর করা হয়। আসমীরা হলেন, নজরুল ইসলাম নজু(৫২) তার ছেলে মোঃ সোহেল রানা (৩১) ও জামাই মোঃ নয়ন আহমেদ রাজু (৩৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিজস্ব প্রতিনিধি




চাচিকে নিয়ে ভাতিজা উধাও

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে প্রেমের টানে চাচিকে নিয়ে উধাও হয়েছে ভাতিজা ওয়ায়েস কুরুনী।

গত মঙ্গলবার তারা উধাও হয়েছে । এনিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হযেছে। ওয়ায়েস কুরুনী উপজেলার চেংগাড়া মাদ্রসার শিক্ষার্থী। চাচি কাতার প্রবাসী রেজাউলের স্ত্রী।

জানা গেছে, প্রবাসীর স্ত্রীর সাথে মাদ্রাসা শিক্ষার্থী ওয়াঢেস কুরুনীর দির্ঘদিন ধরে মন দেওয়া নেওয়া চলে। মাস খানেক আগে রেজাউল বাড়ি ফিরে এসে বিষযটি বূঝতে পেরে তার স্ত্রীকে শাষনের মধ্যে রাখার চেষ্টা করে। শাষন বারণ মানতে না পেরে প্রেমিক ভাতিজার সাথে ঘর ছেড়েছে।
-গাংনী প্রতিনিধি




গাংনীতে একটি মাদ্রাসার কাছে থেকে ৪টি বোম উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া মাদ্রাসার কাছ থেকে ৪ টি বোমা উদ্ধার করেছে পুলিশ। পরিত্যক্ত অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে বোমাগুলো উদ্ধার করে পানি বালুভর্তি বালতিতে রেখে প্রাথমিক নিষ্ক্রিয় করে পুলিশ। আতঙ্ক ছড়ানোর জন্য দুর্বৃত্তরা বোমা গুলো ফেলে রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা।
পুলিশ সূত্রে জানা গেছে, মানিকদিয়া এগারপাড়া দাখিল মাদ্রাসার পাশে বোমা পড়ে থাকার খবর পায় পুলিশ।
হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের এএস আই শাকিল খান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো চারটি বোমা উদ্ধার করতে সক্ষম হন।
আতঙ্ক সৃষ্টি করার জন্য বোমাগুলো দুর্বৃত্তরা রাখতে পারে। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান এসআই শাকিল খান।
-গাংনী প্রতিনিধি




মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত সহ আহত ২

মেহেরপুর শহরের পন্ডের ঘাট এলাকায় মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মোস্তাক হোসেন (২৩) নামের এক যুবক নিহত হয়েছে।

নিহত মোস্তাক সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের ছমিরুল ইসলাম এর ছেলে। পেশায় রাজমিস্ত্রি ছিল মোস্তাক । গতকাল রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আরো দুজন আহত হয়। আহতরা হলেন, সদর উপজেলার আমদহ গ্রামের আজাদ আলী (৪৫) ও জাহিদ হোসেন (৪০)। এদের মধ্যে আজাদ আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে চিকিৎসকরা।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, রাত সাড়ে আটটার দিকে মেহেরপুর শহরের পন্ডের ঘাট এলাকায় মুজিবনগর সড়কে দুটি মোটরসাইকেল ও ট্রাক্টর এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুই মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হয়।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে মোস্তাক এর অবস্থা সংকটপূর্ণ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে ইমার্জেন্সি মেডিকেল অফিসার। রাজশাহী যাওয়ার পথে মোস্তাক এর মৃত্যু হয়।

বাকি আহত ২জন মেহেরপুর ও কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওসি আরো জানান, ঘটনার পর থেকে ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছে। নিহতের পরিবার থেকে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিনিধি




সাদেক হোসেন খোকা’র মৃত্যুতে মেহেরপুর জেলা বিএনপির শোক দিবস পালন

স্বদেশ স্বাধীনতার বীরযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা’র মৃত্যুতে কেন্দ্র কর্মসূচীর আলোকে মেহেরপুর জেলা বিএনপির জেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করে।

এছাড়াও গতকাল ৬ই নভেম্বর দলীয় কার্যালয়ে শোক দিবসের আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বলেন সাদেক হোসেন খোকা ছিলেন “গৌরবময় সংগ্রামী ইতিহাসে পান্ডলিপি”।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, এম এ কে খায়রুল বাশার, শেখ সাঈদ আহমেদ, জেলা বিএনপির উপদেষ্টা ইদ্রিস আলী দেওয়ান, তোজাম্মেল আযম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, সহ-সভাপতি ফজলু খান, হাবিব ইকবাল, মনিরুজ্জামান মনি, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবু ইউসুফ মিলন, তারিফ খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, মৎস্যজীবি দলের সভাপতি শ্রী গুরুদাস হালদার, জেলা জাসাস এর আহবায়ক মাহফুজুর রহমান অশেষ, সাধারণ সম্পাদক বাকাবিল্লাহ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আকিব জাভেদ সেনজিন সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

আলোচনা সভা পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

নিজস্ব প্রতিনিধি




বাওট বাঁধাগ্রস্থ শিশু বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ব্যাগও শিক্ষা উপকরণ বিতরণ

মেহেরপুরের গাংনী উপজেলার বাওট বাঁধাগ্রস্থ শিশু বিদ্যালয়ে সুবর্ণ শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

গতকার বুধবার দুপুরের বাঁধাগ্রস্থ বিদ্যালয় কর্তৃক আযোজিত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় এ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।

তিনি বক্তব্য বলেন,আমি এই স্কুলের শিক্ষকদের প্রতি আন্তরিক শ্রদ্ধাওঅভিনন্দন জানাই যারা বিনা বেতনে অত্যন্ত আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে স্কুলের শিশুদের সেবা দিয়ে যাচ্ছেন এবং সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আজ তাদের বিভিন্ন বিষয়ে অবগত হলাম। পরবর্তীতে সকলের সম্মিলিত চেষ্টায় তাঁদের পাশে দাঁড়াবো। স্কুলের প্রতিটি শিশুকে প্রতিবন্ধী ভাতা শিক্ষা উপবৃত্তির আওতায় আনা।

স্কুলটি এমপিভূক্ত করণের আবেদন শিশুদের মাঝে শিক্ষা ও সেবা উপকরণ বিতরণ শিক্ষকদের সম্মানী প্রদানের ব্যবস্থা স্কুল বাসের ব্যবস্থা করা স্কুলের সম্মানিত শিক্ষক এবং অভিভাবকবৃন্দের আলোচনার মাধ্যমে উপরিউক্ত বিষয়গুলি উপস্থাপিত হয়।

পরবর্তীতে সর্বোচ্চ আন্তরিকতা এবং দ্রæততার সাথে বিষয়গুলি সকলের সহযোগিতার মধ্য দিয়ে শতভাগ বাস্তবায়নের প্রয়াস অব্যাহত থাকবে।

গাংনী প্রতিনিধি




মেহেরপুর সহ বিবিন্ন স্থানে ফায়ার সার্ভিস সপ্তাহ শুরু

মেহেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার সকালে উদ্বাধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শহিদুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা আনসার কমান্ডার হুমায়ুন কবির, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম।

এর আগে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহে উদ্বোধন করেন।

বামন্দী প্রতিনিধি জানান, “সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্তুুতি ভুমিকম্প মোকাবেলা সর্বোত্তম উপায়” এই প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ শুরু হয়েছে। চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

সকাল ১১ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে উপস্থিত থেকে সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ আলমঙ্গীর হোসেন। এছাড়াও স্থানীয় জন সাধরণের সামনে অগ্নিনির্বাপন করার বিভিন্ন কৌশল উপস্থাপন করেন ফায়ার সার্ভিস কর্মিরা।

আলমডাঙ্গা প্রতিনিধি জানান, আলমডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ শুরু হয়েছে।

গতকাল সকাল ১০টার দিকে আলমডাঙ্গা ফায়ার স্টেশনে ‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবিলার সর্বোত্তম উপায়’-এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় আলমডাঙ্গা ফায়ার স্টেশনে আজ থেকে ১২ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচি পালন করা হবে বলে ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়।

এ সময় অগ্নিকান্ডসহ বিভিন্ন দূর্ঘটনা প্রতিরোধ ও করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিস কর্মীরা মহড়া প্রদর্শন করেন।

গতকাল বুধবার ফায়ার সার্ভিস প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন ইনচার্জ মখলেছুর রহমানের সভাপতিত্বে ও ফায়ার সার্ভিস লিডার আক্রাম আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী ।

ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন কর্মকর্তা মখলেছুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, আলমডাঙ্গা বনিক সমিতির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, পল্লিবিদ্যুতের এজিএম মনিরুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, প্রেসক্লাব সহ- সভাপতি ও কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি, ভাটা মালিক আলহাজ্ব আব্দুল খালেক, ডা. বোরহান উদ্দিন, সহকারি অধ্যাপক আব্দুর রহমান, আশরাফ আলী, এমদাদুল হক, প্রভাষক আনোয়ারুল ইসলাম, প্রভাষক আব্দুস সালাম, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রহমান, খাইরুল ইসলাম, প্রমুখ।
প্রধান অতিথী উপজেলা নির্বাহী অফিসার বলেন, অধিদপ্তরের সেবাধর্মী কাজের সঙ্গে জন সম্পৃক্ততা নিশ্চিতকরণ ও জনসচেতনতা বাড়ানোই ফায়ার সার্ভিস সপ্তাহের মূল লক্ষ্য হওয়া উচিৎ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নতুন উদ্যমে সাহস, দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করছি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেন তিনি।

জীবননগর প্রতিনিধি জানান, জীবননগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে।

গতকাল বুধবার সকালে জীবননগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সপ্তাহ ব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর পঃপঃ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ গনি মিয়া, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী প্রমুখ।

প্রতিদিন ডেস্ক




গাংনীর কল্যানপুরে স্ত্রীকে নির্যাতন, অপরাধ ঢাকতে থানায় অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার তেতুঁলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর দক্ষিণ পাড়ার মৃত আয়তাল হকের ছেলে ইমারুল সাথে ৭/৮ বছর আগে বিয়ে হয় বামন্দীর মৃত আব্দুল জলিলের মেয়ে মালেকার (৩৫) সাথে।

বিয়ের পর থেকেই ইমরুল তার স্ত্রী মালেকাকে মাঝে মধ্যে মারধোর সহ শারীরিক ভাবে নির্যাতন করতো। স্বামী স্ত্রীর মধ্যে এমন ঘটনা ঘটে থাকে বলে বিষয়টি আমলে নেয়নি গৃহবধু মালেকার পরিবারের লোকজন। সেই সুযোগ কাজে লাগিয়ে ইমরুল গত অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে আবরো তার স্ত্রী মালেকা (৩৫) কে শারীরিক ভাবে নির্যাতন করে। খবর পেয়ে মালেকার পরিবারের লোকজন সহ বামন্দীর ইউপি সদস্য কামাল হোসেনকে সাথে নিয়ে ইমরুলের বাড়িতে যায়।

এসময় কল্যাণপুর গ্রামের ইউপি সদস্য সহ কয়েক জনের উপস্থিতিতে ইমরুল তার স্ত্রীকে রাখবে না বলে তার স্ত্রীর ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রী বুঝিয়ে দেয়। মালেকাকে তার পরিবারের সদস্যরা বামন্দীতে নিয়ে আসে এরপর ১৮ অক্টোবর ২০১৯ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার গ্রহন করে। যার রেজিঃ নং ৩৫৮/২।

সুচতুর ইমরুল স্ত্রীকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার মত অপরাধ মূলক কর্মকান্ড আড়াল করার জন্য তার বাড়ি থেকে মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে তার স্ত্রী, এমন অভিযোগ দাবি করে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বামন্দী প্রতিনিধি




মেহেরপুরে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

শিক্ষা দিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানে মেহেরপুরে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্টানের আয়োজন করা হয় ।

পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেনীর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

নিজস্ব প্রতিনিধি