মেহেরপুরে শিক্ষার্থীদের মাঝে জনসচেতনা মূলক লিফলেট বিতরণ

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে জনসচেতনা মূলক নতুন সড়ক পরিবহন আইনের লিফলেট বিতরন করা হয়েছে।

গতকার বুধবার দুপুরে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে জনসচেতনা মূলক এ লিফলেট বিলি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার হাসিবুল আলম উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিতরন করেন।

এ সময় টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ফয়জুল বারী, ট্রাফিক পুলিশের টিআই ইসমাইল হোসেন, ট্রাফিক সার্জেন্ট নাজমুল হোসেন, টিএসআই মকবুল হোসেন, নুর আলম, এটিএসআই জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর রাজনগর ফুটবল টুর্নামেন্টে মুজিবনগর জয়ী

মেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রামে সুখরঞ্জন ও বকুল রানী সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কোর্য়াটার ফাইনালে মুজিবনগর ফেন্ডস ক্লাব ফুটবল একাদশ ১ গোলে জয়ী হয়েছে।

গতকাল বুধবার বিকালে রাজনগর স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ৭০ মিনিটের খেলায় টান টান উত্তেজনায় কোর্য়াটার ফাইনালে মুজিবনগর ফেন্ডস ক্লাব ফুটবল ১-০ গোল করে কাঠালপোতা ফুটবল একাদশ দলকে পরাজিত করে।

খেলা শেষে ম্যান অব দা ম্যাচ ও সেরা গোলদাতা সহ তিন জনকে প্রাইজবন্ড দিয়ে পুরস্কৃত করা হয়। খেলাটি পরিচালনা করেন জহির উদ্দিন, ইমাদুল ইসলাম, হাসিবুল ইসলাম।
খেলাটির সার্বিক সহযোগীতায় ছিলেন সুধাংশু মোহন সরকার।

এসময় ইউপি সদস্য আরমান আলী, বারাদি ক্যাম্প ইনর্চাজ আব্বাস আলী, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আলতাব হোসেন, খেলা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রবিউল ইসলাম, কালু , কুরবান আলী সহ খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।

নিজস্ব প্রতিনিধি




জীবননগরে চায়না লেবু চাষে সফলতা পেয়েছেন ওমর ফারুক

জীবননগরে বাণিজ্যিক ভিত্তিতে চায়না লেবুর চাষ হচ্ছে। জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামে চায়না লেবুর চাষ করে যাদুকারী সাফল্য পেয়েছেন চাষীরা।

গত তিন বছর আগে লাগানো বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে সুন্দর গাড়ো কমলা রঙ্গের সু-মিষ্ট লেবু। বাণিজ্যিক ভাবে লাভ জনক হওয়ায় চায়না লেবু চাষে আগ্রহী হয়েছে অনেকে। জীবননগর উপজেলার মাটি সব ফসলের জন্য উপযোগী হলেও এই প্রথম একজন উদ্দোমী লেবু চাষী ওমর ফারুক চায়না লেবু চাষ করে সফল হয়েছেন।

জানাগেছে ২০১৬ সালে জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামে ১বিঘা জমিতে পরীক্ষা মুলকভাবে চায়না লেবুর জাতের ১৫০টি চারা রোপন করেন কৃষক ওমর ফারুক । চারা লাগানোর পর নীবিড় পরিচর্যা ওজৈব প্রযুক্তি(কেঁচো সার)ব্যবহার করে মাত্র তিন বছর বয়সে গত বছর সামান্য পরিমান ফলন আসলেও এবার প্রতিটি গাছে ১০০শ থেকে ১৫০টি ফল ধরছে আন্দুলবাড়িয়া ইউনিয়নের নিধিকুন্ড গ্রামের সড়কের পাশে ওমর ফারুকের স্বপেনর চায়না লেবু বাগানে গিয়ে দেখা যায়।

ছোট ছোট চায়না লেবু গাছে ঝুলছে থোকায় থোকায় লেবু। তিনি জানান প্রতিটি গাছে ১০০ থেকে ১৫০টি করে ফল ধরেছে । এ ফলনে দারুন খুশি চাষী ওমর ফারুক । তার বাগানে উৎপাদিত চায়না লেবু দেশের বিভিন্ন অঞ্চলে আমদানী করা হচ্ছে। যে কোন লেবুর চেয়ে রসালো সুস্বাদু এবং বেশি মিষ্টি।

তার সাফল্য দেখে অনেকে লেবু চাষে আগ্রহী হয়েছেন এবং তার বাগানে আসছেন মানসম্মত চারা সংগ্রহের জন্য। এরই মধ্যে তিনি প্রচুর পরিমানে চায়না লেবুর কলম তৈরি করছেন বিক্রয়ের জন্য। নিজস্ব মাতৃগাছ হতে চারা কলম তৈরি বলে তিনি জাতের বিষয় শতভাগ গ্যারান্টি দিয়ে চারা বিক্রি করছেন । চলতি বছরে প্রায় ৪ বিঘা জমিতে লাগানো চারা সরবরাহ করছেন বলে তিনি জানান।

বর্তমানে তার বাগানে প্রায় ১০হাজার কলম তৈরি আছে চায়না লেবু বাগান করার জন্য। এ ব্যপারে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, মাল্টা চাষী ওমর ফারুক একজন সৎ কর্মোট ও সচেতন চাষী। সে সম্পন্ন রাসায়নিক মুক্তভাবে জৈব সার (ভার্মি কম্পোস্ট)এবং জৈব বালাই নাশক ব্যবহার করে চায়না লেবুর চাষ করছেন।

কৃষি বিভাগ তার সব ধরনের সহযোগিতা দিচ্ছে যা আগামিতে অব্যহত থাকবে । আগামী কয়েক বছরের মধ্যে এ উপজেলায় চায়না লেবু চাষে বিপ্লব ঘটবে। সরকারী ভাবে কৃষকদের চায়না লেবুর পাশাপাশি সব ধরনের চাষে উৎসাহিত করা হচ্ছে।

জীবননগর প্রতিনিধি




বিএনপি জামায়াতের রাতভর পিকনিক

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে সহিদুল সর্দার কে সভাপতি ও আবু সাইদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।

এ কমিটিকে সবাই সাধুবাদ জানাই ও সুন্দর একটি কমিটি হয়েছে বলে ও তারাও মন্তব্য করে। তবে বিপত্তি বাঁধে এ কমিটি ঘোষনার পর হুদাপাড়ার এক সময়ের বিএনপি জামায়াতের এক দূদান্ত প্রতাপশালী নেতা সহ কয়েক নেতা মিলে রাতে তারা পিকনিক করে ও আনন্দ মিছিল বের করে বলে অভিযোগ তোলে হুদাপাড়ার বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা। তারা গতকাল সকালে দলীয় লোকজন নিয়ে অবস্থান নেই কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে।

হুদাপাড়ার ওসমান জালাল, আনোয়ার, সেলিম, আবু তাহের, জহিরদ্দী, মসলেম, আশাদুল মসলেম জানান বিগত জামায়াত জোট সরকারের সময় যারা আমাদের উপর অত্যাচার করেছে তারা আজ আনন্দ মিছিল করছে। আমরা আজ অবহেলিত আমাদের না ডেকে আজ কমিটিতে নাম দেওয়া হচ্ছে।

এ সময় তারা আরো বলেন হুদাপাড়ার এক সময়ের বিএনপির দাপুটে নেতা নুর মোহাম্মদ ভগু মেম্বর সে আজ আওয়ামী লীগের বড় নেতা সেজে প্রকৃত ত্যাগী নেতাদের উপর ছড়ি ঘোরাচ্ছে। সে বিভিন্ন মামলার আসামী।

বর্তমানে যখন আওয়ামী লীগে শুদ্ধি অভিযান চলছে ঠিক সেই মুহুর্তে এই ভগু মেম্বরের মত অনুপ্রবেশ কারী হাইব্রীড নেতাদের কারণে আজ আমরা কোনঢাসা।

এ বিষয়ে ভগু মেম্বরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদের নিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করতে

চুয়াডাঙ্গা ০২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর এমপির আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি




সড়ক পরিবন আইন বাস্তবায়নে বামন্দীতে লিফলেট বিতরণ

সড়ক পরিবহন আইন-২০১৮। ১ নভেম্বর ২০১৯ থেকে কার্যকর শুরু হয়েছে।
নতুন এই আইন বাস্তবায়নের লক্ষে সকল ধরনের যানবাহনের মালিক, চালক, সহ জনসাধনের মাঝে লিফলেট বিতরন করা হয়েছে।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড চত্তরে মেহেরপুর ট্রাফিক পুলিশ বিভাগের পক্ষ থেকে এ লিফলেট বিতরণ ও জনসচেতনা সৃষ্টির করার উদ্দেশ্যে নতুন আইন সর্ম্পকে অবগত করা হয়।

এসয়ম উপস্থিত ছিলেন, মেহেরপুর ট্রাফিক পুলিশের টিআইটু মুজতবা, সার্জেন্ট মোজাফ্ফর, টিএসআই আমিরুল ইসলাম, টিএসআই সুলতান, এটিএসআই জাহাঙ্গীর, এটিএসআই মোস্তাফিজুর ও ট্রাফিক পুলিশ সদস্য মিরুল।

নিজস্ব প্রতিনিধি




আলমডাঙ্গায় কাত্যায়নী পুজার মহানবমীতে উৎসবমুখর পরিবেশে দর্শকদের ঢল

আলমডাঙ্গায় কাত্যায়নী পুজার মহানবমীতে উৎসব মুখর পরিবেশে দর্শকদের ঢল, আইন শৃঙ্খলা রক্ষা কারি বাহিনীর সার্বক্ষনিক তদারকি, স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল বুধবার মহনবমী অনুষ্টিত হয়েছে।

গতকাল মহানবমীতে মন্ডব পরিদর্শন করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সাংগাঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সহ-সভাপতি ও প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হামিদুল ইসলাম আজম, উপজেলা তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, পৌর সভার প্যানেল মেয়র জহুরুল ইসলাম স্বপন, পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগ সদস্য মতিয়ার রহমান ফারুক, জেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি প্রশান্ত অধিকারি, উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, লিপন কুমার বিশ্বাস, দীনেশ বিশ্বাস, এস আই থানার সেকেন্ড অফিসার জিয়াউর রহমান।

এ ছাড়াও আলমডাঙ্গা ক্যানেল পাড়া বালক সংঘের সভাপতি শ্রী মিন্টু কুমার, সম্পাদক পাপ্পু দে, দীপ্ত ঘোষ, শ্রাবন ঘোষ, লিটন ব্যানার্জি, জ্যোতি, তমা বিশ্বাস,রিংকি,অর্পিতা অধিকারি,ঋতু বিশ্বাস প্রমুখ।

নবমীতে গতকাল আরতি প্রতিযোগীতা, মেয়েদের জন্য ফুটবল খেলা প্রতিযোগীতা সহ নানা প্রতিযোগীতার আয়োজন করা হয়। পুজায় পুরোহীত ছিলেন গোপেন ভট্রাচার্জ। আজ দশমিতে বিশাল কনসার্টের আয়োজন করা হয়েছে। কমিটি সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে।

আলমডাঙ্গা প্রতিনিধি




হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে সফল করার লক্ষে মতবিনিময় সভা

আলমডাঙ্গা হারদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে সফল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৬ নভেম্বর হারদী বাজারে মতবিনিময় সভায় হারদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, পৌর আওয়ামী লীগে প্রচার সম্পাদক রেজাউল হক তবা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মজিবার রহমান, সাবেক মেম্বার সাহাদত হোসেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হামিদের উপস্থাপনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আহসান হাবীব ট্যাক্টর, আহসান উজ্জামান ঝন্টু, হিরোক মেম্বার, আনা মালিথা, সাহাবুল ইসলাম, শাকিল আহম্মেদ, তানসেল, লিয়াকত আলী, আক্তার, আতিয়ার রহমান, আলম, বিশ^জিৎ, প্রভাস, মিন্টু মিয়া, যুবলীগ নেতা হারুন প্রমুখ।

এসময় বক্তরা বলেন, সকল ভেদাভেদ মিলে হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে সফল করতে হবে।

আলমডাঙ্গা প্রতিনিধি




আলমডাঙ্গার পৃথক ঘটনায় দুই নারী গুরুতর জখম

আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর দোয়ারপাড়া ও উপজেলার ভাংবাড়ীয়া গ্রামে পৃথক কারনে দুই নারী গুরুতর জখম হয়েছে।

জানা গেছে ,গতকাল বেলা ৫টায় আলমডাঙ্গা পৌর এলাকায় দোয়ারপাড়ার বাবলু আলীর প্রথম স্ত্রী রকেয়া খাতুন(৪৪) একজনের বাড়িতে কাজ করে বাড়ি ফিরছিলেন।

এসময় বাড়ির পাশে মসুর ক্ষেতে বাবলুর ২য় স্ত্রী রাশিদার ছাগল যায় এ সময় ফসলের মালিক ছাগল ধরে নিয়ে যায়। এটা দেখে রাশিদা খাতুন সতিন রোকেয়ার উপর চড়াও হয় এ সময় বাবলু গালিগালাজ করে এর এক পর্যায়ে রোকেয়ার হাতে থাকা নোড়া দিয়ে রাশিদা আক্রমন করলে ঘটনাস্থলেই রকেয়া খাতুন আহত হয় স্থানীয়রা দ্রæত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী হাসপাতালে নেয়া হয়।

বিষয়টি নিয়ে মামলার প্রসুত্তি চলছে বলে জানা গেছে।

এদিকে, উপজেলার ভাংবাড়ীয়া স্কুল পাড়ার সাকেম আলির স্ত্রী আমিরন নেছাকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশি।

জানা গেছে, গতকাল বুধবার সন্ধা ৬ টার দিকে ভাংবাড়ীয়া স্কুল পাড়ায় বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়াকে কেন্দ্র করে তর্ক বিতর্কের এক পর্যায়ে সাত্তার মিয়ার ছেলে বেল্টু(৩৫), মেন্টু(৩০) মিলে আমিরন নেছাকে বাশ দিয়ে পিটিয়ে আহত করে।

এ সময় দ্রæত তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার উবাইদুল্লাহ জানায় রোগির অবস্থা আশঙ্কাজনক।

আলমডাঙ্গা প্রতিনিধি




গাংনীর আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি’র বিরুদ্ধে

মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি (অতিরিক্ত সচিব) আমির উদ্দিন আহম্মেদ এর বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন অভিযোগ করেছে।

গতকাল বুধবার সকালে সাংবাদিকদের কাছে এলাকাবাসী ও নবগঠিত কমিটির সদস্যগণ ম্যানেজিং কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।

অভিগোগে বলা হয়েছে সাবেক সভাপতি নিয়ম লঙ্ঘন করে আট বছর একাধারে সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। তিনি বিদ্যালয়ের সভাপতি থাকার কারণে নিয়ম লঙ্ঘন করে তার পুত্রবধু নাসরিন আক্তার ডলিকে নিয়োগ দেখিয়ে প্রতিমাসে ৬,০০০/= (ছয় হাজার) টাকা হাতিয়ে নিয়েছেন।

বর্তমান কমিটির সভাপতি আব্দুল হান্নান জানান, তিনি দায়িত্ব পাওয়ার পর উক্ত শিক্ষিকার বিদ্যালয়ে কোন অস্তিত্ব না থাকায় তার বেতন ভাতার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন। তিনি আরও জানান, সাবেক কমিটির সভাপতির নিকট বিদ্যালয়ের বিগত দিনের আয়-ব্যয়ের হিসাব চাইলে তিনি বিভিন্নভাবে গড়িমসি করেন।

এমনকি সাবেক সভাপতি তাঁর পদে পুনরায় বহাল থাকার উদ্দেশ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিভাগীয় পর্যায় থেকে কারণ দর্শানোর ব্যবস্থাও করা হয়। উপস্থিত এলাকাবাসী আরও অভিযোগ করে বলেন, তিনি সচিব থাকাবস্থায় আমতৈল গ্রামে একটি সরকারী হাসপাতাল নির্মাণ করে দিবেন আমতৈল পালপাড়া গ্রামের মৃত আছের উদ্দিনের ছেলে আযম আলী মোল্লার নিকট থেকে দেড় বিঘা জমি নিজ নামে রেজিষ্ট্রি করে নিয়েছেন এছাড়াও আমতৈল গ্রামে যে রাস্তাটি চলাচলের জন্য ব্যবহার করতেন সে রাস্তাটির আইডি কেটে দিয়ে নিজের বাড়ির সামনে দিয়ে রাস্তাটি নিয়ে গেছেন।

সাবেক সভাপতি প্রতিষ্ঠাতা সদস্য না হয়েও বিদ্যালয়ের সাইন বোর্ডে আমতৈল মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও অতিরিক্তভাবে তাঁর নিজের নাম ব্যবহার করে বিদ্যালয়ের নামকরণ করেছেন। এতে এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর জিজ্ঞাসা সভাপতি পরিবর্তন হলেই কি বার বার বিদ্যালয়ের নাম পরিবর্তন হবে? বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেস আলী জানান, বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর হান্নান তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য খুবই আন্তরিক।

তাছাড়া তিনি দায়িত্ব পাওয়ার পর ৫০ ফুট বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করেন। তাঁর অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায় বিদ্যালয়টি চারতল ভবনের বরাদ্দ পেয়েছে যা বর্তমানে চলমান রয়েছে। তিনি সব সময় সরকারী যেকোন দিবস পালন ও প্রোগ্রামে উপস্থিত থাকেন।

এ বিষয়ে জানতে চাওয়ার জন্য সাবেক সচিব আমির উদ্দিন আহম্মেদের মোবাইল ফোনে যোগযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন বর্তমান যে কমিটি তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশারের যোগসাজশে অনিয়ম তান্ত্রীকভাবে পকেট কমিটি গঠন করা হয়েছে।

এবিষয়ে তিনি যশোর বোর্ডে লিখিতভাবে অভিযোগ করেছেন বলেও জানান।

গাংনী প্রতিনিধি




গাংনীতে পরিবহন সংকটে যাত্রী ও শিক্ষার্থীদের দুর্ভোগ

মেহেরপুর কুষ্টিয়া সড়কে পরিবহন সংকটের কারণে যাত্রী ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে।
কুষ্টিয়া বাস মালিক সমিতির অনিয়মের কারণে পরিবহন সংকটে পড়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে এর আগে ১০মিনিট পর পর বাস চলাচল করতো।

বর্তমানে কুষ্টিয়া মালিক সমিতি ২০মিনিট পর পর সড়কে গাড়ী দেওয়ায় সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড় জমার ফলে সরকারী কর্মচারী ও শিক্ষার্থীরা দুভোগে পাড়ছে। সঠিক সময়ে স্কুলের ছাত্র ছাত্রীরা ক্লাসে উপস্থিত হতে পারছে না।

এ ব্যাপারে মেহেরপুর বাস মালিক সমিতির সাথে পরিবহন সংকটের বিষয়টি জানতে চাইলে তারা বলেন, আমারা আগের মত ১০ মিনিট পর পর গাড়ী দিয়েছি আমাদের কারণে এই দুভোর্গ হচ্ছেনা। কুষ্টিয়া মালিক সমিতি তাদের গাড়ী কম দেওয়ার করণে ২০মিনিট পর পর গাড়ী আসায় শিক্ষার্থী ও যাত্রীদের দর্ভোগে পড়ছে।

তারা আরও বলেন, আমরা কুষ্টিয়া বাস মালিক সমিতিকে বিষয়টি জানানোর পরেও তারা কোন ব্যবস্থা গ্রহন করেনি।

এ অনিয়মের বিষযটি দ্রæত সমাধানের জন্য প্রসাশনের দৃষ্টি কমনা করেন শিক্ষার্থীরা।

গাংনী প্রতিনিধি