মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

মেহেরপুর শহরের পন্ডের ঘাট এলাকায় মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মোস্তাক হোসেন ২০ নামের এক যুবক নিহত হয়েছে। নিহত মোস্তাক সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের ছমিরুল ইসলাম এর ছেলে। পেশায় রাজমিস্ত্রি ছিল মোস্তাক । আজ রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আরো দুজন আহত হয়। আহতরা হলেন, সদর উপজেলার আমদহ গ্রামের আজাদ আলী ৪৫ ও জাহিদ হোসেন ৪০। এদের মধ্যে আজাদ আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে চিকিৎসকরা।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, রাত সাড়ে আটটার দিকে মেহেরপুর শহরের পন্ডের ঘাট এলাকায় মুজিবনগর সড়কে দুটি মোটরসাইকেল ও ট্রাক্টর এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুই মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে মোস্তাক এর অবস্থা সংকটপূর্ণ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করে ইমার্জেন্সি মেডিকেল অফিসার। রাজশাহী যাওয়ার পথে মোস্তাক এর মৃত্যু হয়। বাকি আহত ২জন মেহেরপুর ও কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওসি আরো জানান, ঘটনার পর থেকে ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছে। নিহতের পরিবার থেকে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিনিধি




গাংনী ইউএনও’র বিরুদ্ধে উদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের উদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকার মঙ্গলবার দুপুরে পিআইও অফিসের কনফারেন্স রুমে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপস্থিতি ও স্বাক্ষরিত একটি লিখিত সংবাদ সম্মেলনের বক্তব্য পাঠ করে শোনান বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস।

লিখিত বক্তব্যে তিনি বলেন বর্তমান গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান গত ০৪/০৮/১৯ ইং তারিখে যোগদানের পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে চেয়ারম্যান বৃন্দকে দূর্ণীতিবাজ এবং উপজেলার কর্মরত অফিসার ও কর্মচারীদের সাথে উদ্ধত্যপূর্ণ ও অশোভন আচরণ করে আসছে।

যা সকলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন। এমনকি তিনি মাসিক সভায় গাংনী থানার অফিসার ইনচার্জকে প্রশ্ন করেন আপনি এ মাসিক সভায় কেন? এতে তিনি সবার সামনে বিব্রত বোধ করেন। এতে করে আইন শৃংঙ্খলা বাহিনীর সাথে সম্পর্কের অবনতি ঘটে বলেও সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে দাবি করেন। যার ফলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত উন্নয়নের গণতন্ত্র ও সমৃদ্ধির অগ্রযাত্রায় বাধা সৃষ্টি হচ্ছে।

এমনি উদ্ভুত পরিস্থিতিতে সকল চেয়ারম্যানবৃন্দ অদ্য হতে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, উপজেলা নির্বাহী অফিসার জনাবা দিলারা রহমান অত্র কার্যালয়ে কর্মরত থাকাবস্থায় উপজেলা পরিষদের সকল কর্মকান্ড হতে বিরত থাকবে। এ সময় উপস্থিৎ জনপ্রতিনিধি গণ উদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ ও নিন্দা জানান।

সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান, আমি কোন অনিয়ম করিনা এবং কোন অনিয়ম সহ্য করা হবে না। তবে চেয়ারম্যানবৃন্দ আমাকে একটি ফাইলে স্বাক্ষর করার জন্য অনুরোধ করলে আমি নীতিমালা অনুযায়ী ফাইলটি স্বাক্ষর করবো না বললে চেয়ারম্যানবৃন্দ হয়তো আমার প্রতি খুশি হতে পারেননি। তবে আমি কারো সাথে কখনও আমার কর্মজীবনে কারোর সাথে দূর্ব্যবহার ও অসদাচরণ করেছি বলে মনে পড়েনা।

গাংনী প্রতিনিধি




মেহেরপুর জেনারেল হাসাপতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত বোর্ড গঠন

মেহেরপুর জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত বোর্ড গঠন করা হয়েছে।

তদন্ত বোর্ডে সভাপতি করা হয়েছে সিনিয়র কনসালটেন্ট ডা. আশীষ কুমার দেবনাথ, সদস্য জুনিয়ল কনসালটেন্ট তাপস কুমার সরকার, জুনিয়ল কনসালটেন্ট ডা. অঞ্জন কুমার দাস, সদস্য সচিব আবাসিক মেডিল অফিসার ডা. এসএম এহসানুল কবীর আল-আজীজ।

গত ৩-১১-২০১৯ তারিখে বোর্ডের কাছে তদন্তভার দিয়েছেন হাসপাতালের তত্বাবধায়ক তাহাজ্জেল হোসেন। এবং আগমী পাঁচ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ০২ নভেম্বর মেহেরপুর জেনারেল হাসপাতালে শহরের স্টেডিয়াম পাড়ার রফিকুল ইসলাম ঝন্টু নামের এক রোগীর মৃত্যু হয়। পরিবারের লোকজনের অভিযোগ ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তত্বাবধায়ক তাহাজ্জেল হোসেন।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর জেনারেল হাসপাতালে শ্রমিক ইউনিয়নের ৮ দফা দাবিতে স্বারকলিপি প্রদান

মেহেরপুর জেনারেল হাসপাতালে ৮ দফা দাবিতে স্বারকলিপি প্রদান করেছে জেলা মটর শ্রমিক ইউনিয়ন।

গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালের তত্বাবধায়ক তাহাজ্জেল হোসেন’র কাছে এ স্বারকলিপি প্রদান করা হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে হাপাতালকে দালাল মুক্ত করতে হবে, বিনা কারনে পরীক্ষা নিরীক্ষা দিয়ে রোগীদের সাথে অর্থ বানিজ্য বন্ধ করতে হবে, অর্থপেটিক্স, এনেসথেসিয়া, কার্ডিওলোজি ডাক্তারদের সপ্তাহে ৭দিনিই চিকিৎসা সেবা দেওয়া নিশ্চিত করতে হবে সহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ আছে স্বারকলিপিতে।

এ সময় তাহাজ্জেল হোসেন বলেন, আপনাদের সমস্যা গুলো আমাদের জন্যও খুব কষ্টদায়ক। হাসপাতালের নিয়ম অনুযায়ি এসব সমস্যা সমাধানের চেষ্টা করবো। এ ছাড়াও তিনি বলেন, হাসপাতালকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সকলের আপনারা সহোযোগীতা করলে সব সমস্যা সমাধান হয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি সোহেল আহম্মেদ, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান সহ শ্রমিক ইউনিয়নের বেশ কয়েকজন সদস্য।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে শাহীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মেহেরপুর শহরের মল্লিকপাড়ার আনোয়ার শাহী নামের এক যুবককে কুপিয়ে জখম করা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গতকার মঙ্গলবার সকালে মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনে নেতৃত্ব দেন শাহির ছোট ভাই মনিরুল ইসলাম মনি। মানববন্ধনে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তরা অতিদ্রæত সন্ত্রাসী হৃদয় ও তার সহযোগীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ ঘটনায় একজনকে আটক করা হলেও মূল আসামি হৃদয় গ্রেফতার না হওয়ায় এলাকাবাসির মাঝে ক্ষোভ বিরাজ করছে।

উল্লেখ্য গত বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে মাইক্রোস্ট্যান্ড এলাকার চার রাস্তার মোড়ে শহরের নতুন পাড়ার হৃদয় ও আলা মদ্যপ অবস্থায় শাহীকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে।

গালাগালি করতে নিষেধ করলে শাহী ও হৃদয়ের মাঝে কথাকাটাকাটি হয়। এসয়ম স্থানীয়রা তাদের দুজনকে সরিয়ে দেয়। কিছুক্ষণ পরে হৃদয় ও আলাসহ ৮-১০ জন এসে শাহীকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর রাজনগর ফুটবল একাদশ ৩ গোলে জয়ী

মেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রামে সুখরঞ্জন ও বকুল রানী সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রাজনগর পাবলিক ক্লাব ফুটবল একাদশ ৩ গোলে জয়ী হয়েছে।

গতকার মঙ্গলবার বিকালে রাজনগর স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ৮০ মিনিটের খেলায় টান টান উত্তেজনায় রাজনগর পাবলিক ক্লাব ফুটবল একাদশ ৩-০ গোল করে সিংহাটি ফুটবল একাদশ দলকে পরাজিত করে। খেলা শেষে ম্যান অব দা ম্যাচ ও সেরা গোলদাতা সহ তিন জনকে প্রাইজবন্ড দিয়ে পুরস্কৃত করা হয়।

খেলাটি পরিচালনা করেন জহির উদ্দিন, ইমাদুল ইসলাম, হাসিবুল ইসলাম।
খেলাটির সার্বিক সহযোগীতায় ছিলেন সুধাংশু মোহন সরকার। এসময় খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কালু সহ খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।

নিজস্ব প্রতিনিধি




অনূর্ধ্ব ১৮ ক্রিকেটে মেহেরপুর জেলা ক্রিকেট দল ৯ উইকেটে জয়ী

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত ২০১৯/২০ ক্রিকেট মৌসুমে বয়স ভিত্তিক অনূর্ধ্ব ১৮ ক্রিকেটে মেহেরপুর জেলা ক্রিকেট দল মাগুরা জেলা ক্রিকেট দলকে পরাজিত করেছে।

গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়া স্টেডিয়াম ভেন্যূতে এ খেলা অনষ্ঠিত হয়। খেলার প্রথমে ব্যাটিং এ মাগুরা জেলা ক্রিকেট দল ৪৮ ওভার ৫ বল খেলে ১২৭ রানে অলআউট হয়ে যায়। জবাবে মেহেরপুর জেলা ক্রিকেট দল ব্যাটিং এ নেমে ৩৩ ওভার ৫ বলে এক উইকেট হারিয়ে ১৩১ রান করে ৯ উইকেট জয়লাভ করে।

খেলায় নাঈম ইসলাম ৫৩ রান এবং মাসুম মিয়া ৬৭ রান ২ উইকেট পায়।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে ৩৩ হাজার শলাকা বিড়ি-সিগারেট জব্দ

মেহেরপুরে আবুল খায়ের টোব্যাকোর প্রতিনিধিকে জরিমানা ও ২৮ হাজার শলাকা সিগারেট ও ৫ হাজার বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল মঙ্গলবার সকাল দশটার সময় সদর উপজেলার আলমপুর বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম জানান, সচিত্র স্বাস্থ্য শতর্কবানী পুরাতন থাকায় তামাক নিয়ন্ত্রণ আইনে আবুল খায়ের টোব্যাকো কোম্পানীর মেহেরপুর ডিপোর প্রতিনিধি ইসরাইল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা ও ২৮ হাজার সিগারেট ও ৫ হাজার শলাকা বিড়ি জব্দ করা হয়েছে।

এসময় সিভিল সার্জন অফিসের জেলা সেনেটারী ইন্সপেক্টর তাজিবুল হক, সেনেটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম ও মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল উপস্থিত ছিলেন।

মেহেরপুর অফিস




বাঁশবাড়ীয়া বাজার কমিটির নির্বাচনের বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ

মেহেরপুরের গাংনী পৌর এলাকার বাঁশবাড়ীয়া বাজার কমিটির নির্বাচন উনষ্ঠিত হবে আগামি ২৩ নভেম্বর। এ উপলক্ষে প্রার্থীদের বৈধ মনোনয়ন পত্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো: রিয়াজুল করিম এই তালিকা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আল-আমিন, আবুল কালাম আজাদ।

বৈধ মনোনয়ন পত্রের তালিকায় সভাপতি পদে সামসুজ্জামান ও কুতুব উদ্দিন, সহ-সভাপতি পদে আব্দুল ওয়াদুদ।

সাধারণ সস্পাদক পদে জাহিদুল ইসলাম(বিপ্লব), সুজন আলী ও আব্দুল খালেক। যুগ্ন-সস্পাদক পদে আবুবকর সিদ্দিক(রাসেল আহাম্মেদ) ও বজলুর রহমান।

সাংগঠনিক-সস্পাদক পদে শাহারুল ইসলাম,) কোষাধ্যক্ষ পদে শামীম আহামেদ ও রাশিদুল ইসলাম, প্রচার-সস্পাদক পদে জামারুল ইসলাম, কল্যাণ-সস্পাদক পদে আবু তাহের ও আল-মামুন( মামুনর রশিদ), নির্বাহী সদস্য পদে আমজাদ হোসেন, আব্দুল মমিন ও আবুবকর সিদ্দীক।

গাংনী প্রতিনিধি




আলমডাঙ্গায় জামাই বাড়ী বেড়াতে গিয়ে শাশুড়ীর মৃত্যু

আলমডাঙ্গা উপজেলার রায়লক্ষিপুর গ্রামের তহিরন নেছা জামাই বাড়ী বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন।

জানাগেছে,আলমডাঙ্গার আইহাস গ্রামের মজিবর রহমানের স্ত্রী তহিরন নেছা (৬০) রায়লক্ষিপুর গ্রামে মেয়ের জামাই লাল্টুর বাড়ী বেড়াতে যায়।

গতকাল বিকেল ৫ টার দিকে জামাইয়ের বাড়ীর সামনে বসে পাটকাঠিতে গোবর দিয়ে জ¦ালানি তৈরি করার সময় পিছন থেকে একটি চলন্ত ট্রলির ধাক্কায় তহিরন নেছা মারাত্বক আহত হলে, স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর সংবাদে নিজ বাড়ী আইলহাসে শোকের ছায়া নেমে আসে, অন্যদিকে রায়লক্ষিপুর জামাই, মেয়ের বাড়ীতে কান্নার রোল পড়ে।

আলমডাঙ্গা থানা সুত্রে জানাজায় বর্তমানে তহিরনের লাশ চুয়াডাঙ্গা সদর থানায় রাখা আছে।

আজ তার নিজ গ্রাম আইলহাসে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। এই সংবাদ লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে আপোশ মিমাংসার চেষ্টা চলছিল বলে জানাগেছে।

আলমডাঙ্গা প্রতিনিধি