আলমডাঙ্গায় পৃথক দুই আত্বহত্যা

আলমডাঙ্গার আঠার খাদা গ্রামের হোসনে আরা নামের এক গৃহবধু বিষপানে আত্বহত্যা করেছে।

জানাগেছে, গত সোমবার বেলা ১২ টার দিকে আঠার খাদা গ্রামের রকিবুল ইসলামের মেয়ে হোসনে আরা (১৮) কয়েক বছর আগে বিয়ে হয়েছিল।

আল্প কিছু দিন আগে পিতার বাড়ী চলে আসে, কেন স্বামীর বাড়ী ছেড়ে পিতার বাড়ী এসেছিল তা জানা যায়নি, গত সোমবার সে নিজ পিতার বাড়ীতে বিষপান করলে তার অবস্থার অবনতি হলে স্থানীয় ভাবে চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন বস্থায় গতকাল তার মৃত্যু হয়। আজ নিজ গ্রামে গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
এদিকে, আলমডাঙ্গার শিবপুর গ্রামের এক গৃহবধু তার শশুরালয়ে গলায় দড়ী দিয়ে আত্বহত্যা করেছে।

জানাগেছে, গতকাল উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আনিছুরের সাথে বিয়ে হয় হারদী ইউনিয়নের শেখপাড়া গ্রামের শরিফ মোল্লার মেয়ে রেশমা (২৫)এর বিয়ে হয়েছিল।

গতকাল, লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুই সন্তানের জননী রেশমা সোমবার দ্বিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তার শশুর বাড়ীর পিছনে নিমগাছের ডালে গলায় দড়ী দিয়ে আত্বহত্যা করে। মৃত্যু কালে তার দুই সন্তান নয়ন (৮) ও রবিন (৩) কে রেখে গেছে। তবে কেন সে আত্বহত্যা করল এ বিষয়ে এখনও কোন তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আলমডাঙ্গা থানায় গতকাল একটি অপমৃত্য মামলা হয়েছে। তার পিতার বাড়ীর লোকদের ধারনা রেশমার উপর নির্যাতন করার কারনে সে আত্বহত্যা করেছে। তবে মেডিকেল রিপোর্ট হাতে পেলে রেশমার পিতা মামলা করবে বলে জানাগেছে।

আলমডাঙ্গা প্রতিনিধি




গাংনীতে বউ এর উপর অভিমান করে স্বামীর বিষপান

বউ এর উপর অভিমান করে মাঠে গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন রঞ্জিত নামের এক ব্যক্তি।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ধানখোলা গ্রামের একটি মাঠে তিনি বিষপান করেন। রঞ্জিত ধানখোলা উত্তরপাড়ার মোখলেস হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দাম্পত্য কলহের জের ধরে বউ এর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে মাঠে যায়। পরে সে সেখানে বিষপান করে। এসময় সে ছটফট করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার বিষ উত্তোলন করা হয়। তবে এখন সে আশংকামুক্ত।

তবে রঞ্জিতের ভাবি জানান, রঞ্জিতের সাথে অনেকজন টাকা পায়। টাকা পরিশোধ করতে না পেরে পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে।

নিজস্ব প্রতিনিধি




গাংনীতে সড়ক দুর্ঘটনায় গৃহবধু আহত

মেহেরপুরের গাংনীতে শ্যালো ইঞ্জিন চালিত পাখি ভ্যান উল্টিয়ে আমেনা বেগম নামেক এক গৃহবধু আহত হয়েছেন।

তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সহড়াবাড়িয়া রুয়ের কান্দি মাঠের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত আমেনা বেগম রুয়ের কান্দি গামের সামসুল হক মাষ্টারের স্ত্রী।
জানা গেছে, আমেনা বেগম নিজ বাড়ি থেকে উপজেলার মিনাপাড়া শিমুলতলা গ্রামে মায়ের বাড়ির যাচ্ছিলেন।

পথিমধ্যে পাখি ভ্যানইটি উল্টে গিয়ে তিনি মারাত্মক জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

নিজস্ব প্রতিনিধি




কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার ২

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ ফাড়ি অফিসার ইনচার্জ মো; রেজাউল করিম এর নির্দেশে অভিযান পরিচালনা করেন।

এস আই কামরুজ্জামান সংগীয় ফোর্সের সহায়তায় গতকাল মঙ্গলবার কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন পাইকপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা কালীন সময় বাস চেক করে যাত্রীর নিকট হতে ২৫ বোতল ফেনসিডিলসহ এক জন মাদক ব্যবসায় কে আটক করা হয়।
অপর বাস হতে অনুমান এক কেজি গাঁজা সহ এক জন মহিলা মাদক ব্যবসায়ী আটক করে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ।

এবিষয়ে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ ফাঁড়ীর অফিসার ইনচার্জ মো: রেজাউল করিমের সাথে কথা হলে তিনি জানান মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

নিজস্ব প্রতিনিধি




মেয়র খোকার মরদেহ ফিরছে বৃহস্পতিবার

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ আগামী বৃহস্পতিবার দেশে ফিরবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

ওই দিন সকালে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে একাত্তরের গেরিলা বাহিনীর এই কমান্ডারের মরদেহ ঢাকায় পৌঁছাবে বলে সাংবাদিককে জানিয়েছেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

গতকাল মঙ্গলবার সকালে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান সাংবাদিককে বলেন, ‘বিকেলে দলের মহাসচিব জেষ্ঠ্য নেতাদের নিয়ে বসবেন। তারপরই পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে সাদেক হোসেন খোকার জানাজা ও দাফনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই কর্মসূচি পরে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও জানান শায়রুল কবীর খান।
গত সোমবার দুপুরে সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বলেন, ‘আমার বাবা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা নিউইয়র্ক সময় রাত ২টা ৫০ মিনিটে ও বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে ইন্তেকাল করেছেন।’ তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সাদেক হোসেন খোকা দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। পরে তিনি ক্যানসারে আক্রান্ত হন। গত ২৮ অক্টোবর শারীরিক অবস্থার অবনতির পরই তাঁকে নিউইয়র্কে ম্যানহাটনে ¯েøায়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে ভর্তি করা হয়। সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকা ২০১৪ সালের মে মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

তার পর থেকে সেখানেই অবস্থান করছিলেন বিএনপির এই প্রভাবশালী নেতা। সেখানে অবস্থানকালে বিএনপি নেতার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। এ অবস্থায় গত রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক মেয়রের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁকে বাংলাদেশে নিয়ে আসার জন্য সরকারের উদ্যোগ ও সহযোগিতা প্রত্যাশা করেন।
তারপরেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম নিজের ফেসবুকে এক পোস্টে বলেন,

সাদেক হোসেন খোকার পরিবার ট্রাভেল পারমিটের জন্য আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাদেক হোসেন খোকা মারা যাওয়ার পর সরকারের পক্ষ থেকে সেই আশ্বাস পুনরায় ব্যক্ত করা হয়।

নিজস্ব প্রতিনিধি




প্রশাসনের নাম ভাঙিয়ে মুক্তারের চোরের উপর বাটপারি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর সীমান্তের চিহ্নিত দালাল চোরাকারবারীদের সহায়তা কারী ফকির চাঁদের ছেলে মুক্তার দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে।

জানা গেছে মুক্তার নিজেকে প্রশাসনের সোর্স হিসাবে বিভিন্ন জায়গায় পরিচয় দেয়। এলাকার লোকজনও তাকে প্রশাসনের সোর্স হিসাবে জানে । অনেকে তাকে বিভিন্ন প্রশাসনের সোর্স হিসাবে জানে। এ পরিচয়ের সুবাদে সে চাকুলিয়া সীমান্তের চোরাকারবারীদের গডফাদারদের সাথে সখ্যতা গড়ে তোলে ও তাদের চোরাকাবারীতে সহায়তা সহ প্রশাসনের নাম ভাঙ্গিয়ে টাকা আদায় করে মুক্তার।

মুক্তার গত কয়েকদিন ধরে ভারত থেকে অবৈধ পথে আসা শসার বস্তা প্রতি ২ শত টাকা করে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে নেই বলে জানা গেছে । মুক্তার এমন অপকর্ম করে রাতারাতি টাকার কুমির বনে গেছে বলে গুঞ্জন আছে এলাকায়। মুক্তারের বিরুদ্ধে পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হলেও তার বিরুদ্ধে প্রশাসন কোন ব্যাবস্থা না নেওয়ায় সে দম্ভোক্তি করে বলে বেড়াচ্ছে পত্রিকায় লিখে লাভ নেই সব আমার ম্যানেজ করা।

কাকে ম্যানেজ করে কাকে অপকর্মের টাকা ভাগ দিয়ে মুক্তার বহাল তবিয়তে আছে তা ক্ষতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। মুক্তারের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা নিতে চুয়াডাঙ্গা ০৬ বিজিবি পরিচালকের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী সহ সচেতন মহল।

-কার্পাসডাঙ্গা প্রতিনিধি




চুয়াডাঙ্গার জীবননগরে ইটভাটার মাটি চাপায় এক শিশু নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে ইটভাটার মাটি চাপা পড়ে জিহাদ আলী (০৭) নামে এক শিশু নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার আশতলাপাড়ার একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জিহাদ আলী একই উপজেলার বাঁকা গ্রামের দিনমজুর তরিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে আশতালাপাড়ার এএনজেএম ব্রিকসের একটি ইটভাটার অদূরে শিশু জিহাদ ও তার বন্ধুরা খেলা খেলছিলো। এসময় হঠাৎ পাশের মাটির স্তুপ ধ্বসে পড়লে ওই মাটির নিচে চাপা পড়ে জিহাদ। এতে সে গুরুতর আহত হয়।

পরে তার পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি




চুয়াডাঙ্গায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান ॥ তিন দালালকে কারাদন্ড

চুয়াডাঙ্গায় বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযান চলাকালে হাতেনাতে আটক করা হয় তিনজন দালালকে।

পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনদিন করে কারাদন্ড দেয়া হয়। সোমবার দুপুরে দুদুকের কুষ্টিয়া সার্কেলে একটি টিম এই অভিযান পরিচালনা করে।

দন্ডপ্রাপ্তরা হলেন, চুয়াডাঙ্গা শহরের সাব্দার হোসেনের ছেলে আশারফুজ্জামান বকুল (৪৯), মৃত ইসলাম নেওয়াজের ছেলে উজ্জ্বল হোসেন (৩৩) ও আশরাফুল হকের ছেলে ইমরান হক (২৯)।

দুদকের কুষ্টিয়া সার্কেলের উপ-পরিচালক মোঃ জাকারিয়া জানান, প্রায় সময়ই দুদকের কাছে চুয়াডাঙ্গার বিআরটিএ অফিসের দুর্নীতি নিয়ে অভিযোগ পাওয়া যেত। সেই অভিযোগের উপর ভিত্তি করে দুদক বিআরটিএ অভিযান চালায়। এসময় সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তিনজন দালালকে হাতেনাতে আটক করে দুদক দল। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক হওয়া সবাইকে তিনদিন করে কারাদন্ড দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াশীমুল বারী জানান, উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে এ রায় প্রদান করা হয়। রায়ের পর দন্ডপ্রাপ্তদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি




গাংনীতে প্রতিবন্ধী শিশুদের হুইল চেয়ার বিতরণ

একীভুত শিক্ষা বাস্তবায়নের আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে মেহেরপুরের গাংনীতে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় গাংনী উপজেলা পরিষদ চত্তরে ১৭ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, শিক্ষা অফিসার আতাউর রহমান।

এ সময় ফলসাল বিন হাসান, শিক্ষক নেতা মাজারুল ইসলাম, হাসান আলী সহ শিক্ষক ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

-গাংনী প্রতিনিধি




মেহেরপুর বিআরটিএ এর মোটরযানের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত

মেহেরপুর বিআরটিএ এর উদ্যোগে মোটরযানের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত হঢেছে।
গতকাল সোমবার সকাল থেকে তিনটি ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকালে লিখিত দুপুরে মৌখিক এবং বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে ঝিকঝাক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
হালকা মাঝারি ও ভারী যানের জন্য মোট ৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম, মেহেরপুর বিআরটিএ মোটরগাড়ি দর্শক শাহাবুদ্দিন প্রিন্স প্রমুখ।

-নিজস্ব প্রতিনিধি