মেহেরপুর জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

মেহেরপুর জেনারেল হাসপাতালে কর্তব্যে অবহেলা ও ভুল চিকিৎসায় ঝন্টু হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ ঊঠেছে।

শনিবার দুপুরে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত ঝন্টু মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার দিন মোহাম্মদের ছেলে। সে ইউনিলিভার কোম্পানীর এর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে, এ ঘটনার পর থেকে রোগীর স্বজনরা হাসপাতালে উত্তেজনা সৃষ্টি করে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের স্বজনরা জানায়, জরুরী বিভাগে প্রায় আধা ঘন্টা রেখে দেওয়ার পর চিকিৎসা শুরু করা হয় ঝন্টুর। তারপর গ্যাসের ইনজেকশন দেওয়ার ৩মিনিটের মাথায় তার মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন তারা।

নিহত ঝন্টুর ছোট ভাই মন্টু বলেন, প্রতিদিনের মত শনিবার সে কোম্পানীর কাজে বের হয়। মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামে পৌঁছালে ঝন্টু মাথাঘুরে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওয়াদুদ রহমানকে বার বার অনুরোধ করেও সে ব্যবস্থা নিতে গাফিলতি করে। বার বার বলাতে সে আমাদের সাথে খারাপ আচরন করে বসে থাকতে বলে। এরপর চিকিৎসা শুরু হলে প্রথমে তাকে একটা ইনজেকশন দেওয়া হয়। এরপর ৩ মিনিটের মাথায় সে কালো বর্ণ ধারণ করে মৃত্যুর কলে ঢলে পড়ে ঝন্টু।

স্বজনরা আরো অভিযোগ করেন, ঝন্টুকে হাসপাতালের একজন শিক্ষানবীস সেবিকা তার শরীরে ইনজেকশন দেয়। মৃত্যুর পরেই সেই সেবিকা হাসপাতাল থেকে আত্মগোপন করে।
হাসপাতালে গিয়ে দেখা যায়, রোগী মৃত্যুর ঘটনায় স্বজনরা হাসপাতালে উত্তেজনা সৃষ্টি করলে তোপের মুখে পড়ে চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তারা। হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) এহসানুল কবির প্রথমে আসতে না চাইলেও পরবর্তিতে তোপের মুখে তিনি আসতে বাধ্য হন। আরএমও আসার পর স্বজনরা আরও উত্তেজিত হয়ে পড়ে। সদর থানার ওসি শাহ দারা খানের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝন্টুকে চিকিৎসা দেওয়া জরুরী বিভাগের চিকিৎসক ওয়াদুদ রহমান জানান, আমরা রোগীকে প্রাথমিক চিকিৎসা হিসেবে গ্যাসের ইনজেকশন সাথে আরও কিছু ওষুধ দেওয়া হয়। তার হার্টের ইসিজি পরীক্ষা নরমাল পাওয়া যায়। সে অনুযায়ি তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা দিতে দেরি হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, তেমন একটা দেরি হয়নি।

হাসপাতালের আরএমও এসানুল কবির বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি করানো হয়েছে। তার হার্টের অবস্থা ভালো ছিল। আমাদের ধারনা তার ব্রেন স্ট্রোকে মৃত্যু হতে পারে। ষ্ট্রোকের রোগীকে গ্যাসের ইনজেকশন দেওয়া যায় কিনা জানতে চাইলে তিনি কোন সঠিক উত্তর দিতে পারেনি। তিনি আরো জানান, চিকিৎসায় গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখার জন্য ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক একটি তদন্ত কমিটি করবেন বলে জানতে পেরেছি।
হাসাপাতেলর ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাপস কুমার বলেন, রোগীটি ভুল চিকিৎসায় নাকি অন্য কারনে মারা গেলো এটা ফরেন্সিক রিপোর্ট দেখার পর বলতে পারবো। তবে রোগীর আত্মীয়দের অভিযোগ অনুযায়ী গ্যাসের ইনজেকশন দেওয়ার পর সে মারা গিয়েছে কিনা আমরা ক্ষতিয়ে দেখছি।

হাসপাতালের শিক্ষানবিশ কাউকে দিয়ে রোগীর চিকিৎসা করা যায় কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের কোন এখতিয়ার নেই। তারা সিনিয়র স্টাফদের সাহায্য করবে।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান বলেন, রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতালের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। হাসপাতালের নিয়ম অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসাপতাল কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক




যায়যায় দিন পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি হলেন হাসমত

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক যায়যায় দিন পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি হলেন দর্শনা বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দৈনিক মাথাভাঙ্গার কুড়ুলগাছি প্রতিনিধি ও কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসমত আলী।

হাসমত আলী দামুড়হুদা উপজেলা প্রতিনিধি হওয়ায় কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সকল সাংবাদিকের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি




চুয়াডাঙ্গা ল্যাবরেটরি ইসলামী একাডেমিতে মা সমাবেশ

চুয়াডাঙ্গা পৌর শহরের বুজরুকগড়গড়ি বনানীপাড়ার ল্যাবরেটরি ইসলামী একাডেমিতে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল কার্যক্রম চালু করা হয়েছে।

গতকাল শনিবার সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ অধ্যাপক শেখ সেলিম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ওয়াকিল মাহমুদ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জাহিদুল ইসলাম রনি, সাংবাদিক খাইরুল ইসলাম ও উপাধ্যক্ষ গোলাম মোস্তফা ।

অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন আফরোজা খাতুনসহ আরো অনেকে।
এর আগে কেরাত, হামদ-নাত ও কবিতা আবৃত্তি করে ল্যাবরেটরি ইসলামী একাডেমির শিক্ষার্থী হাবিবুর, তৃষ্ণা, আকসা, তাসলিমা, মরিয়ম, জীম, জুনাইদ প্রমুখ।
এ ছাড়াও আয়োজনের সার্বিক পরিচালনায় ছিলেন শিক্ষক রিপন, রতনা, তানিয়া, রেকছোনা ও ইমরান হুজুর।

প্রেস বিজ্ঞপ্তি




গাংনীতে সড়ক দুর্ঘটনায় বাঘডাসা নিহত

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় বাঘডাসা নিহত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যার দিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কের মালসাদহ ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে রাস্তা পার হওয়ার সময় মেহেরপুর থেকে ঢাকা গামী শ্যামলী পরিবহন তাকে ধাক্কা দিলে বাঘডাসাটি ঘটনাস্থলেই মারা যায়।

তবে ঘটনাস্থলে বন বিভাগের কোন কর্মকর্তারা আসেননি বলে জানান স্থানীয়রা। রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বাঘডাসাটি ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা যায়।

গাংনী প্রতিনিধি




মেহেরপুরে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ

মেহেরপুর বায়তুন নুর জামে মসজিদ কমিটি ও সালাত কায়েম পরিষদ কোরআন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে বায়তুন নুর জামে মসজিদের সহ-সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল।

বিশেষ অতিথি ছিলেন বাইতুন নুর জামে মসজিদের সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক মো: মোয়াজ্জেম হোসেন, ইমাম মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ সকল বিশেষ অতিথি কোরআন শিক্ষার্থীদের হাতে নতুন কোরআন শরীফ তুলে দেন।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরের রাজনগরে ফুটবল টুর্নামেন্টের দরবেশপুর জয়ী

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে সুখরঞ্জন ও বকুল রানী সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দরবেশপুর ফুটবল একাদশ ২ গোলে জয়ী হয়েছে।

শনিবার বিকালে রাজনগর স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ৮০ মিনিটের খেলায় টান টান উত্তেজনায় দরবেশপুর ফুটবল একাদশ ২-০ গোলে জয়ী হয়ে যুগিন্দা ফুটবল একাদশ কে পরাজিত করে।

খেলা শেষে ম্যান অব দা ম্যাচ ও সেরা গোলদাতা সহ তিন জনকে প্রাইজবন্ড দিয়ে পুরস্কৃত করা হয়।

খেলাটি পরিচালনা করেন জহির উদ্দিন, ইমাদুল ইসলাম, হাসিবুল ইসলাম। খেলাটির সার্বিক সহযোগীতায় ছিলেন সুধাংশু মোহন সরকার।

এ সময় খেলা পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ওর্য়াড যুবলীগের সভাপতি মামুনুর রশিদ, সদস্য সুমন সরকার, সাবদার আলী, জাসুদ আলী সহ খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।

নিজস্ব প্রতিনিধি




আলমডাঙ্গার কুমার নদীর পুনঃখননের কাজের উদ্বোধন করলেন- এমপি ছেলুন

আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া কুমারনদীর পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

অনুষ্টানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো: নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবুল বাশার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী, আলমডাঙ্গা থানা ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, জেলা সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি মোনায়েম হাসান জোয়ার্দ্দার অনিক এবং স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন

ভাংবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশাবুল হক ঠান্ডু, সাধারণ সম্পাদক সাজিবুর রহমান, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সচিব জিনারুল ইসলাম বিশ্বাস, মুক্তিযোদ্ধা খোশদেল আলম, আব্দুল মালেক, সোয়েব উদ্দীন, ভাংবাড়ীয়া ইউপির ১নং ওয়ার্ড সদস্য আমিরুল ইসলাম, ২নং ওয়ার্ড সদস্য সাহিবুল ইসলাম, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য সুমন বিশ্বাস, ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, ৮নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান নান্নু, বিল্লাল হোসেন কালু, আজাদ আলী বিশ্বাস, আসমান হাকিম, মহাবুল ইসলাম, আমিরুল প্রামাণিক, আব্দুর রাজ্জাক, আব্দুল হান্নান সহ উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতাবৃন্দ।

আলমডাঙ্গা প্রতিনিধি




দর্শনায় মহিলা মাদক ব্যাবসায়ী গ্রেফতার

দর্শনা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিল সহ মহিলা মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে।

পুলিশ জানায় গতকাল শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ মাহবুবুর রহমানের নেতৃত্বে এস আই জাকির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় শ্যামপুর জোড়া বটতলা নামক স্থানে।

এ সময় পুলিশ দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের শহিদুলের স্ত্রী খাতুন (৫০) কে ১২ বোতল ভারতীয় ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত খাতুন কে গতকালই মাদক আইনে এস আই জাকির হোসেন বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলাসহ সোপর্দ করেছে।

দর্শনা প্রতিনিধি




মেহেরপুর, গাংনী, মুজিবনগর ও আলমডাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পতাকা উত্তোলন, কপোত মুক্তকরণ, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে মেহেরপুর জেলা সমবায় অফিস এ দিনটি পালন করে। মেহেরপুরের জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুল আলম, ডা. অলোক কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার সৈয়দ জসীমউদ্দীন। রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্যজীবী প্রতিনিধি আব্বাস আলী, ক্ষুদিরাম হালদার প্রমুখ।

এদিকে ৪৮ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সকালে একটি র‌্যালীবের করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর নেতৃত্বে র‌্যালীটি জেলা সমবায় অফিস থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীর সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে সেখানে শান্তির প্রতিক কবুতর উড়ানো হয়। পরে সমবায় কাজে বিশেষ অবদান রাখায় সমবায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

গাংনী প্রতিনিধি জানান, “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলা সাড়ে ১০টার দিকে আলোচনা সভার শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

এর পরপরেই উপজেলা পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায় বৃন্দদের আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর মেয়র আশরাফুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলার সকল সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মুজিবনগর অফিস জানায়, গতকাল ০২ নভেম্বর আলোচনা সভা, র‌্যালী ও সমবায়ীদের মাঝে পুরষ্কার বিতরনের মধ্যে দিয়ে মুজিবনগরে ৪৮ তম সমবায় দিবস পালিত হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাসের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনাআয়তনে এক আলোচনা সভা ও সেরা সমবায় সমিতির মধ্যে পুরষ্কার বিতরন করা হয় ।

তথ্যসেবা কর্মকর্তা তানিয়া খন্দকারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার উসমান গনির সভাপতিত্বে “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য সামনে রেখে শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শামীম রেজা, গোপালনগর কোঅপারেটিভ ক্রেডিট লীগের চেয়ারম্যান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সিডিবি চেয়ারম্যান সাহাবুদ্দীন, দারিদ্র বিমোচন অফিসার প্রসেনজিৎ কুমার ঘোষ, অনুষ্ঠানে সমাপনি বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আব্দুর রশিদ প্রমুখ।

এর আগে জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোল করা হয়। উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী পতাকা উত্তোলন করেন।

আলমডাঙ্গা প্রতিনিধি জানান, আলমডাঙ্গায় ৪৮ তম জাতীয় সমবায় উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে।
গতকাল সকাল ১০ টার দিকে উপজেলা চত্তর থেকে এক বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান।

সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিনের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুরমোহাম্মদ জকু, সহকারি পরিদর্শক আবুল হোসেন, বুলবুল হোসেন, মিজানুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান মুহিদুল ইসলাম মুহিদ, বিআরডিবি বিত্তহীন সমবায় সমিতির সভাপতি মুকছার আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আতিয়ার রহমান, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, আইসিটি কর্মকর্তা স্নিগ্ধা দাস, তন্তুবায় সমবায় সমিতির সম্পাদক হাজী গোলাম রহমান সিঞ্জুল প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন সমবায় অফিসার নাজির হোসেন। অনুষ্টানে আলমডাঙ্গা বন্ধন ক্যাবল নেটওয়ার্ক সমবায় সমিতিকে প্রথম স্থান, নওদা দুর্গাপুর মধ্যমাঠ সমবায় সমিতি ২য়, ও ঐসি সঞ্চয় ঋনদান সমবায় সমিতি ৩য় স্থান অধিকার কারায় তাদের পুরস্কার প্রদান করা হয়।
এ ছাড়াও ১৬ জন ব্যাক্তি ও প্রতিষ্টানকে পুরস্কার প্রদান করেন, তাদের মধ্যে উল্লেখ্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুরমাহাম্মদ জকু, আলমডাঙ্গা প্রেসক্লাব, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কাদীর গনু, শামিম রেজা প্রমুখ।




আলমডাঙ্গায় মাংস ব্যাবসায়ীর জরিমানা

আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত বসিয়ে পচা ও বাসি মাংস বিক্রয়ের অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা করা হয়েছে।

গতকাল শনিবার বেলা ১২ টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাংস বাজারে এরশাদপুর গ্রামের মহির উদ্দিন কশাইয়ের ছেলে আরিফ কশাই (৩৪) পচা ও বাসি মাংস বিক্রয় করার সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে আরিফ কশাইকে ভোক্তা অধিকার আইনে ১ হাজার টাকা জরিমানা করে।

এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি ও থানা পুলিশ উপস্থিত ছিল। ইতিপুর্বেও আলমডাঙ্গা মাংস বাজারে একই ভাবে পচা, বাসি, ধাড়ী ছাগলকে খাসি ছাগল বলে বিক্রয় করার অপরাধে জরিমানা করা হয়েছিল।

কিন্ত তাপরও এরা সংশোধন না হওয়ায় বাজার মনিটরিং জোরদার করে উপজেলা প্রশাসন।

আলমডাঙ্গা প্রতিনিধি