গাংনীতে হোম সোলার বিতরণ

মেহেরপুরের গাংনীতে সোলার হোম সিস্টেম বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা অডিটোরিয়ামে এ সব পাখা বিতরণ করা হয়।

সোলার রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের সৌজন্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস পাখা বিতরণের আয়োজন করে। উপজেলার বিভিন্ন গ্রামের ৩৪২জন পরিবারের মাঝে পাখা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম,গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল ইসলাম,আ.লীগ নেতা মোখলেছুর রহমান মুকুল।

এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,আ.লীগ নেতা মনিরুজ্জামান আতু,মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম,গাংনী পৌরসভার কাউন্সিলর নবীরুদ্দীন,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক সংবাদদাতা আমিরুল ইসলাম অন্ডাম প্রমুখ।

গাংনী প্রতিনিধি




জীবননগরে জাতীয় যুব দিবস পালিত

দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

গতকাল শুক্রবার জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার ওসি তদন্ত ফৈরদৌস ওয়াহিদ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার হাসানুল আজিজ, সাংবাদিক মিঠুন মাহমুদ, আনোয়ারা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিগণ যুবকদের মাঝে চেক বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উষার সমন্বয়কারী আলমগীর হোসেন ।

-জীবননগর প্রতিনিধি




মেহেরপুরে শিল্পী গোষ্ঠীর যাত্রা শুরু

মেহেরপুরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাংস্কৃতিক ব্যাক্তিদের সু-সংগঠিত করে সাংস্কৃতিক অঙ্গনকে গতিশীল করার লক্ষে “মেহেরপুর শিল্পী গোষ্ঠী” যাত্রা শুরু করলো।
শুক্রবার সন্ধায় মেহেরপুর সরকারি শিশু পরিবারের সামনে আনুষ্ঠানিক ভাবে এই সংগঠনের উদ্বোধন করা হয়।

নব গঠিত সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল খান। সাধারণ সম্পাদক হয়েছেন ইয়াকুব আলী চঞ্চল।

কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সাধনা, নাট্য সম্পাদক সাইফুল্লাহ খালেদ রিপন, সদস্য মাহাতাব, আনিসুর, কুশিয়ারা, রুবিনা, আক্তার, জাহাঙ্গীর, পালু, মোতালেব, জাহিদ হোসেন, ইনসান, মনিরুল ইসলাম, শামিম রেজা, সোহেল রানা, আখতারুজ্জামান।

নিজেস্ব প্রতিনিধি




মুজিবনগরে পুকুরে ডুবে বৃদ্ধ মহিলার মৃত্যু

মুজিবনগর ভবরপাড়া নপড়া পুকুরে ডুবে দৈলী খাতুন (৮৫) নামের এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। তিনি ভবরপাড়া গ্রামের বাজারপাড়া এলাকার মৃত মিনহাজ মল্লিকের সহধর্মিণী।

গতকাল শুক্রবার বিকালে পরিবারের লোকজন জানান প্রতিদিনের নেয়ে আজ বাসা থেকে বের হয়ে নপড়া পুকুরে গোসল করতে গিয়ে সময় ঐ পুকুরে পড়ে পানির নিচে তলিয়ে যান। সন্ধা ৬ টার দিকে পুকুরে লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে লাশটি উদ্ধার করে।

স্থানীয় সুত্রে জানা যায় তিনি মৃগ্রির প্রতিকন্ধি রুগী ছিলেন এমনটি জানান এলাকাবাসী। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করে।
মুজিবনগর থানার অফিসার ইনচারর্জ আবদুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুজিবনগর প্রতিনিধি




আগামি প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ কি তা সাক্ষি হয়ে থাকবে বধ্যভুমি- এমপি ছেলুন

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গায় দলীয় নেতা কর্মিদের সাথে মত বিনিময় করেছেন।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ৪ টার দিকে উপজোর বধ্যভুমিতে মত বিনিময় সভা করেন। মত বিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, আলমডাঙ্গার বধ্যভুমি নির্মান করে আগামি প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ কি? পাক সেনারা বাঙালিদের উপর কি নির্মম অত্যাচার করেছিল, কি ভাবে নিরপরাধ মানুষকে হত্যা করে তাদেরকে এই বধ্যভুমিতে পুতে রেখেছিল, সে ইতিহাস তারা জানতে পারবে।

আমার এই প্রয়াস সফল হলে সকল শহীদ মুক্তিযোদ্ধারা শান্তি পাবে। তিনি আরও বলেন একটি দলের প্রাণ হলো নেতা কর্মি। যে দলের কর্মি নেই সে দলের কোন কার্যক্রম থাকে না। আজকে আওয়ামী লীগের নেতা কর্মি আছে বলেই কোন অপশক্তিই আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারেবে না।

মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খুস্তার জামিল, সাংগাঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, থানা অফিসার ইনচার্য সৈয়দ আসিকুর রহমান। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের উপস্থাপনায় বক্তব্য রাখেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের, সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, খন্দকার শাহ আলম মন্টু, জেলা নির্বাহী সদস্য শাহ আলম, দেলোয়ার হোসেন, উপজেলা, রেজাউল হক তবা, ওয়াজেদ আলী, পৌর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক সিরাজুল, কুমারি ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গির হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, ২নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গির হোসেন, খন্দকার মজিবুল হক, খবির উদ্দিন, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা দিদার আলী, জেলা যুবলীগের সদস্য ও পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান উল্লাহ, সৈকত খান, আলমডাঙ্গা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগের সাবেক সম্পাদক মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা, সাইফুর রহমান পিন্টু, ডা. আনিসুর রহমান, দেলোয়ার হোসেন বেল্টু, সাবেক ছাত্রলীগ নেতা তামিম, হাসানুজ্জামান, রকি, সুরুজ প্রমুখ।

আলমডাঙ্গা প্রতিনিধি




বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্ততি সভা অনুষ্টিত

আলমডাঙ্গা সরকারি কলেজ চত্তরে বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্টিত হয়েছে।

গতকাল বিকেল ৪ টার দিকে জরুরি সভায় সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলগাছি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম মন্টু।

বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলামের উপস্থাপনায় ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ বক্তব্য রাখেন তারা হলেন ইউছুপ আলী, তনছের আলী, রমজান আলী, নাজমুল হক, সেন্টু বিশ্বাস, সাইফুদ্দিন, আনোয়ার হোসেন, আলী মুদ্দিন, আব্দুর রজ্জাক, মফিজ উদ্দিন, টিপু সুলতান, মফিজ উদ্দিন, হারুন অর রশিদ প্রমুখ।
সভায় প্রধান অতিথি সকল ওয়ার্ড সভাপতি, সম্পাদকের উদ্দেশ্যে বলেন অনতিবলম্বে বেলগাছি ইউনিয়ন সম্মেলন করতে হবে, আপনারা প্রস্ততি নেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সোলায়মান হক।

এ সময় বক্তারা বলেন সময় দিলে আমরা সম্মেলন করতে প্রস্তত আছি।

আলমডাঙ্গা প্রতিনিধি




আলমডাঙ্গায় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটির উদ্যোগে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মশালা ও মুক্তিযুদ্ধাদের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল ১ নভেম্বর শুক্রবার সকাল ১০ টারদিকে বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ্ব শমসের আলী মল্লিক এর সভাপতিত্বে এবং খন্দকার হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় স্থানীয় বধ্যভুমি সংলগ্ন ছাউনিতে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়ীত ঘটনা সম্পর্কে বক্তব্য রাখেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক পৌর কমান্ডার আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, হাজী আনিছ, ডা. লিয়াকত আলী, খোসদেল আলী, আব্দুল মালেক, খন্দকার শাহ আলম মন্টু, সিরাজুল ইসলাম, সহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধা ও সন্তান সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কন্যা আলমডাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু। মুক্তিযোদ্ধারা উপস্থিত সকলের সামনে তাদের যুদ্ধ কালীন ইতিহাস তুলে ধরেন। বর্তমান ও আগামী প্রজন্মের নিকট মুক্তিযোদ্ধাদের ত্যাগের ইতিহাস তুলে ধরার মাধ্যমেই জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব বলে উল্লেখ করেন বক্তারা।

মু্ক্িতযুদ্ধের চেতনা বাস্তবায়নে এ ধরনের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে বলেও মন্তব্য করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর উদ্যোক্তা ও সভাপতি মাসুদুল করিম অরিয়ন।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি একজন প্রকৃত মুক্তিযোদ্ধার অবশ্যই একটি বীরত্ব গাঁথা বা যুদ্ধ কালীন ইতিহাস রয়েছে যা প্রজন্মকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে এবং আমরা বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ অনুসারী বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথা সংরক্ষণ ও নতুন প্রজন্মদের নিকট তুলে ধরছি বিভিন্ন স্কুলে ও কলেজ প্রোগ্রামের মাধ্যমে। এই পর্যন্ত আমাদের সংগঠন বাংলাদেশের প্রায় ৩হাজার ৪শত স্কুল ও কলেজে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন করেছে।

এছাড়াও আমরা মুক্তিযোদ্ধাদের সামাজিক ভাবে প্রতিষ্ঠা, ভুয়া সনাক্তকরণ ও ভুয়ামুক্ত মুক্তিযোদ্ধা তালিকা, সাংবিধানিক স্বীকৃতি সহ জামুকা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সকল পদে মুক্তিযোদ্ধার প্রজন্মদের যোগ্যতার ভিত্তিতে কর্ম সংস্থানের দাবিতে আমরা অবিরত কাজ করে যাচ্ছি।

উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আজিজুল ইসলাম (রতন), সহ সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মোড়ল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান লিমন মল্লিক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য জাহিদ সর্দার ও লিটন শেখ।

উদ্বুদ্ধকরণ কর্মশালা শেষে উপস্থিত সকলকে সংগঠনের পক্ষ থেকে লালা সবুজ বাংলাদেশের পতাকা নিশান সংগঠনের ওয়েবসাইট এড্রেস খুদিত কলম উপহার দেবার পর আলমডাঙ্গা উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক হিসেবে কাজী মারজাহান নিতু, এবং যুগ্ম-আহবায়ক হিসেবে শরিফুল ইসলাম সুমন, মোল্লা মেজবাহ উদ্দিন রিপন, সৈকত খান এবং সদস্য সচিব হিসেবে মো: মীর লিন্টু কে মনোনীত করে আহবায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক লিমন মল্লিক কে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্বভার অর্পন করা হয়।

-আলমডাঙ্গা প্রতিনিধি




মোমিনপুর ছহীউদ্দিন ফুটবলে ফাইনালে ভবানন্দপুর

মেহেরপুর সদরের মোমিনপুর হাই স্কুল মাঠে সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ছহীউদ্দিন স্মৃতি ফটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় এক জনাকীর্ণ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় অংশগ্রহণ করে ভাটপাড়া ফুটবল একাদশ ও ভবানন্দপুর ফুটবল একাদশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোন পক্ষে গোল না করায় পরবর্তীতে ট্রাইবেকার এর মাধ্যমে বিজয়ী দল নির্ধারণ করা হয়।

ভবানন্দপুর ফুটবল একাদশ ৯-৮ গোলে ভাটপাড়া একাদশকে পরাজিত করে। মোমিনপুর ডায়মন্ড ক্লাব কর্তৃক আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, সাবেক ছাত্রনেতা বেলাল হোসেন মানিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি এস আই রিঙ্কু মাহমুদ।

খেলার সার্বিক দায়িত্বে ছিলেন মোমিনপুর ডায়মন্ড ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন ও সাধারণ সম্পাদক রিপন আলি খেলা পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন মিলন হোসেন।

-বারাদী প্রতিনিধি




চুয়াডাঙ্গায় বেনাপোল এক্সপ্রেসের যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ‘নিসচা’

চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামি বেনাপোল এক্সপ্রেস ট্রেনের প্রথম যাত্রী হিসাবে চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। একই সাথে এই ট্রেনের সকল যত্রীকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রীদের শুভেচ্ছা জানায় নিরাপদ সড়ক চাই- ‘নিসচা’ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ।

‘নিসচা’ চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাওয়ার জন্য ইতিপূর্বে মাত্র দুটি ট্রেন ছিলো। চাহিদার তুলনায় আসন সংকটের কারনে অনেক যাত্রীই এ ট্রেনে যাত্রা করতে পারতেন না। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা-বেনাপোল রুটে নতুন ট্রেন সংযোজন করেন।

এরপর জেলাবাসীর পক্ষে ‘নিসচা’ বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চুয়াডাঙ্গায় যাত্রা বিরতি চেয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। জেলাবাসীর এ আবেদনের প্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা ও দর্শনায় যাত্রাবিরতির সিদ্ধান্ত নেন। এতে জেলাবাসী আনন্দিত হয়। এজন্য এ ট্রেনের চুয়াডাঙ্গায় প্রথম যাত্রাবিরতির দিনে এর যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘নিসচা’ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, সহ-সভাপতি মাবুদ সরকার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হানিফ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপদেষ্টা শাহ আলম সনি, দূর্ঘটনা ও গবেষণা বিষয়ক সম্পাদক জামান আখতার, মহিলা বিষয়ক সম্পাদক কানিজ সুলতানা, যুব বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, নির্বাহী সদস্য আবু বক্কর সিদ্দিক, বিপুল কুমার, জুলিয়াস আহম্মেদ মিন্টু ও সাইফ উদ্দিন।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি




চুয়াডাঙ্গায় ৫৬ টি ভারতীয় গবাদি পশু সহ দুই পাচারকারী আটক

চুয়াডাঙ্গা জেলার তিনটি সীমান্তে আলাদা সাতটি অভিযানে ভারত থেকে পাচার করে আনা ৩২টি গরু ও ২৪টি মহিষ আটক করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় এক ভারতীয় সহ দুই পাচারকারী কে আটক করে বিজিবি।

শুক্রবার দিন ব্যাপি এ অভিযান চালানো হয়। আটককৃত গবাদি পশুর আনুমানিক মূল্য ৮০ লাখ ৪০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিনের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর, মুন্সিপুর ও ফুলবাড়ী সীমান্তে সাতটি অভিযান চালানো হয়।

এ সময় ভারত থেকে পাচার করে আনা ৫৬ টি গবাদি পশু আটক করা হয়। একই সাথে পাচারের সাথে জড়িত থাকায় ভারতীয় নাগরিক নদীয়া জেলার চাপড়া থানার হাটখোলা গ্রামের ফলোহার মন্ডলের ছেলে রাজ্জাক মন্ডল (৪৫) ও বাংলাদেশী নাগরিক দামুড়হুদা কুল্লুখাল পাড়ার সবদুল হকের ছেলে শাহীন আলমকে (১৮) আটক করা হয়।

আটককৃত আসামীদের দামুড়হুদা থানায় সোপর্দ করা হয় এবং আটক গবা দিপশু দর্শনা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি