বঙ্গবন্ধু স্যাটেলাইট-২: তৈরি ও উৎক্ষেপণে সহযোগিতা করবে রাশিয়া

২৯ অক্টোবর রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার আই ইগনাতভ এক বৈঠকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের কাছে আগ্রহের কথা জানান।

এ সময় বাংলাদেশকে ডিজিটাল রূপান্তরের কার্যক্রম এগিয়ে নিতে টেলিযোগাযোগ খাতের উন্নয়নে বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।

বৈঠকে রাশিয়ার স্যাটেলাইট প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লাভকসমসের পাঁচ সিনিয়র কর্মকর্তা ভিতালি সাফোনভ, সার্জে বারাইকিন, আলেকজেন্ডার কাসনিন, কিরিল প্লতনিকভ অংশ নিয়েছেন। রাশিয়ার এ প্রতিনিধি দল বঙ্গবন্ধু স্যাটেলাইট ছাড়াও টেলিটক ও বাংলাদেশের টেলিযোগাযোগের অন্যান্য খাতে বিনিয়োগসহ নানাভাবে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে।

রাশিয়াকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশের টেলিকম ও ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতার সুযোগ রয়েছে।

সরকারের ডিজিটাল প্রযুক্তি এবং বিনিয়োগবান্ধব নীতির ফলে বাংলাদেশে বিনিয়োগ অত্যন্ত লাভজনক। সরকারের বিনিয়োগবান্ধব এই নীতির সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগের জন্য রাশিয়ার প্রতি আহবান জানান মন্ত্রী।

বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের টেলিকম প্রযুক্তিসহ উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। বাংলাদেশের অগ্রগতিতে টেলিযোগাযোগ বা ডিজিটাল প্রযুক্তি খাতে বিনিয়োগ অত্যন্ত সম্ভাবনাময় বলে উল্লেখ করে নিজেদের বিনিয়োগের আগ্রহের কথা জানান তিনি।

২০২৩ সালের মধ্যে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে কাজ শুরু করেছে সরকার। প্রতিরক্ষা, আবহাওয়া, কৃষি এবং স্বাস্থ্যসহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ তে কী কী থাকা উচিত এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর লাইফ টাইম মাথায় রেখে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ঠিক করতে কাজও শুরু হয়েছে।

এতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ যথাসম্ভব ত্রুটিমুক্ত, প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং চাহিদা মেটানোর উপযোগী করতে বিশেষজ্ঞ পরামর্শের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করতে বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেডকে (বিসিএসসিএল) নির্দেশনাও দেয়া হয়।

বৈঠকে বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক, বিসিএসসিএলের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিটিসিএলের এমডি মো. আজিজুল ইসলাম, টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: যুগান্তর




ক্রিকেটের নায়ক সাকিবের নিষেধাজ্ঞায় ব্যথিত চিত্রনায়ক শাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর আইসিসির নিষেধাজ্ঞা মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেট ভক্তরা। আইসিসির এই সিদ্ধান্ত বাংলাদেশের আপামর জনসাধারণকে যেমন মর্মাহত করেছে, তেমনি বিনোদন জগতের তারকাদেরও আবেগাক্রান্ত করেছে। আইসিসির চোখে অপরাধী হলেও বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা সাকিবের পাশে দাঁড়িয়েছেন হৃদয় নিংড়ানো ভালোবাসা ও সমর্থন নিয়ে। ক্রীড়াঙ্গন, রাজনৈতিক অঙ্গন, সামাজিক-সাংস্কৃতিক অঙ্গন থেকে সাকিবের এই শাস্তির প্রতিবাদ আসছে। সবাই পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই প্রাণভ্রমরার।

বাংলাদেশ ক্রিকেটের নায়ক সাকিবকে সাহস ও অনুপ্রেরণা দিয়ে স্ট্যাটাস দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান। বুধবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের সঙ্গে সাকিব আল হাসানের একটি ছবি শেয়ার করে লিখেন, ‘বিশ্বের অন্যতম ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবে না, ভাবতেই যেন কেমন লাগছে। তবে মানসিকভাবে শক্তিশালী সাকিব প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে মাঠে ফিরবেন, এটাই আশাবাদ।’

বেশ কয়েক বছর আগে এক ঈদের অনুষ্ঠানে দুই ভুবনের দুই তারকার দেখা হয়েছিল। আনন্দঘন ওই মুহূর্তের ছবি শেয়ার দিয়ে শাকিব আরও লিখেন, ‘সাকিবের মত বিশ্বমানের একজন খেলোয়াড় খেলা থেকে দূরে থাকবেন, এটা নিঃসন্দেহে ভীষণ কষ্টের। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম আশার আলো সাকিবের এই কষ্টের সময়ে আমাদের উচিত আরও বেশি ভালোবাসা দেখানো। সবার ভালোবাসায় বিশ্বক্রিকেটের বিস্ময় সাকিব ফিরবেন স্বমহিমায়। সাকিব আল হাসান আমার কাছে এক গর্বের নাম। সে যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী— ক্রিকেটে তার অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত।’

বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিষেধাজ্ঞা মেনে নিতে পারছেন না চিত্রনায়িকা মৌসুমীও। তিনি বলেছেন, একটা পদ্মা সেতু তৈরি করতে যতটা সহজ বা সম্ভব, একজন সাকিব আল হাসানকে তৈরি করা সম্ভব না। হাজার হাজার বছর অপেক্ষা করলেও একজন সাকিব আল হাসান তৈরি করা সম্ভব না।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় মৌসুমী এসব কথা বলেন। ভিডিওবার্তায় মৌসুমী আরও বলেন, সাকিব আল হাসান আমাদের অহংকার, আমাদের দেশরত্ন, আমাদের দেশের অহংকার, আমাদের দেশের সম্পদ। সেই সাকিব আল হাসান আমাদের ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছে, ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছে। আমি একজন ভক্ত হিসেবে সাকিব আল হাসানের এই কষ্টটা মেনে নিতে পারছি না বলেই প্রতিবাদ জানাচ্ছি। সাকিব আল হাসান, ফিরে আস আমাদের মাঝে। সাকিব, কেউ না থাকুক আমি তোমার সঙ্গে আছি। আমি চাই তোমাকে নিয়ে আমাদের দেশ আরো অনেক দূর এগিয়ে যাবে।

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সাকিবের পাশে দাঁড়িয়ে ফেসবুকে লিখেছেন, ‘তুমি আমাদেরকে অনেক আনন্দের মুহুর্ত উপহার দিয়েছ, গোটা দেশকে এক করেছ, একই আনন্দে। আজকেও তুমি পুরো দেশকে এক করেছ, একই বেদনায়। আমরা তোমার সঙ্গেই আছি, সাকিব আল হাসান।’

প্রসঙ্গত, জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার পর তা গোপন করার অপরাধে সব ধরনের ক্রিকেট থেকে বাংলাদেশের টেস্ট ও টি ২০ অধিনায়ক সাকিব আল হাসানকে মঙ্গলবার দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

তবে সাকিব দোষ স্বীকার করে নেয়ায় এক বছরের শাস্তি স্থগিত থাকবে। অর্থাৎ, সাকিবের মূল নিষেধাজ্ঞা এক বছর। নিষেধাজ্ঞার সময় শাস্তির সব বিধিবিধান মেনে চললে ২০২০ সালের ২৯ অক্টোবর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন এই দেশসেরা ক্রিকেটার।

আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা তিনবার লঙ্ঘনের অপরাধে সাকিবকে এই শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

আইসিসির দুর্নীতি ইউনিটের কাছে জুয়াড়িদের সঙ্গে যোগাযোগের তথ্য না জানানোর অপরাধ ও শাস্তি মেনে নেয়ায় আপিল করার সুযোগ থাকছে না সাকিবের।

ফলে আগামী বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি ২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। প্রথম এক বছরের নিষেধাজ্ঞা কাটানোর সময় নতুন করে কোনো আইন না ভাঙলে পরবর্তী এক বছরের শাস্তি থেকে তিনি রেহাই পাবেন।

সূত্র: যুগান্তর




মুজিবনগরে শ্বাস রোধ করে বৃদ্ধাকে হত্যা !

মেহেরপুরের মুজিবনগর উপজেলার একটি মাঠ থেকে সফেদা খাতুন নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বাগোয়ান গ্রামের শারঘর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই বৃদ্ধার নাম সফেদা খাতুন (৭০)। তিনি ওই গ্রামের মৃত আবদুল জলিলের স্ত্রী।

পুলিশ জানায়, সফেদা খাতুন প্রতিদিন তাঁর ১১টি ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যেতেন। পুলিশ লাশ উদ্ধারের সময় ৯টি ছাগল দেখতে পায়। ২টি ছাগল পাওয়া যায়নি। এ ছাড়া লাশ উদ্ধারের সময় গলায় ফাঁস দেওয়ার মতো দাগ ছিল। এতে করে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, ছাগল চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

বৃৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাশেম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত করছে।

-নিজস্ব প্রতিনিধি




নদী খননে তৃণমূলের কৃষি নতুন উচ্চতায় পৌঁছাবে

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীসহ ৫টি নদী খননের উদ্যোগ গ্রহন করেছে সরকার। ৬৪টি জেলার অভ্যন্তরীস্থ নদী খনন প্রকল্পের আওতায় এ নদী খনন করা হবে। প্রকল্প বাস্তবায়নের অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার দুপুরে জীবননগরে চিত্রা নদী খনন কাজের উদ্বোধন করা হয়।

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া পিচ মোড় গ্রামে নদীর মাটি কেটে খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর।

এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান , উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম , জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম ও পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম,জীবননগর থানা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোর্তুজা,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন।

এ সময় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর বলেন, বাংলাদেশ নদীমাতিৃক দেশ। তাই সারা দেশে নদীগুলোকে বাঁচানোর উদ্যোগ গ্রহন করেছে সরকার। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। দেশের নদীগুলো সচল হলে দেশের তৃণমূলের কৃষি ঘুরে দাঁড়াবে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে ৬৪টি জেলার অভ্যন্তরীস্থ নদী খনন প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গার ৫টি নদী খনন করা হবে। চিত্রা নদী খনন সেই উন্নয়নের ধারাবাহিকতার অংশ।

জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জনন্ত্রেী শেখ হাসিনার নদী খনন প্রকল্পটি যুগান্তকারী সিদ্ধান্ত। কারণ নদীগুলো বাঁচলে বাঁচবে পরিবেশ, রক্ষা হবে জীব বৈচিত্র। তৃণমূলের কৃষি নতুন উচ্চতায় উন্নতি হবে। আর এ কারণে নদী বাঁচাতে সরকারের এ পরিকল্পনা ।

চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডরে নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম জানান, প্রকল্পের ১ম পর্যায়ে চুয়াডাঙ্গার মধ্য নদী বয়ে যাওয়া চিত্রা নদী খনন করা হবে।এর মধ্যে জীবননগর উপজেলাতে ৬ কি: মিটার নদী খনন করা হবে। ২০২০ সালের ২০ জুনের মধ্যে খননের কাজ শেষ করা হবে।

-মোঃ আব্দুল্লাহ আল মাসুম ,জীবননগর




গাংনীতে বিভিন্ন ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

গাংনাতে বিভিন্ন ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
অবৈধ ভাবে ইট তৈরি করার জন্য মহিষাখোলা গ্্রামের  ইস্টার ব্রিক্স  ও থানাপাড়ার আস্থা ব্রিক্স নামের দুইটি ভাটা বন্ধ করে দিয়েছে। এবং পরবর্তীতে যেন ভাটা চালু করা না হয় সে জন্য সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় উপ সচিব সাইফুর রহমান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা উপ পরিচালক আতাউর রহমান, গাংনী থানা পুলিশের একটি দল।

গাংনী প্রতিনিধি




এমপিও ভুক্ত হওয়ায় শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আনন্দ র‌্যালী

মেহেরপুর সদর উপজেলার শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এমপিও হওয়ায় আনন্দ র‌্যালী করেছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব রহমানের নেতৃত্বে এ র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলীম, ফারুক হোসেন, মোস্তাক আহম্মেদ, মমজাত পারভীন, আব্দুল জাব্বার, মর্তুজা ফারুক, অফিস সহকারী রিপন আলী, জুলিয়া খাতুন, সফি ও শিক্ষার্থীরা র‌্যালীতে অংশগ্রহন করে।

-নিজস্ব প্রতিনিধি




গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর গাংনী উপজেলার গাংনীতে পানিতে ডুবে সায়েম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে  বানিয়াপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। সায়েম বানিয়াপুকুর গ্রামের বাবলু’ ছেলে।

নিহতের পরিবার থেকে জানা যায়, বাড়ির সীমানা প্রাচীরের উপর খেলা করছিল সায়েম। এ সময় প্রাচীর ভেঙে পাশের পুকুরে পড়ে যায়।  এতে ইটের আঘাতে পানির নিচে থেকে উঠতে সে ব্যার্থ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

-গাংনী প্রতিনিধি




সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে যা বলছে ভারতীয় ক্রিকেট বোর্ড

যে তিনটি ম্যাচ পাতানোর জন্য সাকিব আল হাসান প্রস্তাব পেয়েছিলেন তার একটি ছিল আইপিএলের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাঁর বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের তদন্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভূমিকা আদৌ আছে কিনা।

ম্যাচ না পাতিয়েও ফেঁসে গেছেন সাকিব আল হাসান। সাকিবের অপরাধ, জুয়াড়িদের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পাওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাননি তিনি। ফলে আইসিসি বাংলাদেশের অধিনায়ককে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে। এর মাঝে থাকছে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা।

তবে প্রশ্নবিদ্ধ তিন ম্যাচের একটি যেহেতু আইপিএলের তাই স্বাভাবিকভাবেই সাকিবের বিরুদ্ধে তদন্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আদৌ কোনো ভূমিকা আছে কিনা, সে প্রশ্ন উঠছে। তবে বিসিসিআই জানিয়েছেন, সাকিবের বিরুদ্ধে গোটা তদন্তটাই আইসিসির দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) স্বাধীনভাবে করেছে।

এসিইউ সাকিবের ব্যাপারটা সম্পূর্ণ নিজেদের মতো করে তদন্ত করেছে বলেছে জানিয়েছেন অজিত সিং, ‘আইপিএলের যে মৌসুমের ম্যাচ নিয়ে এত আলোচনা হচ্ছে, সে মৌসুমের সকল দুর্নীতিবিরোধী বিষয়গুলো আইসিসি-ই দেখভাল করেছে। কোনো অভিযোগ উঠলে তা নিয়ে আইসিসি-ই কাজ করেছে, তদন্ত করেছে। এর সঙ্গে বিসিসিআইয়ের কোনো সম্পৃক্ততা নেই।’

অন্যান্য মৌসুমগুলোর মতো ২০১৮ মৌসুমেও দুর্নীতিবিষয়ক বিভিন্ন অভিযোগের ক্ষেত্রে আইসিসিকে সব রকম তথ্যপ্রমাণ দিয়ে সহায়তা করেছে বিসিসিআই, ‘হ্যাঁ, আমরা আমাদের তরফ থেকে তথ্যপ্রমাণ দিয়ে যথাসাধ্য সাহায্য করেছি আইসিসিকে, কিন্তু এ বিষয়ে পুরো তদন্তটাই আইসিসি করেছে। বিসিসিআই না।’

আইসিসির অভিযোগ, ২০১৮ সালে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ ও ২০১৮ সালে আইপিএলের সময় জুয়াড়িদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের কথা এসিইউয়ের কাছে জানাননি সাকিব। এরপর ২০১৮ সালের ত্রিদেশীয় সিরিজেই তাঁর সঙ্গে জুয়াড়িরা দ্বিতীয়বার যোগাযোগ করলেও সেটি দ্বিতীয়বার এসিইউর কাছে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন সাকিব।

সর্বশেষ, ২০১৮ সালের ২৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের একটি ম্যাচের আগে সাকিবকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটিও যথাযথ কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়েছেন তিনি।

২০১৮ সালের ২৬ এপ্রিল আইপিএলের সেই ম্যাচে অবশ্য সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদই জিতেছিল। কিংস ইলেভেন পাঞ্জাবের আফগান স্পিনার মুজিব- উর- রেহমানের বলে ময়ঙ্ক আগরওয়ালের হাতে ক্যাচ দেওয়ার আগে ২৯ বলে ২৮ রান করেছিলেন সাকিব। বল হাতেও মোটামুটি সফলই ছিলেন সেদিন।

৩ ওভার বল করে ১৮ রান দিয়ে ময়ঙ্ক আগরওয়াল ও অ্যারন ফিঞ্চের দুটি উইকেট তুলে নেন তিনি।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে শেষ হলো বেহুলা-ঝাঁপান গান

অন্ধ বিশ্বাস বা লোক বিশ্বাস যাই বলিনা কেন, এই বিশ্বাসের উপর ভর করেই অন্ধ হয়ে যাওয়া এক গৃহবধুকে বেহুলা, জারি ও ঝাঁপান গানের মাধ্যমে সারিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করছেন একদল কবিরাজ।

কবিরাজ বলছে এই গান শেষ হলে গৃহবধু পুরাতন নেসা (৪৫) ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠবে। ঘটনাটি ঘটেছে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামে।

ঘটনা স্থলে গিয়ে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের মাবুদ আলী দুই বছর আগে তার পুরাতন মাটির বাড়ি ভেঙ্গে পাকা বাড়ি তৈরী করার সময় একটি বড় বিষধর সাপ ও চল্লিশটি বাচ্চা মাটির দেওয়ালের মধ্যে দেখতে পায়।

তার চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে সাপ গুলি মেরে ফেলে। এর কিছু দিন পর গৃহকর্তা মাবুদ আলীর স্ত্রী তিন সন্তানের জননী পুরাতন নেসার পর্যায়ক্রমে দুচোখ অন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে তার মাথার চুলে জটা পাকতে থাকে। গৃহকর্তা মাবুদ আলী শ্যালো ইঞ্জিনচালিত আলগামন যোগে গ্রাম থেকে শহরে যাওয়ার সড়ক দুর্ঘটনায় তার ডান পাঁ ভেঙে যায়।

পুরাতন নেসার চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা করালেও সুস্থ হয়নি। এমনকি মাবুদ আলীর পা ভাঙাও সেরে উঠেনি। পরে এলাকায় কবিরাজি চিকিৎসা শুরু করে তারা। স্বামী-স্ত্রীকে কবিরাজের পক্ষ থেকে জানানো হয় তাদের মাটির বাড়ি ভেঙ্গে সেখানে একটি পাকা বাড়ি তৈরী করার সময় জ্বিন সাপ রুপ ধারণ করে তার বাড়িতে ছিল ফলে ঐ সাপ মেরে ফেলার কারনে তাদের স্বামী-স্ত্রীর এই সমস্যা হয়েছে ।

কবিরাজের কথামত তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও স্বামী-স্ত্রী সুস্থ হতে পারেনি। ডেকে আনা হয় রাজশাহী থেকে আসাদুল ইসলামকে। আসাদুলের কথামত বেহুলা, জারি ও ঝাঁপান গানের দলকে চুক্তিতে ডেকে আনা হয়। শুরু হয় ঝাঁপান ও বেহুলা লক্ষিনদারের গান। তিন দিন তিন রাত পর গতকাল বুধবার ছিল শেষ দিন।

চারদিকে কলাগাছ পুতে উপরে টিনের ছাউনি দিয়ে করা হয়েছে মঞ্চ। মঞ্চে রোগীকে রেখে শিল্পিরা নেচে নেচে ঝাপান গান গাইতে থাকেন। এদিকে ঝাপান গানের আয়োজনের খবর জানতে পেরে আশেপাশের বিভিন্ন গ্রামের শত শত মানুষ সেখানে ভিড় জমায়। তিন দিন ধরে চলা এই আয়োজনে বাড়তি মাত্রা যোগ করতে বসেছে বিভিন্ন স্টল। বিক্রি করা হচ্ছে খাদ্য দ্রব্যসহ বিভিন্ন সামগ্রী।

কবিরাজ আসাদুল ইসলাম বলেন, হিন্দু শাস্ত্র মতে সাপকে দেবতা মানা হয়। বাড়িওয়ালা ৪০টি সাপ মেরে ফেলার কারণে চিকিৎসার অংশ হিসেবে এই ঝাঁপান গানের আয়োজন করতে হয়। পূর্বে এই ধরণের রোগী রোগমুক্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মেহেরপুরের আশেপাশের বেশ কয়েকটি গ্রামের ১০/১২ জন রোগী ভাল হয়েছে বলে দাবি করেন।

ঝাঁপান গানের দলনেতা জাব্বার আলী জানান, আমি কবিরাজ নই। কবিরাজের আমন্ত্রণে আমরা ঝাঁপান গান গাইতে এসেছি। আমার দলে ৮ জন সদস্য । আমরা চুক্তি ভিত্তিতে গান করি।

গ্রামের রাহাদুল ইসলাম জানান, নবী বলেছেন সাপ দেখলেই মেরে ফেলতে। কিন্তু এরা যা করছে সবই হিন্দুয়ানী।

সদর উপজেলার রাইপুর গ্রামের বৃদ্ধ কিতাব আলী এসেছেন গান শুনতে। তিনি বলেন, পাকিস্তান আমলে এই গান শুনেছি। তখন এই গানের অনেক ভক্তি ছিল। এখন ভক্তি কমে গেছে।

উচ্চ মাধ্যমিক পড়–য়া চুমকি খাতুন জানান, পুরাতন নেছা তার মামি হয়। তিনি বলেন, শুনেছি এই চিকিৎসায় রোগী ভাল হয়। এখন আল্লাহ ভরসা।
আয়ুব আলী জানান, গান শুনছি তিন দিন ধরে। দেখা যাক রোগী সুস্থ হয় কিনা। এর আগে শুনেছি রোগী ভাল হয়েছে।

গৃহকর্তা মাবুদ আলী জানান, আমরা মুসলমান হলেও চিকিৎসার স্বার্থে এই ধরণের আয়োজন করেছি। কোন চিকিৎসাতেই ভাল না হওয়ার কারণে কবিরাজের কথায় বিশ্বাস করেছি বাঁচার শেষ চেষ্টা হিসেবে।

পুরাতন নেছার ভাগনি পারভেজ সন্ধার দিকে মেহেরপুর প্রতিদিন কে জানান, গান দেওয়ার জন্য লক্ষাধিক টাকা ফুরিয়ে গেলেও এখনো কোন ফল দেখা যায়নি। তবে কবিরাজ বলেছেন ধিরে ধিরে সুস্থ হয়ে যাবেন।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, আইন শৃঙ্খলা ব্যতয় যাতে না ঘটে সেদিকে পুলিশের নজর ছিল।

মেহেরপুর প্রতিনিধি




১ নভেম্বর থেকে চুয়াডাঙ্গা ও দর্শনায় যাত্রাবিরতি করবে ‘বেনাপোল এক্সপ্রেস’

আগামী ১ নভেম্বর থেকে চুয়াডাঙ্গা ও দর্শনাসহ চারটি স্টেশনে যাত্রাবিরতি করবে ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী ‘বেনাপোল এক্সপ্রেস’। রাজধানী ঢাকা ও দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের মধ্যে বিরতিহীন চলাচলকারী ট্রেনটির যাত্রাপথে চারটি স্টেশনে বিরতির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এর ফলে এ অঞ্চলের ঢাকাগামী যাত্রীরা বাড়তি একটি ট্রেন পেতে যাচ্ছে। যাত্রাপতে বিরতি পাওয়া অন্য দুটি স্টেশন হলো, ঝিনাইদহের কোর্টচাঁদপুর ও যশোরের ঝিকরগাছা।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য মোট ১১০টি আসন রাখা হয়েছে। যার মধ্যে শোভন চেয়ার ৯২টি, এসি কেবিনে চেয়ার আটটি ও এসি চেয়ার ১০টি। ফিরতি পথে (ঢাকা থেকে) এসি বার্থ চারটি, এসি চেয়ার ১০টি ও শোভন চেয়ার ৭০টিসহ মোট ৮৪টি। এ ছাড়া দর্শনা থেকে ঢাকাগামী ও ফিরতি পথের যাত্রীদের জন্য শোভন ৭০টি ও এসি চেয়ার পাঁচটি রাখা হয়েছে।

মিজানুর রহমান আরো বলেন, বর্তমানে ট্রেনটি ঢাকায় যাওয়ার পথে বিকেল তিনটা ২৬ মিনিটে ও ফিরতি পথে সকাল ৬টা ২৫ মিনিটে চুয়াডাঙ্গা স্টেশন ত্যাগ করে। প্রাথমিকভাবে ওই সময়টিকে যাত্রাবিরতির জন্য ধরা হয়েছে।

চুয়াডাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে যে ভাড়া নেওয়া হয়, বেনাপোল এক্সপ্রেসের ভাড়াও তা-ই থাকছে। এতে শোভন চেয়ারে ৩৯০ টাকা, এসি চেয়ারে ৭৫০ টাকা ও এসি কেবিন চেয়ারে ৮৯২ টাকা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি