চুয়াডাঙ্গায় ট্রাক্টর উল্টে ইটভাটা শ্রমিক নিহত, আহত এক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুরে বালিভর্তি ট্রাক্টর উল্টে আব্দুল মালেক (৫৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাক্টর চালক শামুন হোসেন। বুধবার দুপুরে খাদিমপুর গ্রামের ইটভাটায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক ভালাইপুর এলাকার মৃত আবদার মল্লিকের ছেলে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, বুধবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের কেডিবি ব্রিকসের একটি ট্রাক্টর বালিভর্তি করে ইটভাটার দিকে যাচ্ছিলো। এসময় ট্রাক্টর চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়। এতে ট্রাক্টরের ওপরে থাকা ইটভাটা শ্রমিক মালেক ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন ট্রাক্টর চালক শামুন হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ নাঈমা জানান, আহত শামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি




গাংনীতে পূর্ব শত্রুতার জের ধরে হামলা ৩ মহিলা আহত

মেহেরপুরের গাংনী উপজেলার কোদালকাটি গ্রামে জমি। সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তিনজন নারীর উপর হামলা করেছে প্রতিপক্ষরা।

এতে তিনজন নারী আহত হয়েছে বলে জানা গেছে।

আহতরা হলো কোদালগাটি গ্রামের পশ্চিম পাড়ার মৃত সমর আলির স্ত্রী বুলবুলি খাতুন (৫০), রবিউল ইসলামের স্ত্রী শিল্পি আরা (৩৫) ও মো: জনিরুল ইসলামের স্ত্রী শাহানাজ খাতুন (২৫)
মঙ্গলবার বেলা ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানান হামলার শিকার আহত তাদের স্বজনরা।

আহত শাহানাজের স্বামী জনিরুল বলেন, রাস্তার সাথে আমার ১০ শতক জমির বিনিময়ে ২৫ শতক জমি আমাকে দেয় ঐ গ্রামের আব্দুল জলিলের ছেলে জামিরুল মাষ্টার ও বিশারতের ছেলে সালাম।

বিনিময় করার পর ১৩ বছর বসবাস করার পর হঠাৎ করে তারা সে জমি ছেড়ে দিতে বললে তা ছেড়ে দিয়ে আমার নিজেস্ব ১০ শতক জমির মধ্যে ৫শতক জমির উপর বাড়ি করে দুমাস ধরে বসবাস শুরু করি।

হঠাৎ ঘটনার দিন মঙ্গলবার বেলা ৩টার দিকে রড লাঠিসোঠা নিয়ে জামিরুল মাষ্টার সহ তার দলবল নিয়ে আমাদের বাড়ির লোকজনের উপর অতর্কিত হামলা করে।

হামলায় বাড়ির তিনজন মহিলা মারত্মক আহত হয় বলে জানান জনিরুল ইসলাম।

দেড় মাস আগে এবিষয়ে গাংনী থানায় একটি অভিযোগ করা হয় বলে জানান ভুক্তোভোগি জনিরুল ইসলাম।

গত মঙ্গলবারের হামলার বিষয়ে গাংনী থানায় অভিযোগ করার প্রক্রিয়া চলছে বলে জানান জনিরুল ইসলাম।

নিজস্ব প্রতিনিধি




তুরস্ক সফর শেষে ঢাকা পৌঁছেছেন এমপি সাহিদুজ্জামান খোকন

চারদিনের সফর শেষে তুরস্ক থেকে বাংলাদেশে ফিরেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।

বুধবার সকাল ৮টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান।
এদিকে এমপি সাহিদুজ্জামান খোকনকে সংবর্ধনা দিতে গাংনীতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

এমপি সাহিদুজ্জামান খোকনকে সংবর্ধনার প্রস্তুতি নিতে শহরের প্রধান সড়কের উপর অনেক তোরণ নির্মাণ করা হয়েছে।

স্থানীয় নেতা কর্মীরা জানান, এমপিকে গণ সংবর্ধনা দিতে আমনা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। নেতা তাঁর সফরের বিষয়ে আমাদের অবহিত করবেন। এলাকাবাসি এমপি সাহিদুজ্জামান খোকনের কথা শোনান জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

নিজস্ব প্রতিনিধি




মিলু কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পুনঃ নির্বাচিত

মুজিবনগর উপজেলার কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। মহাজনপুর ইউনিয়ন চেয়ারম্যান আমাম হোসেন মিলু পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছে।

গতকাল বুধবার বিকেল ৩টায় কোমরপুর মাধ্যমিক বিদ্যালয় অফিস রুমে উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন উপস্থিতে ওই নির্বাচন কোন প্রতিদন্দী প্রার্থী না থাকায় ভোটারা সর্ব সম্মতিক্রমে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু ৪র্থ বারের মত কোমরপুর মাধ্যমিক বিদ্যালয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত করেন।

এ সময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলামসহ ওই কমিটির সদস্যবৃন্দ।

মুজিবনগর প্রতিনিধি

 




আলমডাঙ্গার চিৎলায় যুবলীগের কর্মী সম্মেলন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১৪ নং চিৎলা ইউনিয়নে যুবলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকাল সাড়ে চার ঘটিকার সময় হাপানিয়া স্কুল মাঠে চিংলা ইউনিয়ন যুবলীগের পরিচিতি সভা ও কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠান আহŸায়ক কমিটির সভাপতি জনাব ইনতাদুল হক মেম্বারের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আবেদীন খোকন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহŸায়ক জনাব নঈম হাসান জোয়াদ্দার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এদেশে কোনো দুর্নীতি রাখা যাবে না। এবং দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে হবে। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে উন্নয়নের ধারা অব্যাহত থাকে। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যুবলীগের কাজ করতে হবে।
প্রধান বক্তা বলেন যুবলীগ বাংলার মাটি ও মানুষের সংগঠন।

তাই শরীরের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত এই যুবলীগ ছাড়বো না। তাছাড়া আরও বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়াদ্দার, ইউনুস আলী মাস্টার, লেহাজ উদ্দিন, আসাদুজ্জামান কবির, হাসানুজ্জামান সরোয়ার, রবিউল ইসলাম, শাহনেওয়াজ সজল, শাহ ইমরান, রইস উদ্দিন মাস্টার ও ইমদাদুল হক মেম্বার ।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন চিৎলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিটু ও সাইদুর রহমান।

চিৎলা প্রতিনিধি




জাসদ এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখা গতকাল বুধবার বিকাল ৪টায় শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে।

শোভাযাত্রার পূর্বে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের সমাবেশে বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু বলেন, সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাসদের জন্ম হয়েছিল। লক্ষ্য অর্জনে আজও সে আন্দোলন গতিশীল রয়েছে। ব্যাংক, শেয়ার বাজার লুটেরা, ঋণ খেলাপী এবং শীর্ষ দূর্নীতিবাজ আমলা ও রাজনীতিকদের গ্রেফতার করে বিচারের দাবী এবং দেশে যে অশুভ ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে উঠেছে তা ভেঙ্গে দেওয়ার দাবী জানান। মুক্তিযুদ্ধের ধারায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক দেশ গড়ার আহŸান জানান। টাউন মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহীদ হাসান চত্ত¡রে এসে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম, সদর উপজেলা সভাপতি হামিদুল হক মুক্তি, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জীবননগর উপজেলা সভাপতি আব্দুর রশিদ, দামুড়হুদা উপজেলা সভাপতি আতিয়ার রহমান, আলমডাঙ্গা উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব হক, এছাড়াও জাসদ নেতা হারুন-অর-রশিদ, রাসেল হোসেন, উজ্জল হোসেন, মিলন মল্লিক, মন্টু মিয়া, মফিজুল ইসলাম ডাবলু, নিয়াজ উদ্দীন।

জীবননগর প্রতিনিধি




চুয়াডাঙ্গা রেলওয়ে আন্ডার পাস সড়কের ঢালাই করণ কাজের উদ্বোধন

তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩), প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা রেলওয়ে আন্ডার পাস সড়কের ঢালাই করণ কাজের উদ্বোধন করা হয়।

গতকাল বুধবার দুপুরে স্থানীয়দের সঙ্গে নিয়ে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র জনাব মো: ওবায়দুর রহমান চৌধুরী জিপু।

এ সময় উপস্থিত ছিলেন-পৌরসভার ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোছা: শেফালি খাতুন, সহকারী প্রকৌশলী মো: হাফিজুর রহমান কাওছার, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার প্রতিষ্ঠান এর স্থানীয় প্রতিনিধি রোকনুজ্জামান, আওয়ামী লীগ নেতা অ্যাড. শফিকুল ইসলাম শফি, শহর সমম্বয় কমিটির সদস্য ও সমাজ সেবক মো: নাসির আহাদ জোয়ার্দ্দার, সড়ক নির্মাণের জন্য জমিদাতা রাশেদুল জামান মালিক ও জহুর হোসেন মালিম, প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো: আব্দুল কাদের, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: জানিফ, ছাত্রলীগ নেতা জ্যাকি ও ইমরান সহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

রাস্তাটি ঢালাই কাজ সম্পন্ন হলে রেল ক্রসিং এর সময় গেইট বন্ধ থাকলে ছোট ছোট যান বাহনগুলি আন্ডার পাস দিয়ে যাতায়াত করতে পারবে এবং মানুষের দূর্ভোগ লাঘব হবে।

প্রেস বিজ্ঞপ্তি




দর্শনা পৌরসভার কম্পিউটারাইজড কর ও ট্রেড লাইসেন্স বিলিং সিস্টেম বিতরণের উদ্বোধন

দর্শনা পৌরসভার কম্পিউটারাইজড হোল্ডিং কর ও ট্রেড লাইসেন্স বিলিং সিস্টেমে বিতরণের উদ্যোগের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার সকাল ১০টায় দর্শনা পৌর মিলনায়তনে কম্পিউটারাইজড হোল্ডিং কর ও ট্রেড লাইসেন্স বিলিং সিস্টেম বিতরণ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। এ অনুষ্ঠানের শুরুতেই কর বিভাগের কর্মকর্তা সরোয়ার হোসেন ডিজিটাল বিলিং সর্ম্পকে আলোচনা করেন। দর্শনা বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর বলেন, দর্শনা পৌর সভার এটি একটি ভাল উদ্যোগ।

মেয়রকে উদ্যেশ্য করে বলেন, সময়ের সাথে সাথে ডিজিলাইজড করা হলো। বিলিং সিস্টেম যদি তৎক্ষনিক সমস্যা হয় তাহলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া। দর্শনা পৌর এলাকায় ব্যপক উন্নয়ন কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন পর দর্শনা থানায় উন্নীত হয়েছে। ইনশাল্লাহ যে ভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি।

মাননীয় প্রধান মন্ত্রি ডিজিটাল করার ঘোষনা দিলে আনেকেই নাক সিটকিয়েছে। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে সবাইকে সাথে এগিয়ে যেতে হবে।
দর্শনা মুজিবনগর সড়ক প্রস্থ ও উন্নয়ন করতে ১শত কোটি ৪৯ লাখ ৮৩ হাজার টাকা সরকার বরাদ্ধ দিয়েছে।

দর্শনা কাষ্টমস প্রশিক্ষণ কেন্দ্র নির্মানে ১শত কোটি ৩৯ লাখ টাকা বরাদ্ধ হয়েছে। দেশকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে একটি সুখী সুন্দর ও সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তুলতে আমরা সকলেই প্রধান মন্ত্রি শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে।

মেয়র মতিয়ার রহমান বলেন, দর্শনা পৌর সভার পৌর কর, ট্রেড লাইসেন্স বিল এখন থেকে প্রতিটি বাড়ি বাড়ি ও প্রতিষ্ঠানে দিয়ে আসা হবে। আপনার সোনালী ব্যাংক অথবা পৌর সভায় দিয়ে যেতে হবে। সময়ের মধ্যে বীল পরিশোধ করা হলে সে ক্ষেত্রে ১০% ছাড় পাবেন।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনছারী বলেন, বিলিং সিস্টেম বাংলাদেশে বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।

আমি দর্শনা পৌর সভাকে ধন্যবাদ জানাই সকল নাগরিকের হোল্ডিং কর ডিজিলাইজেশন করার জন্য। মাননীয় প্রধান মন্ত্রি দেশকে ডিজিলাইজড করতে নানা উদ্যোগ গ্রহন করেছে। তার অংশ হিসাবে দর্শনা পৌরসভা বিলিং সিস্টেম ডিজিলাইজড হলো। এরপর কেরু কোম্পানীকে পরিচলনায় এলাকার সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করেন।
এছাড়া বক্তব্য রাখেন, দর্শনার সরকারী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, সাবেক উপাধ্যক্ষ মোশররফ হোসেন ও আকমত আলী।

এসময় জাহিদুল ইসলম, সাবেক শিক্ষক হুমায়ন কবিরসহ বেশ কয়েকজনের হাতে ডিজিটাল বীল তুলে দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন, পৌর কর্মকর্তা হারুন অর রশিদ।

দর্শনা প্রতিনিধি




আলমডাঙ্গায় ৯ বছরের শিশু কে ধর্ষনের চেষ্টা, মামলা দায়ের

আলমডাঙ্গার জেহালা সনাতনপুর গ্রামের ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টা। মেয়ের পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে।

জানাগেছে, গত ২৯ অক্টোবর জেহালা সনাতনপুর গ্রামের ৩য় শ্রেনীর ছাত্রী কে একই গ্রামের মৃত রশিদ খাঁর ছেলে খোকন খাঁ স্কুলে যাবার পথে তার দোকানে ডেকে টাকা ও চকলেট দেবার প্রলভন দেখিয়ে তার দোকানের ভীতর নিয়ে যায়, মেয়েটি ভীত শন্ত্রস্র হয়ে পড়ে, এ সময় খোকন খাঁ তার দেহের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতা হানীর চেষ্টা করে।

মেয়েটি চিৎকার করলে খোকন খাঁ তাকে ছেড়ে দেয় এবং এই ঘটনা কাউকে যেন না বলে তার জন্য ভয়ভীতি প্রদর্শন করে।

মেয়েটি বাসায় ফিরে তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। তার মা পিতাকে সবিস্থারে ঘটনা খুলে বলে। তখন মেয়েটির পিতা খোকন খাঁর দোকানে গিয়ে বিষয়টি জিজ্ঞাসা বাদ করতে গেলে সে এলোমেলো কথা বর্তা বলতে থাকে।

৯ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মেয়েটির পিতা গতকাল বিকেল ৫ টার দিকে বাদী হয়ে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে।

আলমডাঙ্গা প্রতিনিধি




আলমডাঙ্গায় জেএসসি পরিক্ষার পরিদর্শকদের প্রশিক্ষণ

আলমডাঙ্গায় জেএসসি পরিক্ষার পরিদর্শকদের একদিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

গতকাল সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রশিক্ষণ চলে। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের উদ্যেশ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী।

তিনি বলেন আপনারা যারা পরিক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করবেন, তাদের কে আমার বিশেষ ভাবে অনুরোধ রইল আপনারা যার যার দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন।

নইলে যার কক্ষে অসদুপায়ের আলামত পাব সেই কক্ষের শিক্ষক বা কক্ষ পরিদর্শককে বহিস্কার করা হবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক আবু তৈয়ব সহ প্রায় ৯০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেছিল।

উল্লেখ্য আগামি ২নভেম্বর থেকে জেএসসি পরিক্ষা শুরু হবে। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শহরে মাইকিং করে প্রচার করেছেন,পরিক্ষা কেন্দ্রের ১ শত গজের মধ্য ১৪৪ ধারা জারি থাকবে।

আলমডাঙ্গা প্রতিনিধি