দর্শনায় ফেনসিডিলসহ গ্রেফতার ২

দর্শনা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ বোতল ফেনসিডিল সহ দুজন কে গ্রেফতার করেছে।

গতকাল বুধবার সকাল ১১ টার দিকে দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ মাহবুবুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা পৌর সভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে।

এ সময় দর্শনা তদন্ত কেন্দ্রের এস আই জাকির হোসেন সঙ্গীয় ফোর্স সহ দুজন মাদক ব্যাবসায়ী কে ৪ বোতল ভারতীয় ফেনসিডিল সহ গ্রেফতার করে।

গ্রেফতার কৃত আসামীরা দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুর গ্রামের ফজল আলীর ছেলে রাসেল (২৫) ও চুয়াডাঙ্গা তালতলা গ্রামের আশরাফুল আলমের ছেলে রোকন (৪০) কে ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে তাদের দেহ তল্লাশী করে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

গতকালই তাদের দুজনের বিরুদ্ধে মাদক আইনে দামুড়হুদা মডেল থানায় এস আই জাকির হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন।

-দর্শনা প্রতিনিধি




মেহেরপুরের মেয়ে নির্জনা’র কৃতিত্ব

মেহেরপুরের মেয়ে ফাতেমা ফারজানা নির্জনা ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে কৃতিত্বের সাথে ভর্তির যোগ্যতা অর্জন করেছে। “ঘ” ইউনিটে ৯৭ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৮৭ তম, “খ” ইউনিটে ৪৫ হাজার পরীর্ক্ষার্থীর মধ্যে ৩২৭তম এবং “চ” ইউনিটে ১৫ হাজার পরীক্ষার্থীর মধ্যে ২২৪তম হয়েছেন।

নির্জনা মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদা খাতুনের মেয়ে।

ফাতেমা ফারজানা নির্জনা মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পিএসসি, জেএসসি ও এসএসসি ও মহিলা কলেজ থেকে এইসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছিল।
এর আগে নির্জনা ২০১৭ সালে দুর্নীতি দমন কমিশন থেকে আয়োজিত বিতর্ক প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরুষ্কার লাভ করেন।

– নিজস্ব প্রতিনিধি 




মনিপুরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫

রাজধানীর রুপনগরের মনিপুর এলাকায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত আটজন।

আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার (৩০অক্টোবর) বিকাল ৪টার দিকে মনিপুরের ১১ নং রোডের মাথায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই চারজন মারা যান।

বিস্তারিত আসছে….




চুয়াডাঙ্গায় ট্রাক্টর উল্টে ইটভাটা শ্রমিক নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুরে বালিভর্তি ট্রাক্টর উল্টে আব্দুল মালেক (৫৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাক্টর চালক শামুন হোসেন। বুধবার দুপুরে খাদিমপুর গ্রামের ইটভাটায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক ভালাইপুর এলাকার মৃত আবদার মল্লিকের ছেলে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, বুধবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের কেডিবি ব্রিকসের একটি ট্রাক্টর বালিভর্তি করে ইটভাটার দিকে যাচ্ছিলো। এসময় ট্রাক্টর চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়। এতে ট্রাক্টরের ওপরে থাকা ইটভাটা শ্রমিক মালেক ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন ট্রাক্টর চালক শামুন হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ নাঈমা জানান, আহত শামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে।
-চুয়াডাঙ্গা প্রতিনিধি




১ নভেম্বর থেকে চুয়াডাঙ্গা ও দর্শনায় যাত্রাবিরতি করবে ‘বেনাপোল এক্সপ্রেস’

আগামী ১ নভেম্বর থেকে চুয়াডাঙ্গা ও দর্শনাসহ চারটি স্টেশনে যাত্রাবিরতি করবে ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী ‘বেনাপোল এক্সপ্রেস’। রাজধানী ঢাকা ও দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের মধ্যে বিরতিহীন চলাচলকারী ট্রেনটির যাত্রাপথে চারটি স্টেশনে বিরতির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এর ফলে এ অঞ্চলের ঢাকাগামী যাত্রীরা বাড়তি একটি ট্রেন পেতে যাচ্ছে। যাত্রাপথে বিরতি পাওয়া অন্য দুটি স্টেশন হলো, ঝিনাইদহের কোর্টচাঁদপুর ও যশোরের ঝিকরগাছা।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য মোট ১১০টি আসন রাখা হয়েছে। যার মধ্যে শোভন চেয়ার ৯২টি, এসি কেবিনে চেয়ার আটটি ও এসি চেয়ার ১০টি। ফিরতি পথে (ঢাকা থেকে) এসি বার্থ চারটি, এসি চেয়ার ১০টি ও শোভন চেয়ার ৭০টিসহ মোট ৮৪টি। এ ছাড়া দর্শনা থেকে ঢাকাগামী ও ফিরতি পথের যাত্রীদের জন্য শোভন ৭০টি ও এসি চেয়ার পাঁচটি রাখা হয়েছে।

মিজানুর রহমান আরো বলেন, বর্তমানে ট্রেনটি ঢাকায় যাওয়ার পথে বিকেল তিনটা ২৬ মিনিটে ও ফিরতি পথে সকাল ৬টা ২৫ মিনিটে চুয়াডাঙ্গা স্টেশন ত্যাগ করে। প্রাথমিকভাবে ওই সময়টিকে যাত্রাবিরতির জন্য ধরা হয়েছে। চুয়াডাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে যে ভাড়া নেওয়া হয়, বেনাপোল এক্সপ্রেসের ভাড়াও তা-ই থাকছে। এতে শোভন চেয়ারে ৩৯০ টাকা, এসি চেয়ারে ৭৫০ টাকা ও এসি কেবিন চেয়ারে ৮৯২ টাকা।
-চুয়াডাঙ্গা প্রতিনিধি




গাংনীর জোড়পুকুরিয়া বাজারে ৩টি দোকানে দুর্ধর্ষ চুরি

মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে দোকানের সার্টারভেঙ্গে ৩টি মুদিখানা, একটি সারের দোকান ও ফিড মিল থেকে থেকে নগদ টাকাসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।

মঙ্গলবার রাতের কোন এক সময় মেহেপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে এ চুরির ঘটনা ঘটে। বাজারে নৈশ প্রহরা থাকা অবস্থায় দুর্ধর্ষ চুরি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোড়পুকুরিয়া বাজারের চা ও মুদি দোকান ফারুক ষ্টোর ও জাইমা ষ্টোর, সার ডিলার আব্দুল সালাম ট্রেডার্স শার্টার ভেঙ্গে চোরেরা ভেতরে প্রবেশ করে। নগদ টাকা, কসমেটিক্স, সিগারেট ও দামী মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়। চারটি দোকান থেকে নগদ টাকাসহ আনুমানিক চার লক্ষাধিক টাকার মালামাল লুটে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানাচ্ছেন ভুক্তভোগীরা।

এদিকে বাজারে দুই জন নৈশপ্রহীরা রাতে পাহারা করেন। তারা ঘটনার সময় কোথায় ছিলেন তা কেউ বুঝতে পারছেন না। ভোরে ডিউটি শেষ করে তারা বাড়ি ফিরে যায়। আজ ভোরের দিকে চায়ের দোকানী কয়েকজন বাজারে চুরির বিষয়টি টের পান।

সাহারবাটি ইউনিয়ন ১নং ওয়ার্ডের মেম্বার সাহাবুদ্দিন সাবুদ জানান, প্রতিরাতের ন্যায় নাইটগার্ড তার ডিউটি পালন করে আসছে, এছাড়াও গাংনী থানার পুলিশ প্রতিরাতে বাজারের টহল রাস্তায় টহল দিয়ে আসছে। বিষয় নিয়ে বাজার কমিটি কে নিয়ে একটি শালিশী বৈঠকের ব্যবস্থা করা হয়েছে।

মুদি দোকানী হাসমত আলী জানান, প্রতি রাতেই দোকানে টাকা রাখা হয়। দোকান বন্ধ করে গ্রামের বাড়ি যাই রাতে। তাই টাকা বহন করা ঝুঁকি জেনেই দোকানে টাকা রাখি। ৯০-৯৫ হাজার নগদ টাকা, ৮-১০ হাজার টাকা মূল্যের সিগারেট ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।

চাউল ব্যবসায়ী আব্দুস সালাম জানান, প্রতিদিনের ন্যয় রাত আটটার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যায়, টাকা বহনের ঝুকি জেনে রাতের নগদ ৩০ হাজার টাকা দোকানে রেখে যাই। নগদ ৫০ হাজার টাকাসহ ১০ বস্তা চাউল ও অন্যান্য জিনিসপত্র চুরি হয়েছে।

চা ও ভ্যারাইটি বিক্রেতা ফারুক আহমেদ জানান, আমার দোকানে ২০ হাজার টাকাসহ ও সিগারেট ও প্রসাধনী সামগ্রী চুরি হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ঘটনা শুনে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
-গাংনী অফিস




তুরস্ক সফর শেষে ঢাকা পৌছেছেন এমপি সাহিদুজ্জামান খোকন

চারদিনের সফর শেষে তুরস্ক থেকে বাংলাদেশে ফিরেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। বুধবার সকাল ৮টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছান।

এদিকে এমপি সাহিদুজ্জামান খোকনকে সংবর্ধনা দিতে গাংনীতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

এমপি সাহিদুজ্জামান খোকনকে সংবর্ধনার প্রস্তুতি নিতে শহরের প্রধান সড়কের উপর অনেক তোরণ নির্মাণ করা হয়েছে।

স্থানীয় নেতা কর্মীরা জানান, এমপিকে গণ সংবর্ধনা দিতে আমনা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। নেতা তাঁর সফরের বিষয়ে আমাদের অবহিত করবেন। এলাকাবাসি এমপি।সাহিদুজ্জামান খোকনের কথা শোনান জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
-গাংনী অফিস




গাংনীতে তিন মহিলার উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কোদালকাটি গ্রামে জমি।সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তিনজন নারীর উপর হামলা করেছে প্রতিপক্ষরা। এতে তিনজন নারী আহত হয়েছে বলে জানা গেছে।

আহতরা হলো কোদালগাটি গ্রামের পশ্চিম পাড়ার মৃত সমর আলির স্ত্রী বুলবুলি খাতুন (৫০), রবিউল ইসলামের স্ত্রী শিল্পি আরা (৩৫) ও মো: জনিরুল ইসলামের স্ত্রী শাহানাজ খাতুন (২৫) মঙ্গলবার বেলা ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানান হামলার শিকার আহত তাদের স্বজনরা।

আহত শাহানাজের স্বামী জনিরুল বলেন, রাস্তার সাথে আমার ১০ শতক জমির বিনিময়ে ২৫ শতক জমি আমাকে দেয় ঐ গ্রামের আ: জলিলের ছেলে জামিরুল মাষ্টার ও বিশারতের ছেলে সালাম।

বিনিময় করার পর ১৩ বছর বসবাস করার পর হঠাৎ করে তারা সে জমি ছেড়ে দিতে বললে তা ছেড়ে দিয়ে আমার নিজেস্ব ১০ শতক জমির মধ্যে ৫শতক জমির উপর বাড়ি করে দুমাস ধরে বসবাস শুরু করি।

হঠাৎ ঘটনার দিন মঙ্গলবার বেলা ৩টার দিকে রড লাঠিসোঠা নিয়ে জামিরুল মাষ্টার সহ তার দলবল নিয়ে আমাদের বাড়ির লোকজনের উপর অতর্কিত হামলা করে।  হামলায় বাড়ির তিনজন মহিলা মারত্মক আহত হয় বলে জানান জনিরুল ইসলাম। দেড় মাস আগে এবিষয়ে গাংনী থানায় একটি অভিযোগ করা হয় বলে জানান ভুক্তোভোগি জনিরুল ইসলাম।

গতকালকের হামলার বিষয়ে গাংনী থানায় অভিযোগ করার প্রক্রিয়া চলছে বলে জানান জনিরুল ইসলাম।

-গাংনী অফিস




এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব

এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে। আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের কাছে দায় স্বীকার করে সাকিব এই সাজা মেনেও নিয়েছেন।

তিনবার জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেলেও আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে না জানানোয় এই শাস্তি পেয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের শাস্তির ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। তবে এক বছরের শাস্তি স্থগিত থাকবে। প্রথম এক বছরের নিষেধাজ্ঞা চলাকালীন নতুন করে কোনো অপরাধ না করলে পরবর্তী এক বছরের শাস্তি পেতে হবে না তাকে। সেক্ষেত্রে আগামী ২০২০ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। আর এই সময়ের মধ্যে আবার কোনো অপরাধ করলে স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি উল্লেখ করেছে, ২০১৮ সালে চার মাসের মধ্যে তিনবার জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন সাকিব। কিন্তু কোনোবারই তা জানাননি আইসিসিকে।

২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় সিরিজে দুবার ও একই বছর এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচে একবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেলেও তা আইসিসিকে জানাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

আইসিসির দুর্নীতি বিরোধী আইনে বলা আছে, কোনো ক্রিকেটার যদি জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর বা স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পান, তাহলে দ্রæতই তা আইসিসি বা সংশ্লিষ্ট বোর্ড কর্মকর্তাদের জানাতে হবে। না জানালে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। অপরাধের মাত্রা অনুযায়ী, এই ধারা ভঙ্গের সাজা সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের নিষেধাজ্ঞা।

আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘সাকিব খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার। সে অনেক বড় বড় আসরে খেলছে। দুর্নীতির প্রস্তাব পেয়ে তার জানানো উচিত ছিল।
নিজস্ব প্রতিবেদক




ছাত্রলীগ নেতা আশিক কারাগারে

মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার ইমরান কে মারধর করার আসামী আশিকুর রহমান আশিক কে কারাগারে পাঠিয়েছে আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে আত্বসমার্পণ করে জামিন আবেদন করেলে আদালত জামিন না মঞ্জুর করে আশিক কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আশিক মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর মুজিবনগর ডিগ্রী কলেজের সামনে মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার ইমরানকে আশিক ও তার লোকজন মিলে মারধর করে। এ ঘটনায় তুষার বাদি হয়ে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

খোঁজ নিয়ে জানা যায়, আশিকুর রহমান আশিককে ২০১৭ সালে ২৬ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়। এছাড়াও আশিক মাদকের সাথে জড়িত থাকার দায়ে ২০১৮ সালের ৬ এপ্রিল মুজিবনগর থানায় একটি এফ আই আর করা হয়। যার নাম্বার ৫।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র জানান, আশিক মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী। তাই কলেজে নিজের একতরফা রাজত্ব কায়েম করার জন্য তুষারের উপর হামলা চালায়।

এছাড়াও আশিকুর রহমান অশিকের বিরুদ্ধে ইভটিজিং সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। মুজিবনগর ডিগ্রী কলেজে খোঁজ নিয়ে জানা গেছে, আশিক কলেজে নিজের আধিপত্য বিস্তার করার লক্ষ্যে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে অশোভন আচরণ করে। সে বিভিন্ন মহলে চাঁদা আদায় করে বলেও গুঞ্জন উঠেছে।

ছাত্রলীগ নেতা হওয়ায় ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারে না। কেউ কিছু বলতে গেলে তার পোষা লাঠিয়াল বাহীনি দিয়ে মারধর করা হয়। কলেজে বসে সে মাদকসহ বিভিন্ন নেশা দ্রব্য সেবন করে বলেও অভিযোগ আছে। সে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে কলেজের ১ম বর্ষের ছেলেমেয়েদের তার নিজের কথা মত চলতে বাধ্য করে।

এ রকম বখাটে উশৃঙ্খল ছাত্রলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সেই সাথে কলেজ থেকে তাকে বহিস্কার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দাবি উঠেছে।

নিজস্ব প্রতিবেদক