গাংনীতে পরিত্যাক্ত অবস্থায় ১শ’ ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ১শ’৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

দুপুরের দিকে তেরাইল গ্রামের পশ্চিম পাড়ার নিমতলা নামকস্থানে আবুল কালামের ছেলে উজ্জ্বলের হলুদ ক্ষেতে কর্মরত কৃষকরা ৬টি বস্তা পড়ে থাকতে দেখলে প্রথমে বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামকে জানালে তিনি গাংনী থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পড়ে থাকা ৬টি বস্তার ভিতর থেকে ১শ’ ৮বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।




মেহেরপুর রাজনগরে সুখরঞ্জন ও বকুল রানী সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেহেরপুর সদর উপজেলা রাজনগর গ্রামে সুখরঞ্জন ও বকুল রানী সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে রাজনগর স্কুল মাঠে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইপি সদস্য আরমান আলী।

প্রধান অতিথি ছিলেন এআরবি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান। খেলাটির উদ্বোধক ও সার্বিক সহযোগীতায় ছিলেন সুধাংশু মোহন সরকার। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে ভগিরাপুর ফুটবল একাদশ বনাম গোপালপুর ফুটবল একাদশ। এ খেলায় ১৬টি দল অংশ গ্রহন করে।

৬০ মিনিটের খেলায় টান টান উত্তেজনায় ০১-০ গোলে জয়ী হয়ে ভগিরাতপুর একাদশ বিজীয় হয়। ম্যান অব দা ম্যাচ ও সেরা গোলদাতা নির্বাচিত হয় ভগিরাতপুর ফুটবল একাদশ দলের সাজু সহ তিন জনকে প্রাইজবন্ড দিয়ে পুরস্কৃত করা হয়। খেলাটি পরিচালনা করেন জহির উদ্দিন, ইমাদুল ইসলাম, হাসিবুল ইসলাম।

এসময় খেলা পরিচালনা কমিটির সহ সভাপতি মুক্তি মিয়া, খাকছার আলী, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক কামরুল ইসলাম কালু, কোষাধ্যক্ষ কুরবান আলী, সদস্য সুমন সরকার, সাবদার আলী, মামুনুর রশিদ, জাসুদ আলী সহ খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।




ছাত্রলীগ নেতা আশিক আটক

ছাত্রনেতা তুষারকে মারধর করার আসামী আশিকুর রহমান আশিক আটক হয়েছে। মঙ্গলবার মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করেন।

এসময় আদালতের বিজ্ঞ বিচারক শাহিন রেজা জামিন না মঞ্জুর করে আশিক কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর মুজিবনগর ডিগ্রী কলেজের সামনে মেরেপুর জেলা ছ্রাতলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার ইমরানকে আশিক ও তার লোকজন মিলে মারধর করে।

এ ঘটনায় তুষার বাদি হয়ে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

:নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর নতুন দরবেশপুর দাখিল মাদ্রাসায় ক্লাস্টার মিটিং

মেহেরপুর নতুন দরবেশপুর দাখিল মাদ্রাসায় ক্লাস্টার মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ২৬ জন প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এ মিটিং অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারের এডিজি-৪ বাস্তবায়ন ও মান সম্মত শিক্ষা নিশ্চিত করনের লক্ষে এ মিটিং এর আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি




চুয়াডাঙ্গা স্কুলছাত্রীকে সম্ভ্রমহানি করায় স্কুলছাত্রীর আত্মহত্যা, বখাটে ফরহাদ গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী আমিমা খাতুন ঐশিকে সম্ভ্রমহানি করায় লজ্জায় আত্মহত্যা করেছে ঐশি।

এ ঘটনায় সম্ভ্রমহানি করা বখাটে ফরহাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় বখাটে ফরহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান, চুয়াডাঙ্গা শহরের ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল আমিমা খাতুন ঐশি।

ঐশি ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার শীতলী গ্রামের আব্দুল্লাহ আল মামুনের মেয়ে। ঐশি চুয়াডাঙ্গা শহরের আরামপাড়ায় তার বোনের বাড়িতে থেকে লেখাপড়া করতো।

বখাটে ফরহাদ চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদি গ্রামের আশানুর রহমানের ছেলে। সে চুয়াডাঙ্গা শহরের প্রদীপ কুমার সাহার রড-সিমেন্টের দোকানের কর্মচারি ছিল।

গত শনিবার সন্ধ্যায় ফরহাদ ঐশিদের বাড়িতে ঢুকে ঐশিকে সম্ভ্রমহানি করে । ওই সময় বাড়িতে ঐশি ছাড়া অন্য কেউ ছিল না। ফরহাদ ঐশীর মুখ চেপে ধরে শরীরের আপত্তিকর স্থানে হাত দেয়।

এ সময় ঐশীর গোঙ্গানোর শব্দে প্রতিবেশিরা বিষয়টি জেনে ফেললে বখাটে ফরহাদ পালিয়ে যায়। এ ঘটনায় লজ্জায় ঐশি শনিবার রাতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে শনিবার রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে তার অবস্থা আশংকাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। রাজশাহি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা যায় ঐশি। সেখানে তার ময়না তদন্ত শেষে চুয়াডাঙ্গায় লাশ আনা হয়।

রবিবার দুপুরে ঐশির ভগ্নিপ্রতি মুজাহিদুল ইসলাম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় বখাটে ফরহাদকে আসামি করে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অর্ভিযোগে মামলা দায়ের করেন। রবিবার সন্ধ্যায় পুলিশ ফরহাদকে গ্রেপ্তার করে।

গতকাল সোমবার দুপুরে ফরহাদকে আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি




চুয়াডাঙ্গাই জোরপূর্বক বসতি বাড়ি দখল করে খাল খনন

চুয়াডাঙ্গা জেলার আলমডাংগা উপজেলার নাগদাহ ইউনিয়ানের বলিয়ারপুরে অবৈধভাবে জমি দখল করে খাল খনন করছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিবর্গ।

সরেজমিনে বলিয়ারপুর গ্রামের মো: ফজলু রহমান, মো: আখের আলী, মো: রবিউল হক,  ইদ্রিস আলী, বিশু মন্ডলের জমি দখল করে অবৈধ ও ভুয়া কাগজপ্রত্র দেখিয়ে প্রাই ৫ একর জমি দখল করে বলিয়ার গ্রামের কিছু প্রভাবশালীরা অবৈধভাবে খাল খনন করছে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা এর প্রকৌশলী জাহিদুল ইসলাম ও পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তারা তাদের কে হুমকি দেন এবং বাড়ি ছাড়ার কথা বলেন।

এ ব্যপারে ভুক্তভোগীদের কাছে জানতে চাইলে তারা বলেন আমাদের বাড়ি দখল করে খাল খনন করা হচ্ছে এবং আমাদের বিভিন্ন ভাবে হুমকি ভয়ভীতি দেখানো হচ্ছে এবং এ ব্যপারে প্রশাসনকে কিছু বললে বাড়ি ছারার হুমকি প্রদান করে।

এ ব্যাপারে ভুক্তভোগীর চুয়াডাঙ্গা কোর্টে একটা মামলা দায়ের করেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি




মেহেরপুরের গাংনীতে ধর্মীয় উসকানী ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের অভিযোগে যুবক আটক

মেহেরপুরের গাংনীতে ধর্মীয় উসকানী ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের অভিযোগে মাসুম বিল্লাহ (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত’র বিরুদ্ধে গতকাল সোমবার গাংনী থানার এস আই হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
মাসুম বিল্লাহ গাংনী উপজেলার কল্যানপুর গ্রামের মকলেচুর রহমানের ছেলে। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, ধর্মীয় উসকানী মুলক অপপ্রচার ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আক্রমনাতœক ভাষায় রাষ্ট্রের সুনাম ক্ষুন্ন, জাতির পিতা বঙ্গবন্ধুকে অস্বীকার করে প্রোপাগন্ডা এবং ইসকনের মাধ্যমে বাংলাদেশে হিন্দুত্ববাদের শাসন চলছে মর্মে প্রচারনার অভিযোগে মাসুম বিল্লাহকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নং ২৪ তাং ২৮-১০-১৯ ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বিশ্বজিৎ দাবি করে বলেছেন মাসুম বিল্লাহ শশুর নুরালের বাড়ি থেকে গত রবিবার তাকে গ্রেফতার করা হয়েছে। এবং সেখান থেকে ল্যাপটপ মোবাইল জব্দ করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামানের তুরুষ্ক সফরের শেষ দিন আজ

মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ৪ দিনের সরকারি সফরের শেষ দিন আজ। তিনি গত ২৫ শে অক্টোবর বৃহস্পতিবার ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে একটি বিশেষ বিমান যোগে সরকারি সফরে তুরুষ্কে পৌছান।
গত ২৬ অক্টোবর তুরুষ্কের এশিয়ার দেশ গুলোর সংসদীয় কার্যনিবার্হী পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সফরত বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন এবং সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

এ সময় তুরুষ্কের সংসদে বাংলাদেশের  উন্নয়ন অগ্রগতি সম্পর্কিত বক্তব্য দেন। তুরুষ্কের হেড অব ডেলিগেশন এন্ড চেয়ারপার্সন আসুমান এরদোগান, এশিয়ার পার্লামেন্টরি এসেম্বলি এর সেক্রেটারি জেনারেল ড. মোহাম্মদ রেজা মাজিদি, তুরুষ্কের সংসদ প্রধান ও স্পিকার, ভুটানের স্পিকার, কম্বোডিয়ার স্পিকার এদের সাথে মতবিনিময় শেষে নৈশ্য ভোজে অংশ গ্রহন করেন।

এছাড়াও সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান তুরুষ্কের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। আগামীকাল ২৯ অক্টোবর তিনি দেশে ফিরবেন । ৩১ অক্টোবর তিনি নিজ জেলা মেহেরপুরে  ফিরে আসবেন।
এদিকে সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন প্রস্তুতি গ্রহন করেছেন।

বলে সংশ্লিষ্ট সুত্রে জানিয়েছেন। বাংলাদেশ থেকে সরকারি সফরে যাওয়ায় মেহেরপুরবাসি মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

গাংনী প্রতিনিধি




মেহেরপুরে গলাই ফাঁস লাগিয়ে কিশোরীর আত্মহত্যা

মেহেরপুরে আয়েশা নামের এক কিশোরী গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
গতকাল সেমাবার দুপরের মেহেরপুর শহরের ৭ নং ওয়ার্ড নতুন শেখ পাড়াই এ ঘটনা ঘটে। নিতহ আয়েশা নতুন শেখ পাড়ার আজজুলের বড় মেয়ে।

তার পরিবার থেকে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে সোমবার দুপুরে ঘরের চালের আড়ার সাথে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করতে পারে।

তবে এলাকাবাসী বলছে প্রেম ঘটিত কারনে আয়েশা আত্মহত্যা করতে পারে।

এদিকে আয়েশার আত্মহত্যাকে কেন্দ্র করে স্থানীয়রা সিয়াম নামের এক কিশোরকে বেদড়ক পিটিয়েছে। আহত সিয়াম বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

:নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে ক্যান্সারের জ্বালা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

মেহেরপুরে ক্যান্সারের জ্বালা সহ্য করতে না পেরে আবিদ নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে।
গতকাল সোমবার বিকালে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর কলনি পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত আবিদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিল। সেই জ্বালা সহ্য করতে না পেরে সোমবার বিকালে নিজ বাসভবনে বিষ পান করে আত্মহত্যা করে।

নিজস্ব প্রতিনিধি