হাজী বায়োজিদ সভাপতি ও হাজী জাফর সম্পাদক

বাংলাদেশ হাজী সমিতি আলমডাঙ্গা শাখার কমিটি গঠন করা হয়েছে।
গতকাল আলমডাঙ্গা মিয়াপাড়াস্থ হাজী সমিতির কার্যালয়ে মুক্তিযোদ্ধা আলহাজ্ব শমসের মল্লিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আলহাজ্ব বায়োজিদ, মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, আলহাজ্ব ড.আব্দুস সহিদ, আলহাজ্ব মো: জহুরুল ইসলাম, আলহাজ্ব মো: আব্দুল হাই।

আলহাজ্ব আব্দুল ওহাবের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আলহাজ্ব শমসের মল্লিক। তিনি বলেন ১৯৯৮ সালে বাংলাদেশ হাজী সমিতি গঠন করা হয়। প্রতিষ্টা লগ্ন থেকে আমি এই সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমার শারিরিক অসুস্থতার কারণে আমি সভাপতির পদ থেকে অব্যাহতি নিচ্ছি।

প্রতিষ্টা লগ্নে মরহুম হাজী শেখ সামসুদ্দিন আহম্মেদ, হাজী মীর রবিউল হক, উনারা গত হয়েছেন। তাই আমি অনুভব করছি সমিতির নতুন কমিটি গঠন করে এর কর্যক্রম চাঙ্গা করতে।

সভায় হাজী সমিতির গঠন তন্ত্রবিরোধী কার্যকলাপ করায় এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে হাজী আব্দুল কাদের কে এবং প্রায় এক বছর সমিতির কোন সভায় উপস্থিত না থাকায় হাজী আবেদ আলী খানকে বহিস্কার করা হয়। পরে শতাধিক হাজী সাহেবদের উপস্থিতিতে

সর্বসম্মতি ক্রমে পাচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মও: বায়োজিদ হোসেন কে সভাপতি ও আলহাজ্ব শেখ আবু জাফর কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ৫ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠন শেষে হাজী সমিতির সকল সদস্যদের মধ্যহ্ন ভোজের আয়োজন করেন।

আলমডাঙ্গা প্রতিনিধি




আলমডাঙ্গা সরকারি কলেজের উদ্যোগে আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আলমডাঙ্গা সরকারি কলেজের উদ্যোগে আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বর্ষিয়ান রাজনিতি বিদ আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।
গতকাল সোমবার সকাল ১০ টার দিকে সরকারি কলেজ মাঠে খেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সরকারি কলেজের সভাপতি উপজেলা নার্বাহী অফিসার মো: লিটন আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। তিনি বলেন লেখাপড়ার পাশা পাশি খেলা ধুলা তোমাদের শরীর ও মনকে সুস্থ রাখবে। এ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্টান, ডিবেড, বিতর্ক প্রতিযোগীতা করতে হবে, এতে শিক্ষার্থী জ্ঞান বৃদ্ধি করবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদীর গনু, ভাইস চেয়ারম্যান অ্যাড: সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, বিশিষ্ট শিক্ষানুরাগী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা।

প্রভাষক মাকসুদুর রহমানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুরমোহাম্মদ জকু, কাউন্সিলর জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সম্পাদক সেলিম রেজা তপন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক মামুনউজ্জামান, শেখ শফিউজ্জামান, মহিতুর রহমান, মোনায়েম, তাপস রশিদ, জামাল উদ্দিন, শরিয়ত উল্লাহ, সেলিম উদ্দিন, আব্দুল ওয়াদুদ, মাহফুজুর রহমান, জামাল উদ্দিন, শিউলি খাতুন, প্রমুখ।

প্রথম খেলা দ্বাদশ শ্রেনীর বিজ্ঞান বনাম মানবিক। ৩০ অক্টোবর সেমিফাইনাল ও ৩১ অক্টোবর ফাইনাল খেলা ও পুরস্কার অনুষ্টিত হবে।

এর আগে পায়রা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান সরকারি কলেজকে একটি ফুটবল প্রদান করেন।

আলমডাঙ্গা প্রতিনিধি




বিজ্ঞ সরকারি কৌশলী (জিপি) হলেন অ্যাড. মুক্তিযোদ্ধা খন্দকার নাসির উদ্দিন মঞ্জু

চুয়াডাঙ্গা জেলার সরকারি কৌশলী (জিপি) হিসেবে গতকাল সোমবার থেকে দায়িত্ব পালন শুরু করেছেন অ্যাড. মুক্তিযোদ্ধা খন্দকার নাসির উদ্দিন মঞ্জু।

অ্যাড. খন্দকার নাসির উদ্দিন মঞ্জু আলমডাঙ্গা গবিন্দপুর গ্রামের মরহুম খন্দকার রুহুল আমিন পির সাহেবের বড় ছেলে। তিনি ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। ছাত্রজীবনে ছিলেন তুখোড় ছাত্র নেতা। আলমডাঙ্গায় হাসপাতাল নির্মানের জন্য দীর্ঘ বছর আন্দোলন করেছেন।

তিনি জেলা আইন জীবি পরিষদের সদস্য। দীর্ঘদিন আইন পেশায় নিয়োজিত মুক্তিযোদ্ধা খন্দকার নাসির উদ্দিন মঞ্জু চুয়াডাঙ্গা জেলা আইনজীবি সমিতির নির্বাচনে সহ- সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়াও তিনি এজিপি সিহেবে দায়িত্ব পালন কালে ভারপ্রাপ্ত জিপি দায়িত্ব পালন করেছেন। চুয়াডাঙ্গা জেলার সরকারি কৌশলী (জিপি) হিসেবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সলিসিটর কার্যলয় গত ২১ অক্টোবর সলিসিটর/জিপি/পিপি/-(চুয়াডাঙ্গা) ৫৩/২০০৯-১১৭ সরকারি কৌশলী হিসেবে নিয়োগ দিয়েছেন।

আলমডাঙ্গা প্রতিনিধি:




আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতির নাতি আইয়ানের প্রথম জন্মদিন পালিত

আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতির নাতি আইয়ানের প্রথম জন্মদিন পালিত হয়েছে।
গতকাল রাত ৮ টার দিকে মাদ্রাসা পাড়াস্থ খন্দকার শাহ আলম মন্টুর বাস ভবনে ছোট মেয়ের এক মাত্র সন্তান আইয়ানের জন্মদিন পালিত হয়েছে।

প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর ছোট মেয়ে মাহফুজা সুলতানা, স্বামী প্রবাসি সাদ্দাম হোসের এক মাত্র ছেলে আজমাইন হোসেন আইয়ানের জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করে পরিবারের লোকজন।

এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সহ- সভাপতি রহমান মুকুল, শেখ শফিউজ্জামান, আনোয়ার হোসেন, জামসিদুল হক মুনি, শরিফুল ইসলাম রোকন, গোলাম সরোয়ার সদু প্রমুখ।

আইয়ানের নানা খন্দকার শাহ আলম মন্টু ও নানী জেসমিন সুলতানা সকলের কাছে দোয়া চেয়েছেন।

আলমডাঙ্গা প্রতিনিধি




গাংনীর বামুন্দী অঞ্চলের ৩ রাস্তার কাজ বন্ধে অভিযোগ

একটি মামলার কারণে মেহেরপুরের গাংনীর তিনটা গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজ বন্ধ রয়েছে শিরোনামে টেলিভিশন ও কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর মামলাটি ১ সপ্তাহের মধ্যে নিস্পত্তি করা হবে বলে জানিয়েছে মামলার বাদী জাকা মোল্লা।

সোমবার রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। চুয়াডাঙ্গা জেলার জীবনগর উপজেলার বাসিন্দা ঠিকাদার জাকা মোল্লা জানান, এলাকাবাসির দূর্ভোগের কথা চিন্তা করেই আগামী ১সপ্তাহের মধ্যে মামলাটি নিস্পত্তি করা হবে।

তিনি আরো বলেন, ১ বছর পূর্বে গাংনী উপজেলার ৯টি রাস্তার কাজ লটারির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া শেষ করা হয়। মেহেরপুর জেলার কয়েকজন ঠিকাদার ৬টি, কুষ্টিয়ার একজন ২টি ও তিনি ১টি কাজ লটারির মাধ্যমে বিজয়ী হন।

মেহেরপুরের ৬টা কাজের অনুমতি দিলেও মেহেরপুর এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমানের সাজগোজে নানা অজুহাত দেখিয়ে আমাদের বাকী ৩টা টেন্ডার বাতিল করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত দিলে সেই ৩ টা কাজের টেন্ডার বাতিল হয়। পরে লটারিতে বিজয়ী হওয়ার পর কাজ না দিয়ে টেন্ডার বাতিল করায় তিনি হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। হাইকোর্টে মামলায় তিনি পক্ষে রায় পেলেও এলজিইডি আবারও আপিল করে। একারনে সড়ক সংস্কার কাজ বন্ধ রয়েছে।

ঐ তিনটা কাজ বন্ধ হওয়ার পিছনে কলকাঠি নেড়েছেন মেহেরপুর এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান। তবে মামলায় আগামি এক সপ্তাহের মধ্যে নিস্পত্তি করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নির্বাহী প্রকৌশলী মো: আছাদুজ্জামানের সরকারী নম্বরে কল দিলে তিনিও রিসিভ করেননি। এ বিষয়ে জানতে সোমবার সন্ধ্যায় উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনিও রিসিভ করেননি।

বামুন্দী ইউপি চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: শহিদুল ইসলাম বিশ্বাস জানান, ভাঙ্গাচোরা রাস্তার কারণে বামুন্দী অঞ্চলের মানুষ চরম দূর্ভোগে পড়েছে। জনগণকে দূর্ভোগ দেওয়ার পিছনে যদি সহকারী প্রকৌশলী আব্দুর রহমান দায়ি থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি।

মেহেরপুর ২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন, জনগণকে জিম্মি করে কেউ ফায়দা লুটবে তা হতে দেয়া হবেনা। ঠিকাদারকে তিনি দ্রত মামলা নিস্পত্তি করার তাগিদ দিয়েছি। তবে জনগনকে দূর্ভোগ দেওয়ার জন্য যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য : গাংনী উপজেলার বামুন্দী-কাজিপুর, কাজিপুর নওদাপাড়া, আকুবপুর মোহাম্মদপুর হয়ে গোয়াল গ্রাম পর্যন্ত এই সড়কটি ঠিকাদারের মামলার কারনে দীর্ঘ কয়েক বছর সংস্কার কাজ বন্ধ রয়েছে। একযুগেরও বেশি সময় আগে সংস্কার হলেও বর্তমানে ঐ সড়ক গুলো দিয়ে চলাচল কষ্ট সাধ্য হয়েছে পড়েছে।

গাংনী উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে জানা গেছে, ১ বছর পূর্বে বামুন্দী কাজিপুর সড়ক ১ কোটি ৫ লক্ষ, মোহাম্মদপুর-গোয়াল গ্রাম ১ কোটি ১৩ লক্ষ ও নওদাপাড়া-কাজিপুর সড় প্রায় ৩ কোটি টাকার টেন্ডার হয়।

কিন্তু লটারি বিজয়ীদের কাজ না দেওয়ার কারনে মামলা করলে সড়ক সংস্কার কাজ বন্ধ হয়ে যায়। সহকারী প্রকৌশলী আব্দুর রহমান ১৭/০২/২০৪ সালে মেহেরপুরে যোগদান করেন বলে এলজিইডি অফিস সূত্রে জানা গেছে।

গাংনী প্রতিনিধি




ভুল অপারেশনে আবারও রোগীর মৃত্যুর অভিযোগ

মেহেরপুরের গাংনীতে রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালে ভুল অপারেশনে অবশেষে নাসিরা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে।
গত রবিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে ক্লিনিক মালিক তরিকুল ইসলাম বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য রোগীর স্বজনদের টাকা পয়সা দিয়েছে বলে সাংবাদিকদের জানান। ক্লিনিক মালিক সাংবাদিকদের বলেন রোগীদের যেহেতু ক্ষতি পূরণ দেওয়া হয়েছে সেহেতু তাদের অভিযোগ করার কথা নয়।

এর আগে রবিউল মেমোরিয়াল হামপাতালে অপারেশনের কারণে রোগীর অবস্থার অবনতী হলে রোগীর স্বজনরা কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত ডাক্তাররা রোগীর অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারাও একই কথা বলেন।

রোগীর অবস্থার এমন অবনতী দেখে রোগীর স্বজনরা গাংনীর রবিউল মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা করারও কথা বলেন।
পরে রোগীর স্বজনদেরকে আর্থিক ক্ষতিপূরণ দিতে চাইলে স্বজনরা মামলার পথ থেকে ফিরে আসেন বলে জানা যায়।

এদিকে রোগীর এক স্বজন জানান, রবিউল মেমোরিয়ালের মালিক তরিকুল ইসলাম নিহত নাসিরা খাতুনের ছেলেকে টাকা দিয়েছে বলে জানান। রোগীর স্বজনদের টাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তা অকপটে স্বীকার করেন হাসপাতাল মালিক তরিকুল ইসলাম।

প্রথম দিন এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। প্রথম দিন রোগীর স্বজনরা সাংবাদিকদের কাছে ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ভুল অপারেশনে যদি রোগী মারা যায় তাহলে ক্লিনিকের বিরুদ্ধে হত্যা মামলা দ্বায়ের করবে। কিন্তু রোগীর মৃত্যুর পার আজ জানতে চাইলে তারা ক্লিনিকের বিরুদ্ধে মুখ খোলেনি।

এদিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. বিডি দাস কোন সার্জিক্যাল অভিজ্ঞতা না থাকা শর্তেও অপারেশন করতে পারেন কিনা এ নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। তাছাড়াও অপারেশন টেবিলে কোন এ্যানেস্থেসিয়া ডাক্তার ছিলনা।

এ বিষয়ে জানতে চাইলে ডা. বিডি দাস সাংবাদিকদের বলেন এ্যনেস্থেসিয়া না থাকায় আমি নিজেই রোগীর অপারেশন করেছি। তাছাড়া রোগীর স্বজনদের মধ্যে থেকে চারজনের মৃত্যু ঝুকির স্বাক্ষর নিয়েই অপারেশন করা হয়েছে। এতে রোগীর কিছু হলে আমাদের কিছু করার নেই কারণ তাদের সম্মতিতেই অপারেশন করা হয়েছে।

মৃত নাসিরার এক মেয়ে জানান, মায়ের অপারেশনের একদিন পর অবস্থার অবনতি হলে বার বার ডাক্তারকে আসতে বললেও সেখানকার কোন ডাক্তার না এসে শুধু মাত্র কর্তব্যরত নার্স দিয়ে যে ওষুধ লিখা ছিল সেই ওষুধই সেবন করাত।

অবশেষে কর্তব্যরত নার্স তাদেরকে যখন জানায় রোগী বাঁচাতে হলে অন্যত্র নিয়ে যাও। তখন আমরা আমাদের রোগী নিয়ে কুষ্টিয়া পরে রাজশাহী নিয়ে আসি। অবশ্য স্থানীয়রা প্রশ্ন তোলেন তারা যদি ভুল চিকিৎসা না করবে তাহলে টাকা দেবে কেন।

গাংনীর রবিউল মেমোরিয়াল হাসপাতাল তার নিজেস্ব দালাল নিয়োগ করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিভিন্ন রোগীদের ভাগিয়ে নিয়ে আসার প্রমাণ আছে। এছাড়াও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও একই উপজেলার রামনগর গ্রামের এক গৃহবধুকে প্রাণ দিতে হয়েছে রবিউল মেমোরিয়াল হাসপাতালে ভুল অপারেশনের ফলে।

সিভিল সার্জন ডা. শামিমা নাজনিন জানান, আসলে কেমন অনিয়ম হয়েছে না দেখে বলা সম্ভব নয়। তবে এ্যনেস্থেসিয়া ছাড়াই অপারেশন করা নিয়ম বহির্ভুত। তবে তার এ্যনেস্থেসিয়া সম্পর্কে অভিজ্ঞতা আছে কিনা সেটাও একটা বিষয়। অভিজ্ঞতা না থাকলে এনেস্থেসিয়া করাটা ঠিক নয়। তিনি আরও বলেন আমি এখন ঢাকাতে ট্রেনিং এ আছি এসে বিষয়টি খতিয়ে দেখে বলা যাবে।

দালাল দিয়ে রোগী ভাগিয়ে নেওয়ার বিষয়ে রবিউল মেমোরিয়াল হাসপাতাল মালিক তরিকুল ইসলামকে ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্থদন্ড সহ তার মুচলেকা নিয়ে সতর্ক করা হয়। তারপরও দালাল দিয়ে রোগী ভাগিয়ে নেওয়া বন্ধ হয়নি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।

:নিজেস্ব প্রতিবেদক




সভাপতি শওকত, সম্পদক ফাহাদ

মেহেরপুর শহর আওয়ামী লীগের উদ্যোগে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শওকত আলী কে সভাপতি ও ফাহাদ আলীকে সম্পাদক করা হয়েছে।

গতকাল সোমবার সন্ধায় ৪ নং ওয়ার্ডের শেখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়।

শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আক্কাস আলী যুগ্ম সম্পাদক আসলাম হোসেন পিন্টু, আওয়ামী লীগ নেতা শওকত আলী, ফাহাদ আলী প্রমুখ।

:শহর প্রতিনিধি




গাংনীর রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালে ভুল অপারেশনে আবারও মৃত্যু

মেহেরপুরের গাংনীতে রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালে ভুল অপারেশনে নাসিরা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত রবিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে ক্লিনিক মালিক তরিকুল ইসলাম বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য রোগীর স্বজনদের টাকা পয়সা দিয়েছে বলে সাংবাদিকদের জানান। ক্লিনিক মালিক সাংবাদিকদের বলেন রোগীদের যেহেতু ক্ষতি পূরণ দেওয়া হয়েছে সেহেতু তাদের অভিযোগ করার কথা নয়।
এর আগে রবিউল মেমোরিয়াল হামপাতালে অপারেশনের কারণে রোগীর অবস্থার অবনতী হলে রোগীর স্বজনরা কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত ডাক্তাররা রোগীর অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারাও একই কথা বলেন। রোগীর অবস্থার এমন অবনতী দেখে রোগীর স্বজনরা গাংনীর রবিউল মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা করারও কথা বলেন।
পরে রোগীর স্বজনদেরকে আর্থিক ক্ষতিপূরণ দিতে চাইলে স্বজনরা মামলার পথ থেকে ফিরে আসেন বলে জানা যায়।
এদিকে রোগীর এক স্বজন জানান, রবিউল মেমোরিয়ালের মালিক তরিকুল ইসলাম নিহত নাসিরা খাতুনের ছেলেকে টাকা দিয়েছে বলে জানান। রোগীর স্বজনদের টাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তা অকপটে স্বীকার করেন হাসপাতাল মালিক তরিকুল ইসলাম।
প্রথম দিন এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষওরোগীর স্বজনদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।প্রথম দিন রোগীর স্বজনরা সাংবাদিকদের কাছে ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ভুল অপারেশনে যদি রোগী মারা যায় তাহলে ক্লিনিকের বিরুদ্ধে হত্যা মামলা দ্বায়ের করবে।কিন্তু রোগীর মৃত্যুর পার আজ জানতে চাইলে তারা ক্লিনিকের বিরুদ্ধে মুখ খোলেনি।
এদিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার বিডি দাস কোন সার্জিক্যাল অভিজ্ঞতা না থাকা শর্তেও অপারেশন করতে পারেন কিনা এ নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। তাছাড়াও অপারেশন টেবিলে কোন এ্যানেস্থেসিয়া ডাক্তার ছিলনা। এ বিষয়ে জানতে চাইলে ডাঃ বিডি দাস সাংবাদিকদের বলেন এ্যনেস্থেসিয়া না থাকায় আমি নিজেই রোগীর অপারেশন করেছি। তাছাড়া রোগীর স্বজনদের মধ্যে থেকে চারজনের মৃত্যুঝৃকির স্বাক্ষর নিয়েই অপারেশন করা হয়েছে। এতে রোগীর কিছু হলে আমাদের কিছু করার নেই কারণ তাদের সম্মতিতেই অপারেশন করা হয়েছে।
মৃত নাসিরার এক মেয়ে জানান, মায়ের অপারেশনের একদিন পর অবস্থার অবনতি হলে বার বার ডাক্তারকে আসতে বললেও সেখানকার কোন ডাক্তার না এসে শুধু মাত্র কর্তব্যরত নার্স দিয়ে যে ওষুধ লিখা ছিল সেই ওষুধই সেবন করাত। অবশেষে কর্তব্যরত নার্স তাদেরকে যখন জানায় রোগী বাঁচাতে হলে অন্যত্র নিয়ে যাও। তখন আমরা আমাদের রোগী নিয়ে কৃষ্টিয়া পরে রাজশাহী নিয়ে আসি। অবশ্য স্থানীয়রা প্রশ্ন তোলেন তারা যদি ভুল চিকিৎসা না করবে তাহলে টাকা দেবে কেন
গাংনীর রবিউল মেমোরিয়াল হাসপাতাল তার নিজেস্ব দালাল নিয়োগ করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিভিন্ন রোগীদের ভাগিয়ে নিয়ে আসার প্রমাণ আছে। এছাড়াও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও একই উপজেলার রামনগর গ্রামের এক গৃহবধুকে প্রাণ দিতে হয়েছে রবিউল মেমোরিয়াল হাসপাতালে ভুল অপারেশনের ফলে।
সিভিল সার্জন ডাঃ শামিমা নাজনিন জানান, আসলে কেমন অনিয়ম হয়েছে না দেখে বলা সম্ভব নয়। তবে এ্যনেস্থেসিয়া ছাড়াই অপারেশন করা নিয়ম বহির্ভুত। তবে তার এ্যনেস্থেসিয়া সম্পর্কে অভিজ্ঞতা আছে কিনা সেটাও একটা বিষয়। অভিজ্ঞতা না থাকলে এনেস্থেসিয়া করাটা ঠিক নয়। তিনি আরও বলেন আমি এখন ঢাকাতে ট্রেনিং এ আছি এসে বিষয়টি খতিয়ে দেখে বলা যাবে।
দালাল দিয়ে রোগী ভাগিয়ে নেওয়ার বিষয়ে রবিউল মেমোরিয়াল হাসপাতাল মালিক তরিকুল ইসলামকে ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্থদন্ড সহ তার মুচলেকা নিয়ে সতর্ক করা হয়। তারপরও দালাল দিয়ে রোগী ভাগিয়ে নেওয়া বন্ধ হয়নি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে ক্যান্সারের জ্বালা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

মেহেরপুরে ক্যান্সারের জ্বালা সহ্য করতে না পেরে আবিদ নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে।

সোমবার বিকালে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর কলনি পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত আবিদ দির্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিল। সেই জ্বালা সহ্য করতে না পেরে সোবার বিকালে নিজ বাসভবনে বিষ পান করে আত্মহত্যা করে।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে গলাই ফাস লাগিয়ে কিশোরীর আত্মহত্যা

মেহেরপুরে আয়েছা নামের এক কিশোরী গলাই ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে। সেমাবার দুপরের মেহেরপুর শহরের ৭ নং ওয়ার্ড নতুন শেখ পাড়াই এ ঘটনা ঘটে। নিতহ আয়েছা নতুন শেখ পাড়ার আজজুলের বড় মেয়ে।

তার পরিবারথেকে জানা যায়, পারিবারি কলহের জের ধরে সোমবার দুপুরে ঘরের চালের আড়ার সাথে ফাস লাগিয়ে সে আত্মহত্যা করতে পারে। তবে এলাকাবাসী বলছে প্রেম ঘটিত কারনে আয়েছা আত্মহত্যা করতে পারে।

এদিকে আয়েছার আত্মহত্যাকে কেন্দ্র করে সিয়াম নামের এক কিশোরকে বেদড়ক পিটিয়েছে। আহত সিয়াম বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

:নিজস্ব প্রতিনিধি