মুজিবনগর মোনাখালীতে স্বামী-সংসার হারিয়ে দিশেহারা কিশোরী

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে স্বামী সংসার হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে এক কিশোরী। মেহেরপুর সদর উপজেলা রাজিব নামের এক যুবক যৌতুক দিতে না পারায় ঐ কিশোরীকে জোরপূর্বক তালাক দিতে বাধ্য করেছে।

সেই সাথে বিয়ের সময় ২ লাখ ১০ হাজার টাকা নিলেও তালাকের সময় সেটা ফেরোত দেওয়ার কথা থাকলেও দেয়নি। তালাকের তিন দিনের মাথায় পূর্ব থেকে সম্পর্ক থাকা চুয়াডাঙ্গা থেকে এক মেয়েকে নিয়ে এসে রাজিব বিয়ে করে।

এ বিষয়ে অসহায় কিশোরীর পিতা আরফিন মোল্লা জানান, আবাবাস আলীর ছেলে রাজিবের দাদা দাদির বাড়ি মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে হলেও সে ছোট থেকে মোনাখালী বসবাস করে আসছে।

সেখানেই বছর দেড়েক আগে আমার মেয়ে রজনীর সাথে তার বিয়ে হয়। বিয়ে সময় সেনাবাহিনীর চাকরি পাবে বলে ২ লাখ ১০ হাজার টাকা রাজিবকে দেওয়া হয়। পরে সে চাকরি না পেয়ে ট্রাক চালানো শুরু করে। এসময় সে বিভিন্ন নেশার সাথে জড়িয়ে পড়ে। বিয়ের কয়েক মাসের মাথা আমার মেয়েকে নেশাগ্রস্থ অবস্থায় সে প্রচুরৃ মারধর করতো। বিভিন্ন সময় আমাদের কাছে টাকা দাবি করতো। দিতে না পারলে আমার মেয়েকে মারতো।

কিশোরী রজনী বলেন, বিভিন্ন সময় টাকার দাবিতে কারনে অকারনে আমাকে মারধর করতো। আমাকে বিয়ে করার পর সে অন্য একটা মেয়ের সাথে পরকিয়া করতো। কিছু বলতে গেলে আমাকে বেদড়ক মারধর করতো। একরাতে সে আমাকে মেরেফেলতে চেয়েছিল। আমার গলায় ফাস লাগিয়ে ধরে ছিল পরে কোনমতে আমি বেচে গিয়ে বাড়িতে খবর দিই।

গত জুন মাসের ২৪ তারিখে আমার বাড়ি থেকে লোকজন আসলে রাজিব তাদের বলে আমাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের হতে হবে। এসব কথাই রাজিবের পরিবারের লোকজন সম্মতি জানায়ে আমাকে জোর শুরু করে।

আমি আমদের দেওয়া টাকার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে রাজিবের পিতা ও রাজিব বলে, তোদের টাকা পেয়ে যাবি আগে তালাক দে। কোন উপায় না পেয়ে তাদের চাপের মুখে আমি তালাক দিতে বাধ্য হয়।
কিন্তু আজা পর্যন্ত আমাদের সে কোন টাকাই ফেরত দেয়নি। টাকা চাইলে বিভিন্ন তালবাহানা করে ও হুমকি দেয়। এ বিষয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি কর্ওে লাভ হয়নি।

এ বিষয়ে রাজিব সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রজনীরা আমার বিরুদ্ধে যা অভিযোগ করেছে তা সঠিক নয়। রজনী নিজে আমাকে তালাক দিয়েছে। টাকার কথা জানতে চাইলে তিনি বলেন, রজনীরা আমার কাছে টাকা পাবে , চাকরি পাবো বলে তাদের কাছে থেকে টাকা নেওয়অ হয়েছে। এখন আমার কাছে কোন টাকা নেই। টাকা পেলে তাদের টাকা শোধ করে দেবো।

পরকিয়ার কথা জানতে চাইলে তিনি আমতা আমতা করে বলেন, আমার সাথে কারও প্রেমের সম্পর্ক ছিল না । আমার তালাকের ১৫ দিন পর আমি বিয়ে করেছি।

:মতুর্জা ফারুক রুপক




গাংনীতে ধর্মীয় উসকানী ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের অভিযোগে যুবক আটক (ভিডিও সহ)

মেহেরপুরের গাংনীতে ধর্মীয় উসকানী ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের অভিযোগে মাসুম বিল্লাহ (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত’র বিরুদ্ধে সোমবার গাংনী থানার এস আই হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মাসুম বিল্লাহ গাংনী উপজেলার কল্যানপুর গ্রামের মকলেচুর রহমানের ছেলে।

গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,ধর্মীয় উসকানী মুলক অপপ্রচার ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আক্রমনাতœক ভাষায় রাষ্ট্রের সুনাম ক্ষুন্ন,জাতির পিতা বঙ্গবন্ধুকে অস্বীকার করে প্রোপাগন্ডা এবং ইসকনের মাধ্যমে বাংলাদেশে হিন্দুত্ববাদের শাসন চলছে মর্মে প্রচারনার অভিযোগে মাসুম বিল্লাহকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নং ২৪ তাং ২৮-১০-১৯ ইং।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বিশ্বজিৎ দাবি করে বলেছেন, মাসুম বিল্লাহ শশুর নুরালের বাড়ি থেকে রবিবার তাকে গ্রেফতার করা হয়েছে। এবং সেখান থেকে ল্যাপটপ মোবাইল জব্দ করা হয়েছে।
-গাংনী প্রতিনিধি




মেহেরপুর ও চুয়াডাঙ্গায় যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মেহেরপুর জেলা শাখার উদ্দ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।

গতকাল রবিবার জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ।

প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান হাবু প্রমুখ।

আলোচনা সভা পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী। আরো বক্তব্য রাখেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদাল হক, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রোকন, জেলা যুবদল সহ-সভাপতি মোশারফ হোসেন তপু, বাবু সাবের, এস এ শিল্টু খান, আনোয়ারুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সুজন, রাশেদুজ্জামান বাপ্পী, আহমেদ রনি, রাজন আলী, শামীম রেজা, জেলা যুবদলের সহ-সাংগঠনিক তৌফিক এলাহী শিমুল, মাসুদ রানা।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের অন্যতম নেতা খোরশেদ আলম, আব্দুল মালেক চপল, রাইহান মজিদ, রাজু আহমেদ, শফিকুল ইসলাম শফিক, হাসানুজ্জামান প্রমুখ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গায় পুলিশি বেস্টনির মধ্যে জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার সকালে শহরের শিল্পকলা একাডেমী চত্বরে র‌্যালি, গণরক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে শিল্পকলা চত্বর থেকে একটি র‌্যালি বের করতে গেলে পুলিশি বাধার মুখে পড়ে নেতাকর্মিরা। পুলিশি বাধায় র‌্যালিটি মূল সড়কে উঠতে না পারলেও সেখান থেকে সরকার বিরোধী নানা স্লোগান দেয়া হয়। পরে একই স্থানে যুবদলের নেতাকর্মিরা গণরক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।

এরপর শ্রীমন্ত টাউন হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা যুবদলের সভাপতি শরিফ উজ জামান সিজারের সভাপত্বিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, মজিবুল হক মালিক মজু, খন্দকার আব্দুল জব্বার সোনা ও জেলা বিএনপির সদস্য শরীফুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ঝন্টু।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি ভীষণ অসুস্থ্য হওয়া সত্ত্বেও তাকে কোন ধরনের চিকিৎসা দিচ্ছে না সরকার।

বেগম খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিয়ে নেতাকর্মিরা বলেন, ঘরে বসে থাকার সময় নেই, স্বৈরাচার সরকারের পতন ঘটাতে সবাইকে রাজপথে নামতে হবে। তারা আরো বলেন, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনকে নিশ্চিহ্ন করতে বর্তমান সরকার যে ষড়যন্ত্র করছে যুবদল থাকতে তা কোন দিন সফল হবে না।

গণআন্দোলনের মাধ্যমে যে কোন মূল্যে দেশনেত্রী খালেদা জিয়াসহ সকল নেতাকর্মিকে মুক্ত করা হবে।

প্রতিদিন ডেস্ক




হরিণাকুন্ডুতে ৫৫ বোতল ফেন্সিডিলসহ মহেশপুরের মঈনুল আটক

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৫৫ বোতল ফেন্সিডিলসহ মঈনুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার বেলা দুইটার দিকে উপজেলার আইজ উদ্দিন মোড়ের নিজামের হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয় বলে দৈনিক পশ্চিম অঞ্চলকে জানাই আটককৃত মঈনুল ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামের ইয়ার আলীর ছেলে।

হরিণাকুন্ডু থানার এসআই গোলাম সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে উপজেলার আইজ উদ্দিন মোড়ের নিজামের হোটেলের সামনে ব্যাগে ফেন্সিডিল নিয়ে একব্যক্তি দাড়িয়ে আছে।

এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ব্যাগে রাখা ৫৫ বোতল ফেন্সিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বিক্রির উদ্দেশ্যে সে মহেশপুর থেকে নিয়ে আসে।

মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে এসআই গোলাম সরোয়ার জানান।

হরিণাকুন্ডু প্রতিনিধি




মেহেরপুরে টাকা না পেয়ে অন্ধ মহিলার ভিজিডি’র কার্ড কেটে দিয়েছে ইউপি সদস্য

মেহেরপুরের গাংনীতে ২ হাজার টাকা না দেওয়ায় হাসিনা খাতুন নামের এক অন্ধ মহিলার ভিজিডি’র কার্ড কেটে দিয়েছে ধানখোলা ইউপি সদস্য তৌহিদী হাসান নিলু।

অন্ধ হাসিনা খাতুন ধানখোলা ইউপির কসবা গ্রামের মামুনুর রশিদের স্ত্রী। অন্ধের ভিজিডি কার্ড কেটে দেওয়ায় এলাকায় নানা সমালোচনার মুখে পড়েছে ইউপি সদস্য তৌহিদী হাসান নিলু।

অন্ধ হাসিনা খাতুন জানান, ইতোপূর্বে বিভিন্ন পত্রিকায় অন্ধ জীবনের করুন দশা নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর তৎকালীন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ স্যারের সুপারিশে ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান ৩০ কেজি চাউলের একটি ভিজিডি কার্ড করে দেয়।

কিন্তু গত কয়েক মাস আগে কসবা গ্রামের ৬ নং ওয়ার্ডের মেম্বর তৌহিদী হাসান নিলু ২ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ার কারণে আমার ভিজিডি’র কার্ড কেটে দিয়েছে।
এ ব্যপারে ইউপি সদস্য তৌহিদী হাসান নিলু জানান, হাসিনার ১৫০ নং কার্ডটি কেটে দেবার বিষয়ে শুনেছি।

তবে চেয়ারম্যান উক্ত কার্ডটি কেটে শানঘাট এতিমখাতানায় দিয়েছেন। আমি অন্ধ হাসিনার কাছে টাকাও চাইনী এ ব্যপারে কিছু জানিনা। তবে আমাদের ইউনিয়নে মাতৃত্বকালীণ ভাতা কার্ড পেয়েছে ৮০ টি।

সেখানে আমাকে দিয়েছে মাত্র ১ টি।
এর প্রতিবাদ করাই আখের চেয়ারম্যান আমার বিরুদ্ধে গভির ষড়যন্ত্র করে অন্ধ মহিলার কার্ড কেটে দিয়েছে। বিষয়টি উদর পিন্ডি বুদোর ঘাড়ে দেবার পায়তারায় লিপ্ত হয়েছে ইউপি চেয়ারম্যান।

ধানখোলা ইউপি আওয়ামী লীগের সভাপতি আলী আজগর জানান, হাসিনা অন্ধ ও গরিব মানুষ তার ভিজিডি’র কার্ড কাটা ঠিক হয়নি। নিলু মেম্বার নয়া আওয়ামী লীগ সাজার চেষ্টা করে।

ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামানকে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি সাড়া না দেয়াই কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মেহেরপুরের জেলা প্রশাসক মো: আতাউল গনি জানান, টাকার জন্য অন্ধ মহিলার কার্ড কেটে দিয়েছে এটা কোন ভাবেই মেনে নেয়া যায়না। অবশ্যই এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

গাংনী প্রতিনিধি




গাংনীর সাহারবাটি ইউনিয়নে মাতৃত্বভাতার আবেদন কারীদের যাচাই বাছাই সম্পন্ন

গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নে মাতৃত্বকালীণ ভাতা ভোগীদের নামের তালিকা চুড়ান্ত করতে গণশুনানী ও যাচাই বাছাই পর্ব অনুীষ্ঠত হয়েছে।

রবিবার সকাল ১০ টার সময় সাহারবাটি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের দুস্থ্য গর্ববতী ও প্রসাবকালীণ মায়েদের যাচাই বাছাই কাজের আনুষ্ঠানিকতা শরু হয়। স্বচ্ছ ও জবাদিহিতার জায়গা থেকে গরিব ও দুস্থ্যদের মাতৃত্ব ভাতার আওতায় আনার লক্ষ্যে স্থানীয় গন্যমান্য ব্যাক্তি, ইউপি সদস্যদের উপস্থিতিতে ৮০ জন আবেদনকারীর সাক্ষাতকার গ্রহন করেন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক।

এসময় ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, ইউনিয়নের প্রতিটি কাজে স্বচ্ছতা নিরেপেক্ষতা ও জবাদিহিতা নিশ্চিত করতেই ইউপি সদস্যদের দেয়া তালিকার যাচাই-বাছাই করা হয়েছে। প্রকৃতপক্ষে যারা মাতৃত্বভাতার আওতাভুক্ত হওয়ার যোগ্য তাদেরকেই এ কার্ডের তালিকায় রাখা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব আব্দুল মতিন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গাংনী সরকারি ডিগ্রী কলেজের হিসাব রক্ষণ অফিসার রবিউল ইসলামসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।

নিজস্ব প্রতিনিধি




গাংনীর সাহারবাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা

‘সকলের হাত, পরিছন্ন থাক’-‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন’ এ প্রতিপাদ্যে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৯ ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১ টার সময় ইউপি চেয়ারম্যান গোলাম ফারুকের নেতৃত্বে একটি র‌্যালী সাহারবকাটি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে পরিষদ সভাকক্ষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, এসকেএস ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার পরিমল চন্দ্র। ইউপি সচিব আব্দুল মতিন, ইউপি সদস্য বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর প্রতিনিধি




চিৎলা ইউনিয়ানের কুলপালা থেকে রুইথনপুর, হাপানিয়া সড়কের বেহাল দশা

আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামের মাঝপথ দিয়ে রুইথনপুর হাপানিয়া সড়ক। আর এই সড়কটিতে চিৎলা ইউনিয়নের সকল জনগণ যাওয়া আসা করে।
বছরের অধিকাংশ সময় এই রাস্তায় পানি জমে থাকে।

সাধারণ মানুষের চলাচল করতে সমস্যা হয়। বিশেষ করে কুলপালা গ্রামের মানুষের বেশি সমস্যা হচ্ছে। ওই রাস্তা দিয়ে মুসুল্লিরা নামাজে যাই। ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়।

গ্রামের মোহাম্মদ সোহেল শাহ, লাল্টু মিয়া, পটল মিয়া, মমিন মিয়া জানান, এই সড়ক নিয়ে উপজেলা চেয়ারম্যান, এমপি মহোদয় তারা আশ্বস্ত করে। তারা বলেছিলেন যে রাস্তাটি পুণরায় নতুন ভাবে নির্মাণ করা হবে। কিন্তু সেটি খাতা-কলমে সীমাবদ্ধ । বাস্তবে তার কোনো কার্যক্রম আমরা দেখতে পাইনি।

প্রায় ৭-৮ বছর এভাবে সাধারণ জনগণ কষ্ট করে। মাঝে মাঝে ইঞ্জিনিয়ার এসে রাস্তার মাপ নিয়ে যায়। কিন্তু কোন কিছুই হয় না।

চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহ বাতেন মিয়া জানান, আমি এই বিষয়টি নিয়ে এমপি মহোদয়ের সাথে কথা বলেছি। এমপি মহোদয় জানিয়েছেন অতিশীঘ্রই সড়কটি হয়ে যাবে। আর এটাও সাধারণ জনগণের প্রাণের দাবি।

চিৎলা প্রতিনিধি




দর্শনায় ভারতগামী মালবাহী ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ভারতগামী মালবাহী ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে নারী-শিশুসহ ৭ জন যাত্রী আহত হয়েছেন। আহতরা সকলেই মেহেরপুরের গাংনী উপজেলার শহরেরর মহিলা কলেজ পাড়ার বাসিন্দা।

রবিবার রাতে দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্তের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন, মেহেরপুর জেলার গাংনী উপজেলা শহরের বজলুর রহমানের স্ত্রী নাসিমা খাতুন (৪৫), মহিউদ্দীনের ছেলে মিজানুর রহমান (৪৫), শের আলীর ছেলে মইনুল ইসলাম (৪২), তার সহোদর আব্দুল হান্নান (৪৯), আব্দুল মালেকের ছেলে তরিকুল ইসলাম (২২), একই এলাকার ফাতেমা খাতুন (০৬) ও ইয়ামিন হোসেন (০৭)।

প্রত্যক্ষদর্শীরা জানাায়, রোববার সন্ধ্যায় দর্শনা চেকপোষ্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরা পাসপোর্টধারী যাত্রীরা মাইক্রো বাসযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় জয়নয়ন চেকপোস্ট অতিক্রম করতে গেলে ভারতগামী একটি মালবাহী ট্রেন ও

মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হয় নারী ও শিশুসহ কমপক্ষে ৭ জন মাইক্রোবাসের যাত্রী। পরে বিজিবি সদস্যরা তাদেরকে দ্রুত উদ্ধার করা স্থানীয় ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমা ইয়াসমিন জানান, আহতদের মধ্যে নাসিমা খাতুন, মইনুল ও হান্নানের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

এ দিকে আমাদের গাংনী প্রতিনিধি জানান, মইনুল ইসলাম ষোলো টাকা ইউনিয়নের ওয়ার্ড সদস্য। তিনি সহ ৪ জন ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলেন। গতকাল সন্ধ্যার পর দর্শনা চেক পোস্ট হয়ে দেশে ফিরেন। তাদের কে আনতে পরিবারের সদস্যরা মাইক্রো যোগে দর্শনা যায়। সেখান থেকে ফিরার পথে ভারতগামী মালবাহী ট্রেনের সাথে মাক্রোটি ধাক্কা খায়। এতে ৭ জন গুরুতর আহত হয়।

চুয়াডাঙ্গা ও দর্শনা প্রতিনিধি




মেহেরপুরে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো: মাইনুদ্দিন, রাকিবুল ইসলাম, মিথিলা দাস প্রমুখ। সরকারি রাজস্ব আদায়ের সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়।

নিজস্ব প্রতিনিধি