মেহেরপুর পৌরসভার আরো একটি গভীর নলকূপ স্থাপন

মেহেরপুর পৌরসভা নিজ অর্থায়নে শহরের মল্লিকপাড়া গভীর নলকূপে বসিয়ে পানি উত্তোলনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সুইচ অন করে পানি উত্তোলনের উদ্বোধন করেন।

এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র বলেন, বেশ কিছুদিন যাবৎ মেহেরপুরে পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় পানি সরবরাহ কিছুটা কম ছিল। এই নলকূপে স্থাপনের কারণে এই সমস্যা আর থাকবে না।

নিজস্ব প্রতিনিধি:




মেহেরপুর-চুয়াডাঙ্গা রুটে সরাসরি বাস চলাচল শুরু

চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের আলোচনার পর সরাসরি মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে বাস চলাচল শুরু হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর মেহেরপুর চুয়াডাঙ্গা ভায়া মুজিবনগরে বাস চলাচল করছে। মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ এবং মালিক শ্রমিক নেতৃবৃন্দের আলোচনা পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়।

শনিবার সকালে মেহেরপুরের নতুন বাস টার্মিনাল থেকে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও মুজিবনগরের উদ্দেশ্যে সরাসরি বাস ছেড়ে যায়। পাশাপাশি চুয়াডাঙ্গা বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

গতকাল সকালে থেকে মেহেরপুরের ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন বিষয়টি তদারকি করেন। এর আগে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ এবং বাস ও মিনিবাস মালিক শ্রমিক নেতৃবৃন্দের আলোচনা সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুরে জে এস সি শিক্ষার্থীদের পরামর্শ ও দোয়া অনুষ্ঠান

মেহেরপুরে এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস্ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে জে এস সি পরীক্ষার্থীদের পরামর্শ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল শনিবার প্রতিষ্ঠানের হল রুমে জে এস সি পরিক্ষাথীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এই পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রেন্ডস্ ফাউন্ডেশন র্ট্রাস্টের পরিকল্পনা ও জনসংযোগ বিষয়ক পরিচালক অ্যাড. মিয়াজান আলী, আইন বিষয়ক পরিচালক অ্যাড. পল্লব ভট্টাচার্য্য, ফ্রেন্ডস্ ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক এহসানুল কবির আরিফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর (অব:) হাসানুজ্জামান মালেক।
প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন, “শিক্ষার্থীদের কোনো রকমের অসদুপায় অবলম্বন না করে সুষ্ঠ ও সুন্দর ভাবে পরীক্ষা দেওয়ার জন্য নির্দেশনা দেন।” পরে শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো: রবিউল ইসলাম, মো: রকিবুজ্জামান, মো: ইমরুল সায়ীদ, মো: ফারুক মেহেদী, আসিফ সাজ্জাদ সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোছা: শাপলা খাতুন।

নিজস্ব প্রতিনিধি




আলমডাঙ্গায় মুদি দোকান পুড়ে ছাই

আলমডাঙ্গার কুমারী বাজারের রাজন ষ্টোর নামক এক মুদি দোকানে ভয়াবহ আগুন লেগে দোকানের সব মালামাল পুড়ে ভস্মিভুত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ১০ টার দিকে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের চাষী পাড়ার গোলাপ মন্ডলের ছেলে রাজন আলী কুমারী বাজারের উপর একটি পাকা দোকান ঘর ভাড়া নিয়ে মুদি ব্যবসা করে আসছিল। প্রতি দিনের ন্যায় গত শুক্রবার দিন সন্ধার পর দোকান বন্ধ করে বাড়ী চলে যায়, আনুমানিক রাত ১১ টার দিকে সে জানতে পারে তার দোকানে আগুন লেগেছে। সাথে সাথে সে তার দোকানে ছুটে এসে দেখতে পায় তার দোকার পুড়ে প্রায় সব শেষ।

স্থানীয় ও গ্রামবাসীর সহযোগীতায় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। সংবাদ পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস দ্রুত ছুটে এসে জানান বিদ্যুতের সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

এ বিষয়ে দোকানের মালিক রাজন আলী জানান আমার দোকান থেকে প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ঘটনাটি জানতে পেরে কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ ঘটনাস্থল পরিদর্শন ও দুঃখ প্রকাশ করেন।

এ বিষয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তাকে জিজ্ঞাসা করলে তিনি এর সত্যতা স্বীকার করেন। তারা জানান প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভুত হয়ে গেছে।

আলমডাঙ্গা প্রতিনিধি




চুয়াডাঙ্গায় ৭টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদি সীমান্তের নাস্তিপুর গ্রামে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ৭টি গরু আটক করেছে বিজিবি সদস্যরা।

শনিবার দুপুর দেড়টা এবং বিকাল পৌনে চারটায় আলাদা দুটি অভিযানে গরুগুলো আটক করা হয়। আটক করা গরুর আনুমানিক মূল্য চার লাখ ২০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে ৮০ নম্বর মেইন পিলারের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর গ্রামে দুটি অভিযান চালায় বিজিবি।

এ সময় ভারত থেকে পাচার করে ৭টি গরু আটক করা হয়। এর আগে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত গরুগুলো দর্শনা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

:চুয়াডাঙ্গা প্রতিনিধি




মেহেরপুর পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা

মেহেরপুর পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল খেলার অনুষ্ঠিত হয়েছে। খেলায় পুলিশ লাইনস একাদশ ৩-০ গোলে থানা একাদশকে পরাজিত করে

শনিবার বিকালে পুলিশ লাইনস মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার এসএম মুরাদ আলী খেলার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সদর থানার ওসি শাহ দারা প্রমুখ।




মুজিবনগরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মুজিবনগরে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।

শনিবার বিকাল তিনটার সময় মুজিবনগর থানা চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন।

এদিকে, কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনাসভার আগে “জনতাই পুলিশ,পুলিশিই জনতা” এই শ্লোগানে একটি র‌্যালী বের করা হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেমের নেতৃত্বে র‍্যালীটি থানা চত্বর থেকে শুরু হয়ে শহরের মেন মেন সড়ক প্রদক্ষিন করে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়।

উক্ত র‌্যালীতে মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন,উপজেলা যুবমহিলা লীগের সাধারন সম্পাদক তহমিনা খাতুন,কেদারগন্জ বাজার কমিটির সভাপতি কুতুবউদ্দীন মল্লিক, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রিন্স, মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেনসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক- শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।




মেহেরপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিলসহ শরিফুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রাম থেকে থেকে তাকে আটক করা হয়।

শরিফুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বয়রা গ্রামের মোঃ রেজাউল হকের ছেলে। জেলা গোয়ন্দা পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামে অভিযান চালিয়ে শরিফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধভর করা হয়।

সে ফেন্সিডিল নিয়ে বরিশালে তারিক নামে একজনকে পৌছে দেবার দায়িত্ব নিয়েছিল। এই ব্যাপারে মুজিবনগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি




মেহেরপুর সহ সারা দেশে ফের বেড়েছে পেঁয়াজের দাম

মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে ফের বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে ১২০ টাকায়। দাম বৃদ্ধির জন্য যোগান কমের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে, বেড়েছে মাছের দামও। বাজারে শীতের সবজির সরবরাহ ভালো হলেও দাম রয়েছে বেশি।

আবহাওয়া বৈরি হলেও ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে ক্রেতা সমাগম ছিল তুলনামূলক বেশি। বাজারে নিত্য পণ্যের যোগান বেশি হলেও ক্রেতার নজর পেঁয়াজের দিকে। প্রয়োজনীয় এই ভোগ্য পণ্য কিনতে বেগ পেতে হচ্ছে ভোক্তার।

সরকারি নানা উদ্যোগেও লাগাম টানা যাচ্ছে না পেঁয়াজের দরে। পাইকারি বাজারে প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে এক কেজি দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে ১২০ টাকায়। ভারতীয় পেঁয়াজের কেজিও ১১০ থেকে ১১৫ টাকা।

এদিকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় চাহিদা বেড়েছে অন্য মাছের। বেড়েছে দামও। তবে চাষের মাছের তুলনায় নদ-নদীর মাছের দাম বেশি। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম এখনও বেশি। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১০০ টাকায়। টমেটোর কেজি ১১০ টাকা। ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতিটি ৩০ থেকে ৪০ টাকায়।

মেহেরপুর বড় বাজার সহ গাংনীতে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০-১৫ টাকা
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের তহ বাজার ঘুরে দেখা গেছে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা বেড়ে গেছে। বেড়ে হয়েছে ১০০ টাকা । কোন কোন বিক্রেতা ১১৫ টাকা করেও পেয়াজ বিক্রি করেছেন বলে জানা যায়।

গত বৃহস্পতিবার পেয়াজেরর দাম ছিল প্রতি কেজি ৯০ টাকা। এক দিনের ব্যবধানে গতকাল শুক্রবার তা বেড়ে দাড়িয়েছে ১০০-১১৫ টাকা কেজি।

খুচরা বিক্রেতারা বলছে পাইকারি ব্যবসায়ীদের কারসাজিতে একদিনে পেয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। এদিকে কাচা ঝাল গত সপ্তাহে প্রতি কেজি দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা এ সপ্তাহে তার দাম বেড়ে দাড়িয়েছে ৪৫ থেকে ৫০ টাকা।

নিজস্ব প্রতিনিধি




সভাপতি নুরুল ইসলাম, সম্পদক মাসুদ হোসেন

মেহেরপুর শহর আওয়ামী লীগের উদ্যোগে ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে আলহাজ¦ নুরুল ইসলাম কে সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দিতায় মো: মাসুদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

গতকাল শুক্রবার সন্ধা সাড়ে ৬ টার সময় যাদবপুর ব্রীজের পূর্ব পার্শ্বের মোড়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। শহর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপত্বিতে সম্মেলনে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, আওয়ামী লীগ নেতা বুলবুল হোসেন, আব্দুল মান্নান ছোট প্রমুখ।
সম্মেলনে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শহর প্রতিনিধি